কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী
*
আজুক সুখ কছু বরণে ন জাত
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩০১-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

আজুক সুখ কছু বরণে ন জাত।
রসিক সুধীর                                সুঘর শ্রীবাস প্রভু
রঙ্গ হেরি মৃদু মৃদু মসিকাত॥ ধ্রু॥
সবলিত দেহ                                  নেহভরে টলমল
ললিত ভঙ্গী নিরুপম ছবি ভারী।
অবিরল পুলক                                কদম্ব লসত জনু
পহিরল কঞ্চু পরম রুচিকারী॥
বাতাতুর লতিকা                          সম কম্প ন শকত
সম্ভারি বিবশরসপূর।
বীণ বন্ধু কত                                    বদত নিরন্তর
অন্তর তরল রহত ধৃতি দূর॥
সুন্দর গুণগণ                                  গাওত লঘু লঘু
নাচত নয়নে বহত জলধার।
নরহরি ভণ অনু-                            ভব ন হোত হিয়
উপজত কত কত ভাব বিকার॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দর সুঘড় গদাধর দাস
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩০১-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

সুন্দর সুঘড় গদাধর দাস।
গুণমণি গৌর                            সমীপ বিলসিত জনু
চন্দ নিকট হি চন্দ পরকাশ॥ ধ্রু॥
মৃদুতর দেহ                                  লেহময় মধুরিম
মাধুরী করু চম্পক-মদ-খীন।
ধৃতিভর ভঞ্জন-                               কারী ভঙ্গী ভূব-
রঞ্জন কঞ্জ-চরণ গতিহীন॥
আলস যুত যুগ-                               নেত্র রুচিরতর
তরল কিঞ্চিদপি নিমিখ বিভঙ্গ।
নিরমল গণ্ড-                                যুগল ঝল ঝলকত
ললিত হাস সহ অধর সুরঙ্গ॥
অনুভব ন হোই                                নিরন্তর অন্তর
উপজত পূরব ভাব বহু ভাতি।
গুপত করত কত                              যতন ন গোপন
নরহরি হেরি হসত সুখে মাতি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রামচন্দ্র কবিরাজ বিখ্যাত ধরণী মাঝ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩২০-পৃষ্ঠা। আমরা মনে করছি যে এই পদটি নরহরি চক্রবর্তীরই
রচনা। কারণ নরহরি সরকার গোবিন্দদাস কবিরাজের পূর্বেকার, শ্রীচৈতন্য মহাপ্রভুর সমসাময়িক কবি
ছিলেন। অবশ্য নরহরি চক্রবর্তী ছাড়াও পরবর্তী অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে! এই পদটিকে আমরা নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনের পদাবলীর পাতাতেও রাখছি।

॥ মঙ্গল॥

রামচন্দ্র কবিরাজ                                বিখ্যাত ধরণী মাঝ
তাহার কনিষ্ঠ শ্রীগোবিন্দ।
চিরঞ্জীব সেন-সুত                               কবিরাজ নামে খ্যাত
শ্রীনিবাস শিষ্য কবিচন্দ॥
তেলিয়াবুধরি গ্রামে                                জন্মিলেন শুভক্ষণে
মহাশাক্তবংশে দুই ভাই।
পরে পিতৃধর্ম্মত্যাগী                               ঘোরতর পীড়া লাগি
বৈষ্ণব হইলা দোঁহে তাই॥
হইল আকাশবাণী                                কহিলেন কাত্যায়নী
গোবিন্দ গোবিন্দপদ ভজ।
বিপত্তে মধূসূদন                                  বিনে নাহি অন্য জন
সার কর তার পদরজ॥
শ্রীখণ্ডের দামোদর                                 কবিকুলে শ্রেষ্ঠতর
গোবিন্দের হন মাতামহ।
সুরগুরু সঙ্গে যার                                 তুলনায় বারে বার
লোকে যশ গায় অহরহ॥
বুঝি মাতামহ হৈতে                               কবিকীর্ত্তি বিধিমতে
পাইলা গোবিন্দ কবিরাজ।
কহে দীন নরহরি                                   তাই ধন্য ধন্য করি
গায় গুণ পণ্ডিতসমাজ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কহব পরিকর পরম উদার
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩২৩-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ যথারাগ॥

কি কহব পরিকর পরম উদার।
নিরুপম গৌর-                                বদন অমৃতাকর
অমিয় পীয়ত অনিবার॥ ধ্রু॥
কত কত যতন                            করত ধৃতি ধরইতে
অনুখন অথির বিবশ রসে মাতি।
অপরূপ ভাব                                  ভূরি ভূষণ বর
ভুষিত শুভ শোভা রহুঁ ভাঁতি॥
কাহুক পুলকিত                                গাত বাত নহি
নিকসত গদ গদ কণ্ঠ সুচার।
কাহুক কম্প                                   কাঁপাওত জনম
কাহুক নয়নে বহত জলধার॥
কোউ ফিরত                                   ভুজ ভঙ্গী করু
কোউ মধুরিম নাম উচরি বেরি বেরি।
কোউ হসত মৃদু                                 নাচত ঘন ঘন
নরহরি সফল হোয়ব কব হেরি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মরি মরি ওগো নদীয়া মাঝে কিবা অপরূপ শোভা
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৩৫-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ যথারাগ॥

মরি মরি ওগো নদীয়া মাঝে কিবা অপরূপ শোভা।
না জানিয়ে কেবা গঠিল শচীর ভবন ভুবনলোভা॥
ঝলমল করে চারিদিকে নব কনকমন্দির সারি।
কনকঅঙ্গনে বিলসয়ে কত কনক-পুরুষ-নারী॥
আর অপরূপ দেখে কনকের নদীয়ানগর হৈল।
কনকের তরু কদম্ব কনক লতায় সাজিছে ভাল॥
কনকের পশুপক্ষী যত কীট পতঙ্গ কনক পারা।
শ্বেতবর্ণ কেবা হরিল, জাহ্নবী হইলা কনকধারা॥
কনক গগন হৈল ইকি হের জগত কনক মত।
তাহে বুঝি এই নরহরি পহুঁ রূপের প্রতাপ এত॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হরি হরি হেন দিন হোয়ব আমার
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৫৩-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ বেলোয়ার॥

হরি হরি হেন দিন হোয়ব আমার।
শ্রীগুরুদেব-                                চরিত গুণ অদ্ ভুত
নিরবধি চিন্তিব হৃদয় মাঝার॥ ধ্রু॥
মৃদু মৃদু হসিত                                বদনে বচনামৃত
শ্রবণ চসক ভরি করবহি পান।
নিরুপম মঞ্জুল                                মূরতি-জনরঞ্জন
নিরখি করব কত তৃপত নয়ান॥
ললিত অঙ্গোপরি                        মনোনীত নব নব
নাসাপুট ভরি রাখব তায়।
ইহ বদনে উহ                                মধুর নাম শুভ
রটব নিরন্তর হরষি হিয়ায়॥
কি কহব অব                                অতিশয় সব দুর্লভ
করি পরিচর্য্যা সফল হব হাত।
ধরণী পতিত হোই                        পতিত এ নরহরি
চরণ কঞ্জ তব ধরব কি সাথ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বিদ্যাপতি কবিভূপ
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৬৮-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ কেদার॥

বিদ্যাপতি কবিভূপ।
অগণিত গুণজন-                                রঞ্জন ভণব কি
সুখময় কি পীরিতি মূরতি রস-কূপ॥ ধ্রু॥
শিশু-সময়াবধি                                অধিক পরাক্রম
বিরচিল দেব চরিত বহু ভাতি।
কোই করল উপ-                                দেশ পরম রস
উলসিত তাহে নিরত রহুঁ মাতি॥
শ্রীশিবসিংহ                                 নৃপতি লছিমাপ্রিয়
অতুল মিলন যশ বিদিতহি ভেল।
শ্যামর গৌরী                                  কেলি মণিসম্পুট
যতনে উঘারি ভুবন ধন কেল॥
মরি মরি যাক                                 গীত নব অমিয়
পিবি পিবি জীবই রসিক-চকোর।
নরহরি তাক                              পরশ নাহি পাোল
বুঝিব কি ও রস মঝু মতি থোর॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় বিদ্যাপতি কবিকুলচন্দ
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৬৯-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ ধানশী॥

জয় বিদ্যাপতি কবিকুলচন্দ।
রসিক সভাভূষণ সুখ কন্দ॥
শ্রীশিবসিংহ নৃপতি সহ প্রীত।
জগতব্যাপী রহ বিশদ চরিত॥
লছিমা গুণহি উপজে বহু রঙ্গ।
বিলসয়ে রূপ নারায়ণ সঙ্গ॥
বৃন্দাবন নব কেলি বিলাস।
করু কত ভাতি যতনে পরকাশ॥
শ্রীগোকুল-বিধু গৌরকিশোর।
গণ সহ যাক গীতরসে ভোর॥
নরহরি ভণ অরু কি কহ তায়।
অনুখন মন জনু রহে তছু পায়॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় বিদ্যাপতি কবি বিদ্যাপতি ভূপ
ভণিতা নরহরি
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৬৯-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ ধানশী॥

জয় বিদ্যাপতি কবি বিদ্যাপতি ভূপ।
যাক সরস রস-পদ অপরূপ॥
লছিমারূপিণী রাধা ইষ্ট বস্তু যার।
যারে দেখি কবিতা স্ফূরয়ে শত ধার॥
পঞ্চ গৌড়েশ্বর শিবসিংহ রায়।
রাজ-কবি করি যারে রাখিলা সভায়॥
সরস সালঙ্কার শবদনিচয়।
যাহার রসনা অগ্রে সতত স্ফূরয়॥
কবিতা-বনিতা যাবে করিলেক পতি।
নরহরি কহে ধন্য কবি বিদ্যাপতি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় চণ্ডীদাস দয়াময় মণ্ডিত সকল গুণে
ভণিতা নরহরি
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৭০-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ মঙ্গল॥

জয় জয় চণ্ডীদাস দয়াময় মণ্ডিত সকল গুণে।
অনুপম যাক, যশ রসায়ন, গাওত জগত জনে॥
নান্নুর গ্রামেতে, নিশা সময়েতে, বাশুলী প্রসন্ন হৈয়া।
রাই কানু দুহুঁ, নওল চরিত, কহয়ে নিকটে গিয়া॥
শুনি ভাবে মনে, জানি পুন দেবী, কহে কি চিন্তহ চিতে।
সুখময়ী তারা ধুবলীদরশে, ফুরিবে বিবিধ মতে॥
ইহা শুনি নিশি, প্রভাতে চলিল, প্রণামী বাশুলী পায়।
ধুবলীদরশ রসে ফুরে সব, কি দিব তুলনা তায়॥
চণ্ডীদাস হিয়া ধুইল ধুবলী প্রেমেতে পড়িল বাঁধা।
ধুবলী মহিমা, সীমা জানাইল, ধন্য সে বাশুলী দেবী।
নরহরি কহে, পাইল দুলহ প্রেম চণ্ডীদাস করি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর