কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
আজু শঙ্করচরিত শুনি শচীতনয়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৩৪-পৃষ্ঠা।

॥ গীতে যথা মালব-স্ত্রী॥

আজু শঙ্করচরিত শুনি, শচীতনয় শঙ্কর ভেল।
রজত গিরি জিতি, জ্যোতি ডগ মগ, জগত-ধৃতি হরি নেল॥
ভসম ভূষিত, অঙ্গ ভঙ্গিম, অনঙ্গ মদ ভর হারি।
রুচির কর গহি, শৃঙ্গ বায়ত, ডমরু রব রুচিকারী॥
লোল ললিত, ত্রিলোচনাঞ্চল, লসত বয়ন ময়ঙ্ক।
গণ্ড মণ্ডল, বিমল মৃদুতর, ভাল ভুরুযুগ বঙ্ক॥
বিপুলপন্নগ, ভূষণাম্বর, চরম পরম উজোর।
শিরসি মঞ্জু, জটাল পটভর, পেখি নরহরি ভোর॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৮২-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ মালবশ্রী॥

আজু শঙ্করচরিত শুনি শচীতনয় শঙ্কর ভেল।
রজত-গিরি জিনি, জ্যোতি ডগমগ, জগতধৃতি হরি নেল॥
ভসম ভূষিত, অঙ্গ ভঙ্গিম, অনঙ্গমদহরহারি।
রুচির কর গাহি, শৃঙ্গ রায়ত, ডুমুর রব রুচিকারী॥
লোল ললিত ত্রিলোচনাঞ্চল, লসত বয়ন ময়ঙ্ক।
গণ্ডমণ্ডল বিমল মৃদুতর, ভালে ভুরুযুগ বঙ্ক॥
বিপুল পন্নগ ভূষণাম্বর, চরম পরম উজোর।
শিরসি মঞ্জু জটালটপট ভর, পেখি নরহরি ভোর॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রভু বিশ্বম্ভর প্রিয় পরিকর প্রতি কহে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮২৬-পৃষ্ঠা।

॥ গীতে যথা---কামোদঃ॥

প্রভু বিশ্বম্ভর প্রিয় পরিকর প্রতি কহে শুন স্বপন কথা।
কিবা সে নির্ম্মিত, অতি শুশোভিত, তালধ্বজ রথ আইল এথা॥
দেখিনু সুন্দর, দীর্ঘ কলেবর, পুরুষ এক কি উপমা তাহে।
এক কর্ণে কিবা, কুণ্ডল সে গ্রীবা, কিবা মুখশশী সোহে॥
কাল কুম্ভ হাতে, নীলবস্ত্র মাথে, নীল বাস পরিধান সুছন্দে।
চৌদিগে নেহালে, হেলি দুলি চলে, সে ভঙ্গিতে কেবা ধৈরয বান্ধে॥
মোর নাম ধরি, পুছে বেরি বেরি, বুঝি হলধর গমন কৈলা।
এত কহি নর,-হরি প্রভুবর বলরামভাবে বিহ্বল হৈলা॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি
চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া
বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

প্রভু বিশ্বম্ভর                                  প্রিয় পরিকর
প্রতি কহে শুন স্বপন-কথা।
কিবা সে নির্ম্মিত                            অতি শুশোভিত
তালধ্বজ রথ আইল এথা॥
দেখিনু সুন্দর                                    দীঘ কলেবর
পুরুষ এক কি উপমা তাহে।
এক কর্ণে কিবা                                কুণ্ডল সে গ্রীবা
কিবা মুখশশী ভুবন মোহে॥
কাল কুম্ভ হাতে                                নীলবস্ত্র মাথে
নীলবাস পরিধান সুছাঁদে।
চৌদিগে নেহালে                             হেলি দুলি চলে
সে ভঙ্গিতে কেবা ধৈরজ বাঁধে॥
মোর নাম ধরি                             পুছে বেরি বেরি
বুঝি হলধর গমন কৈলা।
এত কহি নর-                                 হরি প্রভু বর
বলরাম ভাবে বিভোল হৈলা॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি আজু কি আনন্দ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮২৪-পৃষ্ঠা।

॥ গীতে যথা---কামোদঃ॥

আহা মরি আজু কি আনন্দ।
কিবা একচক্রাপুরে, হাড়াই পণ্ডিতের ঘরে, অবতীর্ণ হৈলা নিত্যানন্দ॥ ধ্রু॥
অতি সুকোমল তনু, হেম নবনীত জনু, শোভায় ভুবন বিমোহিত।
পুত্র মুখ নিরখিয়া, উলাসে না ধরে হিয়া, পদ্মাবতী হাড়াইপণ্ডিত॥
শ্রীঅদ্বৈত শান্তিপুরে, গর্জ্জায়ে আনন্দতরে, তিলেক হইতে নারে থির।
নাচে প্রভু ঊর্দ্ধবাহে, কাঁখতালি দিয়া কহে, আনিলু আনিলু বলবীর॥
ব্রহ্মা আদি দেবগণ, করে পুষ্প বরিষণ, জয় জয় ধ্বনি অনিবার।
গন্ধর্ব্ব কিন্নর যত, বায় বাদ্য কত শত, গায় গুণ সুখের পাথার॥
ওঝা মহা ভাগ্যবান্, পুত্রের কল্যাণে দান, করে যত লেখা নাই দিতে।
কত না যৌতুক লৈয়া, লোক সব আসে ধা’য়া, মহা ভীড় গৃহে প্রবেশিতে॥
ধন্য রাঢ় মহী আর, ধন্য সে নক্ষত্র বার, ধন্য মাঘ শুক্লা ত্রয়োদশী।
নরহরি কহে ভাল, ধন্য ধন্য কলিকাল, প্রকটে খণ্ডিল দুঃখ রাশি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

আহা মরি আজু কি আনন্দ।
কিবা একচক্রাপুরে                                হাড়াই পণ্ডিত ঘরে
অবতীর্ণ হৈলা নিত্যানন্দ॥
অতি সুকোমল তনু                                  হেম নবনীত জনু
শোভায় ভুবন বিমোহিত।
চন্দ্রমুখ নিরখিয়া                                  উল্লাসে না ধরে হিয়া
পদ্মাবতী হারাই পণ্ডিত॥
শ্রীঅদ্বৈত শান্তিপুরে                               গর্জ্জয়ে আনন্দ-ভরে
তিলেক হইতে নারে থির।
নাচে পহুঁ ঊর্দ্ধবাহে                                কাঁখতালি দিয়া কহে
আনিলু আনিলু বলবীর॥
ব্রহ্মা আদি দেবগণ                                   করে পুষ্প বরিষণ
জয় জয় ধ্বনি অনিবার।
গন্ধর্ব্ব কিন্নর যত                                   বায় বাদ্য শত শত
গায় গুণ সুখের পাথার॥
ওঝা মহা ভাগ্যবান                                পুত্রের কল্যাণে দান
করে যত লেখা নাই দিতে।
কত না কৌতুক লঞা                           লোক সব আসে ধাঞা
মহাভীড় গৃহে প্রবেশিতে॥
ধন্য রাঢ় মহী আর                                    ধন্য সে নক্ষত্রবার
ধন্য মাঘ-শুক্লা ত্রয়োদশী।
নরহরি কহে ভাল                                   ধন্য ধন্য কলিকাল
প্রকটে খণ্ডিল দুঃখ-রাশি॥

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন-
মালা”, ৪২-পৃষ্ঠায় কবি নরহরি সরকার বা শ্রীসরকার ঠাকুর বা নরহরি চক্রবর্তী অর্থাৎ অনির্দিষ্ট নরহরির
পদ হিসেবে রয়েছে।

॥ কামোদ॥

আহা মরি আজু কি আনন্দ।
কিবা একচক্রা পুরে,                                হারাই পণ্ডিত ঘরে,
অবতীর্ণ হৈলা নিত্যানন্দ॥
অতি সুকোমল তনু                                   হেম নবনীত জনু
শোভায় ভুবন বিমোহিত।
চন্দ্রমুখ নিরখিয়া                                 উল্লাসে না ধরে হিয়া
পদ্মাবতী হারাই পণ্ডিত॥
শ্রীঅদ্বৈত শান্তিপুরে                                গর্জ্জয়ে আনন্দ ভরে
তিলেক হইতে নারে থির।
নাচে পহুঁ ঊর্দ্ধবাহে,                                কাখতালি দিয়া কহে
আনিলু আনিলু বলবীর॥
ব্রহ্মা আদি দেবগণ                                   করে পুষ্প বরিষণ
জয় জর ধ্বনি অনিবার।
গন্ধর্ব্ব কিন্নর যত                                    জয় বাদ্য শত শত
গায় গুণ সুখের পাথার॥
ওঝা মহাভাগ্যবান                                পুত্রের কল্যাণে দান
করে যত লেখা নাই দিতে।
কত না কৌতুক লৈঞা                           লোক সব আসে ধাঞা
মহাভীড় গৃহে প্রবেশিতে॥
ধন্য রাঢ় মহী আর                                  ধন্য সে নক্ষত্র বার
ধন্য মাঘ শুক্লা ত্রয়োদশী।
নরহরি কহে ভাল,                                   ধন্য ধন্য কলিকাল,
প্রকটে খণ্ডিল দুঃখরাশি॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা গুণমণি সুঘড় শেখর পরম মুদিত হিয়ায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮১৮-পৃষ্ঠা।

॥ পুনঃ যথা---রাগঃ॥

গোরা গুণমণি, সুঘড় শেখর, পরম মুদিত হিয়ায়।
লোক বহুত, বিবাহে আতুল, তাহে দেয়ই বিদায়॥
ভাট নট গীতজ্ঞ বাদক, ভিক্ষু ভূসুর ভূরি।
দেত সবে বহু, বস্ত্র ভূষণ ধন, মনোরথ পূরি॥
অতি হি সুমধুর, বচনে সুনিপুণ, গৌরহরি যশ গায়॥
(
এর পরের পংক্তি, এখানে দেওয়া নেই। নীচে দেখুন )
শ্রীশচী সব, নারী জনে জনে, কয়ল কত সম্মান।
ভণত নরহরি, সো সকল সুখে, গেহে কয়ল পয়াম ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭৪-পৃষ্ঠায় এইরূপে
দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি
দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে
বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

গোরা গুণমণি সুঘড়শেখর পরম মুদিত হিয়ায় ।
লোক বহুত বিবাহে আতুল তাহে দেয়ই বিদায় ॥
ভাট নট গীতজ্ঞ বাদক ভিক্ষু ভূসুর ভূরি ।
দেত সবে বহু বস্ত্র ভূষণ ধন মনোরথ পূরি ॥
অতিহি সুমধুর বচনে সুনিপুণ পরিতোষ করই সভায় ।
চলল নিজ নিজ গেহে সবে মিলি গৌরহরিযশ গায় ॥
শ্রীশচী সব নারী জনে জনে কয়ল কত সম্মান ।
ভণত নরহরি সো সকল  সুখে গেহে কয়ল পয়ান ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরাচান্দ বিবাহ করিয়া
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮১৭-পৃষ্ঠা।

॥ পুনঃ যথা---রাগঃ॥

গোরাচান্দ বিবাহ করিয়া। আইসেন ঘরে অতি উল্লসিত হৈয়া॥
অলক্ষিত হৈয়া দেবগণ। করয়ে সকল পথ পুষ্প বরিষণ॥
সুখের পাথার নদীয়ায়। বিবাহ প্রসঙ্গ কেউ কহে শচী মায়॥
শুনি মহা বাদ্য কোলাহল। শচীদেবী হইলেন আনন্দে বিহ্বল॥
বাড়ীর বাহিরে শচী আই। পতিব্রতা গণসহ রহে পথ চাই॥
সভা-সহ গোরা ধীরে ধীরে। আসিয়া চৌদল হৈতে নামিলা দুয়ারে॥
পুত্র পুত্র-বধু দেখি আই। নিছিয়া ফেলয়ে যত দ্রব্য লেখা নাই॥
স্নেহে চান্দবদন চুম্বিয়া। প্রবেশে ভবনে পুত্রবধূ পুত্রে লৈয়া॥
বিষ্ণুপ্রিয়া সহ বিশ্বম্ভর। বৈসে সিংহাসনে দেখে যত পরিকর॥
উলু লু লু দেই নারীগণ। হইল মঙ্গল ময় সকল ভুবন॥
ভাটগণে পড়ে কায়বার। বিপ্রগণ বেদধ্বনি করে অনিবার॥
নানা বাদ্য বায় সবে সুখে। নরহরি কত বা কহিব এক মুখে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭৩-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

গোরাচাঁদ বিবাহ করিয়া ।
আইসেন ঘরে অতি উলসিত হৈয়া ॥
অলখিত হৈয়া দেবগণ ।
করয়ে সকল পথে পুষ্প বরিষণ ॥
সুখের পাথার নদীয়ায় ।
বিবাহ-প্রসঙ্গ কেউ কহে শচীমায় ॥
শুনি মহাবাদ্য কোলাহল ।
শচীদেবী হইলেন আনন্দে বিহ্বোল ॥
বাড়ীর বাহির শচী আই ।
নিছিয়া ফেলয়ে যত দ্রব্য লেখা নাই ॥
স্নেহে চাঁদ-বদন চুম্বিয়া ।
প্রবেশে ভবনে পুত্রবধূ পুত্রে লৈয়া ॥
বিষ্ণুপ্রিয়া সহ বিশ্বম্ভর ।
বৈসে সিংহাসনে দেখে যত পরিকর ॥
উলু লুলু দেই নারীগণ ।
হইল মঙ্গলময় সকল ভবন ॥
ভাটগণে পড়ে কায়বার ।
বিপ্রগণ বেদধ্বনি করে অনিবার ॥
নানা বাদ্য বায় সবে সুখে ।
নরহরি কত বা কহিব একমুখে ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বাসর ঘরেতে গোরারায়
ভণিতা নর
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮১৫-পৃষ্ঠা। এই পদটি "নর" ভণিতাযুক্ত পদের পাতাতেও তোলা হয়েছে।

॥ পুনঃ যথা রাগঃ॥

বাসর ঘরেতে গোরারায়। রূপে কোটি মদন মাতায়॥
কুলবধবূগণ মনসুখে। সোপয়ে নয়ন চান্দমুখে॥
ঘুঙটে ঘুঘট কেউ দিয়া। কহে কিবা ঈষৎ হাঁসিয়া॥
পুলকে ভরয় সব গা। ঝাঁপয়ে বসন দিয়া তা॥
কেউ দাড়াইয়া কারু পাশে। কাঁপে সেনা রসের আবেশে॥
কেহ অতি অথির হিয়ায়। নিছয়ে জীবন রাঙ্গাপায়॥
বাসর ঘরেতে রঙ্গ যত। তাহা কেবা কহিবেক কত॥
নরমনে এই আশ। দেখিব কি এ সব বিলাস॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭৩-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

বাসর ঘরেতে গোরারায়।            রূপে কোটি মদন মাতায় ॥
কুলবধবূগণ মনসুখে।                 সোঁপয়ে নয়ন চাঁদমুখে॥
ঘুঙটে ঘুঙট কেহ দিয়া।              কহে কিবা ঈষৎ হাসিয়া॥
পুলকে ভরয় সব গা।                 ঝাঁপয়ে বসন দিয়া তা॥
কেউ দাঁড়াইয়া কারু পাশে।          কাঁপে সে না রসের আবেশে॥
কেহ অতি অথির হিয়ায়।           নিছয়ে জীবন রাঙ্গা পায়॥
বাসর ঘরেতে রঙ্গ যত।              তাহা কেবা কহিবেক কত॥
নরহরি মনে বড় আশ।               দেখিব কি এ সব বিলাস ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বাসর ঘরেতে গোরাময়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮১৬-পৃষ্ঠা।

॥ পুনঃ যথা রাগঃ॥

বাসর ঘরেতে গোরাময়। বিষ্ণুপ্রিয়া সহ সুখে রজনী গোঙায়॥
কহিতে কৌতুক নাই ওর। গোষ্ঠিসহ সনাতন আনন্দে বিভোর॥
রজনীপ্রভাতে গৌরহরি। হৈলা হর্ষ, কুশণ্ডিকা আদি কর্ম্মকরি॥
গমন করিব নিজালয়ে। সনাতনমিশ্র মহাশয়ে নিবেদয়ে॥
সনাতন জামাতা রতনে। করিতে বিদায় ধৈর্য্য ধরয়ে যতনে॥
কন্যায় কত না প্রবোধিয়া। দিল বিশ্বম্ভর কর ধরি সমর্পিয়া॥
গৌরহরি গমন সময়ে। মান্যগণে পরম উল্লাসে প্রণময়ে॥
করিতে কি সে সভার সাধ। ধান্য দূর্ব্বা দিয়া শিরে করে আশীর্ব্বাদ॥
মিশ্রপ্রিয়া কন্যা জামাতারে। বিদায় করিতে ধৈর্য্য ধরিতে না পারে॥
গোরা গৃহে গমন করিতে। বিপ্রগণ বেদধ্বনি করে চারি ভিতে॥
নারীগণ দেয় যজকার। নানা বাদ্য বাজে, ভাটে পড়ে কায়বার॥
নরহরিনাথে নিরখিয়া। গমন-উচিত সভে করে শুভক্রিয়া॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭৩-পৃষ্ঠায়  
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

বাসর ঘরেতে গোরারায় ।
বিষ্ণুপ্রিয়া সহ সুখে রজনী গোঙায় ॥
কহিতে কৌতুক নাহি ওর ।
গোষ্ঠি সহ সনাতন আনন্দে বিভোর ॥
রজনী প্রভাতে গৌরহরি ।
হৈলা হর্ষ কুশণ্ডিকা আদি কর্ম্ম করি ॥
গমন করিব নিজালয়ে ।
সনাতন মিশ্র মহাশয়ে নিবেদয়ে ॥
সনাতন জামাতা-রতনে ।
করিতে বিদায় ধৈর্য্য ধরয়ে যতনে ॥
কন্যায় কত না প্রবোধিয়া ।
দিল বিশ্বম্ভর-কর ধরি সমর্পিয়া ॥
গৌরহরি গমন সময়ে ।
মান্যগণে পরম উল্লাসে প্রণময়ে ॥
করিতে কি সে ভার সাধ ।
ধান্য দূর্ব্বা দিয়ে শিরে করে আশীর্ব্বাদ ॥
মিশ্র-প্রিয়া কন্যা-জামাতারে ।
বিদায় করিতে ধৈর্য্য ধরিতে না পারে ॥
গোরা গৃহে গমন করিতে ।
বিপ্রগণ বেদধ্বনি করে চারি ভিতে ॥
নারীগণ দেয় জয়কার ।
নানা বাদ্য বাজে ভাটে পড়ে কায়বার ॥
নরহরিনাথে নিরখিয়া ।
গমন উচিতে সভে করে শুভক্রিয়া ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেব দেব রমণী উল্লাসে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮১৪-পৃষ্ঠা।

॥ পুনঃ যথা রাগঃ॥

দেবদেব রমণী উল্লাসে। বিবাহ প্রসঙ্গ সভে কহে মৃদু ভাষে॥
ভাগ্যবন্ত লোক নদীয়ার। হইল বিবাহ দেখি উল্লাস সভার॥
রূপবতী কন্যা যার ঘরে। সে সকল বিপ্র মনে মহা খেদ করে॥
এ হেন বরেরে কন্যা দিতে। না পারিলু হেন সুখ নাহিক ভাগ্যেতে॥
এই মত কেহ কত কয়। সকলেই সনাতন মিশ্রে প্রশংসয়॥
সনাতনমিশ্র ভাগ্যবান্। হোমকর্ম্ম আদি সব কৈল সমাধান॥
কন্যা জামাতায় নিরখিয়া। তিলে তিলে বাঢ়ে সুখ উথলয়ে হিয়া॥
কহিতে কে জানে লোকাচার। ঘন ঘন নারীগণ দেই যজকার॥
বিষ্ণুপ্রিয়া দেবী গোরাচাঁদে। লইতে বাসর ঘরে কেবা থির বাঁধে॥
নরহরি পহুঁ গোরারায়। চলে বাসঘরে কত কৌতুক হিয়ায়॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭২-পৃষ্ঠায় এই
রূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি”
ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর
পদ বলে বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

দেব দেব রমণী উল্লাসে ।
বিবাহ-প্রসঙ্গ সবে কহে মৃদুভাষে ॥
ভাগ্যবন্ত লোক নদীয়ার ।
হইল বিবাহ দেখি উল্লাস সভার ॥
রূপবতী কন্যা যার ঘরে ।
সে সকল বিপ্র মনে মহাখেদ করে ॥
এহেন বরেরে কন্যা দিতে ।
না পারিল হেন সুখ নাহিক ভাগ্যেতে ॥
এই মত কেহ কত কয় ।
সকলেই সনাতন মিশ্রে প্রশংসয় ॥
সনাতন মিশ্র ভাগ্যবান ।
হোমকর্ম্ম আদি সব কৈল সমাধান ॥
কন্যা জামাতায় নিরখিয়া ।
তিলে তিলে বাঢ়ে সুখ উথলয়ে হিয়া ॥
কহিতে কে জানে লোকাচার ।
ঘন ঘন নারীগণ দেই জয়কার ॥
বিষ্ণুপ্রিয়া দেবী গোরাচাঁদে ।
লইতে বাসর ঘরে কেবা থির বাঁধে ॥
নরহরি পহুঁ গোরারায় ।
চলে বাসর ঘরে কত কৌতুক হিয়ায় ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি মরি সুরনারীগণ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮১৪-পৃষ্ঠা।

॥ পুনঃ যথা রাগঃ॥

আহা মরি মরি, সুর-নারীগণ, নদীয়াচান্দের বিবাহ দেখি।
সে শোভা সায়রে, সাঁতারিয়া সভে, তিরপিত করে তৃষিত আঁখি॥
কেহ কারু প্রতি, কহে দেখ মিশ্র,-সনাতন সুখে না ধরে হিয়া।
কৃষ্ণে কন্যাদান, করি কত সাধে, কহে কত নানা যৌতুক দিয়া॥
কেহ কহে জামা,-তার বামে কন্যা, বসাইয়া ধন্য আপনা মানে।
করে হোম ক্রিয়া, তাহা নাহি মন, চাহি রহে চান্দমুখের পানে॥
কেহ কহে দেখ, মিশ্রের ঘরণী, উনমত পারা, বিবাহধূমে।
নরহরি নাথে, দেখে কত ছলে, উলসিত পদ না পড়ে ভূমে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

আহা মরি মরি                            সুরনারীগণ
নদীয়াচাঁদের বিবাহ দেখি ।
সে শোভাসায়রে                       সাঁতারিয়া সভে
তিরপিত করে তৃষিত আঁখি ॥
কেহ কারু প্রতি                       কহে দেখ মিশ্র-
সনাতন সুখে না ধরে হিয়া ।
কৃষ্ণে কন্যাদান                         করি কত সাধে
কহে কত নানা যৌতুক দিয়া ॥
কেহ কহে জামা-                    তার বামে কন্যা
বসাইয়া ধন্য আপনা মানে ।
করে হোমক্রিয়া                        তাহা নাহি মন
চাহি রহে চাঁদমুখের পানে ॥
কেহ কহে দেখ                         মিশ্রের ঘরণী
উনমত পারা বিবাহ ধুমে ।
নরহরিনাথে                          দেখে কত ছলে
উলসিত পদ না পড়ে ভূমে ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেবরমণী বৃন্দ বিরচি বেশ বিবিধ ভাতি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮১৩-পৃষ্ঠা।

॥ পুনঃ যথা রাগঃ॥

দেবরমণী,-বৃন্দ বিরচি বেশ বিবিধ ভাঁতি। বাজত থর, মাহি অতুল, ঝলকে কনুক কাঁতি॥
ভ্রমত গগন, পথ অগণিত, যূথহিয় উত্সাহ। মানত দিঠি,-সকল নিরখি, গৌরবর বিবাহ ॥
মিশ্রভবন, রীত রুচির, উচরি পুলক গাত। নব নব অভি,-লাস করহ, ধৃতি ধরই ন জাত॥
নিরুপম পহু, প্রেয়সী ছবি, লোচন ভরি নেত। নরহরি কত, ভাখব সভে, প্রাণ নিছনি দেত॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

দেব-রমণীবৃন্দ বিরচি বেশ বিবিধ ভাতি ।
রাজত থর মাহি অতুল ঝলকে কনুক কাঁতি ॥
ভ্রমত গগন পথ অগণিত যূথ হিয় উত্সাহ ।
মানত দিঠি সকল নিরখি গৌরবর নিবাহ ॥
মিশ্রভবন রীত রুচির উচরি পুলক গাত ।
নব নব অভিলাষ করহ ধৃতি ধরই ন জাত ॥
নিরুপম পহুঁ প্রেয়সী ছবি লোচন ভরি নেত ।
নরহরি কত ভাখব সভে প্রাণ নিছনি দেত ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর