কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী |
প্রভু বিশ্বম্ভর প্রিয় পরিকর প্রতি কহে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮২৬-পৃষ্ঠা। ॥ গীতে যথা---কামোদঃ॥ প্রভু বিশ্বম্ভর প্রিয় পরিকর প্রতি কহে শুন স্বপন কথা। কিবা সে নির্ম্মিত, অতি শুশোভিত, তালধ্বজ রথ আইল এথা॥ দেখিনু সুন্দর, দীর্ঘ কলেবর, পুরুষ এক কি উপমা তাহে। এক কর্ণে কিবা, কুণ্ডল সে গ্রীবা, কিবা মুখশশী সোহে॥ কাল কুম্ভ হাতে, নীলবস্ত্র মাথে, নীল বাস পরিধান সুছন্দে। চৌদিগে নেহালে, হেলি দুলি চলে, সে ভঙ্গিতে কেবা ধৈরয বান্ধে॥ মোর নাম ধরি, পুছে বেরি বেরি, বুঝি হলধর গমন কৈলা। এত কহি নর,-হরি প্রভুবর বলরামভাবে বিহ্বল হৈলা॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৮১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ কামোদ॥ প্রভু বিশ্বম্ভর প্রিয় পরিকর প্রতি কহে শুন স্বপন-কথা। কিবা সে নির্ম্মিত অতি শুশোভিত তালধ্বজ রথ আইল এথা॥ দেখিনু সুন্দর দীঘ কলেবর পুরুষ এক কি উপমা তাহে। এক কর্ণে কিবা কুণ্ডল সে গ্রীবা কিবা মুখশশী ভুবন মোহে॥ কাল কুম্ভ হাতে নীলবস্ত্র মাথে নীলবাস পরিধান সুছাঁদে। চৌদিগে নেহালে হেলি দুলি চলে সে ভঙ্গিতে কেবা ধৈরজ বাঁধে॥ মোর নাম ধরি পুছে বেরি বেরি বুঝি হলধর গমন কৈলা। এত কহি নর- হরি প্রভু বর বলরাম ভাবে বিভোল হৈলা॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আহা মরি আজু কি আনন্দ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮২৪-পৃষ্ঠা। ॥ গীতে যথা---কামোদঃ॥ আহা মরি আজু কি আনন্দ। কিবা একচক্রাপুরে, হাড়াই পণ্ডিতের ঘরে, অবতীর্ণ হৈলা নিত্যানন্দ॥ ধ্রু॥ অতি সুকোমল তনু, হেম নবনীত জনু, শোভায় ভুবন বিমোহিত। পুত্র মুখ নিরখিয়া, উলাসে না ধরে হিয়া, পদ্মাবতী হাড়াইপণ্ডিত॥ শ্রীঅদ্বৈত শান্তিপুরে, গর্জ্জায়ে আনন্দতরে, তিলেক হইতে নারে থির। নাচে প্রভু ঊর্দ্ধবাহে, কাঁখতালি দিয়া কহে, আনিলু আনিলু বলবীর॥ ব্রহ্মা আদি দেবগণ, করে পুষ্প বরিষণ, জয় জয় ধ্বনি অনিবার। গন্ধর্ব্ব কিন্নর যত, বায় বাদ্য কত শত, গায় গুণ সুখের পাথার॥ ওঝা মহা ভাগ্যবান্, পুত্রের কল্যাণে দান, করে যত লেখা নাই দিতে। কত না যৌতুক লৈয়া, লোক সব আসে ধা’য়া, মহা ভীড় গৃহে প্রবেশিতে॥ ধন্য রাঢ় মহী আর, ধন্য সে নক্ষত্র বার, ধন্য মাঘ শুক্লা ত্রয়োদশী। নরহরি কহে ভাল, ধন্য ধন্য কলিকাল, প্রকটে খণ্ডিল দুঃখ রাশি॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ কামোদ॥ আহা মরি আজু কি আনন্দ। কিবা একচক্রাপুরে হাড়াই পণ্ডিত ঘরে অবতীর্ণ হৈলা নিত্যানন্দ॥ অতি সুকোমল তনু হেম নবনীত জনু শোভায় ভুবন বিমোহিত। চন্দ্রমুখ নিরখিয়া উল্লাসে না ধরে হিয়া পদ্মাবতী হারাই পণ্ডিত॥ শ্রীঅদ্বৈত শান্তিপুরে গর্জ্জয়ে আনন্দ-ভরে তিলেক হইতে নারে থির। নাচে পহুঁ ঊর্দ্ধবাহে কাঁখতালি দিয়া কহে আনিলু আনিলু বলবীর॥ ব্রহ্মা আদি দেবগণ করে পুষ্প বরিষণ জয় জয় ধ্বনি অনিবার। গন্ধর্ব্ব কিন্নর যত বায় বাদ্য শত শত গায় গুণ সুখের পাথার॥ ওঝা মহা ভাগ্যবান পুত্রের কল্যাণে দান করে যত লেখা নাই দিতে। কত না কৌতুক লঞা লোক সব আসে ধাঞা মহাভীড় গৃহে প্রবেশিতে॥ ধন্য রাঢ় মহী আর ধন্য সে নক্ষত্রবার ধন্য মাঘ-শুক্লা ত্রয়োদশী। নরহরি কহে ভাল ধন্য ধন্য কলিকাল প্রকটে খণ্ডিল দুঃখ-রাশি॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ৪২-পৃষ্ঠায় কবি নরহরি সরকার বা শ্রীসরকার ঠাকুর বা নরহরি চক্রবর্তী অর্থাৎ অনির্দিষ্ট নরহরির পদ হিসেবে রয়েছে। ॥ কামোদ॥ আহা মরি আজু কি আনন্দ। কিবা একচক্রা পুরে, হারাই পণ্ডিত ঘরে, অবতীর্ণ হৈলা নিত্যানন্দ॥ অতি সুকোমল তনু হেম নবনীত জনু শোভায় ভুবন বিমোহিত। চন্দ্রমুখ নিরখিয়া উল্লাসে না ধরে হিয়া পদ্মাবতী হারাই পণ্ডিত॥ শ্রীঅদ্বৈত শান্তিপুরে গর্জ্জয়ে আনন্দ ভরে তিলেক হইতে নারে থির। নাচে পহুঁ ঊর্দ্ধবাহে, কাখতালি দিয়া কহে আনিলু আনিলু বলবীর॥ ব্রহ্মা আদি দেবগণ করে পুষ্প বরিষণ জয় জর ধ্বনি অনিবার। গন্ধর্ব্ব কিন্নর যত জয় বাদ্য শত শত গায় গুণ সুখের পাথার॥ ওঝা মহাভাগ্যবান পুত্রের কল্যাণে দান করে যত লেখা নাই দিতে। কত না কৌতুক লৈঞা লোক সব আসে ধাঞা মহাভীড় গৃহে প্রবেশিতে॥ ধন্য রাঢ় মহী আর ধন্য সে নক্ষত্র বার ধন্য মাঘ শুক্লা ত্রয়োদশী। নরহরি কহে ভাল, ধন্য ধন্য কলিকাল, প্রকটে খণ্ডিল দুঃখরাশি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আহা মরি মরি সুরনারীগণ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮১৪-পৃষ্ঠা। ॥ পুনঃ যথা রাগঃ॥ আহা মরি মরি, সুর-নারীগণ, নদীয়াচান্দের বিবাহ দেখি। সে শোভা সায়রে, সাঁতারিয়া সভে, তিরপিত করে তৃষিত আঁখি॥ কেহ কারু প্রতি, কহে দেখ মিশ্র,-সনাতন সুখে না ধরে হিয়া। কৃষ্ণে কন্যাদান, করি কত সাধে, কহে কত নানা যৌতুক দিয়া॥ কেহ কহে জামা,-তার বামে কন্যা, বসাইয়া ধন্য আপনা মানে। করে হোম ক্রিয়া, তাহা নাহি মন, চাহি রহে চান্দমুখের পানে॥ কেহ কহে দেখ, মিশ্রের ঘরণী, উনমত পারা, বিবাহধূমে। নরহরি নাথে, দেখে কত ছলে, উলসিত পদ না পড়ে ভূমে॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ যথারাগ॥ আহা মরি মরি সুরনারীগণ নদীয়াচাঁদের বিবাহ দেখি । সে শোভাসায়রে সাঁতারিয়া সভে তিরপিত করে তৃষিত আঁখি ॥ কেহ কারু প্রতি কহে দেখ মিশ্র- সনাতন সুখে না ধরে হিয়া । কৃষ্ণে কন্যাদান করি কত সাধে কহে কত নানা যৌতুক দিয়া ॥ কেহ কহে জামা- তার বামে কন্যা বসাইয়া ধন্য আপনা মানে । করে হোমক্রিয়া তাহা নাহি মন চাহি রহে চাঁদমুখের পানে ॥ কেহ কহে দেখ মিশ্রের ঘরণী উনমত পারা বিবাহ ধুমে । নরহরিনাথে দেখে কত ছলে উলসিত পদ না পড়ে ভূমে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
দেবরমণী বৃন্দ বিরচি বেশ বিবিধ ভাতি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮১৩-পৃষ্ঠা। ॥ পুনঃ যথা রাগঃ॥ দেবরমণী,-বৃন্দ বিরচি বেশ বিবিধ ভাঁতি। বাজত থর, মাহি অতুল, ঝলকে কনুক কাঁতি॥ ভ্রমত গগন, পথ অগণিত, যূথহিয় উত্সাহ। মানত দিঠি,-সকল নিরখি, গৌরবর বিবাহ ॥ মিশ্রভবন, রীত রুচির, উচরি পুলক গাত। নব নব অভি,-লাস করহ, ধৃতি ধরই ন জাত॥ নিরুপম পহু, প্রেয়সী ছবি, লোচন ভরি নেত। নরহরি কত, ভাখব সভে, প্রাণ নিছনি দেত॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ যথারাগ॥ দেব-রমণীবৃন্দ বিরচি বেশ বিবিধ ভাতি । রাজত থর মাহি অতুল ঝলকে কনুক কাঁতি ॥ ভ্রমত গগন পথ অগণিত যূথ হিয় উত্সাহ । মানত দিঠি সকল নিরখি গৌরবর নিবাহ ॥ মিশ্রভবন রীত রুচির উচরি পুলক গাত । নব নব অভিলাষ করহ ধৃতি ধরই ন জাত ॥ নিরুপম পহুঁ প্রেয়সী ছবি লোচন ভরি নেত । নরহরি কত ভাখব সভে প্রাণ নিছনি দেত ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |