কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
বসুধা জাহ্নবী দেবী শোভাবধি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৯১-পৃষ্ঠা।

॥ গীতে যথা---ভূপালী॥

বসুধা জাহ্নবী, দেবী শোভাবধি, অধিবাস ভূষা ভূষিত তনু।
ঝলমল করে, চারু রুচি ছটা, তড়িত কুঙ্কুম কেতকী যনু॥
চারি পাশে বিপ্র, -গণ ধন্য মানে, চাহি কন্যা-পানে হরষ হিয়া।
বেদধ্বনি করি, কর আশীর্ব্বাদ, ধান্য দূর্ব্বা দুহু মস্তকে দিয়া॥
পণ্ডিত ঘরণী, ধরণিতে পদ, না ধরয়ে হিয়া ধৈরয বাঁধে।
বিবিধ মঙ্গল, করু সুখী কুল,-উলু লু লু দেই কত না সাধে॥
শঙ্খ ঘন্টা আদি, বাদ্য বাজে বহু, কোলাহল নাহি, তুলনা দিতে।
ভণে নরহরি, সুরনারী অল,-ক্ষিত দেখে কত কৌতুক চিতে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৮৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ ভূপালী॥

বসুধা জাহ্নবা                         দেবী শোভাবধি
অধিবাস-ভূষা-ভূষিত তনু
ঝলমল করে                            চারু রুচি ছটা
তড়িত কুঙ্কুম কেতকী জনু
চারিপাশে বিপ্র-                          গণ ধন্য মানে
চাহি কন্যাপানে হরষ হিয়া
বেদধ্বনি করি                         করে আশীর্ব্বাদ
ধান্য দুর্ব্বা দুহুঁ মস্তকে দিয়া
পণ্ডিতঘরণী                               ধরণীতে পদ
না ধরয় হিয়া ধৈরজ বাঁধে
বিবিধ মঙ্গল                               করু সখীকুল
উলু লুলু দেই কত না সাধে
শঙ্খ ঘন্টা আদি                       বাদ্য বাজে বহু
কোলাহল নাহি তুলনা দিতে
ভণে নরহরি                        সুরনারী অলখিত
দেখে কত কৌতুক চিতে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সীতানাথ মোর অদ্বৈতচাঁদ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৮৪-পৃষ্ঠা। এই
পদটি কবির গীতচন্দ্রোদয় গ্রন্থেরও ৩২-পৃষ্ঠায় রয়েছে।

॥ গীতে যথা---ধানশী॥

সীতানাথ মোর অদ্বৈতচাঁদ। প্রেমময় মোহন ফাঁদ॥
যাহার হুঙ্কারে প্রকট গোরা। নিত্যানন্দ সহ আনন্দে ভোরা॥
অনুপম গুণ করুণাসিন্ধু। পতিত অধমজনের বন্ধু॥
ত্রিজগত-মাঝে দ্বিতীয় ধাতা। সঙ্কীর্ত্তন ধন দুলহু দাতা॥
ব্রজলীলারসে ভাসিবে যে। অচ্যুত-জনকে ভজুক সে॥
নরহরি পহু যে নাহি ভজে। সেই অভাগিয়া ভুবন মাঝে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ ধানশী॥

সীতানাথ মোর অদ্বৈতচাঁদ। প্রেমময় মোহনফাঁদ॥
যাহার হুঙ্কারে প্রকট গোরা। নিত্যানন্দ সহ আনন্দে ভোরা॥
অনুপম গুণ করুণা-সিন্ধু। পতিত অধম জনের বন্ধু॥
ত্রিজগত মাঝে দ্বিতীয় ধাতা। সঙ্কীর্ত্তন ধন দুলহু দাতা॥
ব্রজলীলারসে ভাসিবে যে। অচ্যুতজনকে ভজুক সে॥
নরহরি পহুঁ যে নাহি ভজে। সেই অভাগিয়া ভুবন মাঝে॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
তদ্বৈত গুণমণি অবনি করু ধনি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৮১-পৃষ্ঠা।

॥ পুনঃ তোড়ী॥

তদ্বৈত গুণমণি, অবনি করু ধনি, ভকতি ঘন ঘন বিতরণে।
সঙ্গেতে প্রিয়গণ, আনন্দে নিমগন, নাচয়ে গোরা গুণ কিরিতনে॥
কি নব ভঙ্গি ভরে, মদন মদ হরে, ঝলকে নিরুপম রুচি ছটা।
শিরীষ ফুল জিনি, মৃদুল তনুখানি, তাহে বিপুল পুলকের ঘটে॥
তিলক শোভে ভালে, মালতী মালা গলে, দোলয়ে যজ্ঞসূত্র মেত্র লোভা।
অতুল ভুজ তুলি, ফিরিয়ে হিলি দুলি, চরণ চরু চালনী কি শোভা॥
সঘনে গৌরহহরি, বোলয়ে উচ্চ করি, ঝরয়ে সুধা যনু মুখচাঁদে।
করুণ চাহনীতে, কে পারে থির হৈতে, পতিত নরহরি হেরি কাঁদে॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ মোর অদ্বৈত গুণের নিধি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৮০-পৃষ্ঠা।

॥ পুনঃ কামোদঃ॥

দেখ মোর অদ্বৈত গুণের নিধি।
না জানি এ কত, সাধে সুধা দিয়ে, এ দেহ গঠল বিধি॥ ধ্রু॥
কনককেতকী কুম কুম জিনি, সুচারু রূপের ছটা।
গর গর গোরাপ্রেমে অতিশয়, শোভয়ে পুলক ঘটা॥
নিরুপম বিধুবদন ঝলকে, ঘন গোরা গোরা বুলি।
দু নয়নে ধারা বহে অবিরত, নাচয়ে দুবাহু তুলি॥
পতিত পামরে, ধরি করে কোরে, অমূল রতন যাচে।
নরহরি পহু, বিনে কি এমন দয়ালু ভুবনে আছে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯৪-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

দেখ মোর অদ্বৈত গুণনিধি।
না জানিয়ে কত সাধে সুধা দিয়া এ তনু গঠিল বিধি॥ ধ্রু॥
কনক কেতকী কুম্ কুম্ জিনি, সুচারু রূপের ছটা।
গর গর গোরাপ্রেমে অতিশয় শোভয়ে পুলক ঘটা॥
নিরুপম বিধুবদন ঝলকে ঘন গোরা গোরা বুলি।
দুনয়নে ধারা বহে অবিরত, নাচয়ে দুবাহু তুলি॥
পতিত পামরে ধরি করে কোরে অমূল রতন যাচে।
নরহরি পহুঁ বিনে কি এমন দয়ালু ভুবনে আছে॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ অদ্বৈত গুণের মণি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৮০-পৃষ্ঠা।

॥ পুনঃ আশাবরী॥

দেখ অদ্বৈত গুণের মণি।
ভকতি রতন, করি বিতরণ, জগৎ করয়ে ধনি॥ ধ্রু॥
কিবা, ভাবে পুলকিত হিয়া।
গোরা গোরা বুলি, নাচে ভুজ তুলি, ঘন কাঁখতালি দিয়া॥
দুটি নয়নে আনন্দ ধারা।
পুলক বলিত, তনু সুললিত, ঝলকে কনক পারা॥
মুখে ঝরয়ে অমিয়া রাশি।
কি নব ভঙ্গিতে, চাহে চারি ভিতে, মধুর মধুর হাসি॥
পহু বেঢ়ি পরিকর সাজে।
মধুর সুস্বরে, গায় ধীরে ধীরে, খোল করতাল বাজে॥
তাহা শুনি কে ধৈরয বাঁধে।
দীন হীন যত, তারা উনমত, নরহরি পড়ু ধাঁদে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ পুনঃ আশাবরী॥

দেখ অদ্বৈত গুণের মণি।
ভকতি রতন                                করি বিতরণ
জগৎ করয়ে ধনি॥
কিবা ভাবে পুলকিত হিয়া।
গোরা গোরা বুলি                           নাচে ভুজ তুলি
ঘন কাঁখতালি দিয়া॥
দুটি নয়নে আনন্দধারা।
পুলক বলিত                                  তনু সুললিত
ঝলকে কনক পারা॥
মুখে ঝরয়ে অমিয়ারাশি।
কি নব ভঙ্গীতে                            চাহে চারি ভিতে
মধুর মধুর হাসি॥
পহুঁ বেড়ি পরিকর সাজে।
মধুর সুস্বরে                                গায় ধীরে ধীরে
খোল করতাল বাজে॥
তাহা শুনি কে ধৈরয বাঁধে।
দীন হীন যত                                  তাঁরা উনমত
নরহরি পড়ু ধাঁদে॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচয়ে অদ্বৈত প্রেমরাশি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৭৯-পৃষ্ঠা।

॥ গীতে যথা---ধানশী॥

নাচয়ে অদ্বৈত প্রেমরাশি। গোরাগুণ গরবে না জানে দিবানিশি॥
গোরা গোরা বলিতে কি সুখ। বিহিরে মাগয়ে কত লাখ লাখ মুখ॥
গোরা বলি মারে মালসাট। ভয়ে কাঁপে কলি পলাইতে নাই বাট॥
গোরা-নামে কি ভাব হিয়ায়। পুলক বলিত তনু সঘনে দোলায়॥
পরিকর সেনা রসে মাতি। গায় গোরাচাঁদের চরিত কত ভাঁতি॥
কিবা খোল করতাল ধ্বনি। কুলের বোহারি কাঁদে সে শবদ শুনি॥
ভুবন ভরিলা ওনা যশে। দীন হীন পতিত পামর প্রেমে ভাসে॥
নরহরি জীবনে কি সুখ। হেন দয়াময় পহুচরণে বিমুখ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ ধানশী॥

নাচয়ে অদ্বৈত প্রেমরাশি।
গোরাগুণগরবে না জানে দিবানিশি॥
গোরা গোরা বলিতে কি সুখ।
বিহরে মাগয়ে কত লাখ লাখ মুখ॥
গোরা বলি মারে মালসাট।
ভয়ে কাঁপে কলি পলাইতে নাই বাট॥
গোরা-নামে কি ভাব হিয়ায়।
পুলক-বলিত তনু সঘন দোলায়॥
পরিকর সে না রসে মাতি।
গায় গোরাচাঁদের চরিত কত ভাঁতি॥
কিবা খোল করতাল ধ্বনি।
কুলের বৌহারি কাঁদে সে শবদ শুনি॥
ভুবন ভরিল ওনা যশে।
দীনহীন পতিত পামর প্রেমে ভাসে॥
নরহরি জীবনে কি সুখ।
হেন দয়াময় পহুঁ চরণে বিমুখ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি ভাবে বিভোর মোর অদ্বৈত গোসাইরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৭৮-পৃষ্ঠা।

॥ পুনঃ গুজ্জরী॥

কি ভাবে বিভোর মোর, অদ্বৈত গোসাইরে, ও দুটি নয়নে বহে নোরা।
মধুর মধুর হাসি, ও চাঁদ বদনে রে, সঘনে বোলয়ে গোরা গোরা॥
শিরীষ কুসুম জিনি, তনু অনুপাম রে, বিপুল পুলক তাহে শোহে।
কি ছার কুঞ্জরগতি অতিশয় শোভা রে, ভঙ্গিতে ভুবন মন মোহে॥
শিরেতে সুন্দর শিখা, পবনে উড়ায় রে, মালতীর মালা গলে দোলে।
আজানু লম্বিত দুটি, বাহু পসারিয়া রে, পতিতে ধরিয়া করে কোলে॥
ব্রহ্মার দুর্লভ প্রেম, ভকতি রতন রে, জনে জনে যাচে কত রূপে।
নরহরি হেন কৃপাময় পহু পা’য়ারে, না ভজি মজিলু ভবকূপে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯৩-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ গুজ্জরী॥

কি ভাবে বিভোর মোর অদ্বৈত গোসাঞী রে,
.                        ও দুটী নয়ানে বহে লোরা।
মধুর মধুর হাসি ও চাঁদবদনে রে,
.                        সঘনে বোলয়ে গোরা গোরা॥
শিরীষ কুসুম জিনি তনু অনুপাম রে,
.                        বিপুল পুলক তাহে শোহে।
কি ছার কুঞ্জরগতি অতিশয় শোভা রে,
.                        ভঙ্গীতে ভুবন মন মোহে॥
শিরেতে সুন্দর শিখা পবনে উড়ায় রে,
.                        মালতীর মালা গলে দোলে।
আজানুলম্বিত দুটী বাহু পসারিয়া রে,
.                        পতিতে ধরিয়া করে কোলে॥
ব্রহ্মার দুর্লভ প্রেম ভকতি রতন রে,
.                        জনে জনে যাচে কত রূপে।
নরহরি হেন কৃপাময় প্রভু পাঞা রে,
.                        না ভজি মজিলু ভবকূপে॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শান্তিপুর-পতি পরমসুন্দর চরিত বরলীলা যাত
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৭৭-পৃষ্ঠা।

॥ পুনঃ কামোদঃ॥

শান্তিপুর-পতি পরমসুন্দর চরিত বরলীলা যাত।
ভাব ভরে অতি, মত্ত অনুখন, বিপুল পুলকিত গাত॥
প্রবল কলি মদ,-দমন ঘন ঘন, ঘোর গরজি বিভোর।
গৌরহরি হরি, ভণত কম্পই, গিরত সহচর কোর॥
অবনি ঘন গড়ি,-যাত নিরুপম, ধূরি ধূসর দেহ।
কঞ্জলোচন, ঝরই ঝর ঝর, যনু সুশাঙণ মেহ১॥
দীন দুঃখিত, নেহারি করু, করুণা ভূবনে পরচার।
দাস নরহরি, পহুক বলি,-হারি পরম উদার॥

১। - যেন সুন্দর শ্রাবণমাসের মেঘ।

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯৩-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

শান্তিপুরপতি পরম সুন্দর, চরিত বর লীলা যাত।
ভাবভরে অতি  মত্ত অনুখন, বিপুল পুলকিত গাত॥
প্রবল কলি মদ-দমন ঘন ঘন, ঘোর গরজি বিভোর।
গৌরহরি হরি ভণত কম্পই, গিরত সহচর কোর॥
অবনী ঘন গড়ি যাত নিরুপম, ধূলিধূসর দেহ।
কুঞ্জ লোচন, ঝরই ঝরঝর, জনু স শাঙন মেহ॥
দীন দুখিত নেহারি করু, করুণা ভূবনে পরচার।
দাস নরহরি পহুঁক বলি বলিহারি পরম উদার॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীঅদ্বৈত পহু মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৭৭-পৃষ্ঠা। পদটি কবির
গীতচন্দ্রোদয় গ্রন্থের ৩০-পৃষ্ঠাতেও রয়েছে।

॥ গীতে যথা---বেলাবেলী॥

শ্রীঅদ্বৈত পহু মোর।
গৌরপ্রেম ভরে, গর গর অন্তর, অবিরত অরুণ নয়নে ঝরু লোর॥ ধ্রু॥
পুলকিত ললিত, অঙ্গ ঝলমল কত, দিনকর নিকর নিন্দী বর জ্যোতি।
কুঞ্জর দমন, গমন মনরঞ্জন, হসত সুলসত, দশন যনু মোতি॥
সিংহ গরব হয়, গরজত ঘন ঘন, কম্পিত কলি দূরে দুরজন গেল।
প্রবল প্রতাপে, তাপত্রয় কুণ্ঠিত, জগজন পরম হরষ হিয়া ভেল॥
করুণা জলধি, উমড়ি চলু চহু দিশ, পামর পতিত ভকতি রসে ভাসি।
নরহরি কুমতি, কি বুঝব রঙ্গ, নবগৌর চরিত, গুণ ভুবনে প্রকাশি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২),  ২৯২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ বা বেলাবলী॥

শ্রীঅদ্বৈতচন্দ্র ভূপ মোর।
গৌরপ্রেম ভরে                                গর গর অন্তর
অবিরত অরুণ নয়নে ঝরে লোর॥ ধ্রু॥
পুলকিত ললিত                             অঙ্গ ঝলমল কত
দিনকর-নিকর নিন্দি বর জ্যোতি।
কুঞ্জরগমন                                    দমন মনোরঞ্জন
হসত সুলসত দশন জনু মোতি॥
সিংহগরবহর                                গরজত ঘন ঘন
কম্পিত কলি দূরে দুরজন গেল।
প্রবল প্রতাপে                                 তাপত্রয় কুণ্ঠিত
জগজন পরম হরিষহিয়া ভেল॥
করুণা-জলধি                                  উমড়ি চহুঁদিশ
পামর পতিত ভকতিরসে ভাসি।
নরহরি কুমতি                                 কি বুঝব রঙ্গ
নব গৌরচরিত গুণ ভুবনে প্রকাশি॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীগৌর অভিন্ন তনু অদ্বৈত আমার
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৭৬-পৃষ্ঠা।

॥ গীতে যথা ধানশী॥

শ্রীগৌর অভিন্ন তনু অদ্বৈত আমার। জগত জননী সীতা জননী যাঁহার॥
যে আনিল গোরাচাঁদে হুঙ্কার করিয়া। গাওয়ায় গৌরাঙ্গগুণ ভুবন ভরিয়া॥
হইয়া ঈশ্বর আপনাকে মানে দাস। তিলে তিলে হৃদয়ে কত না অভিলাস॥
দেবের দুর্ল্লভ প্রেমভকতি বিলাসে। বলি-কলি দমন করয়ে অনায়াসে॥
সঙ্কীর্ত্তনানন্দ-দাতা দয়ার অবধি। না জানি কতেক গুণে গঢ়াইল বিধি॥
অধম দুঃখিতে সে না সুখে মাতাইল। নরহরি পহু যশে জগত্ ভরিল॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর