কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী |
গোরাচাঁদ ছাড়ি যাবে নৈদা এথে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী। নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৫৯-পৃষ্ঠা। ॥ গীতে যথা---দেশপালঃ॥ গোরাচাঁদ ছাড়ি, যাবে নৈদা এথে, তরঙ্গরহিত জাহ্নবী-ধারা। শম্ভু ভগবতী, গণপতি মূর্ত্তি, যত ছিল হৈল মলিন পারা॥ তরু লতা কুল, পল্লবিত নহে, নাবিক সে পুষ্প সুগন্ধ হীনা। তাহে না বৈসে, না পিয়ে পুষ্পরস, না গুঞ্জে ভ্রমর ভ্রমরী দীনা॥ পিকু কুল কল,-রব বিরহিত, না নাচে ময়ূর ময়ূরী সনে। শারী শুক নানা, পাখী আঁখি ঝুরে, নারে উড়িবারে ব্যাকুল বনে॥ ধেনুগণ হাম্বা,-রবে না ধায়য়ে, মৃগাদি পশু না ধরয়ে ধৃতি। ভণে নরহরি, শোভা দূরে দুখ, সম্বরিতে নারে নদীয়া ক্ষিতি॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে । নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ আশাবরী বা দেশপাল॥ গোরাচাঁদ ছাড়ি যাবে নৈদা ইথে তরঙ্গরহিত জাহ্নবীধারা। শম্ভু ভগবতী গণপতি মূর্ত্তি যত ছিল হৈল মলিনপারা॥ তরুলতা ফুল পল্লবিত নহে না বিকাশে পুষ্প সুগন্ধহীনা। তাহে না বৈসে না পিয়ে পুষ্পরস না গুঞ্জে ভ্রমর ভ্রমরী দীনা॥ পিককুল কল- রব বিরহিত না নাচে ময়ূর ময়ূরী সনে। সারী শুক নানা পাখী আঁখি ঝুরে নারে উড়িবারে ব্যাকুল বনে॥ ধেনুগণ হাম্বা রবে না ধায়য়ে মৃগাদি পশু না ধরয়ে ধৃতি। ভণে নরহরি শোভা দূরে দুঃখ সম্বরিতে নারে নদীয়া খিতি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নাচত নটবর গৌরকিশোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী। নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৫২-পৃষ্ঠা। ॥ পুনঃ সুহই॥ নাচত নটবর গৌরকিশোর। অভিনব ভঙ্গি ভুবন করু ভোর॥ ঝল মল অঙ্গকিরণ অনুপাম। হেরইতে মুরছত কত কতকাম॥ টলমল লোচনযুগল বিশাল। দোলত কণ্ঠে বলিত বনমাল॥ ঝরত অমিয় বিধুবদন উজোর। পিবই নয়নভরি ভকত চকোর॥ ঘন ঘন ভণয়ে মধুর হরিনাম। শুনইতে কোন রোয়ই অবিরাম॥ পামর পতিত প্রেমরসে মাতি। না দরপে কঠিন এ নরহরি ছাতি॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে । নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ সুহই॥ নাচত নটবর গৌরকিশোর । অভিনব ভঙ্গী ভুবন করু ভোর ॥ ঝলমল অঙ্গ-কিরণ অনুপাম । হেরইতে মূরছত কত কত কাম টলমল লোচনযুগল বিশাল । দোলত কন্ঠে বলিত বনমাল ॥ ঝরত অমিয় বিধু-বরণ উজোর । পীবই নয়ন ভরি ভকত-চকোর ঘন ঘন বোলয়ে মধুর হরিনাম । শুনইতে কো ন রোয়ই অবিরাম ॥ পামর পতিত প্রেমরসে মাতি । না দরবে কঠিন এ নরহরি ছাতি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |