কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী |
নাচে গোরা গুণমণি কেবল প্রেমের খনি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী। নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৪৯-পৃষ্ঠা। ॥ পুনঃ কামোদঃ॥ নাচে গোরা গুণমণি, কেবল প্রেমের খনি, প্রিয়পরিকর চারি পাশ। শোভা অপরূপ মেন, উড়ুগণ মাঝে যেন, কনক চন্দ্রমা পরকাশ॥ শিরীষ কুসুম জিনি, সুকোমল তনু খানি, পুলক বলিত মনোহর। প্রফুল্ল কমল দূরে, বদনে মদন ঝুরে, হাসি মাখা অরুণ অধর॥ কত না ভঙ্গিমা করি, ভুজ তুলি বলে হরি, বরিষে অমিয়া অনিবার। অতিসকরুণ হিয়া, পতিতেরে নিরখিয়া, আঁখি বহে সুরধুনীধার॥ বাজে খোল করতাল, চরণ চালানি ভাল, দেখি কেবা না হয় মোহিত। না রহিল দুঃখ শোক, মাতিল সকল লোক, নরহরি এ সুখে বঞ্চিত॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে । নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ কামোদ॥ নাচে গোরা গুণমণি কেবল প্রেমের খনি প্রিয় পরিকর চারি পাশ । শোভা অপরূপ যেন উড়ুগণ মাঝে যেন কনক-চন্দ্রমা পরকাশ ॥ শিরীষ-কুসুম জিনি সুকোমল তনুখানি পুলক বলিত মনোহর । প্রফুল্ল কমল দূরে বদনে মদন ঝুরে হাসি মাখা অরুণ অধর ॥ কত না ভঙ্গিমা করি ভুজ তুলি বোলে হরি বরিষে অমিয়া অনিবার । অতি সকরুণ হিয়া পতিতেরে নিরখিয়া আঁখি বহে সুবধুনী-ধার ॥ বাজে খোল করতাল চলন চালনি ভাল দেখি কে বা না হয় মোহিত । না রহিল দুখ শোক মাতিল সকল লোক নরহরি এ সুখে বঞ্চিত ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নিশি অবশেষে লসত নদীয়া শশী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী। নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৪৭-পৃষ্ঠা। ॥ গীতে যথা---শ্রীরাগঃ॥ নিশি অবশেষে, লসত নদীয়া শশী, শয়ন সেজে নিজ মন্দির মাহি। ঝল মল অঙ্গ, কিরণ মন রঞ্জন, মনমথ মথন,-ভঙ্গি সম নাহি॥ প্রাতঃ সময়ে সু,-ক্রিয়া রত সুরধুনী,-অব-গাহন করু পরম উলাস। গণ সহ বিবিধ ভাঁতি করি ভোজন, পল ছন শয়ন সেবই সব দাস॥ পূর্ব্বাহ্ণে পরি তোষ করই সবে, ধরি নব বেশ, নিকশে চিত-চোর। পরিকর সহ পরি,-কর গৃহে বিলসত, বুঝব কি প্রেমক,-গতি ন হু ওর॥ ধন্য সময় ম,-ধ্যাহ্নে সরসি বন,-রাজি সুশীতল, -সুরধুনী তীর। বিবিধ কেলিতহি, কো কবি বরণব, নিরখত সুরগণ, হোত অথির॥ অতি-অপরূপ, অপরাহ্ণ সময়ে, নদীয়া মধি, ভ্রমণ করয়ে গণ সঙ্গ। শোভা ভুবন বি,-জই রস বাদর, নিরখি নগর নর নারী উমঙ্গ॥ সাঁজ সময়ে নিজ, ভবনে গমন করু, শ্রীশচীদেবী মুদিত মুখ হেরি। অদভুত রঙ্গ,-প্রকট পহু দরশনে, কত শত লোক, আয়ত কত বেরি॥ সময় প্রদোষ হি, তোষি জননী-মন, প্রিয় শ্রীবাস মন্দিরে উপনীত। অধিক উছাহ, ভকত গণতহি, পহুঁ রচই সুবেশ মধুরতর রীত॥ বিমল নিশার, সময়ে সঙ্কীর্ত্তনে, মাতি মুদিত হিয়, কৌতুক জোর। গণ সহ পুন নিজ,-ভবনে শুতই নর,-হরি পহুঁ রসময় গৌর কিশোর॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ যথারাগ॥ নিশি অবশেষে লসত নদীয়াশশী শয়ন শেজে নিজ মন্দির মাহি। ঝলমল অঙ্গ- কিরণ জনরঞ্জন মনমথমথন ভঙ্গী সম নাহি॥ প্রাতঃ সময়ে সু- ক্রিয়ারত সুরধুনী অবগান করু পরম উলাস। গণ সহ বিবিধ ভাতি করি ভোজন পলছন শয়ন সেবই সব দাস॥ পূর্ব্বাহ্ণে পরিতোষ করই সবে ধরি নব বেশ নিকশে চিতচোর। পরিকর সহ পরি- কর গৃহে বিলসত বুঝিব কি প্রেমকি গতি নাহি ওর॥ ধন্য সময় মধ্যাহ্নে সরসি-বন- রাজী সুশীতল-সুরধুনী তীর। বিবিধ কেলি তহিঁ কো কবি বরণব নিরখত সুরগণ হোত অথির॥ অতি অপরূপ অপরাহ্ণ সময়ে নদীয়া মধি ভ্রমণ করয়ে গণ সঙ্গ। শোভা ভুবন বি- জয়ী রস বাদর নিরখি নগর নরনারী উমঙ্গ॥ সাঁজ সময়ে নিজ ভবনে গমন করু শ্রীশচীদেবী মুদিত মুখ হেরি। অদভুত রঙ্গ প্রকট পহুঁ দরশনে কত শত লোক আয়ত কত বেরি॥ সময় প্রদোষহি তুষি জননীমন প্রিয় শ্রীবাস মন্দিরে উপনীত। অধিক উছাহ ভকতগণ তহি পহুঁ রচই সুবেশ মধুরতর রীত॥ বিমল নিশার সময়ে সঙ্কীর্ত্তনে মাতি মুদিত হিয় কৌতুক জোর। গণ সহ পুন নিজ ভবনে শুতই নরহরি পহুঁ রসময়, গৌরকিশোর॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
ঝুলত সুন্দর রসময় গোরা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৩৯-পৃষ্ঠা। ॥ পুনঃ মল্লারঃ॥ ঝুলত সুন্দর, রসময় গোরা, অপরূপ রঙ্গে মাতিয়া গো। হেরি হেরি গদা,-ধর-মুখ আঁখি, ভঙ্গি করে কত ভাঁতিয়া গো॥ নিরুপম সব, সঙ্গিগণ তারা, মৃদু মৃদু হাসি হাসিয়া গো। সুরচিত চারু, হিড়োলা ঝুলায়, না জানি কি সুখে ভাসিয়া গো॥ মধুর সুস্বরে, গায় কেহ কেহ, কে ধরে ধৈরজ শুনিয়া গো। সে শোভা নিরখি, আঁখি কে ফিরাবে, মনু মনু মনে গুণিয়া গো॥ এতদিনে কুল, লাজ যা’বে সব, বলিয়ে শপথ খাইয়া গো। নরহরি নাথে নেহারি বারেক, সুরধুনীতীরে যাইয়া গো॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), ২য় খণ্ড, ৩য় শাখা, ৩০শ পল্লব, ঝুলন-লীলা, পদসংখ্যা ১৫৬০-এ এইরূপে দেওয়া রয়েছে। শ্রীশ্রীপদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায় দেওয়া সতীশচন্দ্র রায়ের নির্দেশ অনুসারে এই পদটি গীতচন্দ্রোদয়ের রচয়িতা কবি নরহরি চক্রবর্তীর রচনা। এই পদটি পদরসসার পুথির ২১০৪ সংখ্যাক পদ। অথ বিধাতারং প্রতি আক্ষেপো যথা। শ্রীগৌরচন্দ্রঃ। ॥ তথা রাগ॥ (ইমন বেলোয়ার) ঝুলয়ে সুন্দর রসময় গোরা না জানি কি রঙ্গে মাতিয়া গো। হেরি হেরি গদা- ধর মুখ আঁখি- ভঙ্গী করে কত ভাতিয়া গো॥ নরহরি মুকু- ন্দাদি সঙ্গিগণে মৃদু মৃদু হাসি হাসিয়া গো। সুরচিত নব হিঁডোলা যতনে ঝুলায়ত সুখে ভাসিয়া গো॥ মধুর সুস্বরে গায় কেহো কেহো কে ধরে ধৈরজ শুনিয়া গো। সে শোভা দেখি আঁখি কে ফিরাবে মৈলুঁ মনে মনে গুণিয়া গো॥ এত দিনে কুল- লাজ যাবে সব বলিয়ে শপথ খাইয়া গো। নরহরি-নাথে নেহার বারেক সুরধুনী-তীরে যাইয়া গো॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৯২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে পদটি কোন কবি নরহরির তা বলা হয় নি। ॥ রাগ তালো যথা তত্র গৌরচন্দ্র॥ ঝুলয়ে সুন্দর রসময় গোরা না জানি কি রসে মাতিয়া গো। হেরি হেরি হদাধর মুখ আঁখি ভঙ্গি করে কত ভাঁতিয়া গো॥ নরহরি মুকিন্দাদি সঙ্গীগণে মৃদু মৃদু হাসি হাসিয়া গো। সুরচিত নবহীঁ দোলা জতনে ঝুলায়ত সুখে ভাসিয়া গো॥ মধুর স্বরে গাওত কেহুঁ কেহুঁ কে ধরে ধৈরজ সুনিয়া গো। সে শোভা দেখিয়া আঁখি কে ফেরাবে মনো মনো মনে সুনিয়া গো॥ এতদিনে কুলে লাজ জাবে সব্বলি উশপথ খাইয়া গো। নরহরি নাথে নেহারো বারেক সুরধুনী তারে জাইয়া গো॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে । নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। ॥ মল্লার॥ ঝুলত সুন্দর রসময় গোরা, অপরূপ রঙ্গে মাতিয়া গো । হেরি হেরি গদাধর মুখ আঁখি, ভঙ্গী করে কত ভাতিয়া গো ॥ “নিরুপম সব সঙ্গিগণ তারা” মৃদু মৃদু হাসি হাসিয়া গো । “সুরচিত চারু হিণ্ডোল ঝুলায়, না জানি” কি সুখে ভাসিয়া গো ॥ মধুর সুস্বরে গায় কেহ কেহ, কে ধরে ধৈরজ শুনিয়া গো । সে শোভা নিরখি, আঁখি কে ফিরাবে, “মনু মনু মনে” গুণিয়া গো ॥ এতদিনে কুললাজ যাবে সব বলিয়ে শপথ খাইয়া গো । নরহরিনাথে নেহারি বারেক সুরধুনীতীরে যাইয়া গো ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |