কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
নাচে গোরা গুণমণি কেবল প্রেমের খনি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৪৯-পৃষ্ঠা।

॥ পুনঃ কামোদঃ॥

নাচে গোরা গুণমণি, কেবল প্রেমের খনি, প্রিয়পরিকর চারি পাশ।
শোভা অপরূপ মেন, উড়ুগণ মাঝে যেন, কনক চন্দ্রমা পরকাশ॥
শিরীষ কুসুম জিনি, সুকোমল তনু খানি, পুলক বলিত মনোহর।
প্রফুল্ল কমল দূরে, বদনে মদন ঝুরে, হাসি মাখা অরুণ অধর॥
কত না ভঙ্গিমা করি, ভুজ তুলি বলে হরি, বরিষে অমিয়া অনিবার।
অতিসকরুণ হিয়া, পতিতেরে নিরখিয়া, আঁখি বহে সুরধুনীধার॥
বাজে খোল করতাল, চরণ চালানি ভাল, দেখি কেবা না হয় মোহিত।
না রহিল দুঃখ শোক, মাতিল সকল লোক, নরহরি এ সুখে বঞ্চিত॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

নাচে গোরা গুণমণি                   কেবল প্রেমের খনি
প্রিয় পরিকর চারি পাশ ।
শোভা অপরূপ যেন                    উড়ুগণ মাঝে যেন
কনক-চন্দ্রমা পরকাশ ॥
শিরীষ-কুসুম জিনি                      সুকোমল তনুখানি
পুলক বলিত মনোহর ।
প্রফুল্ল কমল দূরে                          বদনে মদন ঝুরে
হাসি মাখা অরুণ অধর ॥
কত না ভঙ্গিমা করি                 ভুজ তুলি বোলে হরি
বরিষে অমিয়া অনিবার ।
অতি সকরুণ হিয়া                    পতিতেরে নিরখিয়া
আঁখি বহে সুবধুনী-ধার ॥
বাজে খোল করতাল                     চলন চালনি ভাল
দেখি কে বা না হয় মোহিত ।
না রহিল দুখ শোক                   মাতিল সকল লোক
নরহরি এ সুখে বঞ্চিত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শচীর দুলাল গোরা নাচে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৪৮-পৃষ্ঠা।

॥ গীতে যথা---কামোদঃ॥        

শচীর দুলাল গোরা নাচে।
দেবের দুর্লভ ধন যারে তারে যাচে॥ ধ্রু॥
পতিতেরে হেরিয়া ধরিতে নারে অঙ্গ।
ক্ষণে ক্ষণে উঠে কত ভাবের তরঙ্গ॥
ঝল মল করয়ে কনক জিনি আভা।
বিপুল পুলকাবলি বলিত কি শোভা॥
ভাসয়ে শ্রীমুখ বুক নয়নের জলে।
দুটি বাহু তুলিয়া সঘনে হরি বোলে॥
উনমত ভকত ফিরয়ে চারিপাশে।
জয় জয় কলরব এ ভূমি আকাশে॥
পহু-পানে হেরি কেহ ধৈরয না বাঁধে।
নরহরি ও রাঙ্গা চরণে পড়ি কাঁদে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭২-পৃষ্ঠা।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত
পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

শচীর দুলাল গোরা নাচে ।
দেবের দুর্লভ ধন যারে তারে যাঁচে ॥
পতিতেরে হেরিয়া ধরিতে নারে রঙ্গ ।
ক্ষণে ক্ষণে উঠে কত ভাবের তরঙ্গ ॥
ঝলমল করয়ে কনক জিনি আভা ।
বিপুল পুলকাবলী বলিত কি শোভা ॥
ভাসয়ে শ্রীমুখ বুক নয়নের জলে ।
দুটী বাহু তুলিয়া সঘন হরি বোলে ॥
উনমত ভকত ফিরয়ে চারি পাশে ।
জয় জয় কলরব এ ভূমি আকাশে ॥
পহুঁ পানে হেরি কেহ ধৈরজ না বাঁধে ।
নরহরি ও রাঙ্গা চরণে পড়ি কাঁদে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নিশি অবশেষে লসত নদীয়া শশী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৪৭-পৃষ্ঠা।

॥ গীতে যথা---শ্রীরাগঃ॥

নিশি অবশেষে, লসত নদীয়া শশী, শয়ন সেজে নিজ মন্দির মাহি।
ঝল মল অঙ্গ, কিরণ মন রঞ্জন, মনমথ মথন,-ভঙ্গি সম নাহি॥
প্রাতঃ সময়ে সু,-ক্রিয়া রত সুরধুনী,-অব-গাহন করু পরম উলাস।
গণ সহ বিবিধ ভাঁতি করি ভোজন, পল ছন শয়ন সেবই সব দাস॥
পূর্ব্বাহ্ণে পরি তোষ করই সবে, ধরি নব বেশ, নিকশে চিত-চোর।
পরিকর সহ পরি,-কর গৃহে বিলসত, বুঝব কি প্রেমক,-গতি ন হু ওর॥
ধন্য সময় ম,-ধ্যাহ্নে সরসি বন,-রাজি সুশীতল, -সুরধুনী তীর।
বিবিধ কেলিতহি, কো কবি বরণব, নিরখত সুরগণ, হোত অথির॥
অতি-অপরূপ, অপরাহ্ণ সময়ে, নদীয়া মধি, ভ্রমণ করয়ে গণ সঙ্গ।
শোভা ভুবন বি,-জই রস বাদর, নিরখি নগর নর নারী উমঙ্গ॥
সাঁজ সময়ে নিজ, ভবনে গমন করু, শ্রীশচীদেবী মুদিত মুখ হেরি।
অদভুত রঙ্গ,-প্রকট পহু দরশনে, কত শত লোক, আয়ত কত বেরি॥
সময় প্রদোষ হি, তোষি জননী-মন, প্রিয় শ্রীবাস মন্দিরে উপনীত।
অধিক উছাহ, ভকত গণতহি, পহুঁ রচই সুবেশ মধুরতর রীত॥
বিমল নিশার, সময়ে সঙ্কীর্ত্তনে, মাতি মুদিত হিয়, কৌতুক জোর।
গণ সহ পুন নিজ,-ভবনে শুতই নর,-হরি পহুঁ রসময় গৌর কিশোর॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া
রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য
থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ যথারাগ॥

নিশি অবশেষে                                 লসত নদীয়াশশী
শয়ন শেজে নিজ মন্দির মাহি।
ঝলমল অঙ্গ-                                      কিরণ জনরঞ্জন
মনমথমথন ভঙ্গী সম নাহি॥
প্রাতঃ সময়ে সু-                                ক্রিয়ারত সুরধুনী
অবগান করু পরম উলাস।
গণ সহ বিবিধ                                 ভাতি করি ভোজন
পলছন শয়ন সেবই সব দাস॥
পূর্ব্বাহ্ণে পরিতোষ                                  করই সবে ধরি
নব বেশ নিকশে চিতচোর।
পরিকর সহ পরি-                               কর গৃহে বিলসত
বুঝিব কি প্রেমকি গতি নাহি ওর॥
ধন্য সময়                                      মধ্যাহ্নে সরসি-বন-
রাজী সুশীতল-সুরধুনী তীর।
বিবিধ কেলি তহিঁ                               কো কবি বরণব
নিরখত সুরগণ হোত অথির॥
অতি অপরূপ                                     অপরাহ্ণ সময়ে
নদীয়া মধি ভ্রমণ করয়ে গণ সঙ্গ।
শোভা ভুবন বি-                                  জয়ী রস বাদর
নিরখি নগর নরনারী উমঙ্গ॥
সাঁজ সময়ে নিজ                                ভবনে গমন করু
শ্রীশচীদেবী মুদিত মুখ হেরি।
অদভুত রঙ্গ                                   প্রকট পহুঁ দরশনে
কত শত লোক আয়ত কত বেরি॥
সময় প্রদোষহি                                     তুষি জননীমন
প্রিয় শ্রীবাস মন্দিরে উপনীত।
অধিক উছাহ                                 ভকতগণ তহি পহুঁ
রচই সুবেশ মধুরতর রীত॥
বিমল নিশার                                     সময়ে সঙ্কীর্ত্তনে
মাতি মুদিত হিয় কৌতুক জোর।
গণ সহ পুন নিজ                                    ভবনে শুতই
নরহরি পহুঁ রসময়, গৌরকিশোর॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গৌর গোকুল নাহ নটবর বেশ বিরচি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৪৩-পৃষ্ঠা।

॥ পুনর্বসন্তঃ॥        

গৌর গোকুল, নাহ নটবর, বেশ বিরচি, অশেষ পরিকর,
সঙ্গে সুরধুনী,-তীরে বিহরে, বসন্ত ঋতু-মুদবর্দ্ধনা।
কনক পর্ব্বত, খর্ব্বকৃত তনু, কিরণ মঞ্জু, মনোজময় যনু,
ঝরত অমিয়, সুহাস ঝল কত, বদন বিধুমদ-মর্দ্ধনা॥
কঞ্জলোচন, যুগল সুললিত, বঙ্কচাহনি, চপল অতুলিত,
ভঙ্গি সঞে পিচ,-কারি গহি ফগু, ফেট ভরত উড়ায়ই।
লসত চহুঁ দিশ, সুঘড় প্রিয়গণ, সাজি অতিশয়, মগন ঘন ঘন,
হোরি কহি কহি, পেখি পহুঁ মুখ, কো না নয়ন জুড়াই॥
পরশ পরবশ, মাতি খেলত, গগণ পন্থ হি, গুলাল মেলত,
ঝাঁপি দিনকর,-কিরণ অম্বর, অরুণ অতিশয় শোহয়ে।
দলিত মৃগমদ, পঙ্ক কেশর, ডারি হরষে, নিতাই শিরপর,
ভ্রুকুটি করি কর, তালিকা রুচি, অদ্বৈত জন মন মোহয়ে॥
নটন পটু নট, উঘটি থুঙ্কুট, থৈ তা তক তক, থো দি দৃমি কট,
দাঁ দৃমি কি দৃমি, দৃমি কি মুরজ, মৃদঙ্গ বাদক বায়ই।
ভণত নরহরি, বলিত শ্রুতি সুর, গান করি গতি,-বৃন্দ সুমধুর,
ধিরয পরিহরি, নিখিল সুর নর, নারী কৌতুকে ধায়ই॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২১৮-পৃষ্ঠা।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত
পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ বসন্ত॥

গৌর গোকুলনাহ নটবর, বেশ বিরচি অশেষ পরিকর,
সঙ্গে সুরধুনীতীরে বিহরে, বসন্ত ঋতু মুদবর্দ্ধন।
কনক-পর্ব্বত খর্ব্বকৃত তনু, কিরণ মঞ্জু মনোজময় জনু,
ঝরত অমিয় সুহাস ঝলকত, বদনবিধু মদমর্দ্দন॥
কঞ্জ লোচনযুগল সুললিত, বঙ্ক চাহনি চপল অতুলিত,
ভঙ্গি সঞে পিচকারী গহি ফগু, ফেট ভরত উড়ায়ই।
লসত চহুদিশ সুঘড় প্রিয়গণ, সাজি অতিশয় মগন ঘন ঘন,
হোরি কহি কোই পেখি পহুঁমুখ, কোন না নয়ন জুড়ায়ই॥
পরশ পরবশ মাতি খেলত, গগন পন্থহি গুলাল মেলত,
ঝাঁপি দিনকর কিরণ অম্বর, অরুণ অতিশয় শোহয়ে।
দলিত মৃগমদ পঙ্ক কেশর, ডারি হরষে নিতাই শিরপর,
ভ্রূকুটি করি করতালিকা রচি, অদ্বৈত জন-মন মোহয়ে॥
নটনপটু নট উঘটি থুঙ্কুট, থেতা তক তক থোদি দৃমিকট,
দাঁ দৃমিকি দৃমি দৃমিকি মুরজ, মৃদঙ্গবাদক বায়ই।
ভণত নরহরি বলিত শ্রুতি সুর, গান করি গতিবৃন্দ সুমধুর,
ধিরয পরিহরি নিখিল সুরনর, নারী কৌতুকে ধায়ই॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ফাগু খেলত গৌরকিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৪২-পৃষ্ঠা।

॥ পুনর্বসন্তঃ॥        

ফাগু, খেলত গৌরকিশোর। বনি, বেশ বিশেষ উজোর॥
তনু, রুচি জিনি দামিনী দাম। তহি মুরুছত কত শত কাম॥
গহি, কর কাঞ্চন পিচকারি। বর, বরষত কেশর বারি॥
ঘন, উড়ায়ত আবির গুলাল। সুর,-পর পরশত মহিলাল॥
লখি, পহু কর বয়ন ময়ঙ্ক। পরি,-করগণ নটত নিশঙ্ক॥
মিলি, গায়ত বরজ বিহার। ধরু, ধৈরয ধরই না পার॥
বহু, বায়ত যন্ত্র রসাল। উঘ,-টত ধিকি ধিকি তক তাল॥
কহি, হো হো হরি বিভোর। নর,-হরি কি ভণব মতি থোর॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২১৭-পৃষ্ঠা।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত
পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ বসন্ত॥        

ফাগু খেলত গৌরকিশোর। বনি, বেশ বিশেষ উজোর॥
তনুরুচি জিনি দামিনীদাম। তঁহি মুরছত কত শত কাম॥
গহি, কর কাঞ্চন পিচকারি। বর বরষত কেশর বারি॥
ঘন, উড়ায়ত আবীর গুলাল। সুরপুর পরশত মহীলাল॥
লখি, পহুঁকর বয়ন ময়ঙ্ক। পরিকরগণ নটত নিশঙ্ক॥
মিলি, গায়ত বরজবিহার। ধরু, ধৈরজ ধরই ন পার॥
বহু, বায়ত যন্ত্র রসাল। উঘটত ধিকি ধিকি তক তাল॥
কহি, হো হো হুরি বিভোর। নরহরি কি ভণব মতিথোর॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বসন্ত সময় সুশোশিত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৪১-পৃষ্ঠা।

॥ পুনর্বসন্তঃ॥        

বসন্ত সময় সুশোশিত। নদীয়ার কিবা তরুলতা প্রফুল্লিত॥
কুহকে কোকিল অনিবার। ভ্রময়ে ভ্রমরপুঞ্জ করয়ে গুঞ্জার॥
বহে মন্দ মলয় সমীর। উথলয়ে হিয়া কেহ হৈতে নারে থির॥
গোকুল নাগর গোরা রঙ্গে। সুরধুনীতীরে বিহরয়ে গণসঙ্গে॥
মুকুন্দমাধব আদি গায়। মৃদঙ্গ মন্দিরা নানা যন্ত্র সভে বায়॥
পুষ্পের পরাগ ফাগু লৈয়া। হাসে মন্দ মন্দ কেহ গোরাগায়ে দিয়া॥
কেহ কেহ নাচে নানা চাঁদে। সভার উপরে ফাগু ফেলে গোরাচাঁদ॥১
নিতাই অদ্বৈত গদাধর। শ্রীবাসাদি ফাগুখেলা খেলে পরস্পর॥
দেখি এ না অদভুত বিহার। দেবগণ নারয়ে ধৈরয় ধরিবার॥
কেবা না করয়ে জয়ধ্বনি। নরহরি ভণে সুখে ভরল অবনি॥

১।  এই পংক্তিটি মুদ্রণপ্রমাদবশত উপরোক্ত মতে হয়ে থাকতে পারে। পংক্তিটি এমনও
হতে পারে . . . --- "কেহ কেহ নাচে নানা ছাঁদে। সভার উপরে ফাগু ফেলে গোরাচাঁদে॥"

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২১৭-পৃষ্ঠা।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত
পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ বসন্ত॥        

বসন্ত সময় সুশোশিত।
নদীয়ার কিবা তরু লতা প্রফুল্লিত॥
কুহরে কোকিল অনিবার।
ভ্রময়ে ভ্রমরপুঞ্জ করয়ে গুঞ্জার॥
বহে মন্দ মলয় সমীর।
উথলয়ে হিয়া, কেহ হৈতে নারে থির॥
গোকুলনাগর গোরা রঙ্গে।
সুরধুনীতীরে বিহরয়ে গণ সঙ্গে॥
মুকুন্দ মাধব আদি গায়।
মৃদঙ্গ মন্দিরা নানা যন্ত্র সভে বায়॥
পুষ্পের পরাগ ফাগু লৈয়া।
হাসে মন্দ মন্দ কেহ গোরা-গায়ে দিয়া॥
কেহ কেহ নাচে নানা ছাঁদে।
সভার উপরে ফাগু ফেলে গোরাচাঁদে॥
নিতাই অদ্বৈত গদাধর।
শ্রীবাসাদি ফাগুখেলা খেলে পরস্পর॥
দেখি এনা অদভুত বিহার।
দেবগণ নারয়ে ধৈরয় ধরিবার॥
কেবা না করয়ে জয়ধ্বনি।
নরহরি ভণে সুখে ভরল অবনী॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সরস সুরধুনী পুলিনবন অবলোকি গৌরকিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৪১-পৃষ্ঠা।

॥ পুনঃ শ্রীরাগঃ॥        

সরস সুরধুনী, পুলিনবন, অবলোকি গৌরকিশোর।
পুরুব রাস বি,-লাসে সোঙরি, উলাসে ভৈ গেল ভোর॥
মদন-মদ-ভর, হরণ তনু যনু, দমকে দামিনীদাম।
বদনবিধু বিধু,-কদন মাধুরী, অমিয়া ঝরে অবিরাম॥
আজু নিরুপম, নটন ঘটইতে, হোত ললিত ত্রিভঙ্গ।
দৃমিকি দৃমি দৃমি, দৃঙ্কু বাজত, মধুর মধুর মৃদঙ্গ॥
সুঘর পরিকর, বৃন্দ গায়ত, রাস-রস-মুদ মাতি।
দেব দুলহ যে, বিপুল কৌতুকে, উথলে নরহরি ছাতি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২১৪-পৃষ্ঠা।
 নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত
পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ শ্রীরাগ॥

সরল সুরধুনীপুলিন বন, অবলোকি গৌরকিশোর ।
পূরুব রাসবিলাস সোঙরি, উলাসে ভৈগেল ভোর ॥
মদন-মদভর-হরণ তনু জনু, দমকে দামিনী দাম ।
বদন-বিধু বিধু কদন মাধুরী, অমিঞা ঝরে অবিরাম ॥
আজু নিরুপম নটন ঘটইতে, হোত ললিত ত্রিভঙ্গ ।
দৃমিকি দৃমি দৃমি দৃঙ্কু বাজত, মধুর মধুর মৃদঙ্গ ॥
সুঘড় পরিকরবৃন্দ গায়ত, রাসরস মুদ মাতি ।
দেব-দুলহ যে বিপুল কৌতুকে, উথলে নরহরি ছাতি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা পহুঁ ঝুলে হিড়োলাতে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৪০-পৃষ্ঠা।

॥ পুনঃ কামোদঃ॥        

গোরা পহুঁ ঝুলে হিড়োলাতে। কত সুখ সে ভাব ভাবিতে॥
গদাধর-মুখ-পানে চায়। পুলক ভরয়ে হেমগায়॥
পারিষদ উলষিতচিতে। নামাইয়া হিড়োলা হইতে॥
বসাইতে নীপ তরুমূলে। নিতাই ভাসয়ে প্রেমজলে॥
অদ্বৈত করয়ে হুহুঙ্কার। বাঢ়ে মহাসুখের পাথার॥
শ্রীবাসাদি যতন করিয়া। দিল নানা দ্রব্য সাজাইয়া॥
সভার পরাণ গোরারায়। ভুঞ্জিব কি সভারে ভুঞ্জায়॥
যে কৌতুকে কহিতে কি পারি। অবশেষে ভুঞ্জে নরহরি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২০৮-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

গোরা পহুঁ দোলে হিণ্ডোলেতে।
কত সুখ সে ভাব ভাবিতে॥
গদাধর মুখ পানে চায়।
পুলক ভরয়ে হেম গায়॥
পারিষদ উলসিত চিতে।
নামাইয়া হিডোঁলা হইতে॥
বসাইতে নীপতরু মূলে।
নিতাই ভাসয়ে প্রেমজলে॥
অদ্বৈত করয়ে হুহুঙ্কার।
বাঢ়ে মহা সুখের পাথার॥
শ্রীবাসাদি যতন করিয়া।
দিল নানা দ্রব্য সাজাইয়া॥
সভার পরাণ গোরারায়।
ভুঞ্জিব কি সভারে ভুঞ্জায়॥
যে কৌতুক কহিতে কি পারি।
অবশেষে ভুঞ্জে নরহরি॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু গোরা সুরধুনীতীরে   
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯৪০-পৃষ্ঠা।

॥ পুনঃ মল্লারঃ॥        

আজু গোরা সুরধুনী তীরে। ঝুলে কিবা ললিত হিড়োরে॥
কিবা সে বরষা ঋতু তায়। অন্ধকারে মেঘের ঘটায়॥
গোরারূপ চমকে বিজুরী। জগতের প্রাণ করে চুরি॥
পারিষদ সুমধুর গায়। যেন কত সুধা বরষায়॥
বাজয়ে মৃদঙ্গ গরজনি। নাচে শিখিকুলের রমণী॥
নদীয়ানগর উলসিত। লতাতরু-কুল পুলকিত॥
সব লোক ধায় দেখিবারে। কেহ কত মনোরথ করে॥
নরহরি পহুমুখ হেরি। ঝুলায় ঝুলনা ধীরি ধীরি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২০৮-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে। নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।


॥ মল্লার॥

আজু গোরা সুরধুনীতীরে ।
ঝুলে কিবা ললিত হিডোঁরে ॥
কিবা সে বরষা ঋতু তায় ।
অন্ধকারে মেঘের ঘটায় ॥
গোরারূপ চমকে বিজুরী ।
জগতের প্রাণ করে চুরি ॥
পারিষদ সুমধুর গায় ।
যেন কত সুধা বরষায় ॥
বাজয়ে মৃদঙ্গ গরজনি ।
নাচে শিখিকুলের রমণী ॥
নদীয়ানগর উলসিত ।
লতাতরুকুল পুলকিত ॥
সব লোক ধায় দেখিবারে ।
কেহ কত মনোরথ করে ॥
নরহরি পহুঁ মুখ হেরি ।
ঝুলায় ঝুলনা ধীরি ধীরি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ঝুলত সুন্দর রসময় গোরা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৩৯-পৃষ্ঠা।

॥ পুনঃ মল্লারঃ॥        

ঝুলত সুন্দর, রসময় গোরা, অপরূপ রঙ্গে মাতিয়া গো।
হেরি হেরি গদা,-ধর-মুখ আঁখি, ভঙ্গি করে কত ভাঁতিয়া গো॥
নিরুপম সব, সঙ্গিগণ তারা, মৃদু মৃদু হাসি হাসিয়া গো।
সুরচিত চারু, হিড়োলা ঝুলায়, না জানি কি সুখে ভাসিয়া গো॥
মধুর সুস্বরে, গায় কেহ কেহ, কে ধরে ধৈরজ শুনিয়া গো।
সে শোভা নিরখি, আঁখি কে ফিরাবে, মনু মনু মনে গুণিয়া গো॥
এতদিনে কুল, লাজ যা’বে সব, বলিয়ে শপথ খাইয়া গো।
নরহরি নাথে নেহারি বারেক, সুরধুনীতীরে যাইয়া গো॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২৫ বঙ্গাব্দ (১৯১৮), ২য় খণ্ড, ৩য় শাখা, ৩০শ পল্লব,
ঝুলন-লীলা, পদসংখ্যা ১৫৬০-এ এইরূপে দেওয়া রয়েছে। শ্রীশ্রীপদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায় দেওয়া
সতীশচন্দ্র রায়ের নির্দেশ অনুসারে এই পদটি গীতচন্দ্রোদয়ের রচয়িতা কবি নরহরি চক্রবর্তীর রচনা। এই
পদটি পদরসসার পুথির ২১০৪ সংখ্যাক পদ।

অথ বিধাতারং প্রতি আক্ষেপো যথা।
শ্রীগৌরচন্দ্রঃ।
॥ তথা রাগ॥ (ইমন বেলোয়ার)

ঝুলয়ে সুন্দর                                   রসময় গোরা
না জানি কি রঙ্গে মাতিয়া গো।
হেরি হেরি গদা-                                ধর মুখ আঁখি-
ভঙ্গী করে কত ভাতিয়া গো॥
নরহরি মুকু-                                   ন্দাদি সঙ্গিগণে
মৃদু মৃদু হাসি হাসিয়া গো।
সুরচিত নব                                    হিঁডোলা যতনে
ঝুলায়ত সুখে ভাসিয়া গো॥
মধুর সুস্বরে                                গায় কেহো কেহো
কে ধরে ধৈরজ শুনিয়া গো।
সে শোভা দেখি                             আঁখি কে ফিরাবে
মৈলুঁ মনে মনে গুণিয়া গো॥
এত দিনে কুল-                                 লাজ যাবে সব
বলিয়ে শপথ খাইয়া গো।
নরহরি-নাথে                                   নেহার বারেক
সুরধুনী-তীরে যাইয়া গো॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন
মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, ১৩৮১টি পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৯২-পৃষ্ঠায় এই
রূপে দেওয়া রয়েছে। এখানে পদটি কোন কবি নরহরির তা বলা হয় নি।

॥ রাগ তালো যথা তত্র গৌরচন্দ্র॥

ঝুলয়ে সুন্দর রসময় গোরা না জানি কি রসে মাতিয়া গো।
হেরি হেরি হদাধর মুখ আঁখি ভঙ্গি করে কত ভাঁতিয়া গো॥
নরহরি মুকিন্দাদি সঙ্গীগণে মৃদু মৃদু হাসি হাসিয়া গো।
সুরচিত নবহীঁ দোলা জতনে ঝুলায়ত সুখে ভাসিয়া গো॥
মধুর স্বরে গাওত কেহুঁ কেহুঁ কে ধরে ধৈরজ সুনিয়া গো।
সে শোভা দেখিয়া আঁখি কে ফেরাবে মনো মনো মনে সুনিয়া গো॥
এতদিনে কুলে লাজ জাবে সব্বলি উশপথ খাইয়া গো।
নরহরি নাথে নেহারো বারেক সুরধুনী তারে জাইয়া গো॥


ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ মল্লার॥

ঝুলত সুন্দর রসময় গোরা,
অপরূপ রঙ্গে মাতিয়া গো ।
হেরি হেরি গদাধর মুখ আঁখি,
ভঙ্গী করে কত ভাতিয়া গো ॥
“নিরুপম সব সঙ্গিগণ তারা”
মৃদু মৃদু হাসি হাসিয়া গো ।
“সুরচিত চারু হিণ্ডোল ঝুলায়,
না জানি” কি সুখে ভাসিয়া গো ॥
মধুর সুস্বরে গায় কেহ কেহ,
কে ধরে ধৈরজ শুনিয়া গো ।
সে শোভা নিরখি, আঁখি কে ফিরাবে,
“মনু মনু মনে” গুণিয়া গো ॥
এতদিনে কুললাজ যাবে সব
বলিয়ে শপথ খাইয়া গো ।
নরহরিনাথে নেহারি বারেক
সুরধুনীতীরে যাইয়া গো ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর