কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
সই! কিবা অপরূপ রূপ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯০৯-পৃষ্ঠা।

॥ কাচিচ্চ বল্ললী॥

সই! কিবা অপরূপ রূপ।
পুলক বলিত, তনু অনুপম, কি নব মদন ভূপ॥
কি জানি কি ভাবে, ভাবিত অন্তর, অরুণ যুগল আঁখি।
গদাধর-করে, ধরি কি কহয়ে, না জানি কি মধু মাখি॥
অধর বাঁধূলি,-ফুল সুললিত, দামিনী দশন ছটা।
হাসির মিশালে, ঢালে সুধারাশি, বদন চান্দের ঘটা॥
নাগরালি কাচে, নাচয়ে নদীয়া,-নাগরী-পরাণচোরা।
নরহরি কহে, তুমি কি না জান, গোকুলমোহন গোরা॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নদীয়ার মাঝারে নাচয়ে গোরাচাঁদ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯০৭-পৃষ্ঠা।

॥ কশ্চিচ্চ কামোদ॥

নদীয়ার নাঝারে নাচয়ে গোরাচাঁদ। অখিল জনার মন বান্ধিবার ফাঁদ॥
কনক কেশর তনু অনুপম ছটা। দেখিতে মোহিত নব যুবতীর ঘটা॥
শরদের চাঁদ কি মধুর মুখ খানি। অমিয়ার ধারা বাণী তাপুয়া-জুড়ানি॥
ঈষত মিশাল হাসি অধর উজ্জ্বল। দশন মুকুতা পাঁতি করে ঝল মল॥
নয়ন যুগল অনুরাগের আলয়। চাহনিতে ভুবন পরাণ-হরি লয়॥
কামের ধনুক-মদ ভাঙ্গিবার তরে। কেবা গঢ়াইল ভুরু কত রঙ্গ ধ’রে॥
চাঁচর কেশের ঝুটা১ চমকিয়া বাঁকে। মালতী-বলিত অলি ফিরে ঝাঁকে ঝাঁকে॥
কে ধরে ধৈরজ হেরি সুচারু কপাল। চন্দনের বিন্দু ইন্দু-গরবের কাল॥
ভুবন বিজই মালা দোলায় হিয়ায়। বারেক নিরখি আখি সদাই ধিয়ায়॥
কিবা সে দীঘল ভুজ যুগের বলনি। কত ভাঁতি ভঙ্গি সতীকুলের দলনি॥
সরুয়া কাঁকালি কিবা মুঠেতে লুকায়। বিনি মূলে কিনে মন নয়ন জুড়ায়॥
চরণকমল-তল অতি অনুপাম। নখর নিকরে কত মুরুছয়ে কাম॥
কহে নরহরি কি না জানো রঙ্গ তার। গোকুল নাগর ওনা রসের পাথার॥

১ - ঝুটা - চূড়া, পাঠান্তর।

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৯৩-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

নদীয়ার নাঝারে নাচয়ে গোরাচাঁদ ।
অখিল জনার মন বাঁধিবার ফাঁদ ॥
কনক কেশর তনু অনুপম ছটা ।
দেখিতে মোহিত নব যুবতীর ঘটা ॥
শরদের চাঁদ কি মধুর মুখখানি ।
অমিয়ার ধারা বাণী তাপীয়া জুড়ানি ॥
ঈষৎ মিশাল হাসি অধর উজ্জ্বল ।
দশন মুকুতাপাতি করে ঝলমল ॥
নয়নযুগল অনুরাগের আলয় ।
চাহনিতে ভুবন-পরাণ হরি লয় ॥
কামের ধনুক-মদ ভাঙ্গিবার তরে ।
কেবা গঢ়াইল ভুরু কত রঙ্গ ধরে ॥
চাঁচর কেশের ঝুটা চমকিয়া বাঁকে ।
মালতীবলিত অলি ফিরে ঝাঁকে ঝাঁকে ॥
কে ধরে ধৈরজ হেরি সুচারু কপাল ।
চন্দনের বিন্দু ইন্দু-গরবের কাল ॥
ভুবনবিজয়ী মালা দোলায় হিয়ায় ।
বারেক নিরখি আঁখি সদাই ধিয়ায় ॥
কিবা সে দীঘল ভূজযুগের বলনী ।
কত ভাঁতি ভঙ্গী শতকুলের দলনি ॥
সরুয়া কাঁকালি কিবা মুখেতে লুকায় ।
বিনি মূলে কিনে মন নয়ন জুড়ায় ॥
চরণ- কমলতল অতি অনুপাম ।
নখরনিকরে কত মুরছয়ে কাম ॥
কহে নরহরি কি না জানে রঙ্গ তার ।
গোকুলনাগর ও রসের পাথার ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
তরুণী পরাণ চোরা গোরারূপ মাধুরী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯০৫-পৃষ্ঠা।

॥ পুনঃ কাচিৎ ধানশী॥

তরুণী পরাণ,-চোরা গোরা রূপ, মাধুরী অমিয়া ধারা।
ধনি ধনি ধনি, বারেক নয়ন,-কোণেতে পিয়য়ে যারা॥
সই! এথা কহিব কাথে।
পণ্ডিত গদাই,-পানে ঘন চাই, রাধিকা বলিয়া ডাকে॥ ধ্রু॥
দাস গদাধর, করে দিয়া কর, উলসে পুলক গা।
মৃদু মৃদু হাসে, কিবা রসে ভাসে, কিছুই না পাইলু থা॥
নাগরালি ঠাটে, নদীয়ার বাটে, হিলিতে দুলিতে যায়।
নরহরি মন,-মোহন ভঙ্গিমা, মদন মুরুছে তায়॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ ধানশী॥

তরুণী-পরাণ-চোরা গোরারূপ, মাধুরী অমিঞা ধারা ।
ধনি ধনি ধনি, বারেক নয়ন কোণেতে পিয়য়ে যারা ॥
সোই ও কথা কহিব কাকে ।
পণ্ডিত গদাই, পানে ঘন চাই, রাধিকা বলিয়া ডাকে ॥ ধ্রু ॥
দাস গদাধর, করে দিয়া কর, উলসে পুলক গা ।
মৃদু মৃদু হাসে, কিবা রসে ভাসে কিছুই না পাই থা ॥
নাগরালি ঠাঁটে, নদীয়ার বাটে, হেলিতে দুলিতে যায় ।
নরহরি-মনমোহন ভঙ্গিমা মদন মুরছে তায় ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ১৪৩-পৃষ্ঠায় নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে এবং “নরহরি দাস” ভণিতায় রয়েছে।

॥ তথারাগ॥

তরুণী পরাণ                                চোরা গোরারূপ
মাধুরী আমিঞা ধারা।
ধনি ধনি ধনি                                     বারেক নয়ন
কোণেতে পিয়রে যারা॥
সই এ কথা কহিব কাকে।
পণ্ডিত গদাধর                                 করে দিয়া কর
রাধিকা বলিয়া ডাকে॥
দাস গদাধর                                   করে দিয়া কর
উলসে পুলকে গা।
মৃদু মৃদু হাসে                                কিবা রসে ভাসে
কিছুই না পাই থা॥
নাগরালি ঠাটে                                   নদীয়ার বাটে
হেলিতে দুলিতে যায়।
নরহরি মন                                    মোহন ভঙ্গিমা
মদন মুরছে তায়॥

ই পদটি ১৯৮৭ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ
সংখ্যা-৪২, ২৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি কবিরাজ অর্থাৎ চৈতন্য
সমসাময়িক কবি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে।

তরুণী পরাণ চোরা গোরারূপ
মাধুরী আমিঞা ধারা।
ধনি ধনি ধনি বারেক নয়ন
কোণেতে পিয়য়ে যারা॥
সই এ কথা কহিব কাকে।
পণ্ডিত গদাধর করে দিয়া কর
রাধিকা বলিয়া ডাকে॥
দাস গদাধর করে দিয়া কর
উলসে পুলকে গা।
মৃদু মৃদু হাসে কিবা রসে ভাসে
কিছুই না পাই থা॥
নাগরালি ঠাটে নদীয়ার বাটে
হেলিতে দুলিতে যায়।
নরহরি মন মোহন ভঙ্গিমা
মদন মূরছে তায়॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কিবা খোল করতাল বাজে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯০৩-পৃষ্ঠা।

॥ পুনর্নটী॥

কিবা, খোল করতাল বাজে। চারি, পাশে পরিকর সাজে॥
আজু, গায়ত মধুর লীলা। শুনি, দরবয়ে দারুশিলা॥
রঙ্গে নাচয়ে সুন্দর গোরা। কেবা, জানে কিবা ভাবে ভোরা॥ ধ্রু॥
নব, পুলক বলিত তনু। শোহে, কনকপনস জনু॥
সুর, সরিত প্রবাহ পারা। দুটী, নয়নে বহয়ে ধারা॥
ঘন, ঘন ভুজ যুগ তুলি। গর,-জয়ে হরি হরি বুলি॥
অতি, পতিত পামরে হেরি। ধরি, কোরে করে বেরি বেরি॥
প্রেম,-ধন দেই জনে জনে। ছাড়ি, একা নরহরি দীনে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  
নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ নটী॥

কিবা খোল করতাল বাজে। চারি পাশে পরিকর সাজে॥
আজু গায়ত মধুর লীলা। শুনি দরবয়ে দারুশিলা॥
রঙ্গে নাচয়ে সুন্দর গোরা। কে বা জানে কি বা ভাবে ভোরা॥ ধ্রু॥
নব পুলক-বলিত তনু। শোহে কনক-পনশ জনু॥
সুরসরিত-প্রবাহ পারা। দুটী নয়নে বহয়ে ধারা॥
ঘন ঘন ভুজযুগ তুলি। গরজয়ে হরি হরি বলি॥
অতি পতিত পামরে হেরি। ধরি কোরে করে বেরি বেরি॥
প্রেমধন দেই জনে জনে। ছাড়ি একা নরহরি দীনে॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচত শচী তনয় গৌর মাধুরী মন মোহে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯০৩-পৃষ্ঠা।

॥ গীতে---যথা নাটঃ॥

নাচত শচী তনয় গৌর, মাধুরী মন মোহে।
কনকাচল দলন দেহে, পুলকাবলী শোহে॥
ঝলমল বিধুবদন অমিয়, বরষত মৃদু হাসে।
চঞ্চল নয়নাঞ্চলে কত, কত রসপরকাশে॥
পদতলে ধরু, তাল ঝনন, নূপুর ঘন বাজে।
অভিনব বহু, ভঙ্গি নিরখি, মনমথ মরু লাজে॥
গায়ত গুণ, জগজন নিম,-গন সুখ পরবাহে।
বঞ্চিত নর,-হরি দীনহীন, দহে ভবদব দাহে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭১-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ নট॥

নাচত শচীতনয় গৌরমাধুরী মন মোহে ।
কনকাচল দলন দেহে পুলকাবলী শোহে ॥
ঝলমল বিধুবদন অমিয় বরষত মৃদুহাসে ।
চঞ্চল নয়নাঞ্চলে কত কত রস পরকাশে ॥
পদতলে ধরু তাল ঝনন, নূপুর ঘন বাজে ।
অভিনব বহু ভঙ্গী নিরখি, মনমথ মরু লাজে ॥
গায়ত গুণ জগজন নিমগন সুখ পরবাহে ।
বঞ্চিত নরহরি দীনহীন, দহে ভবদবদাহে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচত গৌর পরম সুখ সদনা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯০২-পৃষ্ঠা।

॥ পুনর্নট্ট-নারায়ণঃ॥

নাচত গৌর, পরম সুখ সদনা।
অবিরল বিপুল, পুলক কুল ঝলমল, সুললিত অঙ্গ, মদন মদ কদনা॥ ধ্রু॥
টলমল অমল, কমলদল লোচন, চাহনি করুণ অরুণ রুচি রুচিরে।
নিরসি শরদ শশী, হসিত লপনলস, দশন সুকিরণ হরতচিত অচিরে॥
গজবর গরব,-হরণ গতি নব নব, ধরতেই চরণ, ধরণী অতি মুদিতা।
গদ গদ হৃদয়, বদত ঘন হরি হরি, নিরুপম ভাব,-বিভব ভর উদিতা॥
উনমত অতুল, রতন ধন বিতরণে, হরল বিপদ যশ, ভরল এ ভুবনে।
পূরল সকল মনো,-রথ ইথে বঞ্চিত, নরহরি বিফল,-জনম ধিক জীবনে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭১-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ নটনারায়ণ॥

নাচত গৌর পরম সুখ-সদনা ।
অবিরল বিপুল পুলক কুল ঝলমল,
সুললিত অঙ্গ মদনমদ-কদনা ॥ ধ্রু ॥
টলমল অমল কমলদল-লোচন,
চাহনি, করুণ অরুণ-রুচি রুচিরে ।
নিরসি শরদশশী হসিত লপন লস,
দশন সুচিকণ হর চিত অচিরে ॥
গজবর-গরব-হরণ-গতি নব নব,
ধরইতে চরণ ধরণী অতি মুদিতা ।
গদ গদ হৃদয় বদত ঘন হরি হরি,
নিরুপম ভাব বিভব ভর উদিতা ॥
উনমত অতুল রতনধনবিতরণে,
হরল বিপদ যশ ভরল এ ভুবনে ।
পূরিল সকল মনোরথ ইথে বঞ্চিত,
নরহরি বিফল জনম ধিক জীবনে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচত গৌর নটন জন রঞ্জন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯০২-পৃষ্ঠা।

॥ পুনঃ-ভূপতিঃ॥

নাচত গৌর, নটন জন রঞ্জন, নিখিল মদন মদ ভঞ্জন অঙ্গ।
পুলকিত ললিত, কম্প ঘন উনমত, শুনইতে পূরুব, পিরিতি পরসঙ্গ॥
লোচন অরুণ, কমলদল ছল ছল, জল ঝলকত যনু মোতিম দাম।
হসইতে দশন, বিজুরী সম চমকত, ঢর ঢর মধুর অধর অনুপাম॥
কুঞ্জর কর রব, গরব বিমোচন, মঞ্জু বিপুল ভুজ যুগল পসারি।
নিরখি গদাধরে, করই কোরে পুন, ভণই মরমধৃতি ধরই না পারি॥
উথলই প্রেম,-পয়োনিধি নিরুপম, প্রবল তরঙ্গ রঙ্গ উপজায়।
পামর পতিত, দুখিত সুখে ভাসয়ে, নরহরি পাপী, পরশ নহু তায়॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭০-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ ভূপালী॥

নাচত গৌর নটন জনরঞ্জন,
নিখিল মদনমদভঞ্জন অঙ্গ ।
পুলকিত ললিত কম্প ঘন উনমত,
শুনইতে পূরুব পীরিতি পরসঙ্গ ॥
লোচন অরুণ কমলদল ছল ছল,
জল ঝলকত জনু মোতিমদাম ।
হসইতে দশন বিজুরী সম চমকত,
ঢর ঢর মধুর অধর অনুপাম ॥
কুঞ্জর করবর গরব বিমোচন,
মঞ্জু বিপুল ভুজযুগল পসারি ।
নিরখি গদাধরে, করই কোরে পুনঃ,
ভণই মরম ধৃতি ধরই না পারি ॥
উথলই প্রেম-পয়োনিধি নিরুপম,
প্রবল তরঙ্গ রঙ্গ উপজায় ।
পামর পতিত দুখিত সুখে ভাসই,
নরহরি পাপী পরশ নহু তায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচত গৌর নটন পণ্ডিত বর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯০১-পৃষ্ঠা।

॥ পুনঃ-মেঘরাগঃ॥

নাচত গৌর নটন পণ্ডিতবর।
কুমকুম দামিনী,-দাম দমন তনু, মণ্ডিত নিরুপম বিপুল পুলক ভর॥ ধ্রু॥
অরুণ অধর মৃদু, চান্দ বদন লস, দশন কুন্দ লহু, হাস অমিয় ঝর।
নয়নকঞ্জ জন,-রঞ্জন রসময়, চাহনি কত শত, মদন গরব হর॥
কনক মৃণাল,-নিন্দি ভুজ যুগ তুলি, বোলত হরি হরি, অন্তর গর গর।
মঙ্গল ময় কো,-মল সুললিত পদ, বিবিধ ভঙ্গি সঞে, ধরই ধরণী পর॥
বাজত ঝাঁঝ সু,-খমক খোল কত, গায়ত মধুর, সুর পরিকর।
বিতরত প্রেম, রতন ধন জগভরি, বঞ্চিত কুমতি এ,-নরহরি পামর॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭০-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ মেঘমল্লার॥

নাচত গৌর নটন পণ্ডিতবর ।
কুঙ্কুমদামিনী-দাম-দমন তনু,
মণ্ডিত নিরুপম বিপুল পুলকভর ॥ ধ্রু ॥
অরুণ অধর মৃদু চাঁদবদন লস,
দশন কুন্দ লহু হাস অমিয় ঝর ।
নয়নকঞ্জ জনরঞ্জন রসময়,
চাহনি কত শত মদনগরবহর ॥
কনক-মৃণাল-নিন্দি ভুজযুগ তুলি,
বোলত হরি হরি অন্তর গর গর ।
মঙ্গলময় কোমল সুললিত পদ,
বিবিধ ভঙ্গী সঞে ধরয়ে ধরণীপর ॥
বাজত ঝাঁঝ সুখমক খোল কত,
গায়ত মধুর সুর-পরিকর ।
বিতরত প্রেমরতন ধন জগভরি,
বঞ্চিত কুমতি এ নরহরি পামর ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বলি-কলি-মত্ত-মতঙ্গজ-মরদন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৯০১-পৃষ্ঠা।

॥ গীতে যথা---দেবকিরী॥

বলি-কলি-মত্ত-মতঙ্গজ-মরদন, গৌরসিংহ নাচত নদীয়ায়।
জয় জয় রবসব, ভুবন বিয়াপিত, নিখিল লোক মিলি চৌদিকে ধায়॥
গায়ত পরম, প্রবল প্রিয়পরিকর, কিন্নর দুরগম তাল তরঙ্গ।
বাজত মুরুজ, মৃদঙ্গ দৃমিকি দৃমি, দাঁ দাঁ দৃমি কট, ধি কট ধিলঙ্গ॥
কম্পই ধরণী, ধরত পদ পঙ্কজ, ডগমগি অঙ্গভঙ্গি অনুপাম।
লোচন তরুণ, অরুণ রুচি গঞ্জই, চাহনি চারু চমকে কত কাম॥
শশধর নিকর, নিন্দি মুখ মধুরিম, হাসত লহু লহু অমিয় উগারি।
প্রেম বিতরি নর,-হরি পহু পামরে, করই কোরে ভুজ,-যুগ পসারি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৭০-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ দেবকিরি॥

বলী কলি-মত্ত-মতঙ্গজ-মরদন,
গৌরসিংহ নাচত নদীয়ায় ।
জয় জয় রব সব ভুবন বিয়াপিত,
নিখিল লোক মিলি চৌদিকে ধায় ।
গায়ত পরম প্রবল প্রিয় পরিকর,
কিন্নর দুরগম তাল তরঙ্গ ।
বাজত মুরজ মৃদঙ্গ দৃমিকী দৃমি,
দাঁদাঁ দ্রিমিকট ধিকট ধিলঙ্গ ॥
কম্পই ধরণী ধরত পদপঙ্কজ,
ডগমগি অঙ্গভঙ্গী অনুপাম ।
লোচন তরু অরুণ রুচি গঞ্জই
চাহনি চারু চমকে কত কাম ॥
শশধর নিকর নিন্দি মুখ মধুরিম,
হাসত লহু লহু অমিঞা উগারি ।
প্রেম বিতরি নরহরি পহুঁ পামরে,
করই কোরে ভুজযুগ পসারি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি আনন্দ নদীয়ানগরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৯৮-পৃষ্ঠা।

॥ গীতে যথা---গুর্জ্জরী॥

আজু কি আনন্দ নদীয়া নগরে, জগাই মাধাই দোঁহে দেখি বারে,
ধায় চারি দিকে কি নারী পুরুষ, পরস্পর কহে কত না কথা।
কেহ কহে অতি বিরলেতে রৈয়া, ওই দেখ দেখ দুহু পানে চা’য়া,
সুরুজের সম তেজ এবে ভেল, সে পাপ শরীর গেল বা কোথা॥
কেহ কহে আহা মরি মরি, ভাবে গর গর বৈশে বেরি বেরি,
কান্দি উঠে ছুটে আঁখে বারিধারা, নিবারিতে নারে না ধরে ধৃতি।
কেহ কহে হেরো দেখ নিরুপম, পুলকিত তনু কাঁপে ঘন ঘন,
ধূলায় ধূষর ধরণীতে পড়ি, গড়ি যায় কিছু নাহিক স্মৃতি॥
কেহ কহে কিবা গোরা মুখশশী,-পানে চাহে জানি কত সুখে ভাসি,
হাসি সুধাপানে উনমত হৈয়া, লোটাইয়া পড়ে চরণ-তলে।
কেহ কহে দেখ নিতাইচান্দেরে, চাহি হিয়া মাঝে কত খেদ করে,
দুখানি চরণ পরশিয়া করে, করে অভিষেক আঁখের জলে॥
কেহ কহে দেখ অদ্বৈত তপসী, গদাধর শ্রীবাসাদি-পাশে পশি,
অতুল উলসে ফুলি ফুলি ফিরে, লইয়া সভার চরণধূলি।
কেহ কেহ কুহু কাতর অন্তরে, এক ভিতে রহি দন্তে তৃণ ধরে,
নরহরি পহু পরিকর সহ, “কর কৃপা” কহে দুবাহু তুলি॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ গুর্জ্জরী॥

আজু কি আনন্দ নদীয়ানগরে,
জগাই মাধাই দোহে দেখিবারে,
ধায় চারিদিকে কি নারী পুরুষ,
.                পরস্পর কহে কত না কথা ।
কেহ কহে অতি বিরলেতে রৈয়া,
ঐ দেখ দেখ দুহুঁ পানে চাইয়া,
সুরুজের সম তেজ এবে ভেল,
.                সে পাপশরীর গেল বা কোথা ॥
কেহ কহে আহা মরি মরি মরি,
ভাবে গর গর বৈসে বেরি বেরি,
কাঁদি উঠে ছুটে আঁখি বারিধারা,
.                নিবারিতে নারে না ধরে ধৃতি ।
কেহ কহে হেন দেখ নিরুপম,
পুলকিত তনু কাঁপে ঘন ঘন,
ধূলায় ধূসর ধরণীতে পড়ি,
.                গড়ি যায় কিছু নাহিক স্মৃতি ॥
কেহ কেহ কি বা গোরামুখশশী
পানে চাহে জানি কত সুখে ভাসি,
হাসি সুধাপানে উনমত হৈয়া,
.                   লোটাইয়া পড়ে চরণ তলে ।
কেহ কহে দেখ নিতাই চাঁদেরে,
চাহি হিয়া মাঝে কত খেদ করে,
দুখানি চরণ পরশিয়া করে,
.                করে অভিষেক আঁখের জলে ॥
কেহ কেহ দেখ অদ্বৈত তপসী,
গদাধর শ্রীবাসাদি পাশে বসি,
অতুল উলসে ফুলি ফুলি ফিরে,
.                লইয়া সবার চরণধূলি ।
কেহ কেহ দুহুঁ কাতর-অন্তরে,
এক ভিতে রহি দন্তে তৃণ ধরে,
নরহরি পহুঁ পরিকর সহ
কর কৃপা কহে দুবাহু তুলি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর