কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
কি আনন্দ শ্রীবাস ভবনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৯৪-পৃষ্ঠা।

॥ পুনর্ধানশী॥

কি আনন্দ শ্রীবাস ভবনে। করয়ে প্রভুর অভিষেক প্রিয়গণে॥
স্বর্ণ সিংহাসনে বসাইয়া। আনে সুবাসিত জল উলসিত হৈয়া॥
অভিষেক মন্ত্র পাঠ করি। প্রভুর মস্তকে জল ঢালে ঘট ভরি॥
উলু লু লু দেই নারীগণ। বাজে নানা বাদ্য ধ্বনি ভেদয়ে গগণ॥
অভিষেক গীত সবে গায়। ভাসয়ে নিয়ত নেত্র আনন্দধারায়॥
দেবগণ জয় জয় দিয়া। নাচে কত সাধে অভিষেক নিরখিয়া॥
অভিষেক শোভা মনোহর। ঝলমল করয়ে কোমল কলেবর॥
নরহরি আপনা নিছয়ে। সুধাময় বদনে মদন মুরুছয়ে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৫২-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি”
ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর
পদ বলে বিবেচিত হয়েছে।

॥ ধানশী॥

কি আনন্দ শ্রীবাসভবনে।
করয়ে প্রভুর অভিষেক প্রিয়গণে॥
স্বর্ণসিংহাসনে বসাইয়া।
আনে সুবাসিত জল উলসিত হৈয়া॥
অভিষেকমন্ত্র পাঠ করি।
প্রভুর মস্তকে জল ঢালে ঘট ভরি॥
উলুলুলু দেই নারীগণ।
বাজে নানা বাদ্যধ্বনি ভেদয়ে গগন॥
অভিষেক-গীত সবে গায়।
ভাসায়ে নিয়ত নেত্র আনন্দধারায়॥
দেবগণ জয় জয় দিয়া।
নাচে কত সাধে অভিষেক নিরখিয়া॥
অভিষেক-শোভা মনোহর।
ঝলমল করয়ে কোমল কলেবর॥
নরহরি আপনা নিছয়ে।
সুধাময় বদনে মদন মূরছয়ে॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু অভিষেক সুখের অবধি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৯৩-পৃষ্ঠা।

॥ পুনঃ মায়ূরঃ॥

আজু আভিষেক সুখের অবধি, বৈসে সিংহাসনে গোরা গুণনিধি,
নিরুপম শোভা ভঙ্গিমাতে কেউ ধৈরজ না ধরে ধরণীতলে।
চিকণ চাঁচর কেশ শিরে শোহে, লোটায়ে এ পিঠে ছটা মোন মোহে,
হেম ধরাধর শিখরেতে যেন, যমুনা প্রবাহ বহয়ে ভালে॥
নিরমল অঙ্গ ঝল মল করে, কত শত মনমথ মদ হরে,
কেবা না বিভল হয় হাসিমাখা মুখশশী পানে বারেক চা’য়া।
অভিষেকমন্ত্র পড়ি বারে বারে, নিত্যানন্দাদ্বৈত উল্লাস অন্তরে,
শ্রীবাসাদি পহু শিরে সুবাসিত, জল ঢালে করে কলসি লৈয়া॥
জদদীশ বাসুদেব নারায়ণ, মুকুন্দমাধব গানে বিচক্ষণ,
শ্রুতি জাতি স্বরভেদ নানা তালে, গায় অভিষেক অমিয়া পারা।
গোবিন্দ গোবিন্দানন্দে খোল বায়, ধা ধা ধিক্ ধিক্ ধেন্না নানা তায়,
নাচে বক্রেশ্বর সুমধুর ছান্দে, কারু নেত্রে বহে আনন্দধারা॥
সুরগণ গণসহ অলখিত, অভিষেক সুখে হৈয়া বিমোহিত,
বরিষে কুসুম থরে থরে করে,-জয় জয় ধ্বনি পুলক অঙ্গে।
পতিব্রতা নারীগণ ঘন ঘন, দেই জয়কার অতি রসায়ন,
মঙ্গল রীতি কি নব নব, নরহরি হেরি হিয়া উথলে রঙ্গে॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৫১-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি”
ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর
পদ বলে বিবেচিত হয়েছে।

॥ সুহই বা মায়ূর॥

আজু আভিষেক সুখের অবধি
বৈসে সিংহাসনে গোরা গুণনিধি,
নিরুপম শোভা ভঙ্গিমাতে কেউ
.      ধৈরজ না ধরে ধরণীতলে ।
চিকণ চাঁচর কেশ শিরে শোহে
লোটায়ে এ পীঠে ছটা মন মোহে,
হেমধরাধর-শিখরেতে যেন
.       যমুনা প্রবাহ বহয়ে ভালে ॥
নিরমল অঙ্গ ঝলমল করে,
কত শত মনমথমদ হরে,
কেবা না বিভোল হয় হাসিমাখা
.      মুখশশী পানে বারেক চাঞা ।
অভিষেকমন্ত্র পড়ি বারে বারে,
নিত্যানন্দাদ্বৈত উল্লাস অন্তরে,
শ্রীবাসাদি পহুঁ শিরে সুবাসিত
.       জল ঢালে করে কলসি লৈয়া ॥
জদদীশ বাসুদেব নারায়ণ,
মুকুন্দ মাধব গানে বিচক্ষণ,
শ্রুতি জাতি স্বরভেদ নানা তানে,
.        গায় অভিষেক অমিঞা পারা ।
গোবিন্দ গোবিন্দানন্দ খোল বায়,
ধা ধা ধিক ধিক ধেন্না না না তায়,
নাচে বক্রেশ্বর সুমধুর ছাঁদে,
.        কারু নেত্রে বহে আনন্দধারা ॥
সুরগণ গণ সহ অলক্ষিত,
অভিষেকসুখে হৈয়া বিমোহিত,
বরষে কুসুম থরে থরে করে
.           জয় জয় ধ্বনি পুলক অঙ্গে ।
পতিব্রতা নারীগণ ঘন ঘন,
দেই জয়কার অতি রসায়ন,
মঙ্গল রীতি  কি নব নব নর-
      হরি হেরি হিয়া উথলে রঙ্গে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুরধুনী-তীরে তরুণ তরু বল্লরী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৯১-পৃষ্ঠা।

॥ পুনর্বাসন্তঃ॥

সুরধুনী-তীরে, তরুণ তরু বল্লরী, পল্লব নব নব কুসুম বিমুকাশ।
পরিমলে গধ, মধুপকুল কূজত, কোকিল কীর ফিরত চহু পাশ॥
নাচত তঁহি নট,-গৌর কিশোর।
কেশর মৃগ মদ, চন্দনচরচিত, ফাগু অরুণ অনু অধিক উজোর॥ ধ্রু॥
নিরুপম বেশ, বসন মণি ভূষণ, ঝলকত চারু চপল বনমাল।
অভিনব ভঙ্গি, ভুবন মন মোহন, ঘন ঘন ধরত চরণতলে তাল॥
গায়ত পরম, মধুর পরিকর-গণ, নিরখি বদন পশি উলস অভঙ্গ।
সুরগণ গগনে, মগন ভণ জয় জয়, বায়ত নরহরি মধুর মৃদঙ্গ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ ধানশী বা বসন্ত॥

সুরধুনীতীরে                                তরুণ তরু-বল্লরী
পল্লব নব নব কুসুমবিকাশ।
পরিমলে মুগধ                                মধুপকুল কুজত
কোকিল কীর ফিরত চহু পাশ॥
নাচত তঁহি নট গৌরকিশোর।
কেশর মৃগমদ                                চন্দন-চরচিত
ফাগু অরুণ অনু অধিক উজোর॥ ধ্রু॥
নিরুপম বেশ                                বসন মণিভূষণ
ঝলকত চারু চপল বনমাল।
অভিনব ভঙ্গী                                ভুবন-মনমোহন
ঘন ঘন ধরত চরণতলে তাল॥
গায়ত পরম                                মধুর পরিকরগণ
নিরখি বদনশশী উলস অভঙ্গ।
সুরগণ গগনে                                মগন ভণ জয় জয়
বায়ত নরহরি মধুর মৃদঙ্গ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুরধুনী তীর পরম নিরমল থল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৯১-পৃষ্ঠা।

॥ পুনং---বেরগুপ্ত॥

সুরধুনী তীর, পরম নিরমল থল, তহি উলসিত সব ভকত উদার।
গায়ত কত কত, গীত অমিয় ময় বায়ত বাদ্য বিবিধ পরকার॥
নাচত গুণমণি গৌর কিশোর।
চন্দন চকচিত, রুচির অঙ্গ অতি, অপরূপ রূপ, রমণি মন চোর॥ ধ্রু॥
অমল কমল দল, লোচন ডগ মগ, ভাঙ ভঙ্গি নব অলক বিলাস।
শরদ নিশাকর, নিকর নিন্দি মুখ, কোটি মদনমদমরদন হাস॥
চঞ্চল ললিত, বিলাস বক্ষ’পরি, ঝলকত জিনি দামিনী মণিহার।
নরহরি পহুঁ পগ, ধরত তাল যব, তব কি মধুর রব, নূপুর ঝনকার॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৯-পৃষ্ঠা। এই পদের রচয়িতা
কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি
নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ বেরগুপ্ত॥

সুরধুনীতীর                                পরম নিরমল থল
তহি উলসিত সব ভকত উদার।
গায়ত কত কত                                গীত অমিয়ময়
বায়ত বাদ্য বিবিধ পরকার॥
নাচত গুণমণি গৌরকিশোর।
চন্দন-চরচিত                                রুচির অঙ্গ অতি
অপরূপ রূপ রমণী-মনোচোর॥ ধ্রু॥
অমল কমলদল                                লোচন ডগমগ
ভাঙ্ ভঙ্গী নব অলকাবিলাস।
শরদ-নিশাকর                                নিকর নিন্দি মুখ
কোটি মদনমদমরদন-হাস॥
চঞ্চল ললিত                                বিশাল বক্ষোপরি
ঝলকত জিনি দামিনী মণিহার।
নরহরি পহুঁ পগ                                ধরত তাল যব
তব কি মধুর রব নূপুর ঝনকার॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বিহরত সুরসরিত তীর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৯০-পৃষ্ঠা।

॥ গীতে যথা নট্টঃ॥

বিহরত সুরসরিত তীর, গৌর তরুণ বয়স থির, তড়িত কনক কুঙ্কুম মদ,-মর্দ্দন তনু কাঁতি।
মদন কদন বদন চন্দ্র, নিখিল তরুণী নয়ন ফন্দ, হসত লসত দশন বৃন্দ, কুন্দ কুসুম পাঁতি॥
অঞ্জন ঘন পুঞ্জ বরণ, কুঞ্চিত কচ ধৈর্য্য হরণ, বেশ বিমল অলকাকুল, রাজত অনুপাম।
ভাল তিলক ঝলকত অতি, ভাঙ ভুজগ মঞ্জুল গতি, চঞ্চল দিঠে অঞ্চল রস, রঞ্জিত ছবি ধাম॥
কুণ্ডল শ্রুতিগণ্ড কলিত, কন্ঠ হি বনমাল বলিত, বাহু বিপুল বলয়া কর, কোমল বলিহারি।
পরিসর বর বক্ষ অতুল, নাশত কত কুলবতী-কুল, ললিত কটি সুকৃশ কেশরি, গরব খরব কারী॥
জগ মগ ভুজ জানু তরুণ, অরুণাবলী কিরণ চরণ, কমল মধুর সৌরভ ভরে, ভকত ভ্রমর ভোর।
করুণা ঘন ভুবন বিদিত, প্রেম অমিয়া বরষত নিত, নরহরি মতি মন্দক বহু, পরশত নাহি থোর॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১০৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া
রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য
থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ নটরাগ॥

বিহরত সুর-সরিৎতীর               গৌর তরুণ বয়স থির
তড়িৎ-কনক- কুঙ্কুম-মদমর্দ্দন তনুকাঁতি ।
মদন-বদন বদনচন্দ্র                নিখিল তরুণী নয়ান-ফন্দ
হসত লসত দশনবৃন্দ কুন্দকুসুমপাতি ॥
অঞ্জন-ঘন-পুঞ্জবরণ                    কুঞ্চিত কচ ধৈর্য্যহরণ
বেশ বিমল অলকাকুল রাজত অনুপাম ।
ভালতিলক ঝলকত অতি             ভাঙ ভুজগ মঞ্জুলগতি
চঞ্চল দিঠে অঞ্চল রসরঞ্জিত ছবিধাম ॥
কুণ্ডলশ্রুতি গণ্ড কলিত                কন্ঠহি বনমাল বলিত
বাহু বিপুল বলয়া কর-কোমল বলিহারি ।
পরিসর বর বক্ষ অতুল              নাশত কত কুলবধূকুল
ললিত কটি সুকৃশ কেশরি-গরব-খরবকারী ॥
ডগমগ ভুজ জানু তরুণ              অরুণাবলী কিরণ চরণ
কমল মধুর সৌরভভরে ভকত ভ্রমর ভোর ।
করুণা ঘন ভুবনবিদিত           প্রেম অমিঞা বরষত নিত
নরহরিমতি মন্দ কবহু পরশত নাহি থোর ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচত শচীতনয় গৌরসুন্দর মন মোহনা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৯০-পৃষ্ঠা।

॥ পুনঃ---আশাবরী॥

নাচত শচীতনয় গৌর,-সুন্দর মন মোহনা।
বাজত কত, মৃদঙ্গ উঘটত, ধি ধি কট ধিলঙ্গ, গায়ত সুর মধুর অঙ্গ, ভঙ্গি পরম শোহনা॥ ধ্রু॥
নিরুপম রস উলস আজ, বিলসত প্রিয় ভকত মাঝ, ঝলকত অতি ললিত সাজ, যুবতি ধিরব মোচনা।
কুসুমাঞ্চিত চারু চিকুর, কুণ্ডল শ্রুতি গণ্ড মুকুর, ভাল তিলক মঞ্জুল ভুরু ভৃঙ্গকমললোচনা॥
নাসাপুট মোদ সদন, ইন্দু নিকর নিন্দি বদন, মন্দ মন্দ হস নিকুন্দ, দশন মধুর বোলনা।
কণ্ঠ মদন মদ ভর হর, ভুজ যুগ জিমি কুঞ্জরকর, কক্ষ মৃদু বিলাস বক্ষ, মাল অতুল দোলনা॥
নাভি ত্রিবলি বলিত ভাঁতি, লোমাবলি ভুজগ পাঁতি, রসনাযুত কৃশ কটি নব, কেশরি-মদভঞ্জনা।
পহিরে বর বসন বেশ, ঊরু বরণি না শকত শেষ, নরহরি পহু পদতলে করু, তরুণারণে গঞ্জনা॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ আশাবরী॥

নাচত শচীতনয় গৌরসুন্দর মনমোহনা ।
বাজত কত কত মৃদঙ্গ উঘটত, ধিধিকট ধিলঙ্গ,
গায়ত সুর মধুর, অঙ্গভঙ্গী পরম শোহনা ॥ ধ্রু॥
নিরুপম রস উলস আজ, বিলসত প্রিয় ভকত মাঝ,
ঝলকত অতি ললিত সাজ, যুবতী ধীরজ মোচনা ।
কুসুমাঞ্চিত চারু চিকুর, কুণ্ডল শ্রুতি গণ্ড মুকুর,
ভালতিলক মঞ্জুলভুরু, ভৃঙ্গ কমললোচনা ॥
বাসাপুট মোদ সদন, ইন্দুনিকর নিন্দি বদন,
মন্দ মন্দ হসনি কুন্দ, দশন মধুর বোলনা ।
কন্ঠ মদন মদভরহর, ভুজযুগ জিনি কুঞ্জরকর,
কক্ষ মৃদু বিলাস বক্ষ, মাল অতুল দোলনা ॥
নাভি ত্রিবলী ভাতি, লোমাবলী ভুজগ পাতি,
রসনা যুত কশ কটি নব, কেশরি-মদ-ভঞ্জনা ।
পহিরে বর বসন বেশ, উরু বরণী নাশ কত শেষ,
নরহরি পহুঁ পদতলে করু, তরুণারুণ-গঞ্জনা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু শুভ আরম্ভ কীর্ত্তনে গৌরসুন্দর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৮৩-পৃষ্ঠা।

॥ পুনঃ---মায়ূরঃ॥

আজু শুভ আরম্ভ কীর্ত্তনে, গৌরসুন্দর মুদিত নর্ত্তনে,
লুঘর পরিকর, মধ্যে মধুর শ্রীবাস-অঙ্গণে শোহয়ে।
কনক কেশর গরব গঞ্জন, মঞ্জু তনু রুচি অতনু রঞ্জন,
কঞ্জ লোচন চপল চহু দিশ, চাহি জন মন মোহয়ে॥
নটন গতি অতি, তরুণ পদতল, তাল ধরইতে, ধরণী টল মল,
করই হস্তক, ত্রস্ত কলিত, সুললিত কর কিশলয় ছটা।
দশন মোতিম, পাঁতি নিরসত, হাস লহু লহু, অমিয় বরসত,
সরস লসত, সুবদন মাধুরী, জিতই শারদ শশিঘটা॥
চিকন চাঁচর,-চিকুর বন্ধন, চারু রচিত সু,-তিলক চন্দন,
ভূরি ভূষণ, ঝলকে অঙ্গ, বিভঙ্গী ভণত, না আয়এ।
বামে পহু পণ্ডিত, গদাধর দক্ষিণেতে, নিতাই সুন্দর,
সমুখে শ্রীঅদ্বৈত, উনমত পেখি সুরগণ ধায় এ॥
বাসুদেব শ্রীবাস, নন্দন বিজয় বক্রেশ্বর,
নারায়ণ গোপীনাথ মুকুন্দ মাধব, গায়ত এ অদ্ভুত গুণী।
রাম বামে গরুড়,-সোবিন্দ আদিক বায়ে, মর্দ্দল ধিকি তা তা ধিক,
ধিনি নি নি নি নি নি, ভণত নরহরি, ভুবন ভরু জয়জয় ধুনী॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩২-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ মায়ূর॥

আজু শুভ আরম্ভ কীর্ত্তনে, গৌরসুন্দর মুদিত নর্ত্তনে,
সুঘর পরিকর মধ্য মধুর শ্রীবাস অঙ্গণে শোহয়ে।
কনক কেশর গরব গঞ্জন, মঞ্জু তনু রুচি অতনু রঞ্জন,
কঞ্জ লোচন চপল চহু দিশ, চাহি জনমন মোহয়ে॥
নটন গতি অতি তরুণ পদতল, তাল ধরইতে ধরণী টল মল,
করই হস্তক ত্রস্ত কলিত সুললিত কর কিশলয় ছটা।
দশন মোতিম পাঁতি নিরসত, হাস লহু লহু, অমিয়া বরসত,
সরস লসত সুবদন মাধুরী, জিতই শারদশশী ঘটা॥
চিকন চাঁচর চিকুর বন্ধন, চারু রচিত সুতিলক চন্দন,
ভূরি ভূষণ ঝলকে অঙ্গ, বিভঙ্গী ভণত না আয়য়ে।
বামে পহুঁ পণ্ডিত গদাধর, দক্ষিণেতে নিতাই সুন্দর,
সমুখে শ্রীঅদ্বৈত, উনমত পেখি সুরগণ ধায় এ॥
বাসুদেব শ্রীবাসনন্দন বিজয় বক্রেশ্বর নারায়ণ,
গোপীনাথ মুকুন্দ মাধব গায়ত এ অদ্ভুত গুণী।
রামবামে গোবিন্দ গড়ুর আদিক, বায়ে, মর্দ্দল ধিকতা তাধিক,
ধিনি নি নি নি নি নি ভণত নরহরি ভুবন ভরু জয় জয় ধুনি॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচত গৌর নিখিল নট পণ্ডিত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৮৩-পৃষ্ঠা।

॥ পুনঃ ঘন্টারবঃ॥

নাচত গৌর, নিখিল নট পণ্ডিত, নিরুপম ভঙ্গি, মদনমদ হরঈ।
প্রচুর চণ্ডকর,-দর পরিভঞ্জন, অঙ্গকিরণে দিক বিদিক উজরঈ॥
উনমত অতুল, সিংহজিনি গরজন, শুনইতে বলি কলি বারণ ডরঈ।
ঘন ঘন লম্ফ, ললিত গতি চঞ্চল, চরণ ঘাতে ক্ষিতি, টল মল করঈ॥
কিন্নর গরব, খরব করু পরিকর, গায়ত উলসে অমিয়-রস ঝরঈ।
বায়ত বহুবিধ, খোল খমক ধুনি, পরশত গগণ, কৌন ধৃতি ধরঈ॥
অতুল প্রতাপ, কাঁপি দুরজন গণ, লেয়ই শরণ চরণতলে পড়ঈ।
নরহরি পহুঁক, কিরিতি রহু জগ ভরি, পরম দুলহ ধন নিরত বিতরঈ॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ ঘন্টারব॥

নাচত গৌর নিখিল নট-পণ্ডিত
নিরুপম ভঙ্গী মদনমদ হরঈ।
প্রচুর চণ্ডকর-দরপরিভঞ্জন,
অঙ্গ-কিরণে দিগবিদিগ উজরঈ॥
উনমত অতুল সিংহ জিনি গরজন,
শুনই বলী কলিবারণ ডরঈ।
ঘন ঘন লম্ফ ললিত গতি চঞ্চল,
চরণাঘাতে ক্ষিতি, টল মল করঈ॥
কিন্নর-গরব খরব করু পরিকর,
গায় উলসে অমিয় রব ঝরঈ।
বায়ত বহুবিধ খোল খমক ধুনি,
পরশত গগণ কৌন ধৃতি ধরঈ॥
অতুল প্রতাপ কাঁপি দুরজনগণ,
লেয়ই শরণ চরণতলে পড়ঈ।
নরহরি পহুঁক কীরিতি রহু জগভর,
পরম দুলহ ধন নিরত বিতরঈ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচত দ্বিজ কুলচন্দ গৌরহরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ
তরঙ্গ, ৮৮২-পৃষ্ঠা।

॥ পুনঃ---নাটঃ॥

নাচত দ্বিজ কুলচন্দ গৌরহরি।
মঙ্গল ময় ভয়,-হরণ চরণ যুগ, ধরত ধরণীপর, পরম ভঙ্গী করি॥ ধ্রু॥
অবিরত পুরুষ,-ভাব ভরে গর গর,-অবিরল পুলক কদম্ব বলিত তনু।
চাঁচর চিকুর ভার রুচি সুচিকন,-কনক ধরাধর শিখরে মেঘ যনু॥
মালতীকুসুম,-মাল অলিমণ্ডিত, চপল চারু উরে লম্বিত ঝল মল।
মনমথ ফাঁদ, বদন মন-রঞ্জন, অরুণ কঞ্জ যুগ লোচন টল মল॥
নিরুপম নটল, নিরখি প্রিয় পরিকর, গায়ত মধুর মধুর রস বরষত।
অখিল লোক  সুখ,-সায়রে নিমগন, নরহরি কুমতি দূরে নাহি পরশত॥

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৯-পৃষ্ঠায়
এইরূপে দেওয়া রয়েছে।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও
“নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ
বলে বিবেচিত হয়েছে।

॥ নট॥

নাচত দ্বিজকুলচন্দ্র গৌরহরি ।
মঙ্গলময় ভয়হরণ চরণযুগ,
ধরত ধরণী পর পরম ভঙ্গী করি ॥ ধ্রু ॥
অবিরত পূরব ভাবভরে গর গর,
অবিরল পুলক কদম্ববলিত তনু ।
চাঁচর চিকুর ভার রুচি সুচিকণ,
কনক ধরাধর শিখরে মেঘ জনু ॥
মালতী কুসুমমাল অতি মণ্ডিত,
চপল চারু উরে লম্বিত ঝলমল ।
মনমথ ফাঁদ বদন মনরঞ্জন
অরুণ কঞ্জ যুগ লোচন টলমল ॥
নিরুপম নটন নিরখি প্রিয় পরিকর,
গায়ত মধুর মধুর রস বরষত ।
অখিল লোক  সুখসায়রে নিমগন,
নরহরি কুমতি দূরে নাহি পরশত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভুবনমোহন গোরা গুণমণি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৮৭০-পৃষ্ঠা।

॥ কামোদঃ॥

ভুবনমোহন, গোরা গুণমণি, রাজপথে কত ভঙ্গিতে চলে।
কত কত শত, মদনমুরছি, লোটায় চরণকমলতলে॥
চারি দিকে লোক, করে ধা’য়া ধাই, অতুল শোভায় মোহিত হৈয়া।
তনু মন প্রাণ, কেবা নাহি নিছয়ে, পরস্পর চারু চরিত কৈয়া॥
নদীয়া নগরে, নাগরালিবেশে, ফিরয়ে নবীন নাগর যত।
গোরাচান্দ-পানে, চাহি তা সভার, নাগর-গরব হইল হত॥
জগতের মাঝে প্রবীণতা অতি, রসিকতামদে বিভোর যাহা।
নরহরিভণে খদ্যোত১ যেমন, বিধু আগে হৈল তেমনি তারা॥

১ খদ্যোত - জ্যোত্স্না কীট, জোনাকী পোকা।

ই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত,
পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২২৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে
।  নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে
নেওয়া বলে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে।

॥ কামোদ॥

ভুবনমোহন                                    গোরা গুণমণি
রাজপথে কত ভঙ্গীতে চলে।
কত কত শত                                     মদন মুরছি
লোটায় চরণ-কমলতলে॥
চারি দিকে লোক                            করে ধাওয়া ধাই
অতুল শোভায় মোহিত হৈয়া।
তনু মন প্রাণ                              কেবা নাহি নিছয়ে
পরস্পর চারু চরিত কৈয়া॥
নদীয়ানগরে                                    নাগরালি বেশে
ফিরয়ে নবীন নাগর যত।
গোরাচাঁদ পানে                                চাহি তাসভার
নাগর গরব হইল হত॥
জগতের মাঝে                                 প্রবীণতা অতি
রসিকতামোদে বিভোর যারা।
নরহরি ভণে                                   খদ্যোত যেমন
কিছু আগে হৈল তেমন তারা॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর