কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
এ সখি! মরম পূছহ তুহুঁ মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪০৮ ।

সখীং প্রতি শ্রীকৃষ্ণবাক্যং---
    ॥ সুহই ॥

এ সখি !  মরম পুছহ তুহুঁ মোর ।
কহইতে লাজ কবহুঁ নহু তোর ॥
রাধাচরিত কহল মোহে কোই ।
তব্ ধরি অন্তর ধীরজ না হোই ।
নিশি-দিশি সোই রহল হিয়ে জাগি ।
পূজলু দৈবে দরশলব লাগি ॥
নরহরি গুপতে দেয়ল দরশাই ।
পেখলুঁ কি মধুর রঙ্গিণী রাই ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! শ্যাম মরমে পশি গেল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫৩।

 ॥ পঠমঞ্জরী॥

এ সখি! শ্যাম মরমে পশি গেল ।
লোচনকোণে সকল হরি নেল ॥
ধৈরজ লাজ দেয়ল উলটায় ।
তা বিনু নিরত হৃদয় দহি যায় ॥
ঐছন ভণইতে অবনত মাথ ।
নয়নবারি মুখ বুক বহি যাত ॥
সখী আশোয়াসি তবহি চলু তাঁহি ।
গোকুল রমণীরমণ রহু যাহি ॥
হেরইতে দূতী চপল নব নাহ ।
চলু আগুয়ান মুদিত মনমাহ ॥
গহি তছু পাণি পুছই তছু ঠাম ।
নরহরি ভণ কি ভণব ঘনশ্যাম ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! সো বর নারী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৮২ ।

অত্র বিলাপঃ ---
॥  ধানশী ॥

এ সখি! সো বর নারী ।
বিলপত নিরত নয়নে ঝরু বারি ॥
খণে ভণে গৌর উদার ।
আয়ল নিয়রে পরাওল হার ॥
খণে ভণে গৌরশরীর ।
পেখলু বিহরই সুরধুনীতীর ॥
খণে ভণে নিরদয় নাহ ।
মোহই যুবতী ন করু নিরবাহ ॥
খণে ভণে জীবন মোর ।
কোটিবদন জিনি মুরতি কিশোর ॥
খণে ভণে ঐছে কি হোয় ।
যছু গুণে নরহরি নিশিদিন রোয় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! সো সুকুমারী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৭।

অত্র কামলেখায়াং –
॥ ধানশী॥

এ সখি! সো সুকুমারী ।
যতনে না রহই সমারি ॥
গৌর-বিরহে জরি যাত ।
কাজর সম হেম গাত ॥
নিশসই দহন বিথারি ।
দিঠে ভরু উতপত বারি ॥
মন্দিরে রহু না সোয়াত ।
তিলে তিলে অতি অফুলাত ॥
চৌঁকি চাহি চহুভিত ।
লেখই লেখন তুরিত ॥
তঁহি গহি নরহরি-পাণি ।
সোপই কহি কত বাণী ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সুবদনি! তুয় কি মধুর নাম
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২৪।

.   পুনঃ শ্রবণ-জনিতঃ –
.       ॥ সুহই ॥

এ সুবদনি! তুয় কি মধুর নাম।
শুনইতে আধ অথির ঘনশ্যাম॥
ভণইতে চপল উলস নহু ছোটি।
মাগই বিহিক বয়ন কত কোটি॥
বিসরল মুরলী-আলাপন রীত।
পেখল তিলে তিলে ভেল বিপরীত॥
নরহরি কত পরবোধই তায়।
তোহারি পরশ তছু জীবন-উপায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের আপ্তদূতী
শ্রীরাধার প্রতি দূতীর উক্তি
..       ॥ সুহই ॥

এ সুবদনি! তুয়া কি মধুর নাম।
শুনইতে আধ অথির ঘনশ্যাম॥
ভণইতে চপল উলস নহু ছোটি।
মাগই বিহিক বয়ন কত কোটি॥
বিসরল মুরলী আলাপন রীত।
পেখল তিলে তিলে ভেল বিপরীত॥
নরহরি কত পরবোধই তায়।
তোহারি পরশ তছু জীবন উপায়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩১১, ৩৬৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

এ সুবদনি! তুয়া কি মধুর নাম।
শুনইতে আধ অথির ঘনশ্যাম॥
ভণইতে চপল উলস নহু ছোটি।
মাগই বিহিক বয়ন কত কোটি॥
বিসরল মুরলী আলাপন রীত।
পেখল তিলে তিলে ভেল বিপরীত॥
নরহরি কত পরবোধই তায়।
তোহারি পরশ তছু জীবন উপায়॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সুবদনি! ধনি! কি ভেল তোয়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৫২ ।
    পুনস্তদ্ যথা—
  ॥ ধানশী ॥

এ সুবদনি! ধনি! কি ভেল তোয় ।
অনুখণ রহসি আনমন হোয় ॥
মোড়সি অঙ্গ পুলক-পরকাশ ।
হেরসি চহুঁ দিশ তেজসি নিশাস ॥
চঞ্চল নিরত না বাধসি থেহ ।
কাহুক সঞে কি বাঢ়ায়লি লেহ ?
নরহরি নিয়রে কি কহইতে লাজ ।
সাধব জীবন দেই তুয় কাজ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সুবদনি! ধনি পেখহ যাই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩২৬ ।

॥ পুনঃ ধানশী ॥

এ সুবদনি !  ধনি পেখহ যাই ।
মুদলু দিঠি মহী লুঠই মাধাই ॥
নিশসই সঘনে মলিন মুখচন্দ ।
পুছইতে কছু না কহই রহু ধন্দ ॥
কি করলি কুটিল বিলোকনে তায় ।
হোত কত হি ভ্রম ভবন না ভায় ॥
নরহরি কহব কি দগধয়ে কাম ।
দেই পরশ-রস রাখহ শ্যাম ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সুবদনী সুকুমারি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৯৪।

পুনস্তদ্ যথা--[ সখী শ্রীরাধিকাং প্রত্যাহ ]
.      ॥ সুহই ॥

এ সুবদনি সুকুমারি !
কহ কহ মরম উঘারি ॥
আজু কাহে ঐছন ভেলি ।
কো তুয়া সরবস্ব নেলি ॥
কা’সঞে কয়লি কি লেহ ।
পলক ন দিশই থেহ ॥
শুনি ধনী নরহরি-পাশ ।
কহই মধুর মৃদুভাষ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওই দেখ সুবদনি রাধে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০১।

 ॥ শ্রীরাগ॥

ওই দেখ সুবদনি রাধে !
আইসে তোমার প্রাণপিয়া কত সাধে ॥
তুনি মেন পিরীতের ফান্দ ।
নহিলে কি মজে হেন গোকুলের চান্দ ॥
গরগর তুয়া অনুরাগে ।
কহিতে এতেক কালা আইলা রাই-আগে ॥
লাজে ধনী সখীপানে চায় ।
দেখি সে ভঙ্গিমা উলসিত শ্যামরায় ॥
কহি কত কথা রসে ভাসি ।
করে ধরি চিবুক চুম্বয়ে মুখশশী ॥
কুচের কাঁচুলি পরশিতে ।
করে কর করে ধনী নারে নেবারিতে ॥
কাঁপয়ে কালিয়া আলিঙ্গনে ।
তিলে তিলে কত না কৌতুক উঠে মনে ॥
কিবা দুহুঁ অঙ্গের মাধুরী ।
সখীর ইঙ্গিতে কি দেখিব নরহরি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো এই নিশি-অবসানে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬৪।

॥ পুনঃ সুহই॥

ওগো এই নিশি-অবসানে ।
কিছু নিন্দে ঝাঁপিছে নয়ানে ॥
হেন বেলে দেখিলু স্বপন ।
ঘরে সামাইল এক জন ॥
কত না ভঙ্গিমা পরকাশে ।
আসিয়া বসিল মোর পাশে ॥
সে নব বয়স রসনিধি ।
কিরূপে গড়িল কোন্ বিধি ॥
মেঘের বরণ তনু তা   ।
কত না মদনে মরুছায় ॥
কত সুধা উগারে হাসিতে ।
যুবতি না জীয়ে চাহনিতে ॥
সজনি ! কি কব তার কথা ।
ঘুচায় শ্রবণ-মন বেথা ॥
কত না আদর করি মোরে ।
বাহু পসারিয়া করে কোরে ॥
শিশির শীতের পারা কাঁপে ।
ঘন ঘন মুখে মুখ ঝাঁপে ॥
লাজে কিছু বলিতে না পারি ।
অমনি রহিনু মুখ হেরি ॥
চিনিতে নারিনু তারে মেন ।
মজাইলে জাতি কুল হেন ॥
নরহরি কহে ওই কানু ।
ওনা জানে আন তুয়া বিনু ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর