কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
ওগো সই! কি আর কথায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬৮।

.    ॥ হিন্দোল ॥

ওগো সই! কি আর কথায় ।
পিরীতি মূরতি কালা পশিল হিয়ায় ॥
লাজ কুলে কি করিব আর ।
তাহা বিনা পরাণ ধরিতে হৈল ভার ॥
চল চল কদম্ব-কাননে ।
ভুবনমোহন কালা দেখিলু যেখানে ॥
এত কহি নারে থির হৈতে ।
দুনয়ানে ধারা বহে কত উঠে চিতে ॥
সহচরী চাহিয়া তা’ পানে ।
আঁচরে মোছায় মুখ প্রবোধি যতনে ॥
কানুপাশে তুরিতে যাইয়া ।
কহে গদ গদ বিধুবদন চাহিয়া ॥
অবলা বধিলা আঁখিকোণে ।
ছাড়াইলা ভবন বসতি কৈলে বনে ॥
যে দেখিলু কহিতে না পারি ।
না জীয়ে পরশ বিনা কহে নরহরি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সই কিছুই না ভায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২৩।

.     ॥ ধানশী ॥

ওগো সই! কিছুই না ভায় ।
কেমনে ধরিব হিয়া বোলো কি উপায় ॥
কালারূপ এমন কে জানে ।
ছাড়াইলে লাজভয়, বধিলে পরাণে ॥
সহচরী রাই প্রবোধিয়া ।
চলয়ে কালিয়া-পাশে আকুল হইয়া ॥
কানুরে ভেটিয়া নিধুবনে ।
নরহরি কহয়ে চাহিয়া মুখপানে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সই গোরারূপে-সকলি ছাড়ায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৭২ ।

.        ॥ পুনঃ শ্রীরাগ ॥

ওগো সই গোরারূপে-সকলি ছাড়ায় ।
বারেক চাহিতে প্রাণ নয়ান জুড়ায় ॥
আহা মরি কেবা নিরনিল কিবা দিয়া ।
সে চাঁদবদনে হাসে উথলে অমিয়া ॥
নয়ানের কোণে কত রসের সন্ধান ।
তাহে কুলবতী কি ধরিতে পারে প্রাণ ॥
চিকণ চাঁচর কেশে মালতীর ফুল

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সই জাতি কুল যাউক ছারে খারে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭১।

.      ॥ পুনঃ ধানশী ॥

ওগো সই জাতি কুল যাউক ছারে খারে ।
অবলা কি জীয়ে প্রাণে সে নয়ান ঠারে ॥
বোলো কি উপায় এবে বোলো কি উপায় ।
জীবন থাকিতে কি মিলিব শ্যামরায় ॥
পাসরিতে নারি চিতে না বাঁধয়ে থেহ ।
দারুণ বিধাতা ঘটাইলে একি লেহ ॥
কহিতে কহিতে রাই ভাসে আঁখিজলে ।
নরহরি প্রবোধি কালিয়া-পাশে চলে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সই নিশির স্বপন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৫।

॥ পুনঃ বিভাষ॥

ওগো সই নিশির স্বপন কই তোরে ।
কিশোর বয়েস নব                           পুরুষ রতন গো
আসি প্রবেশিল মোর ঘরে ।
কত শত চাঁদ যেন                             উদয় হইল গো
কিবা অপরূপ রূপছটা ।
কনক কেতকীদল                            দলিত কুঙ্কুম গো
দূরে রহু দামিনীর ঘটা ॥
চাঁচর চিকুর চারু                       আউলাইয়া পড়ে গো
মালতী কুসুমে বেড়া তায় ।
কি দিব উপমা হেন                      না দেখি জগতে গো
যুবতী-পরাণ মরুছায় ॥
নয়ান ভঙ্গিমা ভুরু                          ভুবনমোহন গো
বদনে মদন-মদ হরে ।
ললাটে তিলক কুল-                        কলঙ্ক বাড়ায় গো
নরহরি ধৈরজ না ধরে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সই পিরীতি মুরতি কালা সোনা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬২।

.     ॥ পুনঃ ভুপালী॥

ওগো সই পিরীতি মুরুতি কালা সোনা ।
দেখিয়া তাহার রূপ জিয়ে কোন্ জনা ॥
নেবারিতে নারি রূপ হিয়ায় পশিল ।
কুলের ধরম মোর সব ঘুচাইল ॥
কত না উঠরে মনে কি হইল জ্বালা ।
অবলা বধিতে বিধি সিরজিল কালা ॥
মজিলু মজিলু মেন মজিলু তা’ সনে ।
নরহরি জানে প্রাণ কান্দে রাতিদিনে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সই সেরূপ দেখিতে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২৬।

.      ॥ আশাবরী ॥

ওগো সই! সেরূপ দেখিতে ।
কে আছে এমন যে ধৈরজ ধরে চিতে ॥
কি করয়ে ভরমে সরমে ।
নেবারিতে নারি ওলা পশিল মরমে ॥
সে অতি দুলহ মনে লয় ।
তা’ সনে আমার কি হইব পরিচয় ॥
নিচয় কহিয়ে তুয়া আগে ।
জীবনে কি তা’ বিনু ঝগড় সব লাগে ॥
করহ উচিত যেবা হয় ।
কহিতে নয়নে ধারা থির নাই রয় ॥
এদশা দেখিয়া নরহরি ।
কহয়ে কালিয়াচান্দে গিয়া তরাতরি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সই স্বপনের কথা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬১।

.    ॥ আশাবরী ॥

ওগো সই স্বপনের কথা ।
কহিতে হিয়ায় বাঢ়ে ব্যথা ॥
পাইয়া হারালু কালাচান্দে ।
তা’ বিনু পরাণ মোর কান্দে ॥
না দেখি না শুনি বড় য়ারে ।
সে আসি এমন কেনে করে ॥
কোন্ বিধি এ নিন্দে নিন্দাইল ।
হেন সুখ কেনে বা ভাঙ্গিল ॥
স্বপনে যে কৈলে হেন রীত ।
না জানি কি তাহার পিরীত ॥
বারেক দেখিতে যদি পাই ।
তবে হিয়া-আনল নিভাই ॥
মরি মরি নিছনি লইয়া ।
না বুঝি কাহার হেন পিয়া ॥
নরহরি কহে তুয়া বিনে ।
স্বপনে সে আন নাহি জানে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সখি! একি হইল জ্বালা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৯৭ ।

.       ॥ গুজ্জরী ॥

ওগো সখি! একি হইল জ্বালা ।
হিয়ায় বসিয়া করয়ে খেলা ॥
কোথা হইতে আইল বুঝিতে নারি ।
কেবা ঘটাইল কিরূপ করি ॥
না চিনি কখন এ জনাকে ।
নবঘনাঞ্জন জিনিয়া দে’ ॥
পাসরিতে মনে করিয়ে যবে ।
মনে সামাইয়া রহয়ে তবে ॥
যখন চকিত চৌদিগে চাই ।
তা’ বিনু কিছু না দেখিতে পাই ॥
যদি বা মুদিয়ে এ দুটি আঁখি ।
আখির মাঝারে সেরূপ দেখি ॥
না জানি কি হবে ভাবিয়া মরি ।
তিলেক ধৈরজ ধরিতে নারি ॥
নরহরি কহে বিষম বটে ।
না জানি পাছে বা কলঙ্ক রটে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সেই শ্যাম পানে চায়া
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪৫।

  ॥ ধানশী ॥

ওগো সেই শ্যাম পানে চায়া ।
আলো জাতিকুল মজাইয়া ॥
প্রাণ কান্দে নারি নেবারিতে ।
করহ উপায় যাহা চিতে ॥
শুনি সখী কানু-পাশে গিয়া ।
কহে একি করিলে কালিয়া ॥
নিরমল কুলে দিলে হানা ।
না বুঝি কেমন সাধুপনা ॥
অবলা পরাণে নাই জিয়ে ।
আঁখি ঝরে যদি প্রবোধিয়ে ॥
সোণার বরণ সেনা তনু ।
হইল কাজরপারা জনু ॥
আপন নয়ানে দেখ গিয়া ।
সে দশা কহিতে ফাটে হিয়া ॥
শুনি কালা বিকল হিয়ায় ।
নরহরি সহ বেগে ধায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর