কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
ওগো সই নিশির স্বপন ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৫। ॥ পুনঃ বিভাষ॥ ওগো সই নিশির স্বপন কই তোরে । কিশোর বয়েস নব পুরুষ রতন গো আসি প্রবেশিল মোর ঘরে । কত শত চাঁদ যেন উদয় হইল গো কিবা অপরূপ রূপছটা । কনক কেতকীদল দলিত কুঙ্কুম গো দূরে রহু দামিনীর ঘটা ॥ চাঁচর চিকুর চারু আউলাইয়া পড়ে গো মালতী কুসুমে বেড়া তায় । কি দিব উপমা হেন না দেখি জগতে গো যুবতী-পরাণ মরুছায় ॥ নয়ান ভঙ্গিমা ভুরু ভুবনমোহন গো বদনে মদন-মদ হরে । ললাটে তিলক কুল- কলঙ্ক বাড়ায় গো নরহরি ধৈরজ না ধরে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |