কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
ওগো সে কালিয়া চান্দ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১২৭ ।

॥ বালা ধানশী ॥

ওগো সে কালিয়া চান্দ ।
কেবল মদন ফান্দ ॥
মো মেন ঠেকিলু তায় ।
ছাড়াইতে হইল দায় ॥
সে বসি হিয়ার মাঝ ।
ভাঙ্গিলে কুলের লাজ ॥
কত না বলিব আর ।
পরাণ ধরিতে ভার ॥
শুনি সুচতুর দূতী ।
চলিল তুরিত গতি ॥
নরহরি শ্যাম পাশে ।
কহয়ে মধুর ভাষে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সে নদীয়াচান্দে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৪।

অথ ব্যাধৌ
॥ আশাবরী॥

ওগো সে নদীয়াচান্দে ।
না জানি এমন                      কেবা কৈলে তাহে
দেখিতে পরাণ কান্দে ॥
কনক জিনিয়া দেহা ।
দণ্ডে দণ্ডে পাণ্ডু                        বরণ সে অতি
তপত না থাকে থেহা ॥
পড়ির ধরণীতলে ।
কাঁপয়ে সঘনে                             ঘন নিশ্বসয়ে
ভাসয়ে আঁখির জলে ॥
না শুনে কাহারু কথা ।
নরহরি পহুঁ                             মরম না কহে
কি হৈল হিয়ার বেথা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওগো সে নদীয়াবিনোদ গোরা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৮।

অথ সংক্ষিপ্তসম্ভোগে
.   ॥ দেবকিরী ॥

ওগো সে নদীয়াবিনোদ গোরা ।
আজু কি আনন্দে হইল ভোরা ॥
আহা মরি কিবা মোহন বেশ ।
কুসুমে খচিত চাঁচর কেশ ॥
ঝলমল মুখে মধুর হাঁসি ।
সুধা ঢালে যেন বিমল শশী ॥
নয়ান চাহনি কত না ছাঁদে ।
তা হেরি কেবা বা ধৈরজ বাঁধে ॥
পুলক-বলিত ললিত তনু ।
কনক কদম্ব কেশর জনু ॥
কি নব মধুর ভঙ্গিমাখানি ।
গলয়ে পাষাণ শুনি সে বাণী ॥
বিধিরে প্রশংসা করয়ে কত ।
বুঝি সে করিল মনের মত ॥
দেখিয়ে সকল কালিয়া-রীতি ।
নরহরি কহে সেই এই সতি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে কালা কানু কি করিলে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৬।

॥ পুনঃ ধানশী ॥

ওহে কালা কানু                   কি করিলে কিছু
না বুঝি তোমার রীতি ।
খঞ্জনয়নী                                রমণীর মণি
ধরিতে নারয়ে ধৃতি ॥
তুয়া নামে নাম                     ভণে আন তার
প্রথম আখর তায় ।
দূর হৈতে শুনি                       উনমাদে তনু
কাঁপয়ে দামিনীপ্রায় ॥
তাহে গদগদ                           বাণী ঘন ঘন
ভণে সে কান্দনমাখা ।
তিল আধ ঘরে                    না পারে রহিতে
প্রবোধি না যায় রাখা ॥
দৈবে দূর গগনে                       অতি অসিত
জলদ উদয় দেখি ।
মনের উছাহে                     ইচ্ছে দুটি পাখা
ইথে নরহরি সাখী ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে কালা কেনে এমন দেখি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪৪।

সখী শ্রীকৃষ্ণং প্রত্যাহ
.      ॥ হিন্দোল ॥

ওহে কালা  কেনে এমন দেখি ।
অরুণ বরুণ হৈয়াছে আঁখি ॥
তিল আধ থির হইতে নারো ।
অনুখণে মনে মনে কি করো ॥
স্বপনে না শুনো বচন আন ।
কি কথা শুনিতে পাতহ কাণ ॥
নিরজনে একা দোসরহীন ।
না জানি কি জপ রজনীদিন ॥
ছাড়িলা মোহন মুরলী গান ।
বুঝিয়ে কেহো বা হরিল প্রাণ ॥
শুনি নরহরি সখীর পাশে ।
কহে শ্যামশশী মধুর ভাষে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে কালা কেনে এমন হৈলা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৭।

শ্রীকৃষ্ণং প্রতি সখীবাক্যং
.     ॥ মালবশ্রী ॥

ওহে কালা কেনে এমন হৈলা ।
না জানিয়ে কারে দেখিয়া আইলা ॥
তিলেক ধরিতে নারহ থেহা ।
ভাবিতে মলিন হইল দেহা ॥
মরম কহিতে না কর লাজ ।
যতনে সাধিব তোমার কাজ ॥
শুনি নাগর হরষ হৈয়া ।
কহে নরহরি-পানেতে চায়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে কালিয়া নাগররাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩১।

সখী শ্রীকৃষ্ণং প্রত্যাহ--
.  ॥ আশাবরী ॥

ওহে কালিয়া নাগররাজ ।
কিছু না বুঝি তোমার কাজ ॥
সদা নয়ান মুদিয়া থাকো ।
জানি অন্তরে কারে বা দেখো ॥
খেণে পুলকে ভরিছে গা ।
চলি যাইতে কাঁপিছে পা ॥
খেণে ছাড়িছ দীঘ নিশাস ।
হাসি কারে কহো মৃদুভাষ ॥
কভু না দেখি এমন ধারা ।
তুলি হইলা পাগলপারা ॥
দেখি পরাণ ধরিতে নারি ।
বোলো কি হইল, উপায় করি ॥
সখীবচনে উলাস মনে ।
কহে চাহি নরহরিপানে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নাতি! এই কেমন কথা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৮।

॥ পুনঃ আশাবরী ॥

ওহে নাতি !  এই কেমন কথা ।
শুনিতে অন্তরে পাইয়ে বেথা ॥
কারু হাতে কিছু যতনে দিয়া ।
মরিবারে চাহ বিপিনে গিয়া ॥
ও মোর নিমাই ! নিছনি যাই  ।
হেন অমঙ্গল বলিতে নাই ॥
যা’ সনে ঘটিল এ নব লেহা ।
সে ইথে কেমনে ধরয়ে থেহা ॥
যদি জানি যাই তাহার ঘরে ।
প্রাণ দিয়া মেন আনিয়ে তারে ॥
নরহরি জানে এ অতি দায় ।
গোপত পিরীতে পরাণ যায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নাতি! কই এনা কথা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৬।

অথ উন্মাদে---
॥ গান্ধার॥

ওহে নাতি! কই এনা কথা ।
বরজে কুলের বধূ                      অতি রসিকিনী হে
সেরূপ কুলের বধূ এথা ॥ ধ্রু ॥
কত অনুরাগে ওনা                     কানুরে মোহিল হে
চাহি চারু নয়ানের কোণে ।
সেরূপ তোমার মন                        হরিয়া লইল হে
নিরুপম আখির সন্ধানে ॥
নবীন বয়েসে শুনি                      যে দশা কানুর হে
সে দশা তোমার দেখি আমি ।
কেবল বরণ ভিন                           সকল  একই হে
বুঝি যেবা সেই হও তুমি ॥
আহা নরি বোল বোল                  সে ধনী কে বটে হে
যে ঘটাল্যে হেন উন্মাদ ।
আনি তায় তোমারে                     যতনে মিলাইব হে
নরহরি পূরাইব সাধ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নাতি! কি আর কথায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৬।

অথ ব্যাধৌ--
॥ ভূপালী ॥

ওহে নাতি! কি আর কথায় ।
বুঝিলু মরম তুয়া                         সরমে কি করে হে
থির নহো হিয়ার বেথায় ॥ ধ্রু ॥
পাণ্ডুর বরণ তনু                           সদা উতাপিত হে
ঘটিল দারুণ শীত তায় ।
মুরুছা ইছই তেজি                        তীখিণ নিশ্বাস হে
ভাসো দুটি আখির ধারায় ॥
বরজ নাগরী লাগি                         যেরূপ কালিয়া হে
মনে করি সেই যেন তুমি ।
দেখিতে এদশা মোর                       পরাণ বিদরে হে
ইহা না সহিতে পারি আমি ॥
কহ নরহরি-পাশে                        সে ধনী কে বটে হে
কে তোহে ফেলিল প্রেমফান্দে ।
তাহার নিদয়পনা                          মনে না করিহ হে
সে কি তুয়া বিনে থির বান্ধে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর