কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
ওহে নাতি! তুমি ঠেকিলা পাকে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১২।

.    ॥ পুনঃ ধানশী ॥

ওহে নাতি! তুমি ঠেকিলা পাকে ।
যে কৈলে এমন কি কব তাকে ॥
ভাবিতে ভাবিতে সে নব লেহা ।
ঝরে আঁখি যেন শাওন মেহা ॥
বি-বরণ তনু তিতরে ঘামে ।
কাঁপে মন জিনি দামিনীদামে ॥
উসসি নিশ্বসি বিষম গতি ।
গোপহ গোপন না রহে রীতি ॥
না বুঝিয়ে মেন কেমন কাজ ।
আমারে করিতে করহ লাজ ॥
কি বলিব তুয়া পানেতে চায়া ।
নরহরি জানে যে করে হিয়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নাতি তুমি নদীয়ার বিধু
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১০।

॥ পুনঃ কামোদ ॥

ওহে নাতি তুমি নদীয়ার বিধু ।
তোরে দেখি ভুলে কুলের বধূ ॥
আজু কেনে তোমা এমন দেখি ।
কোথা মজাইলে চঞ্চল আঁখি ॥
একি অসম্ভব ভবন ছাড়ি ।
কখনু না জানহ কাহারু বাড়ী ॥
বুঝি সুরধনী সিনান যাইতে ।
তারে নিরখিয়া বিরল পথে ॥
বুঝি পটে কেহো লিখিয়া তাহে ।
গোপনে আনিয়া দেখাইলে তোহে ॥
বুঝিবা স্বপনে দেখিয়া তায়  ।
হইলা এমন মনেতে ভায় ॥
তিলেক রহিতে নারহ ঘরে ।
সে কে ভ্রমাইলে বোলহ মোরে ॥
ইথে কিছু লাজ না কৈরো তুমি ।
নরহরি সাখী মিলাব আমি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নাতি! নদীয়াকিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৭।

॥ পুনঃ আশাবরী ॥

ওহে নাতি !  নদীয়াকিশোর ।
হইলা কাহার রসে ভোর ॥
সদাই থাকহ নিরজনে ।
কথা কহ আপনার মনে ॥
খেণে তেজো দীঘল নিশ্বাস ।
খেণে অতি বিরহ হুতাশ ॥
খেণে দু’টি আঁখি বহে জল ।
খেণে তুমি হাস খলখল ॥
খেণে খেণে বাহু পসারিয়া ।
উঠহ কাহারে নেহারিয়া ॥
লাজ করো আমারে কহিতে ।
নরহরি না পারে সহিতে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নাতি! নদীয়ার চান্দ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৩।

॥ পুনঃ কামোদ ॥

ওহে নাতি !  নদীয়ার চান্দ ।
কে ভুলাল্যে পাতি প্রেমফাঁন্দ ॥
সদাই দেখহ চারি পাশে ।
নিন্দ নাই জলে আঁখি ভাসে ॥
কাতর হইয়া কও কথা ।
না জানি অন্তরে কত বেথা ॥
বদন-কমল শুকাইল ।
হেম অঙ্গ মলিন হইল ॥
তোমার বালাই লৈয়া মরি ।
কহিলে কি না করিতে পারি ॥
নরহরি জানে মোর কাজ ।
আমারে কহিতে কিবা লাজ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নাতি! নিমাই মনেতে অনুমানি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৯।

অথ স্বাপ্নসংক্ষিপ্ত-সম্ভোগে--
.         ॥ ধানশী ॥

ওহে নাতি !  নিমাই মনেতে অনুমানি ।
স্বপনে মিলিল বুঝি সে নব রমণী ॥
মনে মনে কও কথা মিশাইয়া হাসি ।
পুছিলে না কহ কিছু রহ লাজ বাসি ॥
না পূরিল আশ এই স্বপন-বিলাসে ।
না ধর ধৈরজ পুন মিলিবার আশে ॥
মিলাইব নরহরি থির কর হিয়া ।
জুড়াইব আঁখি তোমা দোঁহা নিরখিয়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নাতি! নিমাই সুন্দর  
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৮।

অথাপ্তদূতীগত্যুক্ত্যাদৌ—
.     ॥ সুহই ॥

ওহে নাতি !   নিমাই সুন্দর ।
আজু তোরে দেখিতে জুড়ায় কলেবর ॥
নিরজনে তোমারে রাখিয়া ।
বুঝি কেউ কহিল সে ধনী-পাশে গিয়া ॥
সে এবে আসিব তুয়া পাশে ।
এ হেতু পথের পানে চাহিছ উলাসে ॥
শুভখণে মিলন হইব ।
নরহরিসহ দেখি আঁখি জুড়াইব ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে নিকরুণ কহিব কত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৯।

তদ্ যথা
॥ বরাড়ী, সুহই ॥

ওহে নিকরুণ কহিব কত।
অবলা-পরাণে সহে কি এত॥
না জানি কি কৈলে আঁখির ঠারে।
সে সব কাহিনী কহিতে নারে॥
হিয়ার মাঝারে করিয়া থানা।
দিলে নিরমল কুলেতে হানা॥
আহা মরি মরি কি হৈল তারে।
দেখি কে ধৈরজ ধরিতে পারে॥
নিরজনে নিজ সখীরে লইয়া।
না জানি কি কহে শপথ দিয়া॥
নিরবেদে ধনী না বাঁধে থেহা।
নরহরি কহে বিষম লেহা॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ বরাড়ী সুহই॥

ওহে নিকরুণ কহিব কত।
অবলা পরাণে সহে কি এত॥
না জানি কি কৈলে আঁখির ঠারে।
সে সব কাহিনী কহিতে নারে॥
হিয়ার মাঝারে করিয়া থানা।
দিলে নিরমল কুলেতে হানা॥
আহা মরি মরি কি হৈল তারে।
দেখি কে ধৈরজ ধরিতে পারে॥
নিরজনে নিজ সখীরে লইয়া।
না জানি কি কহে শপথ দিয়া॥
নিরবেদে ধনী না বাঁধে থেহা।
নরহরি কহে বিষম নেহা॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩১২, ৩৬৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

ওহে নিকরুণ কহিব কত।
অবলা পরাণে সহে কি এত॥
না জানি কি কৈলে আঁখির ঠারে।
সে সব কাহিনী কহিতে নারে॥
হিয়ার মাঝারে করিয়া থানা।
দিলে নিরমল কুলেতে হানা॥
আহা মরি মরি কি হৈল তারে।
দেখি কে ধৈরজ ধরিতে পারে॥
নিরজনে নিজ সখীরে লইয়া।
না জানি কি কহে শপথ দিয়া॥
নিরবেদে ধনী না বাঁধে থেহা।
নরহরি কহে বিষম নেহা॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে বন্ধুগণ আস্বাদহ সাবহিতে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৭।

ওহে বন্ধুগণ আস্বাদহ সাবহিতে ।
গাইল ত্রিবিধ গৌর-গীত ক্রনমতে ॥
শ্রীরাধিকা-পূর্বরাগ প্রথমে এ ত্রয় ।
গাইব গায়ক যবে যেই ইচ্ছা হয় ॥
নরহরি কহে কৃপা কর শ্রোতাগণ ।
স্ফুরুক এ পূর্বরাগ রসের গায়ন ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে বিনোদিনি! এমন কেনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৩।

পুনস্তদ্ যথা--[ সখী শ্রীরাধিকাং প্রত্যাহ ]
.             ॥ ধানশী ॥

ওহে বিনোদিনি !  এমন কেনে ।
দিবানিশি কিবা ভাবহ মনে ॥
বুঝিলু যাইতে যমুনাজলে ।
দেখিলে কালিয়া কদম্বতলে ॥
লোকে শুনি তার চরিত যত ।
মনে করি কহি কহিব কত ॥
যমুনার তীরে সদাই থানা ।
নিরমল কুলে দেয়রে হানা ॥
অবলা ভয়ে না নিকসে নাছে ।
চাহনিতে জানি কি গুণ আছে ॥
নরহরি মনমোহন হাসি ।
শুনি ধনী কহে সে রসে ভাসি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে বিনোদিনি রাই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬২।

পুন স্তৎ স্বাপ্নসম্ভোগ-পূর্বকং--
সখী শ্রীরাধিকাং প্রত্যাহ—
  ॥ তোড়ী॥

ওহে বিনোদিনি রাই !
গোপহ কি নিধি পাই ॥
ধৈরজ না ধর চিতে ।
মজিলা কাহার সাথে ॥
বোলহ মরম মোহে ।
ইথে কি সরম তোহে ॥
শুনি ধনী সুখে ভাসে ।
কহে নরহরি দাসে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর