কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
ওহে বিশ্বম্ভর সোণার নাতি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১১।

.       ॥ ধানশী ॥

ওহে বিশ্বম্ভর সোণার নাতি ।
কেনে দেখি তোমা এমন রীতি ॥
চঞ্চল নয়ান চৌদিগে ধায় ।
ধৈরজ ধরিতে নারহ তায় ॥
পুলক ঝাঁপিছ পিয়ল বাসে ।
মদন মোহিছে মধুর হাসে ॥
অঙ্গ নোড়া দিছ কত না ছলে ।
ভাসিছে নয়ান আনন্দ-জলে ॥
বুঝি কারু কথা শুনিয়া কাণে ।
মন মজাইলে তা সনে মেনে ॥
ভাল কৈলে ইথে কিসের লাজ ।
নরহরি সহ সাধিব কাজ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে রসিক নাগর রায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৪।

সখী শ্রীকৃষ্ণং প্রত্যাহ ---
   ॥ তোড়ী ॥

ওহে রসিক নাগর রায় ।
সদা পুলক দেখিয়ে গায় ॥
আজু না জানি কি সুখে ভাসি ।
ঘন অঙ্গমোড়া দিছ হাসি ॥
দু’টি নয়ান চঞ্চল হৈলো ।
কোথা কি নিধি দেখিলে বোলো ॥
কানু শুনি সুমধুর ভাষে ।
ধীরে কহে নরহরি-পাশে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে রাই! কি আর কথায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৩০ ।

.   ॥ পুনঃ আশাবরী ॥

ওহে রাই! কি আর কথায় ।
তুয়া লাগি তেজিব জীবন শ্যামরায় ॥
ধরি নিজ প্রিয়জন-পাণি ।
আখ্যে বহে ধারা কহে গদগদ বাণী ॥
ওহে দূতী করিলা যতন ।
হইল নিদয় মোরে সে রাইরতন ॥
করিহ উত্তরকালক্রিয়া ।
শুনাইহ ‘রাধা’ নাম নিকটে বসিয়া ॥
রাইয়ের কুসুমবাটি যথা ।
রাখিহ আমার এই মৃত তনু তথা ॥
এত কহি নারে থির হইতে ।
জপিয়া তোমার নাম পড়ে পৃথিবীতে ॥
বারেক চাহিতে তার পানে ।
গলে দারুশিলা, পশু পাখী মরে প্রাণে ॥
পরখিতে পাইলু নিশাস ।
নরহরি ভণে সে জীবনে নাহি আশ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে রাই কেমন হইলা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৫।

.      ॥ ধানশী ॥

ওহে রাই কেমন হইলা ।
বোলো কোথা কিবা হারাইলা ॥
এ ঘর বাহির আইসো যাও ।
সঘনে বিপিন-পানে চাও ॥
মলিন সুচারু চান্দ মুখ ।
আঁখিজলে ভাসি যায় বুক ॥
না কহ কাহুকে কোন কথা ।
ইহাতে পাইয়ে মনে বেথা ॥
শুনিলে উপায় মোরা করি ।
তুয়া দুখ দেখিতে না পারি ॥
শুনি ধনী লাজ তেয়াগিয়া ।
কহে নরহরি নিরখিয়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে শ্যাম আ’লু জানাইতে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৯৬।

   ॥ সুহই ॥

ওহে শ্যাম আ’লু জানাইতে ।
স্বপনে দেখিয়া তোমা নারে থির হৈতে ॥
সে যে কুলবতী মনোরমা ।
রূপে গুণে জগতে নাহিক তার সমা ॥
সে দুলহ তোমার মজিল ।
হেন লাজ-কুলভয়ে তিলাঞ্জলি দিল ॥
কালা কহে কি কথা কহিলে ।
তনু মন শ্রবণ পরাণ জুড়াইলে ॥
যে হৈতে শুনিলু নাম তার ।
সে হৈতে হিয়া কি করয়ে অনিবার ॥
বিধি সে সদয় এতদিনে ।
সে রূপ-মাধুরী-সুধা পিব এ নয়নে ॥
এত কহি ছলছল আঁখি ।
চলে মনোরথে সে ধৈরজ দূরে দেখি ॥
নরহরি উলসিত হিয়া ।
কহে গিয়া রাইপাশে আইল কালিয়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে শ্যাম বলিতে কি আর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩৮।

॥ পুনঃ সুহই ॥

ওহে শ্যাম বলিতে কি আর ।
বাঢ়াইলা দুখের পাথার ॥
আখির কোণে কি বিষ ঢালিলা ।
অবলা-জীবন জ্বালাইলা ॥
যে রূপ আইলু নিরখিয়া ।
বুঝি না দেখিতে পাবো গিয়া ॥
ঘটিল দশমী দশা তায় ।
সখীগণ ধূলায় লোটায় ॥
ঝরয়ে অঝর ঝরে আখি ।
ঝুরয়ে বনের পশুপাখী ॥
দারু শিলা যায় দরবিয়া ।
না জানি কেমন তুয়া হিয়া ॥
যদি কভু যাও সেই বনে ।
চাহিয় তমাল তরু পানে ॥
হেমলতা দেখিবে তাহাতে ।
তবে পরতীত যাবে চিতে ॥
নরহরি কহে এই কৈলা ।
হাতের লখিনী খোয়াইলা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে সই! যে বোলো সে বোলো
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৯৮ ।

.     ॥ পুনঃ সুহই ॥

ওহে সই ! যে বোলো সে বোলো ।
ভাবিতে ভাবিতে মোর তনু খীণ হৈল ॥
রহিতে নারিয়ে একঠাঁই ।
না-ভায় ভোজন পান আঁখি নিন্দ নাই ॥
না দেখি না শুনি একি দায় ।
কালিয়াবরণ যুবা জাগয়ে হিয়ায় ॥
নরহরি কহে মনকথা ।
পাইল তোমারে সেই কালিয়া দেবতা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে সখি! কি উপায় বোলো
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১২।

.   ॥ পুনঃ ধানশ ॥

ওহে সখি !  কি উপায় বোলো ।
সদা ভাবিতে পরাণ গেলো ॥
মোর মনেতে আছয়ে যাহা ।
বুঝি সফল না হবে তাহা ॥
এত কহি বিনোদিনী রাই ।
ভেল নীরব চৌদিগে চাই ॥
তিল আধ হৈতে নারে থির ।
দুটি নয়ানে ঝরয়ে নীর ॥
সহচরী কত প্রবোধ দিয়া ।
করে যুগতি যতন পাইয়া ॥
কেহো কহে নরহরি দাসে ।
বেগে যাইতে শ্যামের পাশে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে সখি! কি আর কথায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৯৮ ।

॥ পুনঃ দেবগান্ধার ॥

ওহে সখি! কি আর কথায় ।
বধিব অবলা সে কালিয়া দেবতায় ॥
যদি হেন হয় প্রাণ জীয়ে ।
তবে তার মনের উচিত পূজা দিয়ে ॥
গুরুজনে নাই কোন ভয় ।
জানিলেই এখনি যাই যে তার ঘর ॥
নরহরি কহে আছে জানা ।
কালিয়া দেবতা সে কদম্বতলে থানা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ওহে সজনি! বিরল পায়া
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০১।

পুনস্তদ্ যথা—
নায়িকা সখীং প্রত্যাহ—
   ॥ তোড়ী ॥

ওহে সজনি !  বিরল পায়া ।
তোহে বলিয়ে নিলাজ হৈয়া ॥
মুই অলপ বয়স বালা ।
কভু না জানি কোনই জ্বালা ॥
ভুলি না যাই বাহির নাছে ।
জানি কলঙ্ক রটয়ে পাছে ॥
মনে স্বপনে না হয় যাহা ।
মোরে দূতী ঘটাইলে তাহা ॥
এই নগরে আছয়ে কে ?
কালা মেঘের বরণ দে’ ॥
সে যে বয়সে নবীন যুবা ।
যুবতীর জাতিকূল-ডুবা ॥
তার চরিত অমিয়ারাশি ।
দূতী কহিল নিকটে বসি ॥
শুনি অন্তরে হইল যাহা ।
মুখে কহিতে না আইসে তাহা ॥
তিল আধ পাসরিতে নারি ।
বোলো ইথে কি উপায় করি ॥
ইহা শুনি নরহরি ভণে ।
তারে পাসরা না যায় মনে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর