কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
কঞ্চ লোচনী গোরী নবীন ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ,পৃষ্ঠা- ৮৮। ॥পুনঃ ভুপালী ॥ কঞ্চ লোচনী গোরী নবীন কিশোরী থোরি ন থেহ গৌরসুন্দর লাগি লোচন ঝরই যৈছন মেহ ধরই কঠিন ধিয়ান শুনই ন আন্ বচন তেয়াগি হোত অতি বিপ- রীত তিলেতিলে জ্বলই তনু জবু আগি চাহি সহচরী ওর অবনী মাঝার পড়ি গড়ি যাত ভেলি নিচল নিশাস-বিরহিত হেরি সখী অকুলাত শ্রবণে ভণে উহ নাম, শুনি উঠি চৌঁকি কিয়ে ঘুমে জাগি মোহ বিষম দশা কি নরহরি ভণব, জীয়ে বহু ভাগি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কাঞ্চন-কুঞ্জ-পুঞ্জ জিনি সুবরণ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪। অথ মৃত্যুদশায়াং ॥ সুহই ॥ কাঞ্চন-কঞ্জ-পুঞ্জ জিনি সুরবণ মনমথ-মোহন ফান্দ । কুলবতী যুবতী ধরমভয় ভঞ্জন হাসমিলিত মুখচান্দ ॥ নিরুপম গৌরকিশোর । কো জানে কৈছে ভাবভরে গরগর মরুছই সহচর-কোর ॥ ধ্রু ॥ চাচর চিকণ চিকুর কুসুমাঞ্চিত বিগলিত ধূরি বিথারি । শিরিষ কুসুমসম কোমল তনু ঘন কম্পই রহি ন সম্ভারি ॥ হরি হরি সঘণে ভণত ঘন বারিজ দিঠি জলে মহি বহি যায় । হেরইতে কাঠ- কঠিন হিয়া দরবই নরহরি কি কহব তায় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কনক বরণী সে নবীনা ধনী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩০। দূতী শ্রীকৃষ্ণস্য নিকটে তদ্বৈয়গ্র্যদশামাহ--- ॥ সুহই ॥ কনক বরণী সে নবীনা ধনী না জানে এ রঙ্গ রীত । যমুনার তীরে দেখা দিয়া তারে মজাইলে তাহার চিত ॥ শুন হে নাগররাজ ! অবলা-অন্তর কৈলে জরজর এ অতি বিষম কাজ ॥ ধ্রু ॥ কত ছল করি পথপানে হেরি রহে সে চাতকীপারা । চাহিতে তমাল তরু মেঘমাল লোচনে গলয়ে ধারা ॥ শুনি সে না খেদ হিয়া হয় ভেদ কে পারে প্রবোধ দিতে । চলহ তুরিতে নরহরি-সাথে আইলু তোমারে-নিতে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |