কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
কানুর কাহিনী শুন শুন বিনোদিনী গো ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১৩। ॥ পুনঃ সৌরাষ্ট্র ॥ কানুর কাহিনী শুন শুন বিনোদিনী গো মো মেন পুছিলু তার প্রতি । যদি তোহে দুলহ রমণীমণি মিলে হে তা সনে করহ কিবা রীতি ॥ শুনি সুমধুর ভাষে হাসিয়া কহয়ে গো যদি হেন দিন ঘটে মোরে । সে দুখানি চরণ ধরিয়া হিয়া মাঝে গো ধোয়াইব নয়ানের নীরে ॥ পদতলে সুচারু যাবক বিরচিয়া গো লিখিব আপন নাম তায় । বিকাইব জনমে জনমে সেই পায় গো এ যশ জগতে যেন গায় ॥ কহিতে না পারি যত সাধ মনে আছে গো দেখি দেখি ও রূপ-মাধুরী । নরহরি জানে আখি আড় না করিব গো রাখিব আঁখির মাঝে ভরি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কানুর কাহিনী শুনি বিনোদিনী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪৫। ॥ ভূপালী ॥ কানুর কাহিনী শুনি বিনোদিনী ধৈরজ ধরিতে নারে । অলিখিত পথে চলয়ে কুঞ্জেতে ধরি সে সখীর করে ॥ দূরে রহি শ্যাম শোভা নিরখিয়া হিয়া না বাঁধয়ে থির । পুলকিত তনু অনুপম আখ্যে ঝরয়ে আনন্দ-নীর ॥ চলে আগুসরি শ্যামপানে হেরি সুন্দরী পুলক অঙ্গ । অবনত মাথে রহে এক ভিতে অন্তরে কত না রঙ্গ ॥ কহে নরহরি লাজ পরিহরি বঙ্কিম লোচনে চাহো । বারেক পরশ রসে ভাসাইয়া আপন করিয়া লেহো ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কানু শুনিয়া রাইয়ের কথা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬৮। ॥ ভূপালী ॥ কানু শুনিয়া রাইয়ের কথা । একাকী তুরিতে উলসিত চিতে চলয়ে সুন্দরী যথা ॥ নব নিকুঞ্জ মাঝারে গিয়া । মাধবী লতার তলে রহে রাই সমীপে গোপন হৈয়া ॥ ধনী দূতীরে একাকী দেখি । সখীপাশে কহে কালা উপেখিল দেখত তাহার সাখী ॥ ওগো এবে দড়াইল চিতে । কালিন্দীর জলে এ তনু তেজিব কি কাজ জীবন জিতে ॥ আহা কিবা এ প্রেমের গতি । মরিবারে চাহে নবীন কিশোরী তিলে না ধরয়ে ধৃতি ॥ হেন সময়ে রসিকরায় । কি নব ভঙ্গিতে লতাতলে হৈতে রাইয়ের সমুখে যায় ॥ ধনী আনন্দে উমড়ে হিয়া । তেরছ নয়নে চাহে কানু পানে বদনে ঘুঘট দিয়া ॥ লাজে লুকায় সখীর কোলে । নরহরি পহুঁ সে শোভা নিরখি ভাসয়ে আনন্দ-জলে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কানু শুনি সুবদনী রীতি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৬। ॥ সুহই ॥ কানু শুনি সুবদনী রীতি । আখ্যে বারি ঝরে ধরি দূতী-করে ধরিতে নারয়ে ধৃতি ॥ কহে যে হইতে দেখিনু তারে । সেই হইতে বিধি আরাধি যতনে মনে যে কহিব কারে ॥ আজু সফল হইল সে সাধা । তপত এ আখি- যুগ জুড়াইব দেখি সে রঙ্গিণী রাধা ॥ এত কহি নরহরি সাথে । সুন্দরী মিলিতে নরহরি সাথে চলে সে নিকুঞ্জ পথে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কালা আসিয়া রাইয়ের পাশে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬৫। ॥ ভূপালী ॥ কালা আসিয়া রাইয়ের পাশে । কত না আদরে কহি কত কথা মধুর মধুর হাসে ॥ ধনী লাজে অবনত হৈয়া । ঘুঘটে বদন ঝাঁপি মৃদু মৃদু হাসয়ে ও মুখ চা’য়া ॥ কানু সে নব ভঙ্গিমা দেখি । চিবুক পরশি চুম্বে চারু মুখ হিয়ার মাঝারে রাখি ॥ দোহে বিলসে উলস হৈয়া । নরহরি সহচরী সহ কিয়ে হেরিব গুপতে রৈয়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |