কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
আজু কি আনন্দ ভেল প্রথম মিলন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২৫।

॥ সুহই ॥

আজু কি আনন্দ ভেল প্রথম মিলনে।
তিলে তিলে কত অভিলাষ উঠে মনে॥
কত না মিনতি করি ধরি ধনী পায়।
হিয়ার মাঝারে রাখি চাঁদমুখ চায়॥
অধরে অধর দিতে অবশ হইল।
রাই কোলে করি কানু অঙ্গ গড়াইল॥
নিকুঞ্জ মন্দির কিবা শয়ন মাধুরী।
নরহরি ইহা কি দেখিব আঁখি ভরি॥

এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব
পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৩০-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে।

মিলন
॥ সুহই ॥

আজু কি আনন্দ ভেল প্রথম মিলনে।
তিলে তিলে কত অভিলাষ উঠে মনে॥
কত না মিনতি করি ধরি ধনী পায়।
হিয়ার মাঝারে রাখি চাঁদমুখ চায়॥
অধরে অধর দিতে অবশ হইল।
রাই কোলে করি কানু অঙ্গ গড়াইল॥
নিকুঞ্জমন্দিরে কিবা শয়নমাধুরী।
নরহরি ইহা কি দেখিব আঁখি ভরি॥

এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩০৭, ৩৬৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

আজু কি আনন্দ ভেল প্রথম মিলনে।
তিলে তিলে কত অভিলাষ উঠে মনে॥
কত না মিনতি করি ধরি ধনী পায়।
হিয়ার মাঝারে রাখি চাঁদমুখ চায়॥
অধরে অধর দিতে অবশ হইল।
রাই কোলে করি কানু অঙ্গ গড়াইল॥
নিকুঞ্জমন্দিরে কিবা শয়নমাধুরী।
নরহরি ইহা কি দেখিব আঁখি ভরি॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি নব কৌতুক ভেলি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৬৯।

॥ধানশী ॥

আজ কি নব কৌতুক ভেলি ।
সুখী সুযতনে                         ধরি ধনী করে
শ্যামেরে সোঁপিয়া দেলি ॥
সে যে লাজে না বৈসয়ে পাশে ।
তেরছ নয়ানে                        চাহি সখী পানে
মধুর মধুর হাসে ॥
নব কিশোর রসিক রায় ।
কত না মধুর                         বাণী ভণে শুনি
কে ধরে ধৈরজ তায় ॥
রাই উমড়ে পিরীতি রসে ।
পুলক-বলিত                              হেম তনু ঘন
গোপয়ে নীলিম বাসে ॥
কানু দেখিয়া মদন-ভরে ।
করক কমল                             কলি দরি কুচ
ঝাপয়ে কোমল করে ॥
চান্দ বদনে বদন দিয়া ।
নরহরি পহুঁ                             পরাণ নিছয়ে
ধরিতে নারয়ে হিয়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি নব মিলন রঙ্গ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৫৬ ।

॥ কামোদ॥

আজু কি নব মিলন রঙ্গ ।
খঞ্জন নয়নী                কানু পানে চাহি
লাজে ছাপায়ল অঙ্গ ॥
তাহা দেখি সুমধুর হাসি ।
কালিয়া চঞ্চল                চারু চাতুরীতে
চুম্বয়ে বদন শশী ॥
কুচকমল ঝাপয়ে করে ।
সুখের সায়রে                     নিমগন ঘন
কাঁপয়ে মদনভরে ॥
দুহুঁ বিলসে পালঙ্ক পরি ।
নরহরি ফিরে                 অপরূপ শোভা
হেরিব নয়ান ভরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখলু আজু কি কহই না পারি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৫৫।

অথ মোহে
॥ বেলাবলী ॥

দেখলু আজু কি কহই না পারি ।
তিলে তিলে অতিশয়                            বিবশ প্রাণপহুঁ
হেরইতে বিদরই হৃদয় হামারি ॥ ধ্রু ॥
শিরীষ কুসুম নব                            নবনী নিন্দি অতি
কোমল সুতনু অতনু গণভূপ ।
বিলুঠই কঠিন                                ধরণী ধূলি মণ্ডিত
নিচল ললিত করচরণ অনুপ ॥
অরুণ কমলদল                                    দলন মঞ্জুতর
লোচন যুগল মুদল গত লোর ।
মধুরিম বদনে                                বাণী-বর বিরহিত
নাসা নিশাস ন নিসরই থোর ॥
নিজজন-নিকটে                                     রহই নটবর
ঘনশ্যামর নামে কাঁপি তনু তায় ।
নরহরি বুঝব কি                               মরম রোই রহু
নহু উপশম কত করই উপায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি নব মিলন রঙ্গ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪০।

॥ বালা ধানশী॥

আজু কি নব মিলনরঙ্গ ।
দুহুঁ উলসে তরল অঙ্গ ॥
ধনী চাহিয়া কানুর পানে ।
মুখ লুকায় কাড়িয়া সানে ॥
সখী-ইঙ্গিতে কালিয়া সোণা ।
কত প্রকাশে রসিকপনা ॥
নিজ জীবন সফল মানি ।
কুচ-কমলে ধরয়ে পাণি ॥
মুখে মুখ দেই কত ছান্দে ।
যেন চান্দ গরসয়ে চান্দে ॥
ধনী লাজে কহে আধ আধ ।
তাহা শুনিতে কত না সাধ ॥
কিবা বিলসে কালিয়া-কোলে ।
যেন জলদে দামিনী দোলে ॥
সখী সে শোভা সঘনে চায় ।
নরহরি কি হেরব তায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি নব মিলন রঙ্গ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫২।

॥ সুরট॥

আজু কি নব মিলন রঙ্গ ।
হাসি শশিমুখী                     বসনে ঝাপয়ে
পুলক আবৃত অঙ্গ ॥
লাজে না বৈসে শ্যামের পাশে ।
করি কত ছল                       কালিয়া চঞ্চল
ডুবায় পিরীতি রসে ॥
সখী ইঙ্গিতে বিভোর হৈয়া ।
ঘন ঘন মুখ-                         চুম্বন করয়ে
হিয়ার মাঝারে থু’য়া ॥
ভালে বিলসে পালঙ্ক’ পরি ।
সে শোভা মাধুরী                 কিয়ে নরহরি
হেরিব নয়ান ভরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি নব রভস রঙ্গ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৭৬ ।

॥ বালা ধানশী॥

আজু কি নব রভস রঙ্গ ।
লহ লহ হাসি                       রসিকশেখর
পরশে রাইয়ের অঙ্গ ॥
সে যে লাজে না বৈসয়ে কোলে ।
শ্যাম নবঘনে                     ধনী সৌদামিনী
থকিত সখীর বোলে ॥
কানু অধরে অধর দিতে ।
হাসি শশিমুখী                     মুখ ফিরায়য়ে
কত না উলস চিতে ॥
দুহুঁ নিছনি লইয়া মরি ।
নরহরি দূরে                      রহি কি এ সুখ
দেখিব নয়ান ভরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কিবা নিকুঞ্জ ভবনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭০।

॥ ধানশী॥
আজু কিবা নিকুঞ্জ ভবনে ।
বিলসে কালিয়া রাই সনে ॥
তিলে তিল কি সাধ অন্তরে ।
আলিঙ্গন করে বারে বারে ॥
কুসুম শেজেতে বসাইয়া ।
তনু তনু রহে মিশাইয়া ॥
লাজে কিছু না কহয়ে রাই ।
রহয়ে তেরছ আখ্যে চাই ॥
কিবা সে দোঁহার অঙ্গছটা ।
যেন মেঘ দামিনীর ঘটা ॥
নরহরি রহি সখী-পাশে ।
দেখিব কি মনের উলাসে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি বিষম অবশ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৬।

অথ মোহে
॥ পঠ মঞ্জরী॥

আজু কি বিষম অবশ পহুঁ গাত ।
বারিজ-নয়নে বারি বহি যাত ॥
রাধা আধ বচন মুখে আনি ।
শ্বাস না নিসরে ধরই উরে পাণি ॥
মুরুছত পরিকরে চকিত নেহারি ।
ক্ষিতিতলে চাঁচর চিকুর বিথারি ॥
ধুসর ধুরি ধিরজপন খোই ।
হোত নিচল লখি নরহরি রোই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু কি ভাবে উলস পহুঁ মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৮।

অথ বেশাভিসার সংক্ষিপ্ত সম্ভোগে—
॥ মঙ্গল॥

আজু কি ভাবে উলস পহুঁ মোর ।
বিপুল পুলক কুল-                     বলিত ললিত তনু
কনকপুঞ্জ জিনি বরণ উজোর  ॥ ধ্রু ॥
হসত সুমধুর                            লসত দশনাবলি
বিম্ব অধর কি অরুণ-পরকাশ ।
তাম্বুল বদনে                         দেহ কত কৌতুকে
কো সমুঝব নব বচনবিলাস ॥
চন্দন তিলক                          রচই রুচি-রুচিকর
সুরুচির চাঁচর চিকুর সঙারি ।
ঝলমল বিবিধ                          বিভূষণ অপরূপ
পহিরণ নীলবসন মনোহারি ॥
লোচন কমল                           প্রফুল্লিত লহু লহু
চলইতে লখই নীপবনবাট ।
অনুপম ভঙ্গী                            ভুবনজন-রঞ্জন
নরহরি কি বুঝব ইহ নব ঠাট ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর