কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
আজু কি নব কৌতুক ভেলি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৬৯। ॥ধানশী ॥ আজ কি নব কৌতুক ভেলি । সুখী সুযতনে ধরি ধনী করে শ্যামেরে সোঁপিয়া দেলি ॥ সে যে লাজে না বৈসয়ে পাশে । তেরছ নয়ানে চাহি সখী পানে মধুর মধুর হাসে ॥ নব কিশোর রসিক রায় । কত না মধুর বাণী ভণে শুনি কে ধরে ধৈরজ তায় ॥ রাই উমড়ে পিরীতি রসে । পুলক-বলিত হেম তনু ঘন গোপয়ে নীলিম বাসে ॥ কানু দেখিয়া মদন-ভরে । করক কমল কলি দরি কুচ ঝাপয়ে কোমল করে ॥ চান্দ বদনে বদন দিয়া । নরহরি পহুঁ পরাণ নিছয়ে ধরিতে নারয়ে হিয়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু কি নব মিলন রঙ্গ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৫৬ । ॥ কামোদ॥ আজু কি নব মিলন রঙ্গ । খঞ্জন নয়নী কানু পানে চাহি লাজে ছাপায়ল অঙ্গ ॥ তাহা দেখি সুমধুর হাসি । কালিয়া চঞ্চল চারু চাতুরীতে চুম্বয়ে বদন শশী ॥ কুচকমল ঝাপয়ে করে । সুখের সায়রে নিমগন ঘন কাঁপয়ে মদনভরে ॥ দুহুঁ বিলসে পালঙ্ক পরি । নরহরি ফিরে অপরূপ শোভা হেরিব নয়ান ভরি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
দেখলু আজু কি কহই না পারি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৫৫। অথ মোহে ॥ বেলাবলী ॥ দেখলু আজু কি কহই না পারি । তিলে তিলে অতিশয় বিবশ প্রাণপহুঁ হেরইতে বিদরই হৃদয় হামারি ॥ ধ্রু ॥ শিরীষ কুসুম নব নবনী নিন্দি অতি কোমল সুতনু অতনু গণভূপ । বিলুঠই কঠিন ধরণী ধূলি মণ্ডিত নিচল ললিত করচরণ অনুপ ॥ অরুণ কমলদল দলন মঞ্জুতর লোচন যুগল মুদল গত লোর । মধুরিম বদনে বাণী-বর বিরহিত নাসা নিশাস ন নিসরই থোর ॥ নিজজন-নিকটে রহই নটবর ঘনশ্যামর নামে কাঁপি তনু তায় । নরহরি বুঝব কি মরম রোই রহু নহু উপশম কত করই উপায় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু কি নব মিলন রঙ্গ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫২। ॥ সুরট॥ আজু কি নব মিলন রঙ্গ । হাসি শশিমুখী বসনে ঝাপয়ে পুলক আবৃত অঙ্গ ॥ লাজে না বৈসে শ্যামের পাশে । করি কত ছল কালিয়া চঞ্চল ডুবায় পিরীতি রসে ॥ সখী ইঙ্গিতে বিভোর হৈয়া । ঘন ঘন মুখ- চুম্বন করয়ে হিয়ার মাঝারে থু’য়া ॥ ভালে বিলসে পালঙ্ক’ পরি । সে শোভা মাধুরী কিয়ে নরহরি হেরিব নয়ান ভরি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু কি নব রভস রঙ্গ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৭৬ । ॥ বালা ধানশী॥ আজু কি নব রভস রঙ্গ । লহ লহ হাসি রসিকশেখর পরশে রাইয়ের অঙ্গ ॥ সে যে লাজে না বৈসয়ে কোলে । শ্যাম নবঘনে ধনী সৌদামিনী থকিত সখীর বোলে ॥ কানু অধরে অধর দিতে । হাসি শশিমুখী মুখ ফিরায়য়ে কত না উলস চিতে ॥ দুহুঁ নিছনি লইয়া মরি । নরহরি দূরে রহি কি এ সুখ দেখিব নয়ান ভরি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু কি ভাবে উলস পহুঁ মোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৮। অথ বেশাভিসার সংক্ষিপ্ত সম্ভোগে— ॥ মঙ্গল॥ আজু কি ভাবে উলস পহুঁ মোর । বিপুল পুলক কুল- বলিত ললিত তনু কনকপুঞ্জ জিনি বরণ উজোর ॥ ধ্রু ॥ হসত সুমধুর লসত দশনাবলি বিম্ব অধর কি অরুণ-পরকাশ । তাম্বুল বদনে দেহ কত কৌতুকে কো সমুঝব নব বচনবিলাস ॥ চন্দন তিলক রচই রুচি-রুচিকর সুরুচির চাঁচর চিকুর সঙারি । ঝলমল বিবিধ বিভূষণ অপরূপ পহিরণ নীলবসন মনোহারি ॥ লোচন কমল প্রফুল্লিত লহু লহু চলইতে লখই নীপবনবাট । অনুপম ভঙ্গী ভুবনজন-রঞ্জন নরহরি কি বুঝব ইহ নব ঠাট ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |