কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
কালা কত মনের উলাসে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩৯।

.      ॥ ধানশী ॥

কালা কত মনের উলাসে ।
চলয়ে তুরিতে রাইপাশে ॥
দূতী কহে লহু লহু হাসি ।
শুন ওহে গোকুলের শশী ॥
সে নব বয়স সুকুমারী ।
না বুঝে এ রসের চাতুরী ॥
ধীরজে সাধিবে সব কাজ ।
নহিলে পাইবে বহু লাজ ॥
রহ এই নিকুঞ্জভবনে ।
সে ধনী আনিব এই খানে ॥
এত কহি গিয়া তরাতরি ।
কহে রাই-মুখপানে হেরি ॥
আইলু চেতন করাইয়া ।
তুরিতে মিলহ প্রাণপিয়া ॥
ধৈরজ ধরিবে তার আগে ।
না হবে সরল অনুরাগে ॥
শুনি ধনী সখীর সহিতে ।
অভিসরে চঢ়ি মনোরথে ॥
নিকুঞ্জভবনে প্রবেশিয়া ।
জুড়াইল দেখি আখি হিয়া ॥
কালিয়া চঞ্চল রসে ভাসি ।
কহে কত সুমধুর হাসি ॥
ধনী লাজে বদন না তোলে ।
ভুজে ধরি করে কানু কোলে ॥
কুচযুগ পরশিয়া কাঁপে ।
বদনে বদনবিধু ঝাঁপে ॥
আনিয়া কুসুমিত শেজে ।
আখির পলক নাই তেজে ॥
হিয়া হিয়া মিশাইয়া রয় ।
কি শোভা উপমা নাই হয় ॥
কি নব ভঙ্গিমা দোহাকার ।
নবীন পিরীতি-পরচার ॥
দুঁহু মালা দুঁহু গলে দোলে ।
দেখি সখী আনন্দে উছলে ॥
নরহরি রহি সখীপাশ ।
দেখিব কি এ সুখবিলাস ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কালা কৈল কুঞ্জে পরবেশ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০২।

॥ পঞ্চম ॥

কালা কৈল কুঞ্জে পরবেশ ।
অলখিত রাই-                          রূপ নিরখিয়া
সুখের নাহিক শেষ ॥
ধনী না জানে কানুর গতি ।
চাহি চারি পাশে                          সুমধুর ভাষে
কহয়ে সখীর প্রতি ॥
ওগো বুঝিতে নারিয়ে মেন ।
তরু লতা খগ                            পশু দিশা সব
নীলিম হইল কেন ॥
সখী কহয়ে কহিব কত ।
বরজসুন্দর                               তনুরুচি ছটা-
কণিকা করয়ে এত ॥
ওই আইসে দেখ দেখ তায় ।
শুনি অনিমিখ                          আঁখি নিরখিতে
পুলক ভরল গায় ॥
লাজে তনু সুবদনে ঝাঁপে ।
শ্যামশশীরসে                         ভাসি আসি হাসি
কোরে অগোরিতে কাঁপে ॥
মুখ ঘুঘট ঘুচায় আধে ।
চুম্বয়ে চতুর                              চারু চাতুরিতে
না জানি মনে কি সাধে ॥
আহা কি নব মিলন-রঙ্গ ।
নরহরি আঁখি                           জুড়াব কি দেখি
রহি সে সখীর সঙ্গ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কালিয়াচান্দের অনুরাগে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬৬।

.         ॥ ধানশী ॥

কালিয়াচান্দের অনুরাগে ।
রাই কত কহে সখী আগে ॥
দুটি আখ্যে বহে প্রেমধারা ।
কহিতে বচন হয় হারা ॥
সহচরী কত প্রবোধিয়া ।
কানুপাশে মিলিল ধাইয়া ॥
নরহরি কহে ধীরে ধীরে ।
অবলা বধিলা আঁখিঠারে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কালিয়া ধৈরজ নাহি বান্ধে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩৬।

.       ॥ সুহই ॥

কালিয়া ধৈরজ নাহি বান্ধে ।
রাইয়ের নবমী দশা শুনি প্রাণ কান্দে ॥
চাহিতে আতুর দূতী-পানে ।
নেবারিতে নারে বারি বারিজ-দুনয়ানে ॥
তেয়াগিয়া তিখিণ নিশ্বাস ।
চলে নব নিকুঞ্জ-কুটিরে রাই-পাশ ॥
ধরণী শরনে রহু রাই ।
চারিপাশে সখী সে কাতর মুখ চাই ॥
কানু কি অমিয়া করে মাখি ।
পরশিতে চমকি উঠে চান্দমুখী ॥
দেখয়ে কালিয়াচান্দ-পাশে ।
লাজে বিধু বদন ঝাপয়ে নীলবাসে ॥
সামায় সখীর কোলে গিয়া ।
মুখে মৃদু হাসি কি উলসে ভরে হিয়া ॥
সখী কত মধুর কথায় ।
বিনোদিনী সোপিয়া শ্যামের পানে চায় ॥
সখীর ইঙ্গিতে শ্যামশশী ।
করয়ে কাকুতি কত সুমধুর হাসি ॥
মদনে বিভোর হৈয়া কাঁপে ।
ঘন ঘন মুখে মুখ বুকে বুক ঝাঁপে ॥
ছাড়িতে নারয়ে তিল আধা ।
তিলে তিলে উপজে মনেতে কত সাধা ॥
পুলকে ঝলকে দুহু অঙ্গ ।
নরহরি ঘুপতে হেরিব কিয়ে রঙ্গ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি আর বলিব নাতি! নদীয়া
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১১।

অথ শ্রবণে ---
॥ ধানশী॥

কি আর বলিব নাতি !                 নদীয়া নগরে হে
তোমারে দেখিব থাকু দূরে ।
এ নব বয়স বেশ-                    বিলাস শুনিতে হে
কোণে থাকি কুলবধূ ঝুরে ॥
তোমার মতন হেন                     রঙ্গিয়া নাগর হে
না দেখি না শুনি কোন খানে ।
মনে করি ইহারে এ                   পিরীতি ঘটুক হে
তাহা বিধি ঘটাইল মেনে ॥
নদীয়ার  মাঝে যত                      নবীন রমণী হে
সভারে করিয়ে প্রীত আমি ।
বোলহ কাহারু রূপ                    গুণ নাম শুনি হে
হইলা পাগলপারা তুমি ॥
কহিতে মরণ আর                     না কর সরম হে
এমন করিব কেবা জানে ।
তা সহ তোমারে দেখি                নয়ান জুড়াব হে
নরহরি নিছিব পরাণে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কব পরাণ-সজনি! তোরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৫০ ।

.          ॥ধানশী ॥

কি কব পরাণ-সজনী !  তোরে ।
বড়ই বিষম হইল মোরে ॥
জলদবরণে নাগররাজ ।
পশিয়া রহিল হিয়ার মাঝ ॥
তিলেক ধৈরজ না রাখে চিতে ।
যতনে নারিয়ে প্রবোধ দিতে ॥
করিলে পাগলী কিছু না ভায় ।
সদা মন করে দেখিতে তায় ॥
শুনি ধনী-বাণী চতুর সখী ।
শ্যাম চিত্র চারু তুরিতে লেখি ॥
তা দেখিয়া কেবা ধৈরজ ধরে ।
গুপতে দেয়ল রাইয়ের করে ॥
বারেক সে পট-পানেতে চায়া ।
ধারা বহে দুটি নয়ান বা’য়া ॥
নরহরি কর ধরিয়া ধনী ।
ভণে আধ আধ মধুর বাণী ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কব সজনি! মেঘঘটা পানে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১০।

অথ দূতীবকত্রাদ্  যথা
॥ ললিত ॥
কি কব সজনি !                       মেঘঘটা পানে
চাহিতে উলস হিয়া ।
অতি তরাতরি                         নিরজনে ওগো
একাকী বসিলু গিয়া ॥
চাঁপাফুল কলি                        তুলিয়া কত না
যতনে গাঁথিয়ে হার ।
সে সময়ে আমা                  পাশে আইসে মোর
দূতী সুচরিত তার ॥
মধুর মধুর                           হাসি ভাষি সুখে
মো সহ কহয়ে কথা ।
এই মেঘপারা                           মুরুতি সুন্দর
জনেক আছয়ে এথা ॥
ইহা শুনি মন                              অবশ হইল
তারে না জানিলু কে ?
নরহরি ভণে                           মনে অনুমানি
রমণীমোহন সে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কব সজনি! সইয়ের
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৪।

॥ পুনঃ কামোদ ॥

কি কব সজনি !   সইয়ের রীতি ।
নিরুপম নব প্রেমের গতি ॥
খেণে কহে মুই কি কৈলু কাজ ।
খোয়াইলু গুরুগৌরব লাজ ॥
খেণে কহে কেনে হইবে সিধি ।
মোরে দুখ দেই দারুণ বিধি ॥
খেণে কহে সুখে ভাসয়ে যেঁহো ।
কি লাগি সদয় হইবে তেঁহো ॥
এত কহি সখী কোরেতে করি ।
নিবারিতে নারে আঁখির বারি ॥
নরহরি ধনী-পানেতে চাঞা ।
গৌরশশি-পাশে চলয়ে ধাঞা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কবা সজনি! না জানিয়ে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১২।

পুন স্তদ্ –যথা –
নায়িকা সখীং প্রত্যাহ—
॥ সুহই ॥

কি কবা সজনি !             না জানিয়ে কিছু
কি আছে কদম্ব-বনে ।
কিবা মধুর                     শুনি সেথা হৈতে
আসি সামাইল কাণে ॥
না বুঝি কি গতি                পুন শ্রতি পাতি
সাধে সে অমিয়া পিয়া ।
নয়ানের বারি                   নারি নেবারিতে
কি জানি কি করে হিয়া ॥
খসে কেশবেশ                        বসন ভূষণ
অবশ সকল গা ।
পবনের বেগে                       ধাই হেন মনে
চলিতে না চলে পা ॥
আহা মরি মরি                     কারে শুধাইব
কে দিলে কিসেতে সান ।
নরহরি কহে                       হেন বুঝি বাঁশী
বাজায় মোহন কান ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি কহব আজু গৌর পহুঁ মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৩।

অথ শ্রবণে --
॥ বেলাবলী ॥

কি কহব আজু গৌর পহুঁ মোর ।
নিরজনে চকিত                       চাহি চহুদিশ বর বারিজ-
নয়নে নিঝরে ঝরু লোর ॥ ধ্রু ॥
ঘন ঘন ভণ বন-                         মাঝ মধুর ধ্বনি ভুবন
মোহই কিয়ে বংশীক রাব ।
খণে ভণে দূতী কি                          করব অব তুহুঁ সব
যছু গুণ ভণ তছু দরশ কি পাব ॥
খণে কবিবচন-                              শ্রবণে শ্রুতি পাতই
সো ভণে বংশীবদন-গুণরূপ ॥
গুণিগণ-গানে                                      প্রাণ নিরমঞ্ছই
কানু কানু করি সঘনে ফুকারি ।
খণে খণে বৈঠি                               উঠই নরহরি পহুঁ
করই যতন ধৃতি ধরই না পারি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর