কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
কালা কৈল কুঞ্জে পরবেশ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০২। ॥ পঞ্চম ॥ কালা কৈল কুঞ্জে পরবেশ । অলখিত রাই- রূপ নিরখিয়া সুখের নাহিক শেষ ॥ ধনী না জানে কানুর গতি । চাহি চারি পাশে সুমধুর ভাষে কহয়ে সখীর প্রতি ॥ ওগো বুঝিতে নারিয়ে মেন । তরু লতা খগ পশু দিশা সব নীলিম হইল কেন ॥ সখী কহয়ে কহিব কত । বরজসুন্দর তনুরুচি ছটা- কণিকা করয়ে এত ॥ ওই আইসে দেখ দেখ তায় । শুনি অনিমিখ আঁখি নিরখিতে পুলক ভরল গায় ॥ লাজে তনু সুবদনে ঝাঁপে । শ্যামশশীরসে ভাসি আসি হাসি কোরে অগোরিতে কাঁপে ॥ মুখ ঘুঘট ঘুচায় আধে । চুম্বয়ে চতুর চারু চাতুরিতে না জানি মনে কি সাধে ॥ আহা কি নব মিলন-রঙ্গ । নরহরি আঁখি জুড়াব কি দেখি রহি সে সখীর সঙ্গ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি আর বলিব নাতি! নদীয়া ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১১। অথ শ্রবণে --- ॥ ধানশী॥ কি আর বলিব নাতি ! নদীয়া নগরে হে তোমারে দেখিব থাকু দূরে । এ নব বয়স বেশ- বিলাস শুনিতে হে কোণে থাকি কুলবধূ ঝুরে ॥ তোমার মতন হেন রঙ্গিয়া নাগর হে না দেখি না শুনি কোন খানে । মনে করি ইহারে এ পিরীতি ঘটুক হে তাহা বিধি ঘটাইল মেনে ॥ নদীয়ার মাঝে যত নবীন রমণী হে সভারে করিয়ে প্রীত আমি । বোলহ কাহারু রূপ গুণ নাম শুনি হে হইলা পাগলপারা তুমি ॥ কহিতে মরণ আর না কর সরম হে এমন করিব কেবা জানে । তা সহ তোমারে দেখি নয়ান জুড়াব হে নরহরি নিছিব পরাণে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি কব সজনি! মেঘঘটা পানে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১০। অথ দূতীবকত্রাদ্ যথা ॥ ললিত ॥ কি কব সজনি ! মেঘঘটা পানে চাহিতে উলস হিয়া । অতি তরাতরি নিরজনে ওগো একাকী বসিলু গিয়া ॥ চাঁপাফুল কলি তুলিয়া কত না যতনে গাঁথিয়ে হার । সে সময়ে আমা পাশে আইসে মোর দূতী সুচরিত তার ॥ মধুর মধুর হাসি ভাষি সুখে মো সহ কহয়ে কথা । এই মেঘপারা মুরুতি সুন্দর জনেক আছয়ে এথা ॥ ইহা শুনি মন অবশ হইল তারে না জানিলু কে ? নরহরি ভণে মনে অনুমানি রমণীমোহন সে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি কবা সজনি! না জানিয়ে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১২। পুন স্তদ্ –যথা – নায়িকা সখীং প্রত্যাহ— ॥ সুহই ॥ কি কবা সজনি ! না জানিয়ে কিছু কি আছে কদম্ব-বনে । কিবা মধুর শুনি সেথা হৈতে আসি সামাইল কাণে ॥ না বুঝি কি গতি পুন শ্রতি পাতি সাধে সে অমিয়া পিয়া । নয়ানের বারি নারি নেবারিতে কি জানি কি করে হিয়া ॥ খসে কেশবেশ বসন ভূষণ অবশ সকল গা । পবনের বেগে ধাই হেন মনে চলিতে না চলে পা ॥ আহা মরি মরি কারে শুধাইব কে দিলে কিসেতে সান । নরহরি কহে হেন বুঝি বাঁশী বাজায় মোহন কান ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি কহব আজু গৌর পহুঁ মোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৩। অথ শ্রবণে -- ॥ বেলাবলী ॥ কি কহব আজু গৌর পহুঁ মোর । নিরজনে চকিত চাহি চহুদিশ বর বারিজ- নয়নে নিঝরে ঝরু লোর ॥ ধ্রু ॥ ঘন ঘন ভণ বন- মাঝ মধুর ধ্বনি ভুবন মোহই কিয়ে বংশীক রাব । খণে ভণে দূতী কি করব অব তুহুঁ সব যছু গুণ ভণ তছু দরশ কি পাব ॥ খণে কবিবচন- শ্রবণে শ্রুতি পাতই সো ভণে বংশীবদন-গুণরূপ ॥ গুণিগণ-গানে প্রাণ নিরমঞ্ছই কানু কানু করি সঘনে ফুকারি । খণে খণে বৈঠি উঠই নরহরি পহুঁ করই যতন ধৃতি ধরই না পারি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |