কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
কি কহব গৌরচরিত অনুপাম ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৭। অথ জাগর্য্যে ॥ মালব ॥ কি কহব গৌরচরিত অনুপাম । কনক ধরাধর- গরবহারী তনু পীড়িত অতিশয় নহত বিরাম ॥ ধ্রু ॥ অমল কমলদল- দলন চারু যুগ লোচনে অরুণ উদয় বুঝি ভেল । যামিনী যাম যাম কত যতন করই উহ নিন্দ দরশ নাহি দেল ॥ শীতল নলিনী শেষ শিখী সম পগ পরশিল ধূরি ধূসর অনিবার । ঘন ঘন পাণি হানে উর পর পরবোধত দ্বিগুণ দরদ পরচার । সুরচির চাঁদ বদন রস-বিরহিত কহইতে বচন না নিকসত থোর । মরি মরি অধিক অবশ এ দশা হেরি নরহরি রোই রজনী করু ভোর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি কহব নাগররাজ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩২। দূতী পুনস্তদ্ ব্যাধিদশামাহ – ॥ ধানশী ॥ কি কহব নাগররাজ ! সো কুলবতী সতী মতি উমতায়লি এ অতি কয়লি অকাজ ॥ ধ্রু ॥ লোচন-কমলে গলই জল অনুখণ ধরণী শয়ন দিন রাতি । সঘনে নিশ্বাস ভাষ নাহি নিকসত করযুগে ঝাঁপই ছাতি ॥ চম্পক দাম- দমন দ্যুতি পাণ্ডুর উতপত জনু অনিবার । উপনত শীত কম্প কত বারব তিলে তিলে বিষম বিকার ॥ সহচরী-হাত মাথে ধরি চিন্তই তোহারি গমন পথ রোয় । নরহরি সাথী আঁখি ভরি পেখলু জীবই না জীবই সোয় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি কহব পহুঁক চরিত নহু ওর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬০। অথ লালসাদৌ যথা— ॥ ধানশী॥ কি কহব পহুঁক চরিত নহু ওর । গৌর গৌরী কিয়ে লখই না পারয়ে অনুখণ নব নব ভাবে বিভোর ॥ ॥ নিশতই নিরত করই ঘর বাহির উলসে পুলক দিঠি জলধর হেরি । হরিরব আধ শ্রবণ পথগত তনু কাঁপি কি বিরলে জপই বহু বেরি ॥ চিন্তানিকর নয়ন ঝর অবিরত কাঁপই ঘন পুন সঘনে নিশাস । চুয়ত স্বেদ কনকবপু বি-বরণ সংজ্বর জড়িম শিথিল কচ বাস ॥ নিমিখ না লোচনে নিন্দ পরশ করু যামিনী জাগি জাগি পরভাত । পীড়িত চিত গতি- রহিত কি সমুঝব বচন বিরত মৃদু বদন সুখাত ॥ কত কত মনমথ- মথন চারু তনু অসিত চতুরদশী শশিসম খীণ । দুবর বরণি না যাত অথির হিয় মরি মরি তাহে ভ্রমই নিশিদিন ॥ পুছইতে উতর না করই মুদই দিঠি রহই আনমনে শ্রবণ অভাব । খণে বিরচই হুঙ্কার স্তম্ভ ভ্রম ভণই কি নিশসি কৌনে সমুঝাব ॥ বিদিত গভীর ক্ষোভ ঘন ভণব কি ধরু বিবেক কত করু নিরবেদ । বিষম অসূয় ভুয় মতি গতি নব বিদরই ছাতি শুনত উহ খেদ ॥ হেমদমন দ্যুতি পাণ্ডুর অতিশয় শীতল তনু উতপত জনু আগি । শ্বাস না থকিত শীত থিতি বিলুঠই মোহ হোয়ই খণে চাহ কি লাগি ॥ চহুঁ দিশ নিরখি নিমিখগত লোচন মন গতি আন্ রোয়ত খণে হাসি । অধিক বিষাদ দ্বেষ করু কা সঞে কহই বচন কত তরল নিশাসি ॥ কৈছে করই হিয় কহই না কাহুক করই যতন কত সহই না পারি । নিপতিত ক্ষিতিতলে দেহ নিচল পুন শুনি হরিনামে নয়নে ঝরু বারি ॥ বিপরীত মরম- কদন নহু অনুভব করু প্রতিকার তবহু ত্যজি আশ । মন্দ অনিল প্রবহত নীপবনে মরুছই সোই কি শোচি প্রিয়পাশ ॥ কাতর পরিকর নিয়রে হেরি হিয় রোকি ন রুকই রোই অনিবার । নরহরি কতহি যতনে পরবোধত ধৈরয ধরব কি অথির অপার ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি কহব শ্যাম সুধামুখী রীত ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৬ । তদ্ যথা--- ॥ বেলাবলী ॥ কি কহব শ্যাম সুধামুখী রীত। ভুলল কুলভয় বিপুল লেহ নব তুয়া গুণচরিতে মজায়ল চিত॥ ধ্রু॥ অনুখণ বিষম কম্প মন ভণই কি খরতর শাস নিসরে অনিবার। উতপত অঙ্গ অবশ গতিবিরহিত ভূষণ বসন সম্ভারই ভার॥ চিন্তা-জলধি মাঝ ভেল নিমগন অবনত মাথ নখহি থিতি লেখি। বারিজ নয়ন- যুগলে জল ঝলকই ঘন ঘন নিয়রে নীপবন দেখি॥ চূয়ত ঘরম- ছরম বিনু অবিরত সহচরী পবন করই দিন রাতি। দামিনী দাম- দমন দুতি বি-বরণ হেরইতে বিদরই নরহরি ছাতি॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ বেলাবলী ॥ কি কহব শ্যাম সুধামুখী রীত। ভুলল কুলভয় বিপুল নেহ নব তুয়া গুণচরিতে মজায়ল চিত॥ ধ্রু॥ অনুখণ বিষম কুসুমশরভয়ভীত খরতর শাস নিসরে অনিবার। উতপত অঙ্গ অবশ গতিবিরহিত ভূষণ বসন সম্ভারই ভার॥ চিন্তাজলধি মাঝ ভেল নিমগন অবনত মাথ নখহি থিতি লেখি। বারিজ-নয়ন যুগলে জল ঝলকই ঘন ঘন নিয়ড়ে নীপবন দেখি॥ চূয়ত ঘরম ছরম বিনু অবিরত সহচরী পবন করই দিনরাতি। দামিনীদাম দমন দূতি বি-বরণ হেরইতে বিদরই নরহরি ছাতি॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩১৭, ৩৬৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। কি কহব শ্যাম সুধামুখী রীত। ভুলল কুলভয় বিপুল নেহ নব তুয়া গুণচরিতে মজায়ল চিত॥ অনুখণ বিষম কুসুমশরভয়ভীত খরতর শাস নিসরে অনিবার। উতপত অঙ্গ অবশ গতিবিরহিত ভূষণ বসন সম্ভারই ভার॥ চিন্তাজলধি মাঝ ভেল নিমগন অবনত মাথ নখহি খিতি লেখি। বারিজ নয়ন যুগলে জল ঝলকই ঘন ঘন নিয়ড়ে নীপবন দেখি॥ চূয়ত ঘরম ছরম বিনু অবিরত সহচরী পবন করই দিনরাতি। দামিনীদাম দমন দূতি বিবরণ হেরইতে বিদরই নরহরি ছাতি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |