কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
কি বলিব নাতি! নদীয়া নগরে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৪। ॥ পুনঃ ধানশী ॥ কি বলিব নাতি ! নদীয়া নগরে সভার পরাণ তুমি । এ হেন বয়েসে বেশ বিরহিত সহিতে নারিয়ে আমি ॥ শুকাইল মুখ আখি ছলছল না চাহু কাহারু পানে । না কহ বচন রহ আন মনে কিছু না শুনহ কাণে ॥ খেণে খেণে ভ্রম নিশ্বাস বিষম হুঙ্কার করহ তায় । নবীন পিরীতি করে এই রীতি ঠেকিলে দারুণ দায় ॥ বোল বোল শুনি সে কোন রঙ্গিণী মোরে কি কহিতে লাজ । নরহরি জানে না জানাবো আনে গোপনে সাধিব কাজ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি বলিব সখি! বিশাখা এমন ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০৭। ॥ পুনঃ আশাবরী॥ কি বলিব সখি! বিশাখা এমন করিলে বিষম কাজ। ঘুচাইলে মোর এ গুরু গৌরব ধৈরয ধরম লাজ॥ চারু চিত্রপট চাতুরি করি সে সোঁপিল আমার হাতে। কি দিব তুলনা অতি অপরূপ পুরুষ বিলসে তাথে॥ প্রতি অঙ্গে কত অনঙ্গ মুরুছে সুচারু বদনশশী। সাধে সাধে মেন তা’পানে চাহিতে হিয়ায় রহল পশি॥ ছাড়াইব বলি বিচারিতে চিতে পরাণ ছাড়িয়া যায়। কহে নরহরি ঠেকিলে সুন্দরি! ছাড়াইতে নারিবে তায়॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। চিত্রপট দর্শন ॥ আশাবরী॥ কি বলিব সখি! বিশাখা এমন করিলে বিষম কাজ । ঘুচাইলে মোর এগুরু গৌরব ধৈরয ধরম লাজ ॥ চারু চিত্রপট চাতুরি করি সে সোঁপিল আমার হাতে । কি দিব তুলনা অতি অপরূপ পুরুষ বিলসে তাথে ॥ প্রতি অঙ্গে কত অনঙ্গ মুরুছে সুচারু বদনশশী । সাধে সাধে মেনে তা পানে চাহিতে হিয়ায় রহল পশি ॥ ছাড়াইব বলি বিচারিতে চিতে পরাণ ছাড়িয়া যায় । কহে নরহরি ঠেকিলে সুন্দরি ! ছাড়াইতে নারিবে তায় ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-১৩১৮, ৩৭০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। কি বলিব সখি বিশাখা এমন করিলে বিষম কাজ। ঘুচাইলে মোর এ গুরু গৌরব ধৈরয ধরম লাজ॥ চারু চিত্রপট চাতুরি করি সে সোঁপিল আমার হাতে। কি দিব তুলনা অতি অপরূপ পুরুষ বিলসে তাথে॥ প্রতি অঙ্গে কত অনঙ্গ মুরুছে সুচারু বদনশশী। সাধে সাধে মেনে তা পানে চাহিতে হিয়ায় রহল পশি॥ ছাড়াইব বলি বিচারিতে চিতে পরাণ ছাড়িয়া যায়। কহে নরহরি ঠেকিলে সুন্দরি ছাড়াইতে নারিবে তায়॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কিবা কালিয়া রূপের ছটা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯। ॥ ধানশী ॥ কিবা কালিয়া রূপের ছটা। কুবলয়দল-দলিত অঞ্জন জিনিয়া জলদঘটা॥ কিবা বদনে মধুর হাসি। ঝরঝর ঝর ঝরয়ে অমিয়া জিনি শরদের শশী॥ কিবা তেরছ নয়ানে চায়। ভেদয়ে অন্তর করে জর জর কি দিব উপমা তায়॥ কিবা ভুরু ভ্রমরের পাঁতি। চন্দন তিলক ভালে ঝলমল মজায় যুবতি-জাতি॥ কিবা মকর কুণ্ডল কাণে। দোলে ঘন ঘন ভুবন ভুলয়ে মদন না জিয়ে প্রাণে॥ কিবা ময়ূর চন্দ্রিকা মাথে। কহে নরহরি হেরি কুলবতী দাঁড়াইল কলঙ্ক পথে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী ॥ কিবা কালিয়া রূপের ছটা। কুবলয়দল দলিত অঞ্জন জিনিয়া জলদঘটা॥ কিবা বদনে মধুর হাসি। ঝরঝর ঝর ঝরয়ে অমিয়া জিনি শরদের শশী॥ কিবা তেরছ নয়ানে চায়। ভেদয়ে অন্তর করে জর জর কি দিব উপমা তায়॥ কিবা ভুরু ভ্রমরের পাঁতি। চন্দন তিলক ভালে ঝলমল মজায় যুবতি জাতি॥ কিবা মকর কুণ্ডল কাণে। দোলে ঘন ঘন ভুবন ভুলয়ে মদন না জিয়ে প্রাণে॥ কিবা ময়ূর চন্দ্রিকা মাথে। কহে নরহরি হেরি কুলবতী দাঁড়াইল কলঙ্ক পথে॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩২০, ৩৭০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। কিবা কালিয়া রূপের ছটা। কুবলয়দল দলিত অঞ্জন জিনিয়া জলদঘটা॥ কিবা বদনে মধুর হাসি। ঝরঝর ঝর ঝরয়ে অমিয়া জিনি শরদের শশী॥ কিবা তেরছ নয়ানে চায়। ভেদয়ে অন্তর করে জর জর কি দিব উপমা তায়॥ কিবা ভুরু ভ্রমরের পাঁতি। চন্দন তিলক ভালে ঝলমল মজায় যুবতি জাতি॥ কিবা মকর কুণ্ডল কাণে। দোলে ঘন ঘন ভুবন ভুলয়ে মদন না জিয়ে প্রাণে॥ কিবা ময়ূর চন্দ্রিকা মাথে। কহে নরহরি হেরি কুলবতী দাঁড়াইল কলঙ্ক পথে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কি ভাব-আবেশে শচীসুত সদা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৩। সখীবক্ ত্রাৎ শ্রবণে যথা--- ॥ তোড়ী ॥ কি ভাব-আবেশে শচীসুত সদা ভাসয়ে আঁখির জলে টলমল তনু জনু হেমলতা পবন-পরশে দোলে যুড়ি দুই কর কহে ওহে সখি ! শুনাইলে নবীন নাম আহা মরিমরি অমিয়ার ধারা কিবা এ আনন্দ ধাম লাখে লাখে যদি হইত এ শ্রুতি তবে সে জুড়াত হিয়া ধিক ধিক বিধি কি সিধি সাধিলে এ দুটি শ্রবণ দিয়া ইহা বলি পুন বাউলের পারা সঘনে বোলয়ে বোল ধৈরজ ধরিতে নারে নরহরি হেরি বেয়াকুল ভেল ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |