কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
কি মধুর নাম শ্রবণ-পুটে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২২। ॥ পুনঃ তোড়ী ॥ কি মধুর নাম শ্রবণ-পুটে পৈঠত অবিচল চিত হরি নেল। মোহিনী মন্ত্র কি অমিয় পয়োনিধি বুঝইতে সংশয় ভেল॥ রাধা কি মধুর নারী। ভূতলে কৌন কৈছে প্রগটায়ল ঐছন শকতি বিথারি ॥ ধ্রু॥ সকরুণ দৈব বুঝলু হাম কত শত জনমে কয়লু কত যাগ। তব ইহ নাম- রতন মোহে মিলল আজু সফল মঝু ভাগ॥ ভণি ইহ বাণী মনোরথে আকুল পুলক-পূরিত প্রতি অঙ্গ। ধরই না থেহ নেহ ঝরু লোচনে নরহরি কি বুঝব রঙ্গ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ তোড়ী॥ কি মধুর নাম শ্রবণ-পুটে পৈঠত অবিচল চিত হরি নেল । মোহিনী মন্ত্র কি অমিয় পয়োনিধি বুঝইতে সংশয় ভেল ॥ রাধা কি মধুর নারী । ভূতলে কৌন কৈছে প্রগটায়ল ঐছন শকতি বিথারি ॥ ধ্রু ॥ সকরুণ দৈব বুঝলু হাম কত শত জনমে কয়লু কত যাগ । তব ইহ নাম- রতন মোহে মিলল আজু সফল মঝু ভাগ ॥ ভণি ইহ বাণী মনোরথে আকুল পুলক-পূরিত প্রতি অঙ্গ । ধরই না থেহ নেহ ঝরু লোচনে নরহরি কি বুঝব রঙ্গ ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩২১, ৩৭০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। কি মধুর নাম শ্রবণ-পুটে পৈঠত অবিচল চিত হরি নেল। মোহিনী মন্ত্র কি অমিয় পয়োনিধি বুঝইতে সংশয় ভেল॥ রাধা কি মধুর নারী। ভূতলে কৌন কৈছে প্রগটায়ল ঐছন শকতি বিথারি॥ সকরুণ দৈব বুঝলুঁ হাম কত শত জনমে কয়লুঁ কত যাগ। তব ইহ নাম রতন মোহে মিলল আজু সফল মঝু ভাগ॥ ভণি ইহ বাণী মনোরথে আকুল পুলক-পূরিত প্রতি অঙ্গ। ধরই না থেহ নেহ ঝরু লোচনে নরহরি কি বুঝব রঙ্গ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কুঞ্জ মন্দিরে সুন্দরীসহ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৮৫। ॥ কানড়া ॥ কুঞ্জ মন্দিরে সুন্দরীসহ শ্যামসুন্দর সাজি । বরষে কুসুম- সমূহ তহি নব বল্লরী দ্রুমরাজি ॥ দুহুঁক নয়ল বিলাস কোইল কীর করতহি গান । হরত কিন্নর গরব শ্রুতিপুটে পৈঠি মোহত প্রাণ ॥ মাতি মধুকর- পুঞ্জ গুঞ্জত যন্ত্র রব রহু দূর । নটত পঙ্খ পসারি শিখী লখি অপ্ সরী মদ চুর ॥ ভ্রমে কুরঙ্গ কুরঙ্গিণীগণ থির রহই ন থোর । ভণত নরহরি আজু বিপিন বিনোদ ভণই ন ওর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |