কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
কিভাবে ভরল গোরা গা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫০।

॥ পুনঃ পঠমঞ্জরী ॥

কিভাবে ভরল গোরা গা ।
চলিতে না চলে আধ পা ॥
মুদই নয়ান অনিবার ।
নিঝরে ঝরই জলধার ॥
দূরে রহল মৃদুহাস ।
তেজই সঘনে নিশাস ॥
গুমরি গুমরি অবিরাম ।
জপই কি মধুরিম নাম ॥
শ্রবণে শুনই নাহি আন ।
অনুখণ অথির পরাণ ॥
ভণই ভরমময় বাত ।
শুনইতে হিয় আকুলাত ॥
পুছইতে উতর নাহি ।
কৈছে করই হিয় মাহি ॥
রচই সঘনে হুঙ্কার ।
নরহরি বুঝইতে ভার ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি মধুর গোরা তনুখানি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৯।

.      ॥ পুনঃ সুহই ॥

কি মধুর গোরা তনুখানি ।
দেখি কি পরাণ ধরে কুলের কামিনী ॥
কিবা দু’টি নয়ান-সন্ধান ।
তাহে কি উপমা ছার মদনের বাণ ॥
বদনে সদাই মৃদু হাসি ।
চাঁদের গরব হরে ঝরে সুধারাশি ॥
আজু সে বসিয়া নিরজনে ।
অনিমিখ আখি করি চায় কার পানে ॥
আউলাই পড়ে কেশপাশ ।
সম্বরিতে নারে নিজ পরিধেয়-বাস ॥
হইল অবশ খেণে খেণে ।
না দেখি উপায় নরহরি ভাবে মনে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কি মধুর নাম শ্রবণ-পুটে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২২।

॥ পুনঃ তোড়ী ॥

কি মধুর নাম         শ্রবণ-পুটে পৈঠত        অবিচল চিত হরি নেল।
মোহিনী মন্ত্র কি        অমিয় পয়োনিধি        বুঝইতে সংশয় ভেল॥
রাধা কি মধুর নারী।
ভূতলে কৌন        কৈছে প্রগটায়ল        ঐছন শকতি বিথারি ॥ ধ্রু॥
সকরুণ দৈব        বুঝলু হাম কত শত        জনমে কয়লু কত যাগ।
তব ইহ নাম-         রতন মোহে মিলল         আজু সফল মঝু ভাগ॥
ভণি ইহ বাণী         মনোরথে আকুল        পুলক-পূরিত প্রতি অঙ্গ।
ধরই না থেহ           নেহ ঝরু লোচনে         নরহরি কি বুঝব রঙ্গ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ তোড়ী॥

কি মধুর নাম                     শ্রবণ-পুটে পৈঠত
অবিচল চিত হরি নেল ।
মোহিনী মন্ত্র কি                   অমিয় পয়োনিধি
বুঝইতে সংশয় ভেল ॥
রাধা কি মধুর নারী ।
ভূতলে কৌন                        কৈছে প্রগটায়ল
ঐছন শকতি বিথারি ॥ ধ্রু ॥
সকরুণ দৈব                    বুঝলু হাম কত শত
জনমে কয়লু কত যাগ ।
তব ইহ নাম-                    রতন মোহে মিলল
আজু সফল মঝু ভাগ ॥
ভণি ইহ বাণী                     মনোরথে আকুল
পুলক-পূরিত প্রতি অঙ্গ ।
ধরই না থেহ                      নেহ ঝরু লোচনে
নরহরি কি বুঝব রঙ্গ ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা- ১৩২১, ৩৭০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে।

কি মধুর নাম শ্রবণ-পুটে পৈঠত
অবিচল চিত হরি নেল।
মোহিনী মন্ত্র কি অমিয় পয়োনিধি
বুঝইতে সংশয় ভেল॥
রাধা কি মধুর নারী।
ভূতলে কৌন কৈছে প্রগটায়ল
ঐছন শকতি বিথারি॥
সকরুণ দৈব বুঝলুঁ হাম কত শত
জনমে কয়লুঁ কত যাগ।
তব ইহ নাম রতন মোহে মিলল
আজু সফল মঝু ভাগ॥
ভণি ইহ বাণী মনোরথে আকুল
পুলক-পূরিত প্রতি অঙ্গ।
ধরই না থেহ নেহ ঝরু লোচনে
নরহরি কি বুঝব রঙ্গ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কিয়ে কানুক নব লেহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৬৭।
     
.      ॥ সুহই ॥

কিয়ে কানুক নব লেহ ।
রাখব কাঁহা কছু না পায়ই থেহ ॥
রাই রতনমণি হার ।
পহিরই কন্ঠে কি উলস অপার ॥
ঘন ঘন বিধুমুখ হেরি ।
চুম্বন করই কতহি শত বেরি ॥
কহে ধনী লহু লহু বাণী ।
শুনই সফল জনম জীউ মানি ॥
রাইক যতনে শুতাই ।
লাগল হিয়ে হিয়ে শুতল মাধাই ॥
মনমথ ভাঙ্গল লাজ ।
নরহরি হেরব কি সুখ সখীমাঝ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কিয়ে নব নব অভিলাষ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪২।

.     ॥ কামোদ ॥

কিয়ে নব নব অভিলাষ ।
নিরুপম পহিল বিলাস ॥
মাধব মদনে বিভোর ।
কত যতনে করু কোর ॥
কুচযুগে ঝাপয়ে পাণি ।
সকুচই তরল-নয়ানী ॥
পরশি চিবুক মৃদুহাসি ।
পিবই অধর রসরাশি ॥
করি বহু বিনতি উপায় ।
শেজে শুতায়লি তায় ॥
নরহরি সহচরী সঙ্গ ।
হেরব কব ইহ রঙ্গ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কুঞ্জনয়নী ধনী হেরইতে নাহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১৯।

.      ॥ ধানশী ॥

কুঞ্জনয়নী ধনী হেরইতে নাহ ।
বাহিরে লাজ উলস হিয়মাহ ॥
মাধব অতিশয় লুবধ চকোর ।
পিবই গোরীমুখ অমিয় বিভোর ॥
করইতে কোরে সমতি নাহি দেত ।
হঠসঞে সুঘর বাহ গহি নেত ॥
হাসি মধুর দরশায়ত কাজ ।
ভাঙ্গত পরিরম্ভণে ভয় লাজ ॥
কুসুমশেজে বিলসত রস মাতি ।
উপজত শরম ধরম কণ পাঁতি ॥
বীজই পহু আঁচরে বহু বেরি ।
নরহরি সফল হোয়ব কব হেরি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কুঞ্জ মন্দিরে সুন্দরীসহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৮৫।

॥ কানড়া ॥

কুঞ্জ মন্দিরে                             সুন্দরীসহ
শ্যামসুন্দর সাজি ।
বরষে কুসুম-                      সমূহ তহি নব
বল্লরী দ্রুমরাজি ॥
দুহুঁক নয়ল                        বিলাস কোইল
কীর করতহি গান ।
হরত কিন্নর                      গরব শ্রুতিপুটে
পৈঠি মোহত প্রাণ ॥
মাতি মধুকর-                         পুঞ্জ গুঞ্জত
যন্ত্র রব রহু দূর ।
নটত পঙ্খ                      পসারি শিখী লখি
অপ্ সরী মদ চুর ॥
ভ্রমে কুরঙ্গ                           কুরঙ্গিণীগণ
থির রহই ন থোর ।
ভণত নরহরি                      আজু বিপিন
বিনোদ ভণই ন ওর ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কুসুম-কাননে চলে রাই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০৪।

.    ॥ তোড়ী ॥

কুসুম-কাননে চলে রাই ।
ঘন ঘন চারিদিকে চাই ॥
সহচরী রহি রাই-পাশে ।
ওই দেখ--- কহে মৃদুভাষে ॥
দেখে ধনী বরজ-অনঙ্গ ।
তরুতলে ললিত ত্রিভঙ্গ ॥
মোহন মুরলী বাম করে ।
মদন মোহয়ে পীতাম্বরে ॥
মযূর-চন্দ্রিকা চৃড়া সাজে ।
বনমালা গলায় বিরাজে ॥
দোলে ভাল শ্রবণে কুণ্ডল ।
ললাটে তিলক ঝলমল ॥
নয়ান-চাহনি চারু ছান্দে ।
তাহাতে বা কেবা বির বান্ধে ॥
হাসিমাখা মুখের মাধুরী ।
অবলা পরাণ করে চুরি ॥
পীন উর উদর সুন্দর ।
খীন কটিদেশ মনোহর ॥
উরুতে কদলী-মদ দলে ।
অরুণ উদয় পদতলে ॥
শ্যামল বরণ নিরখিতে ।
নারে রাই আঁখি ফিরাইতে ॥
নরহরি কহে কত কত ।
কালিয়া করিলে উনমত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কুসুম-কাননে বসি কালা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০৪।

.       ॥ ধানশী ॥

কুসুমকাননে বসি কালা ।
গাঁথয়ে সে কুসুমের মালা ॥
না জানি কি ভাবে মনে মনে ।
মুদয়ে নয়ান খেণে খেণে ॥
খেণে কহে কি শুভ ঘটিল ।
কি সুগন্ধ নাসায় পশিল ॥
খেণে কহে দেখি একি ধারা ।
বিপিন হৈল হেম-পারা ॥
এত কহি পদ দুই যাই ।
কুসুমকাননে দেখে রাই ॥
নুনীর পুতলি তনু খানি ।
বরণ বিজুরী থির জিনি ॥
চাচর চিকুর বেণী ভালে ।
বেঢ়িয়া সে মালতীর মালে ॥
সিঁথায় সিন্দূরবিন্দু সাজে ।
তা’ দেখি অরুণ মরে লাজে ॥
ভুরু জিনি কামের কামান ।
নয়ান-চাহনি হানে বাণ ॥
শ্রবণে তাটঙ্ক শোভা করে ।
নাসার বেশরে প্রাণ হরে ॥
হাসিমাখা মুখের ছটায় ।
নিরসয়ে চান্দের ঘটায় ॥
গলে মণি মুকুতার হার ।
ভুবনে তুলনা নাই তার ॥
কুচ হেমকমলের কলি ।
ঢাকিয়াছে অসিত কাঁচুলি ॥
বলয়া কঙ্কণ চারু করে ।
চাহিতে ধৈরজ কেবা ধরে ॥
রসনা-জটিত কটি খীণ ।
কিবা সুবলনি জানু পীন ॥
বাজয়ে নূপুর দুটি পায় ।
শুনিতে মোহিত শ্যামরায় ॥
সাঁতারয়ে রূপের পাথারে ।
কত সাধ করে মিলিবারে ॥
নরহরি কহয়ে বিরলে ।
মিলে সে অনেক পূণ্যফলে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কেনে এমন হইলা রাই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৯১।

পুনস্তদ্ যথা---
সখী শ্রীরাধিকাং প্রত্যাহ---
.      ॥ তোড়ী ॥

কেনে এমন হইলা রাই ।
আখি কান্দে তুয়াপানে চাই ॥
মুখ সদাই মলিন তোর ।
ইহা সহে কি পরাণে মোর ॥
কহ মরম-কাহিনী মোরে ।
এই মাথার শপথ তোরে ॥
ধনী শুনি নরহরি-পাশে ।
কহে কিবা সে কাতর ভাষে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর