কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
কেহো কহে কি আর কথায়
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪৭।

.        ॥ ধানশী ॥

কেহো কহে কি আর কথায় ।
পাইয়াছে বিষম দেবতায় ॥
কেহো কহে কে ছাড়াইতে পারে ।
সদা আছে হিয়ার মাঝারে ॥
কেহো কহে ঘটিল পিরীতি ।
নহিলে এমন কেনে রীতি ॥
নরহরি কহয়ে তাহায় ।
সুধাইয়া করহ উপায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কো উহ নব যুবরাজ
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১১।
    
অকস্মাদ্ যথা---
.    ॥ সুহই ॥

কো উহ নব যুবরাজ। জলদবরণ নট সাজ॥
শুনইতে তছু পরসঙ্গ। অবশ হোয়ল সব অঙ্গ॥
বিসরলু গুরুজন কাজ। খোয়লু কুলভয় লাজ॥
ধৈরজ রহল ন থোর। নয়নে অগোরল লোর॥
যাহা রহু সো নটরায়। তাহা চলইতে চিত ধায়॥
নরহরি যতনে নেবারি। রহই না শকতি সম্ভারি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

সাক্ষাদ্দর্শন
.    ॥ সুহই ॥

কো উহ নব যুবরাজ।
জলদবরণ নট সাজ॥
শুনইতে তছু পরসঙ্গ।
অবশ হোয়ল সব অঙ্গ॥
বিসরলুঁ গুরুজন কাজ।
খোয়লু কুলভয় লাজ॥
ধৈরজ রহল ন থোর।
নয়ন অগোরল লোর॥
যাহা রহু সো নটরায়।
তাহা চলইতে চিত ধায়॥
নরহরি যতনে নেবারি।
রহই না শকতি সম্ভারি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩২২, ৩৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

কো উহ নব যুবরাজ।
জলদবরণ নট সাজ॥
শুনইতে তছু পরসঙ্গ।
অবশ হোয়ল সব অঙ্গ॥
বিসরলুঁ গুরুজন কাজ।
খোয়লু কুলভয় লাজ॥
ধৈরজ রহল ন থোর।
নয়ন অগোরল লোর॥
যাহা রহু সো নটরায়।
তাহা চলইতে চিত ধায়॥
নরহরি যতনে নেবারি।
রহই না শকতি সম্ভারি॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কো উহ শ্যাম সুজান
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১১।

অথ গীতাদ্ যথা—
॥ সিন্ধুড়া॥

কো উহ শ্যাম সুজান।
কি মধুর মধুর                তাক গুণমাধুরি            কো শুনি ধরব পরাণ ॥ ধ্রু॥
গায়ক সুর পর-                   বীণ বীণসহ                গায়ত কত কত ভাঁতি।
লাগল কুবুধি                     সাধে কত যতনহি          দূরে শুনলু শ্রুতি পাঁতি॥
চলইতে চরণ                   অচল চিত চঞ্চল            ধৈরজ রহব কি মোর।
লোচন বারি                  নিঝরে ঝরু ঝরঝর              নহই নিবারণ থোর॥
হোয়ল বিষম                  কি করব প্রাণসখি!            আন শ্রবণ নাহি ভায়।
নরহরি ভণ তছু                ঐছে রীত ধনি!             তা বিনু বিফল উপায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

কো উহ শ্যাম সুজান।
কি মধুর মধুর                                   তাক গুণমাধুরি
কো শুনি ধরব পরাণ ॥ ধ্রু॥
গায়ক সুর পর-                                    বীণ বেণু সঞে
গায়ত কত কত ভাঁতি ।
লাগল কুবুধি                                   সাধে কত যতনহি
দূরে শুনলু শ্রুতি পাঁতি ॥
চলইতে চরণ                                    অচল চিত চঞ্চল
ধৈরজ রহব কি মোর ।
লোচন বারি                                  নিঝরে ঝরু ঝরঝর
নহই নিবারণ থোর ॥
হোয়ল বিষম                                কি করব প্রাণসখি !
আন শ্রবণ নাহি ভায় ।
নরহরি ভণ তছু                                ঐছে রীত ধনি !
তা বিনু বিফল উপায় ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা- ১৩২৩, ৩৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

কো উহ শ্যাম সুজান।
কি মধুর মধুর তাক গুণমাধুরি
কো শুনি ধরব পরাণ॥
গায়ক সুর পর বীণ বেণু সঞে
গায়ত কত কত ভাঁতি।
লাগল কুবুধি সাধে কত যতনহি
দূরে শুনলু শ্রুতি পাঁতি॥
চলইতে চরণ অচল চিত চঞ্চল
ধৈরজ রহব কি মোর।
লোচন বারি নিঝরে ঝরু ঝরঝর
নহই নিবারণ থোর॥
হোয়ল বিষম কি করব প্রাণসখি !
আন শ্রবণ নাহি ভায়।
নরহরি ভণ তছু ঐছে রীত ধনি !
তা বিনু বিফল উপায়॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
খঞ্জন-নয়নী রমণীমণি বালা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২২।

দূতী তদুদ্বেগদশামাহ---
.     ॥ আশাবরী ॥

খঞ্জন-নয়নী রমণীমণি বালা ।
সহই না পারি অতনু-শরজ্বালা ॥
মাধব !  তুর দিঠি-কঠিন কটাখে ।
না রহল লাজ যতন করু লাখে ॥
লোচন ঝরু ঝামরু মৃদু দেহা ।
চিন্তিত হৃদয়ে কম্প নহু থেহা ॥
নিশ্বসই বিষম ঘরমে মহি বহই ।
শ্যামরী সখীক পাণিযুগ গহই ॥
কালিন্দী নাম শুনই যব শ্রবণে ।
চলইতে তাহি করই ভর পবনে ॥
নরহরি করু আশোয়াস না সহই ।
বিনি জল পানে পিয়াস কি রহই ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
থোরি বয়ঃ উহ গোরী ভোরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮১।

॥ পুনঃ দেশাগ॥

থোরি বয়ঃ উহ                   গোরী ভোরি
না ধরই ধৈরজ থোর ।
লোল লোচন                        কঞ্জ কাতর
হেরি সহচরী ওর ॥
বেশ বিগলিত                      কেশ ভূষণ
বসন সহই ন গাত ।
মঞ্জু বয়ন--                     ময়ঙ্ক বিরহিত
হাস রসময় বাত ॥
কৌনে গড়ল                     অনুপ ইহ নব
লেহ কুলভয় খোই  ।
শিরীষ কুসুম                    সমান মৃদু তনু
খীণ খণে খণে হোই ॥
করই কত কত                   যতন অন্তরে
গৌর দরশ না দেলা ।
নিপট নিদয়                     বিচারি নরহরি
তুরিত তঁহি চলি গেলা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গাও গাওরে ভাই অতি সুমধুর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৭।

.        ॥ সুহই ॥

গাও গাওরে ভাই অতি সুমধুর ।
অদ্বৈত নিতাই গোরা প্রেমের ঠাকুর ॥
এ তিনে ভেদবুদ্ধি না করিও কভু ।
দয়ার সমুদ্র মোর এই তিন প্রভু ॥
গণসহ এ তিন চরণে কর রতি ।
ইহা বিনু জীবের নাহিক অন্য গতি ॥
এ তিন ভজিতে সাধ করে যেইজনে ।
নরহরি বিকাইল তাহার চরণে ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গুণমণি গৌরচন্দ্র চিতচোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১।

অথ দর্শনে
॥ বেলাবলী॥

গুণমণি গৌরচন্দ্র চিতচোর ।
কো সমুঝব নব                          চরিত সুধাময়
অনুখণ নিরুপম ভাবে বিভোর ॥
ছোড়ত নিশাস                  মোড়ত তনু খণে খণে
গীম ধুনত মনে মনে কি বিচারি ।
খণে ঘন শ্যামরু                     মূরতি বিচিত্র নব
নিরখি তরল দিঠি জল না সম্ভারি ॥
খেণে ভণে স্বপনে                    শ্যাম সুরসিক হসি
আয়লু মঝু এ নয়নদ্বয় মাহ ।
খণে ভণে নীপ                             নিকট নটবর
তিরিভঙ্গ ভঙ্গী নিরখলু নব নাহ ॥
ইহ মৃদু বচন                         ভণত পুন পুন গুণ
শুনইতে নীরব হোই পুন বেরি ।
পুন ঘন চকিত                         চমকি চিত চঞ্চল
নরহরি বিবশ প্রেমগতি হেরি ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গুণমণি গৌর অখিল সুখকারী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৪।

কিঞ্চ
॥ সিন্ধুড়া॥

গুণমণি গৌর অখিল সুখকারী ।
নিরজনে আজু                কি জপই নিরন্তর
অন্তর বুঝই না পারি ॥
মৃদু মৃদু হাসই                  বদনবিধু পোপই
নিরূপম নয়নতরঙ্গ ।
চহুঁদিশ চাহি                 চকিত গতিবিরহিত
পুলকবলিত প্রতি অঙ্গ ॥
খণে ভণে ললিত                  নীপ নবকাননে
বিলসই বংশীনিসান ।
দূরে রহু অমিয়                 প্রবাহ ভুবন ভরু
কো শুনি ধরব পরাণ ॥
খণে ভণে ভবন                তেজি বনে যায়ব
মরু গুরুজন মতিমন্দ ।
বাকর বংশী                    তাহে অব ভেটব
শুনইতে নরহরি ধন্দ ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গুণমণি গৌর কি ধরই ধিয়ান
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০০।

তত্রাদৌ দর্শনে
.          ॥ সুহই ॥

গুণমণি গৌর কি ধরই ধিয়ান ।
খণে খণে মুদই কমল-নয়ান ॥
খণে কহে কো উহ নব সুকুমারী ।
দামিনীদামদমন ছবি ভারি ॥
চৌঁকি চললি নিজ সহচরী পাশ ।
থোরি দরশে মঝু না পুরল আশ ॥
ভণইতে ঐছে রহই পুন ধন্দ ।
নরহরি পহুঁ কিয়ে গোকুলচন্দ ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গুণমণি গৌর ভাবভরে ভোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪২।

স্বপ্নে যথা—
॥ সুহই ॥

গুণমণি গৌর ভাবভরে ভোর ।
টলমল দেহ                        থেহ নহু নিরুপম
নয়নে অগোরই লোর ॥ ধ্রু ॥
ঘন ঘন ভণই                     স্বপনে হাম পেখনু
জনু নব মনমথভূপ ।
নীলকমল দলি-                        তাঞ্জন-মদভর-
ভঞ্জন অপরূপ রূপ ॥
সুবলিত অঙ্গ                     ললিত বর পরিমল
তঁহি মন মধুকর ভেল ।
মৃদু মৃদু হাসি                     চপল দিঠি অঞ্চলে
মঝু সরবস হরি নেল ॥
বাউরী করল                       ন রহল লাজ কছু
কৌনে পুছব ইহ কেহ ।
ভণি ইহ বাণী                     নীরব নরহরি-পহুঁ
সঘনে  নেহারই মেহ ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর