কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
গোরাচাঁদে নিরজনে পায়া ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৯। কিঞ্চ ॥কামোদ॥ গোরাচাঁদে নিরজনে পায়া । বৃদ্দ নারী যত নিজ অভিমত দেখয়ে উলস হৈয়া ॥ এনা চরিত পুরুষ পারা । চারু চাতুরীতে রচয়ে বচন যেন সে অমিয়া ধারা ॥ তাহা শুনি সে রসিক রায় । নারে থির হৈতে কত উঠে চিতে চকিত চৌদিগে চায় ॥ হাসি সভারে ভাষায় সুখে । নরহরি হেন কৌতুকে বিমুখ মরয়ে মনের দুখে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
গোরা চাঁদের এ লালসা কি বুঝি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬১। যথা বা— ॥ ভূপালী॥ গোরা চাঁদের এ লালসা কি বুঝি নহিলে এমন কেনে । কি কব বিষম দশা উদ্বেগ ইহা কি সহয়ে প্রাণে ॥ নয়ানে নিন্দ না পরশয়ে নিশি জাগয়ে ব্যাকুল হৈয়া । সুকুমার তনু খীণ অতিশয় দেখিতে বিদরে হিয়া ॥ দারুণ জড়িমা না জানিয়ে ইথে জীবন করিবে শেষ । একি ব্যগ্র কভু না শুনিয়ে কাণে হইল কঠিন ক্লেশ ॥ আহা মরি মরি এরূপ বেয়াধি বিধাতা ঘটালে কেনে । উনমাদে কিবা কহয়ে না জানি হাসয়ে রোদন খেণে ॥ মোহ হেরি ধৃতি ধরিবে কে মেন জানি কি প্রমাদ হৈল । মরিবারে চাহে এ কথা শুনিতে পরাণ উড়িয়া গেল ॥ প্রিয় পরিকর চারি পাশে চাহি ঝরে সে নয়ানে লোর । নরহরি নারে প্রবোধিতে আজু না জানি কি ভাবে ভোর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |