কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
গোরাতনু কি থির দামিনী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০১।

.     ॥ পুনঃ তোড়ী ॥

গোরাতনু কি থির দামিনী ।
দেখি থির হৈতে নারে কুলের কামিনী ॥
হাসিতে মদন মরুছায় ।
নয়ানচাহনি চারু কি ভাব হিয়ায় ॥
পীতবাস পরে বারে বারে ।
গলায় দোলায় কাঁচা কনকের হার ॥
চম্পক-কলিকা কাণে পরে ।
গোরোচনা তিলক রচয়ে নিজকরে ॥
তিলেক ধরিতে নারে ধৃতি ।
চমকি চমকি পথে করে গতাগতি ॥
নরহরি থির কৈলো মনে ।
এই সেই কালা হেন হৈল রাই বিনে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা নটবর বরণ বিজুরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭।

॥ পুনঃ ধানসী ॥

গোরা নটবর                       বরণ বিজুরি
জগত-নয়নলোভা ।
পুলক-বলিত                        ধুলি ধূসরিত
তনু অনুপম শোভা ॥
মরি কিবা সে প্রেমের গতি ।
সুরধনীতীরে                     চলে ধীরে ধীরে
মাতল কুঞ্জর জিতি ॥ ধ্রু ॥
প্রিয় গদাধর                       বুঝিয়া অন্তর
গায়রে মধুর গীত ।
সে নব অমিয়া                   পিয়া শ্রুতিভরি
ধরিতে নারয়ে চিত ॥
শ্রীবাসাদি সহ                     চর চারি পাশে
নিরিখে ও মুখচান্দে ।
নরহরি পহুঁ                          গুণ গণইতে
কেহো না ধৈরজ বান্ধে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা পঁহু কিনা ভাবে ভোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০।

.       ॥ পুনঃ ধানশী ॥

গোরা পঁহু কিনা ভাবে ভোর ।
অরুণ নয়ানে বহে লোর ॥
কিবা চান্দ মুখের মাধুরি ।
সঘনে বোলয়ে হরি হরি ॥
ঘন ঘন কাঁপে সব গা ।
চলিতে না চলে আধ পা ॥
মুকুন্দ মাধব বাসু গায় ।
হেমতনু ধুলায় লোটায় ॥
জগজনে সদয় হইয়া ।
প্রেমধন বিলায় যাচিয়া ॥
নরহরি হেন অবতারে ।
না ভজিয়া গেল ছারেখারে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা পঁহু কি না লাগি লোটায় খিতিতলে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩।

.                 অথ মোহে—
.                  ॥ সুহই ॥

গোরা পঁহু কি না লাগি সোটায় খিতিতলে ।
ভাসয়ে দীঘল দু’টি নয়ানের জলে ॥
প্রিয় পারিষদ পানে চাহিয়া চাহিয়া ।
না জানি কি কহিতে উথলি উঠে হিয়া ॥
সঘনে কাঁপয়ে তনু কনক দামিনী ।
তাহা নিরখিতে প্রাণে জীয়ে কি কামিনী ॥
নরহরি এ ভাব বুঝিতে নাহি পারে ।
চাহিতে সে মুখপানে পরাণ বিদরে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা পহুঁ বসিয়া বিরলে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৫।

তত্র মাল্যার্পণে –
.  ॥ ধ্যানশী ॥

গোরা পহুঁ বসিয়া বিরলে ।
গাঁথিয়া ফুলের মালা ভাসে আঁখিজলে ॥
প্রিয় পরিকর-হাতে ধরি ।
তেজি দীঘ নিশাস কহয়ে ধীরি ধীরি ॥
এই মালা পরাইহ তারে ।
এত কহি ধৈরজ ধরিতে নাহি পারে ॥
এভাব ভাবয়ে নরহরি ।
নদীয়ার চাঁদ কিবা রাজার ঝিয়ারী ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা প্রাণধন জীবন মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৮।

.     ॥ পুনঃ শ্রারাগ ॥

গোরা প্রাণধন জীবন মোর ।
মরি মেন আজু কি ভাবে ভোর ॥
সঘনে জপিয়া কালিয়া নাম ।
জাগিয়া পোহায় যামিনী-যাম ॥
কালা নাম শুনি শ্রবণ-পুটে ।
ফুকরি ফুকরি কাঁদিয়া উঠে ॥
পাগলের পারা অথির হইয়া ।
এই কালা বলি চলরে ধাইয়া ॥
সদা আনছান্ করয়ে তনু ।
বেড়ল বিষম পীড়ায় জনু ॥
নরহরি নারে প্রবোধ দিতে ।
না জানি কি হবে ভাবয়ে চিতে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা-প্রেম অমিয়া পুতলি  
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৮।

অথ স্বাপ্নসংক্ষিপ্তসম্ভোগে ---
.         ॥ ধানশী ॥

গোরা-প্রেম অমিয়া পুতলি ।
ভুবন মোহয়ে সে বেশের ঝলমলি ॥
হাসির ছটায় কে না মোহে ।
চাহনিতে যুবতী না রহে জাতি কুলে ॥
দেখিনু নয়ান ভরি তায় ।
অবিরল পুলকবলিত হেম গায় ॥
থির নহে মনের উলাসে ।
কি কহিতে কিবা কহে সুমধুর ভাষে ॥
না রহে গোপন ও না কাজ ।
নিজ তনু নিরখি হিয়ায় বাঢ়ে লাজ ॥
নরহরি কি জানে কহিতে ।
সেই এ কালিয়াচাঁদ বুঝিলু মনেতে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা প্রেম অমিয়ার রাশি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৫।

অথ সংক্ষিপ্ত সম্ভোগ-রসোদ্ গারে –
.          ॥ ভুপালী ॥

গোরা প্রেম অমিয়ার রাশি ।
পতিতে বিতরে দিবানিশি ॥
কত সুখে উমড়য়ে হিয়া ।
রহিতে নারয়ে থির হৈয়া ॥
হাসি হাসি সুমধুর ভাষে ।
কহে কিবা প্রিয়গণ-পাশে ॥
পুলকে পূরয়ে ওনা তনু ।
ঝলকে তপত হেম জনু ॥
কতনা ভঙ্গিমা খেণে খেণে ।
তাহা দেখি কে জীয়ে পরাণে ॥
কিবা দু’টি নয়ান-চাহনি ।
নরহরি সে শোভা নিছনি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরাপ্রেমে গরগর নিতাই আমার
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৭। এই পদটি ১৯৪৬ সালে
প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”,
৮২২-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে।

শ্রীনিত্যানন্দচন্দ্রস্য
.           ॥ ধানশী ॥

গোরাপ্রেমে গরগর নিতাই আমার ।
অরুণ নয়ানে বহে সুরধুনী ধার ॥
বিপুল পুলকাবলি শোহে হেম গায় ।
গজেন্দ্রগমনে হেলি দুলি চলি যায় ॥
পতিতেরে নিরখিয়া দুবাহু পসারি ।
কোরে করি সঘনে বোলায় হরি হরি ॥
এমন দয়ার নিধি কে হইবে আর ।
নরহরি অধম তারিতে অবতার ॥

ই পদটি নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও
সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত
“ভক্তিরত্নাকর” গ্রন্থ, দ্বাদশ তরঙ্গ, ৯৬৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ গীতে যথা---ধানশী॥        

গোরা-প্রেমে গর গর নিতাই আমার।
অরুণ নয়নে বহে সুরধুনি ধার॥
বিপুল পুলকাবলি শোভে হেম গায়।
গজেন্দ্র গমনে হিলি দুলি চলি যায়॥
পতিতেরে নিরখিয়া দুবাহু পসারি।
ক্রোড়ে করি সঘনে বোলায় হরি হরি॥
এমন দয়ার নিধি কে হইবে আর।
নরহরি-অধম তারিতে অবতার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩২৫, ৩৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

গোরাপ্রেমে গরগর নিতাই আমার।
অরুণ নয়ানে বহে সুরধুনী ধার॥
বিপুল পুলকাবলি শোহে হেম গায়।
গজেন্দ্রগমনে হেলি দুলি চলি যায়॥
পতিতেরে নিরখিয়া দুবাহু পসারি।
কোরে করি সঘনে বোলায় হরি হরি॥
এমন দয়ার নিধি কে হইবে আর।
নরহরি অধম তারিতে অবতার॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা মোর থির নাহি বাঁধে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯১।

.      ॥ পুনঃ ধানশী ॥

গোরা মোর থির নাহি বাঁধে ।
হায় হায় জীবের কি হবে বলি কান্দে ॥
পতিতে করুণা-দিঠে চায় ।
দেবের দুলহ প্রেম সায়রে ভাসায় ॥
কে বুঝয়ে অন্তর গহীন ।
নিরজনে রাই রাই জপে রাতি দিন ॥
কত না তরঙ্গ উঠে তায় ।
নরহরি নিছনি এ হেন পহুঁ পায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর