কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
গোরা নটবর বরণ বিজুরি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭। ॥ পুনঃ ধানসী ॥ গোরা নটবর বরণ বিজুরি জগত-নয়নলোভা । পুলক-বলিত ধুলি ধূসরিত তনু অনুপম শোভা ॥ মরি কিবা সে প্রেমের গতি । সুরধনীতীরে চলে ধীরে ধীরে মাতল কুঞ্জর জিতি ॥ ধ্রু ॥ প্রিয় গদাধর বুঝিয়া অন্তর গায়রে মধুর গীত । সে নব অমিয়া পিয়া শ্রুতিভরি ধরিতে নারয়ে চিত ॥ শ্রীবাসাদি সহ চর চারি পাশে নিরিখে ও মুখচান্দে । নরহরি পহুঁ গুণ গণইতে কেহো না ধৈরজ বান্ধে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |