কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
গোরী গুণ অনুরাগ নব নব ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩৭। ॥ ধানশী ॥ গোরী গুণ অনু- রাগ নব নব শুনত সুন্দর শ্যাম । হোত অধিক উছাহ অনুখণ পুলক তনু অনুপাম ॥ শরদ শশধর নিন্দি সুন্দর বদনে মৃদুতর হাস । সজল লোচন কমল প্রফুল্লিত ললিত বচন বিলাস ॥ কত মনোরথে তরল মন, তিল আধ রহই না পারি । জানি শুভখণ গমন করু চহু ওর চকিত নেহারি ॥ মদনভরে যব মঞ্জু বঞ্জুল কুঞ্জ করল প্রবেশ । ধাই তব ধনী- পাশে নরহরি যাই ভণত বিশেষ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
গৌরচরিত কিয়ে বুঝই ন যাত ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৬। ॥ পুনঃ মল্লার ॥ গৌরচরিত কিয়ে বুঝই ন যাত । চিন্তা জলধি- মগন মন আতুর ধরণী নিরখি রহু অবনত মাথ ॥ ভোজন পান যতনে নাহি ভায়ত পল ছন শয়ন-স্বপন সম ভেল । কেশর কনক কঞ্জ জিনি লাবণি তিলে তিলে অধিক মলিন ভই গেল ॥ চলইতে চকিত থকিত পুন কম্পই বিগলিত বসন না সম্বরু তায় । তিতই ঘরমে মরম নহু বেকত ঘনে নিশসই কর ধরই হিয়ায় ॥ তপন-তাপ জিনি তনু অতি উতপত শাওন ঘন সম ঝরই নয়ান । গদ গদ বাণী ভণই পুন নিশবদ নরহরি হেরি না ধরই পরাণ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |