কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
গৌরী নওল কিশোরী নিরুপম
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৪।

॥ পুনঃ হিন্দোল॥

গৌরী নওল                       কিশোরী নিরুপম
লেহ নিরত বিভোর ।
ভণই ঘনঘন                          কাহে নিরদয়
হৃদয় পৈঠল মোর ॥
যাহ যঁহি নিজ                        কাজ কুলবতী
নারী হাম অগেয়ান ।
ঝুট মঝু অভি-                       লাষ অব কথি
লাগি দগধ পরাণ ॥
দৈব দারুণ                            দূর করলহি
ঐছে কুলভয় লাজ ।
মানি সহচরী-                        বাণী ভরমহি
করল সকল অকাজ ॥
শুনত সখী ইহ                       বাণী ধরি ধনী-
পাণি করু অবরোধ ।
নিয়রে নরহরি                          নাহ ভেটি
মিটাব বিপুল বিরোধ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
চন্দ্রবদনী ধনী গোরী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৮১।

.      ॥ ধানশী॥

চন্দ্রবদনী ধনী গোরী ।
মরম কহত রসভোরি ॥
সহচরী পরম সেয়ানী ।
উলসিত শুনি মৃদু বাণী ॥
কানু বিকল রহু যাহি ।
দেবী গমন করু তাহি ॥
তহি হেরি নাগররাজ ।
নরহরি কহে কি এ কাজ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
চম্পক হেম দলিত নব
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪।

॥ পুনঃ বেলাবলী ॥

চম্পক হেম                                      দলিত নব কুঙ্কুম
দামিনী দাম-দমন তনুকাঁতি ।
চাঁচর চিকুর                                      চারু কুসুমাঞ্চিত
চঞ্চল অলকভৃঙ্গকুল ভাঁতি ॥
পেখলু অপরূপ গৌরকিশোর ।
চন্দন তিলক                                      ভাল ভুরুভঙ্গিন
হেরইতে জগত-যুবতি মতি ভোর ॥ ধ্রু ॥
ঝলকত বদন                                      মদনমদ-মরদন
মধুরিম অধরে মধুর মৃদুহাস ।
নিন্দি কমলদল                                    অমল বিলোচন-
কোণে করই কত রূপ-পরকাশ ।
নিরুপম ভুজযুগ                                     জানুবিলম্বিত
সুবলিত কন্ঠ কলিত বনমাল ।
নরহরি নিছনি                                   রণিত মণিনূপুর
পদতলে তরুণ অরুণ ছবিজাল ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ পুনঃ বেলাবলী ॥

চম্পক হেম                                      দলিত নব কুঙ্কুম
দামিনী দাম দমন তনুকাঁতি ।
চাঁচর চিকুর                                     চারু কুসুমাঞ্চিত
চঞ্চল অলকভৃঙ্গকুল ভাঁতি ॥
পেখলুঁ অপরূপ গৌরকিশোর ।
চন্দন তিলক                                      ভাল ভুরুভঙ্গিন
হেরইতে জগত যুবতি মতি ভোর ॥ ধ্রু ॥
ঝলকত বদন                                     মদন মদ মরদন
মধুরিম অধরে মধুর মৃদুহাস ।
নিন্দি কমলদল                                     অমল বিলোচন
কোণে করই কত রস পরকাশ ।
নিরুপম ভুজযুগ                                     জানুবিলম্বিত
সুবলিত কন্ঠ কলিত বনমাল ।
নরহরি নিছনি                                   রণিত মণিনূপুর
পদতলে তরুণ অরুণ ছবিজাল ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা- ১৩২৫, ৩৭১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

চম্পক হেম দলিত নব কুঙ্কুম
দামিনী দাম দমন তনুকাঁতি।
চাঁচর চিকুর চারু কুসুমাঞ্চিত
চঞ্চল অলকভৃঙ্গকুল ভাঁতি॥
পেখলুঁ অপরূপ গৌরকিশোর।
চন্দন তিলক ভাল ভুরুভঙ্গিন
হেরইতে জগত যুবতি মতি ভোর॥
ঝলকত বদন মদন মদ মরদন
মধুরিম অধরে মধুর মৃদুহাস।
নিন্দি কমলদল অমল বিলোচন
কোণে করই কত রস পরকাশ।
নিরুপম ভুজযুগ জানুবিলম্বিত
সুবলিত কন্ঠ কলিত বনমাল।
নরহরি নিছনি রণিত মণিনূপুর
পদতলে তরুণ অরুণ ছবিজাল ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় গৌর নিত্যানন্দ অদ্বৈত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫।

॥ সুহই ॥

জয় গৌর-নিত্যানন্দ-                      অদ্বৈত আনন্দকন্দ
ভুবন-মঙ্গল অবতার ।
পরম অদ্ভুত লালা                        নিজগুণে প্রকাশিলা
সংকীর্ত্তণ সুখের পাথার ॥
সদা সেই রসে ভাসি                     না জানয়ে দিবানিশি
সঘনে অবনী গড়ি যায় ।
খেনে কাঁদে খেনে হাসে                 নানা ভাব পরকাশে
পারিষদগণে যশ গায় ॥
ধন্য কলিযুগ মেন                       আর কি হইবে হেন
দয়ালু নাহিক ত্রিভূবনে ।
তিলেক নাহিক ক্ষেমা                   দেবের দুর্ল্লভ প্রেমা
অযাচিত যাচে জনে জনে ॥
পতিত দুর্গত যত                       তারা অতি উনমত
ঘুচিল সকল বিপরীত ।
কহে নরহরি দাস                      পুরিল সভার আশ
নিজদোষে মো হইনু বঞ্চিত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় গৌর বিশ্বম্ভর নিত্যানন্দ দ্বিজবর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩।

॥ সুহই ॥

জয় গৌর বিশ্বম্ভর                  নিত্যানন্দ দ্বিজবর
পরম কারুণ্য অবতার ।
যুগধর্ম্ম রক্ষা করে                    জগতের দুখ হরে
সংকীর্ত্তন করিয়া প্রচার ॥
জিনি হেম ধরাধর                    সুকোমল কলেবর
ভুবনমোহন মধুরিমা ।
বদন পূর্ণিমাশশী                    তাহে মন্দ মন্দ হাসি
নিরুপম বচন ভঙ্গিমা ॥
আকর্ণ পর্য্যন্ত আঁখি                জিনিয়া খঞ্জন পাখী
অনুখণ চঞ্চল চাহনি ।
হেরি কে ধৈরজ বাঁধে                 জগত যুবতী কাঁদে
দিতে চাহে পরাণ নিছনি ॥
মালতীর মালা গলে                পরিসর বক্ষে দোলে
ভুজ চারু আজানুলম্বিত ।
কিবা অপরূপ শোভা                নরহরি নেত্র লোভা
মণিময় ভূষণে ভূষিত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় গৌরকৃষ্ণ রসিকশেখর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১।

জয় জয় গৌরকৃষ্ণ রসিকশেখর ।
রাইরূপে ঢাকা অঙ্গ অতিমনোহর ॥
কে বুঝে দুর্গম চেষ্টা ভক্তগোষ্ঠী বিনে ।
যাহারে করয়ে কৃপা সেইমাত্র জানে ॥
জয় জয় গৌরভক্তগণ-পদরেণু ।
তাহাতে নিছয়ে চিন্তামণি-কামধেনু ॥
সে মোর সর্বস্ব, তাহা হৃদয়ে ধরিয়া ।
গাইব শৃঙ্গার রস যতন করিয়া ॥
বিপ্রলম্ভ. সম্ভোগ --- এ দ্বিবিধ শৃঙ্গার ।
বিপ্রলম্ভ ভেদ হয়--- এ চারি প্রকার ॥
পূর্বরাগ, মান, প্রেমবৈচিত্ত্য, প্রবাস ।
বিবিধ প্রকারে ইহা উজ্জলে প্রকাশ ॥
মুখ্যগৌণ-রূপে সম্ভোগ অষ্টপ্রকার ।
ক্রমে এ সকল গীতে হইব প্রচার ॥
এবে পূর্বরাগাদি প্রথমে রূপামৃত ।
আস্বাদন কর সভে হৈয়া সাবহিত ॥
নরহরি অভিলাষ করয়ে সদাই ।
গৌরকৃষ্ণ রাইরূপ যতনে ধিয়াই ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় গৌর লীলা সুললিত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫।

॥ যথারাগ ॥

জয় জয় গৌর                  লীলা সুললিত
কে ধরে ধৈরজ শুনি ।
গায়রে কবীন্দ্র                 গণ নানা ভাঁতি
তাহা কি কহিতে জানি ॥
এবে শ্রীরাধিকা                 পূর্বরাগ গীত
প্রথম পূরুব রীতে ।
সামান্য বিশেষ                রূপে গৌরগীত
গাইব যে স্ফুরে চিতে ।
নদীয়ানাগরী                সদা ভোরা গোরা-
প্রেমে না করয়ে কি ?
এই ক্রমে কিছু                গাব সে চরিত
উপমা নাহি যে দি ॥
এ তিন প্রকার                 সহ সে বিলাস
বিলসে হৃদয়ে তার ।
কহে নরহরি                 গৌরনিত্যানন্দ
অদ্বৈত জীবন যায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় পহুঁ মোর গৌর-নিতাই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩।

॥ বেলাবলী॥

জয় জয় পহুঁ মোর গৌর-নিতাই
নিরুপম নিখিল                     ভুবনজন-রঞ্জন
সুরধনী-তীরে বিহরে দোন ভাই  ধ্রু
সুখময় পরম                      রসালয় কীর্ত্তনে
অনুখণ উণমত ধরই না থেহ
ধনি ধনি ধরণী                        ভাগ অগণিত
যদি লোটই কনক ধরাধর দেহ
কলিযুগ বিপুল                  পুলক কুল আবৃত
হেরইতে অপরূপ করুণ অপার
পামর পতিত                  দুখিত দুরগত জন
প্রেম অমিয় পিবইতে মাতোয়ার
সুরগণে গগনে                     মগন গুণ-মাধুরী
করি কত যতন ধরই হিয় মাহ
ভণ নরহরি না                    মগন গুঁণ-মাধুরী
করি কত যতন ধরই হিয় মাহ
ভণ নরহরি না                 রহল কোই বঞ্চিত
পায়ল সকলে শীতল পদ ছাহ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় রসরাজ মহাভাব-মূর্ত্তি গৌরচন্দ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩।

.       ॥ গুজ্জরী রাগ ॥

জয় জয় রসরাজ মহাভাব-মূর্ত্তি গৌরচন্দ ।
সুন্দর নদীয়ানগর পুরন্দর কন্দরপ ফন্দ ॥
জগজন-মনরঞ্জন ধৃতিভঞ্জন মৃদু মধুর দেহ ।
ঝরঝর ঝর নিরুপম রস বরষত জনু কনকমেহ ॥
বিহি-হর-সুরপতি-নুত নবনন্দিত নহু চরিত অন্ত ।
ধরণী কৃত ধন্য ধন্য কলিযুগ অতি সুকৃতিমন্ত ॥
শ্রীরাধাপ্রেম বিতরি উলসত করু সকল দেশ ।
নরহরি মতিমন্দ কভু না পাওল উহ পরশলেশ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় শ্রীগৌরচন্দ্রের ভাবাবেশ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৭।

.          অথ বিশেষমাহ—
.              ॥ যথারাগ ॥

জয় জয় শ্রীগৌরচন্দ্রের ভাবাবেশ ।
অন্ত নাহি পায় যার ব্রহ্মা-শিব-শেষ ॥
শ্রীগৌরগণের পদরেণু ধরি শিরে ।
গাইয়ে মনের সাধে যখন যে ফুরে ॥
সামান্য বিশেষরূপ দুই ত’ প্রকার ।
গাইল সামান্য প্রভুগণের বিস্তার ॥
বিশেষ গৌরের রাই-পূর্ব্বরাগ মত ।
বিবিধ তরঙ্গ তায় বুঝে অনুগত ॥
প্রথমে রাধিকারীত দেখি সখীগণ ।
কহয়ে লালসাময় বিতর্কবচন ॥
সেইরূপে কিছু গীত প্রথমে গাইব।
তদুপরি দর্শন শ্রবণ জানাইব ॥
সাক্ষাৎ চিত্রপট আর স্বপ্নাদি দর্শন ।
বন্দী-দূতী-সখীমুখে গীতাদি-শ্রবণ ॥
তৃতীয়ে এ আদিপদ কিছু না বর্ণিব ।
এথা আদি পদদ্বয়ে গীতদ্বয় গাব ॥
পুন লালসাদি দশ দশা তার পর ।
ক্রমেতে গাইব এই অতিমনোহর ॥
শ্রীউজ্জ্বলনীলমণি-সন্মত এ প্রথা ।
নরহরি গায় গৌর-ভাবাবেশ-গাথা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর