কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
থিরবিজুরী জিনি তনুরুচি সুরুচির ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৪-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। ॥ বেলাবলী ॥ থিরবিজুরী জিনি তনুরুচি সুরুচির পহিরণ নীল জলদরুচি বাস । শরদ সুধাকর জিনি মুখ মধুরিম পীযূষ-গরবহারি মৃদু হাস ॥ রঙ্গিণী ধনী বনি নিরুপম বেশ । ফণি-জিনি বেণী বিমল মণিমণ্ডিত ঝলকই অলক ললিত ভুরুদেশ ॥ ধ্রু ॥ খঞ্জন মীন হরিণী জিনি লোচন ডগমগ গরবে চলই শ্রুতিওর । কন্ঠ-কলিত কত রতন হার জিনি মদন ফান্দ উরে উরোজ উজোর ॥ ভুজ জিনি কনক- মৃণাল ভঙ্গি নব মৃগপতি-জিতি কটি কিঙ্কিণী ভাঁতি । জিনি গজকুম্ভ নিতম্ব মঞ্জু পদ কঞ্জে ভ্রমর নরহরি মাতি ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩২৭, ৩৭২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। থিরবিজুরী জিনি তনুরুচি সুরুচির পহিরণ নীল জলদরুচি বাস। শরদ সুধাকর জিনি মুখ মধুরিম পীযূষ-গরবহারি মৃদু হাস॥ রঙ্গিণী ধনী বনি নিরুপম বেশ। ফণি জিনি বেণী বিমল মণিমণ্ডিত ঝলকই অলক ললিত ভুরুদেশ॥ খঞ্জন মীন হরিণী জিনি লোচন ডগমগ গরবে চলই শ্রুতিওর। কন্ঠকলিত কত রতন হার জিনি মদন ফান্দ উরে উরোজ উজোর॥ ভুজ জিনি কনক মৃণাল ভঙ্গি নব মৃগপতি-জিতি কটি কিঙ্কিণী ভাঁতি। জিনি গজকুম্ভ নিতম্ব মঞ্জু পদ কঞ্জে ভ্রমর নরহরি মাতি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
দয়ার অবধি দুই ভাই ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৮। অথ শ্রীমচ্চৈতন্যনিত্যানন্দয়োঃ ॥ সুহই ॥ দয়ার অবধি দুই ভাই । পূর্বে কৃষ্ণবলরাম পরম সুখের ধাম এবে নাম চৈতন্য নিতাই ॥ ধ্রু ॥ বলি কলিকাল সর্প করি অতিশয় দর্প জীবে দগধয়ে দন্তাঘাতে । নাশি সে সকল দুখ উপজায় মহাসুখ সুধাবৃষ্টি করি’ দৃষ্টিপাতে ॥ ব্রহ্মার দুর্লভ প্রেমা বিতরিতে নাই ক্ষেমা বিহরয়ে কীর্ত্তনবিলাসে । পারিষদগণ সঙ্গে নাচে গায় কিবা রঙ্গে নয়ানের জলে সদা ভাসে ॥ কনক পর্বতজিনি দুহুঁ অঙ্গ সুবলনি অনুখণ ধূলায় লোটায় । কি নারী পুরুষ যত সভে মহা উনমত নরহরি পহুঁ গুণ গায় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
দেখ মোর অদ্বৈত গুণের নিধি কবি নরহরি ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২। ॥ কামোদ॥ দেখ মোর অদ্বৈত গুণের নিধি । না জানিয়ে কত সাধে সুধা দিয়া এ দেহ গড়ল বিধি ॥ ধ্রু ॥ কনককেতকী কুঙ্কুম জিনি সুচারু রূপের ছটা । গরগর গোরা প্রেমে অতিশয় শোভয়ে পুলক-ঘটা ॥ নিরুপম বিধু- বদন ঝলকে ঘন গোরা গোরা বলি । দুনয়ানে ধারা বহে অবিরত নাচয়ে দুবাহু তুলি ॥ পতিত পামরে ধরি করি কোরে অমূল রতন যাচে । নরহরি পহুঁ বিনে কি এমন দয়ালু ভুবনে আছে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |