কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
দূতী কহল শুনি ধনী অনুরাগ
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩৩।

.        ॥ কামোদ ॥

দূতী কহল শুনি ধনী অনুরাগ ।
মাধব মুদিত মানি বহু ভাগ ॥
যাকর দরশ যতনে নাহি হোয় ।
সো কহ কৈছে সদয় ভেল মোয় ॥
দূতীক কর গহি কহি কত বাত ।
চললহি দূতী সঙ্গে লই যাত ॥
রাখল কুঞ্জভবনে সমুঝই ।
বেগি আয়ল যাহা আকুল রাই ॥
কহল সকল শুনি উলস হিয়ায় ।
অবিরল পুলক ভরল সব গায় ॥
তৈখণে সখী বিরচল নব বেশ ।
চলিইতে নরহরি করু উপদেশ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতী কহে কি আর কথায়
কবি নরহরি
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪২।

.     ॥ শ্রীরাগ ॥

দূতী কহে কি আর কথায় ।
কি করিলা কদম্বতলায় ॥
অবলা ধরিতে নারে হিয়া ।
কত না রাখিব প্রবোধিয়া ॥
লইতে তোমার নাম কান্দে ।
তারে ফেলাইলা এনা ফান্দে ॥
তোমার পরশরস বিনে ।
বুঝি ধনী না জিয়ে প্রাণে ॥
শুনি কালা চলয়ে ধাইয়া ।
রাইরূপ হৃদয়ে ভাবিয়া ॥
শুভখণে কুঞ্জ পরবেশ ।
নরহরি করে উপদেশ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতী গিয়া গদ গদ ভাষে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭১।

.    ॥ কামোদ ॥

দূতী গিয়া গদ গদ  ভাষে ।
কহয়ে কালিয়াচান্দ পাশে ॥
ওহে কালা কি কাজ করিলা ।
কূলবতী সতী মাতাইলা ॥
সদাই তাহার কুলভয় ।
ঘরের বাহির কভু নয় ॥
না জানি কি সাধে সখী-মেলে ।
গিয়াছিল যমুনার জলে ॥
তুমি ছিসে কদম্ব-তলায় ।
চাহিল সে সখীর কথায় ॥
তুমি নাকি মুচুকি হাসিয়া ।
কি কহিলা আঁখি-কোণে চায়া ॥
তিলেক ধৈরজ নাহি বাঁধে ।
সদাই কি জানি কেনে কান্দে ॥
তিলে তিলে উপজয়ে যাহা ।
মুখে না কহিতে আইসে তাহা ॥
সে তনু তড়িত হেম জিতি ।
সে হৈল মলিন ক্ষীণ অতি ॥
নরহরি কহে দেখ গিয়া ।
রাখহ পরাণ পরশিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতী তবহি চলু যহি নব গোরী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৭৭।

      ॥ সুহই ॥

দূতী তবহি চলু যহি নব গোরী ।
ভেটি ভণই দিঠি অবনত থোরি ॥
এ ধনি! তহু কিয়ে কয়লি অকাজ ।
বিনি অপরাধে বধলি রসরাজ ॥
আয়লি থোরি দরশ দেই তায় ।
ভেল উদবেগ সহই নাহি যায় ॥
তুয় বিনু স্বপনে অনত নহু চিত ।
নরহরি কতয়ে কহব উহ রীত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নিরাশ করল দূতী যব কান
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৭।

.       ॥ ধানশী ॥

দূতী নিরাশ করল যব কান ।
তব্ ধর ধৈরজ তপসী-সমান ॥
সো যব বিরসবদনে চলি গেল ।
খোয়ল কৃপণ ধনসম তব ভেল ॥
ঝরই সুনয়ন তাক পথ হেরি ।
ছটফট বৈঠি উঠই বহু বেরি ॥
নরহরি আগে শিরহি কর হানি ।
সঘনে ভণই পুন গদগদ বাণী ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতী বচনে ধনী লহু লহু হসই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৭৪।

.         ॥ সুহই ॥

দূতী বচনে ধনী লহু লহু হসই ।
অনুমতি খণে ভয় লাজে নিশসই ॥
সহচরী কত সমুঝায়ত তহ হি ।
সো সুপুরুখে ধনি ভেটহ অবহি ॥
তাকর লেহ জগতে জন রটই ।
ছুটই না কবহু ভাগসঞে ঘটই ॥
ধনি !  এ সোহাগ ভাগ ধনি ধনিয়া ।
অনুরত তোহে শ্যাম গুণমণিয়া ॥
শুনি ধনী কানুচরিত চিত উথলে ।
তৈখণে বেশ রচই সখী সকলে ॥
অলখিত কুঞ্জে চলল লেই হরষে ।
বিধুমুখী মুদিত বরজবিধু-দরশে ॥
মাধব কমলনয়নী-মুখ কলই ।
পুলকিতা তনু মন দিঠিজল খলই ॥
পরশ-পিয়াসে আগুসরি রহয়ে ।
নরহরি তবহি ধনীক কত কহয়ে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতী বিরসে যব আয়ল ফেরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪১।

.         ॥ পঠমঞ্জরী ॥

দূতী বিরসে যব আয়ল ফেরি ।
তব পহু রোই কহই কত বেরি ॥
নিপট নিঠুর হাম কয়ল নিরাশ ।
ইথে ধনী জীবইতে না করব আশ ॥
বাঢ়ল ঘনঘন বিরহ-তরঙ্গ ।
দগধব দেহ এ দহন-অনঙ্গ ॥
ধিক্ ধিক্ মঝু এ জীবনে কিয়ে আর ।
হোয়ল অব্ সব বিফল হামার ॥
ঐছে ভণত তহি সখী পুন গেল ।
দূরসঞে হেরি আগুসরি নেল ॥
পুছই সঘনে ধনী কি ধরু থেহ ।
সখী কহে তুয় বিনু দগধই দেহ ॥
চলহ তুরিত শুনি হরিষ অপার ।
দেয়ল সখীগলে মণিময় হার ॥
আপন ভাগ সফল করি মানি ।
রাই-মিলনে চলু শুভখণ জানি ॥
কানুগমন সখী কহে ধনী পাশ ।
শুনইতে উপজল বিপুল উলাস ॥
পৈঠব কুঞ্জ-ভবনে উহ বেরি ।
নরহরি ভণই সুমুখীমুখ হেরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতী মুদিত মন মাহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২৩।

.       ॥ ধানশী ॥

দূতী মুদিত মন মাহ।
কত পরবোধি থির করু নাহ॥
তৈখণে শুভখণ পাই।
চলললি যহি রহু রঙ্গিণী রাই॥
বিরচি যুগতি রুচিকারি।
ভেটত দিঠি ভরি ঢরকই বারি॥
কানু-চরিত উহ বেরি।
নরহরি লহু লহু কহু মুখ হেরি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

.       ॥ ধানশী ॥

দূতী মুদিত মন মাহ।
কত পরবোধি থির করু নাহ॥
তৈখণে শুভখণ পাই।
চলললি যাঁহা রহু রঙ্গিণী রাই॥
বিরচি যুগতি রুচিকারি।
ভেটত দিঠি ভরি ঢরকই বারি॥
কানু-চরিত উহ বেরি।
নরহরি লহু লহু কহু মুখ হেরি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩২৯, ৩৭২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দূতী মুদিত মন মাহ।
কত পরবোধি থির করু নাহ॥
তৈখণে শুভখণ পাই।
চলললি যাঁহা রহু রঙ্গিণী রাই॥
বিরচি যুগতি রুচিকারি।
ভেটত দিঠি ভরি ঢরকই বারি॥
কানু-চরিত উহ বেরি।
নরহরি লহু লহু কহু মুখ হেরি॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দূতীমুখে মাধব শুনি ধনীবাত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২৯।

.           ॥ গান্ধার ॥

দূতীমুখে মাধব শুনি ধনীবাত ।
আতুর তবহি তুরিত গতি যাত ॥
ছল ছল নয়নযুগলে গলে পাণি ।
চলইতে পন্তে ভণই মৃদুবাণী ॥
সো নব রমণীশিরোমণি গোরী ।
তছু গুণরূপে নিছনি তনু মোরি ॥
ভেটলু দৈব ঘটিত পথে তায় ।
নিরুপম ভুবনে ভুবন উমতায় ॥
সো মোহে কয়ল এতহু অনুরাগ ।
ইথে হাম বুঝলু প্রবল মঝু ভাগ ॥
কহইতে ঐছে কুঞ্জে পরবেশ ।
অলখিত লখইতে উলস অশেষ ॥
উপনীত নিয়রে তরল দিঠি বঙ্ক ।
পায়ল কতহি রতন জনু বঙ্ক ॥
করই যতন কত  ধরই ন থেহ ।
নরহরি ধন্দ বুঝব কিয়ে নেহ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেই দরশ অতি থোরী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২৫।

.   ॥ দেশী তোড়ী ॥        

দেই দরশ অতি থোরী ।
তাকর সরবস্ব লেয়লি চোরি ॥
এধনি রঙ্গিণি রাধে !
পৌরই সো দুখ-জলধি অগাধে ॥ ধ্রু ॥
তেজই উসসি নিশাস ।
কাঁপই ঘন ঘন ভণই ন ভাষ ॥
তহি তনু শীত বিথারি ।
জনু জ্বর করল অধিক অধিকারি ॥
মোহ ইছই ছবি ছীন ।
তিলে তিলে হোত ধরণীতলে লীন ॥
নরহরি কহব কি রাই ।
ছোড়ি নিদয়পন নিলহ মাধাই ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

.     ॥ দেশী তোড়ী ॥        

দেই দরশ অতি থোরী ।
তাকর সরবস্ব লেয়লি চোরি ॥
এধনি রঙ্গিণি রাধে !
বূরই সো দুখজলধি অগাধে ॥ ধ্রু॥
তেজই উসসি নিশাস ।
কাঁপই ঘন ঘন ভণই ন ভাষ ॥
তহি তনু শীত বিথারি ।
জনু জ্বর করল অধিক অধিকারি ॥
মোহ-মূরছিত ছবি ছীন ।
তিলে তিলে হোত ধরণীতলে লীন ॥
নরহরি কহব কি রাই ।
ছোড়ি নিদয়পন নিলহ মাধাই ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩৩০, ৩৭৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

দেই দরশন অতি থোরী ।
তাকর সরবস্ব লেয়লি চোরি ॥
এধনি রঙ্গিণি রাধে !
বূরই সো দুখজলধি অগাধে ॥ ধ্রু॥
তেজই উসসি নিশাস ।
কাঁপই ঘন ঘন ভণই ন ভাষ ॥
তহি তনু শীত বিথারি ।
জনু জ্বর করল অধিক অধিকারি ॥
মোহ-মূরছিত ছবি ছীন ।
তিলে তিলে হোত ধরণীতলে লীন ॥
নরহরি কহব কি রাই ।
ছোড়ি নিদয়পন নিলহ মাধাই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর