কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
ধনী শুনি সে কানুর কথা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৬। ॥ দেশপাল॥ ধনী শুনি সে কানুর কথা । চঞ্চল লোচনে চাহি চারি পানে চলয়ে নাগর যথা ॥ কালা মাধবীতলার তলে । রাইরূপ চিতে ভাবিতে ভাবিতে ভাসয়ে আঁখির জলে ॥ ও না অঙ্গের সৌরভ পায়া । উঠয়ে চমকি মেলি দুটি আঁখি দেখে অনিমিখ হৈয়া ॥ রাই আইসে করিয়া আলা । কনক কেশর গোরোচনা জিতি থকিত বিজুরী পারা ॥ কানু, এরূপ অমিয়া পানে । মাতি তরাতরি চলে আগুসরি কাঁপয়ে মদনবাণে ॥ হেন সময়ে সে দূতী ধায়া । রাইরে কহে আসি ওহে শ্যামশশী দেখহ রয়াছে চায়া ॥ রাই দেখয়ে কালিয়া তনু । দলিত অঞ্জন নীলমণি ঘন জিনিয়া কুসুমধনু ॥ দেখি ধৈরজ ধরিতে নারে । কত না যতনে ঢাকি আঁখি মুখ রহয়ে সখীর কোরে ॥ সখী-ইঙ্গিতে গোকুলবিধু । পরশের আশে তোষয়ে সে নব বচনে ঢালয়ে মধু ॥ ধরে ধনীর দুখানি পায় । লাজ ভয় পরি- হরি সুবদনী বঙ্কিম নয়ানে চায় ॥ কানু হাসিয়া করিল কোরে । মুখে মুখ দিয়া হিয়ামাঝে রাখি সফল হইলু বোলে ॥ কিবা আনন্দ উথলে আজ । নরহরি দুহুঁ রঙ্গ কি দেখিব নিকুঞ্জভবন-মাঝ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
ধনী হইল বাউরীপারা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৮। ॥ পুনঃ আশাবরী॥ ধনী হইল বাউরীপারা । নিরজনে বসি উলসিত খেনে মুদিত নয়ানে ধারা ॥ ধ্রু ॥ গগনে দামিনী হেরি হেরি কর পসারি ধরিতে চায় । কনক ভূষণ পরে বারে বারে অধিক চঞ্চল তায় ॥ গোরোচনা বাণী শুনে যার মুখে তারে সে জীবন যাচে । গোরী সহচরী- গণে ঘন ঘন যতনে বসায় কাছে ॥ চকিত চৌদিকে নিরখয়ে চিতে ধৈরজ ধরিতে ভার । নরহরি কহে গৌরাঙ্গে মজিল না জানি কি হবে আর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নদীয়া নগর পুরন্দর সুন্দর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫১। অথ বৈয়গ্র্যে ॥ নটনারায়ণ ॥ নদীয়া নগর পুরন্দর সুন্দর গৌরচন্দ্রবর পরম উদার । নিরজনে রহই না হসই কাহুঁ সঞে শুনই ন আন অথির অনিবার ॥ আপহি আপ ভণত ঘন ঘন শুন এ মন,নিকরুণ কি হোয়ব তোয় । অতিশয় মুরুখ সমুঝি নাহি সমুঝহ কাহে কঠিন দুখ দেয়হ মোয় ॥ চঞ্চল শ্যাম শ্যামরু সো লম্পট বহুবল্লভ গুণ ভুবন-বিথার । তেজহ তাহে বিষয়রসে মাতহ যোড়ি যুগলকর করোঁ পরিহার ॥ ইহ নব বচন উচারি বিরমি পুন চহুঁ দিশ চাহি নয়নে ঝরি লোর । বিসরিত সকল বিকল ইথে নরহরি ভাবই কৈছে ভাবে ভেল ভোর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নদীয়া নগরে কেবা নাহি ঝুরে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৪। ॥ পুনঃ পঠমঞ্জরী॥ নদীয়া নগরে কেবা নাহি ঝুরে এ গোরাচাঁদের গুণে । মরু মরু নিক- রূণ বিহি তারে এমন করিলে কেনে ॥ কারে কি বলিব বুক বিদরয়ে বারেক তা’ পানে হেরি । শুনিতে রোদন মনে হয় হেন আনলে পুড়িয়া মরি ॥ বাউলের পারা হাসে খেণে খেণে চকিত চৌদিকে ধায় । খেণে কি কহিয়া অনিমিখ আঁখি না জানি কা’ পানে চায় ॥ খেণে ক্ষিতিতলে পড়ি বিয়াকুল বিষম নিশাস ছাড়ে । আহা মরি নয়- হরি পহুঁ প্রাণ ইথে কি রহিব ধড়ে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নদীয়ার শশী রসিক-শেখর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৩। অথ জড়িম্নি ॥ বালাধানশী ॥ নদীয়ার শশী রসিক-শেখর রমণী-পরাণচোর । বসি নিরজনে কিবা ভাবে মনে না জানি কি রসে ভোর ॥ মদন নিছনি মৃদু তনুখানি কনক নবনীপারা । আহা মরি মেন সে না তিলে তিলে হইল কেমন ধারা ॥ ছল ছল আঁখি মুখ শুখাইল মরমে না কহে আনে । পুছিলে কিছু না কহে রহে ফিরি না চাহে কাহার পানে ॥ চুয়য়ে ঘরম ঘন ঘন ভ্রম বিষম নিশ্বাস তায় । নরহরি সাখী সে দশা নিরখি পরাণ উড়িয়া যায় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নদীয়ার শশী শচীর দুলাল ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৬। ॥ পুনঃ ধানশী॥ নদীয়ার শশী শচীর দুলাল পরাণ পুতলি মোর । অখিল ভুবন- মোহন মূরতি গুণের নাহিক ওর ॥ অনুখণ নানা হাস পরিহাস বিনে না কিছুই ভায় । তাহা দূরে বিধি কি সিধি সাধিতে এ দশা ঘটাইলে তায় ॥ আহা মরি মরি দুনয়ানে বারি ধারা সম্বরিতে ভার । সঘনে লুঠয়ে ক্ষিতিতলে তনু নিচল ইথে কি আর ॥ চারিপাশে প্রিয় পরিকর তিল আধ না ধৈরজ বাঁধে । নরহরি পহুঁ পানে নিরখিয়া কি হবে বলিয়া কাঁদে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নব কঞ্জ লোচনী কুঞ্জে চলু তনু ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১৬। ॥ শ্রীকামোদ॥ নব কঞ্জ লোচনী কুঞ্জে চলু তনু ঝাঁপি নীল নিচোল । ঘনশ্যাম সুন্দর সুন্দরী অব- লোকি লোচন লোল ॥ লহু হাসি লহু লহু কহত মো তন বরণ তুয় তন বাস । মঝু দেহ দূতী সঞে লেহ কাহে না পূরহ মঝু অভিলাষ ॥ ইহ ভাতি ভণি বহু পাণি পসারি কয়লহি কোর । ঘন চুম্বে চারু ময়ঙ্ক মুখ জনু চন্দে লুবধ চকোর ॥ ধনী লাজে বদন ছিপাত ছিপই না দেত কৌতুকী কান । দুহুঁ পহিল মিলন বিলাস নব নব নিছই নরহরি প্রাণ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |