কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
নব যৌবনী ধনী অনিবার ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৪। অথ ব্যাধৌ— ॥ ধানশী॥ নব যৌবনী ধনী অনিবার বিরলে না বাঁধে থির । বিষম বিয়াধি বিধি সিরজিল নয়নে গলয়ে নীর ॥ খসয়ে বসন সম্বরিতে নারে আউলায়ে কুন্তলভারা । কনক নবনী জিনি তনুখানি সে হল কেমন ধারা ॥ রহি রহি কহি বচন চমকি সঘনে নিশাস ছাড়ে । উতপত অতি শীত ক্ষিতিতলে হালিয়া হালিয়া পড়ে ॥ সখী সুচতুরা কোরে বসাইয়া কহয়ে প্রবোধ বাণী । নরহরি নাথ নদীয়া চাঁদেরে এখনি মিলাব আনি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নবীন ধনী ধৃতি ধরম ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৫। ॥ পুনঃ গান্ধার॥ নবীন ধনী ধৃতি ধরম ধ্বংসল ঘটল বিষম বিয়াধি । হোত তিলে তিলে প্রবল ঔষধ বিনু কি বচনক সাধি ॥ ভেল বি-বরুণ বিমল তনু ঘন তপত শীত বিথারি । লুঠত ক্ষিতিতলে সজল লোচন যুগলে বিগলত বারি ॥ কাহু বচনে বিশাস নহু উহ নাহ মিলনে নিরাশ । হানি শিরে কর বাণী গদগদ তেজই দীঘ নিশাস ॥ দেই কত শত গারি বিহি নখে ফারি হির পরবন্ধ । যাই সখী তব ধরই কর কর কোরে নরহরি ধন্দ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নবীন বয়েস বেশ নিরুপম ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০। ॥ আশাবরী॥ নবীন বয়েস বেশ নিরুপম রূপের নাহিক লেখা । কনক কমল জিনি তনুখানি পিরিতি অমিয়া মাখা ॥ আহা মরি কিবা রাইর শোভা । অঞ্জনে রঞ্জিত খঞ্জন নয়ন চাহনি ভুবন-লোভা ॥ দশন মুকুতা পাঁতি অরুণিত অধরে মধুর হাসি । ঝলমল মুখ নিরখি গগনে লাজে পলাইল শশী ॥ ভুরুযুগ চারু ভঙ্গিমা কিবা সে পিঠে বিলোলিত বেণী । নরহরি ভণে মদনে দংশিত বিধি এ গঢ়ল ফণী ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নাচে গৌর নিত্যানন্দ রায় ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৯। কিঞ্চ ॥ গান্ধার॥ নাচে গৌর নিত্যানন্দ রায় । অদ্বৈত শ্রীগদাধর শ্রীনিবাস বক্রেশ্বর মুরারি রামাই নাচি যায় ॥ হরিদাস হরি বলি ফিরে দুই বাহু তুলি দাস গদাধরের কি রঙ্গ । হরিদাস দ্বিজবর ধনঞ্জয় ষষ্ঠীধর বায় মহামধুর মৃদঙ্গ ॥ রামানন্দ দামোদর জগদীশ কাশীশ্বর গৌরীদাস মুকুন্দ উদার । সঞ্জয় জগদানন্দ মাধব বাসু গোবিন্দ গায় গীত অমিয়া পাথার ॥ ইথে কি ধৈরজ বান্ধে পশু পক্ষী আদি কান্দে গলয়ে পাষাণ-সম হিয়া নরহরি প্রাণনাথ করি শুভ দৃষ্টিপাত জগত মাতার প্রেম দিয়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নাতি! তুমি নদীয়ার বিধু ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১২। অথোদ্বেগে- ॥ বরাড়ী ॥ নাতি ! তুমি নদীয়ার বিধু । তোমারে দেখিতে চিতে কত সাধ করে হে নবীন নবীন কুলবধূ ॥ ধ্রু ॥ তুমি তা সভারে ভালে ভুলাইতে জানো হে ফিরো নানা নাগরালি বেশে । এই কথোদিন হইতে দেখি আন ভাঁতি হে নয়ানের জলে বুক ভাসে ॥ সঘনে কাঁপয়ে মন মলিন বরণ হে ঘামে তনু তেজহ নিশ্বাস । অবনত মাথে চিতে চিন্তিত সদাই হে মুখে নাই সে মধুর হাস ॥ ঘটিল কঠিন দশা এ নব বয়সে হে কার সনে বাঢ়াইলা প্রীত । কহিলে মরম তারে আনিয়া মিলাই হে নরহরি জানে মোর রীত ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
নাতি! দুখ দেখা নাই যায় ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৭। অথ মোহে ॥ হিন্দোল॥ নাতি ! দুখ দেখা নাই যায় । মজিলা পিরীতি রসে বিষম হইল হে হেন তনু ধুলায় লোটায় ॥ ধ্রু ॥ গোকুল-নাগর পারা চরিত তোমার হে তুমি সেই হেন মনে বাসি । তাহার পিরীতি যার সনে তা শুনিনু হে নাম তার রাধিকা রূপসী ॥ অতি রসিকিনি সেই হেমতনু তার হে তাহারে ভাবিতে হইলা গোরা । তেঁহো তুয়া শ্যামল- বরণ ঘুচাইল হে এই অনুভব কৈলু মোরা ॥ নদীয়া নগরে বোলো সে কোন রমণী হে যে তোমার মোহ ঘটাইল । নরহরি তারে মিলা- ইব এই লাগি হে কত না যুগতি সিরজিল ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |