কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
নব যৌবনী ধনী অনিবার
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৪।

অথ ব্যাধৌ—
॥ ধানশী॥

নব যৌবনী                       ধনী অনিবার
বিরলে না বাঁধে থির ।
বিষম বিয়াধি                    বিধি সিরজিল
নয়নে গলয়ে নীর ॥
খসয়ে বসন                       সম্বরিতে নারে
আউলায়ে কুন্তলভারা ।
কনক নবনী                      জিনি তনুখানি
সে হল কেমন ধারা ॥
রহি রহি কহি                       বচন চমকি
সঘনে নিশাস ছাড়ে ।
উতপত অতি                  শীত ক্ষিতিতলে
হালিয়া হালিয়া পড়ে ॥
সখী সুচতুরা                     কোরে বসাইয়া
কহয়ে প্রবোধ বাণী ।
নরহরি নাথ                      নদীয়া চাঁদেরে
এখনি মিলাব আনি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নবীন ধনী ধৃতি ধরম
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৫।

॥ পুনঃ গান্ধার॥

নবীন ধনী ধৃতি                      ধরম ধ্বংসল
ঘটল বিষম বিয়াধি ।
হোত তিলে তিলে                     প্রবল ঔষধ
বিনু কি বচনক সাধি ॥
ভেল বি-বরুণ                     বিমল তনু ঘন
তপত শীত বিথারি ।
লুঠত ক্ষিতিতলে                    সজল লোচন
যুগলে বিগলত বারি ॥
কাহু বচনে                        বিশাস নহু উহ
নাহ মিলনে নিরাশ ।
হানি শিরে কর                       বাণী গদগদ
তেজই দীঘ নিশাস ॥
দেই কত শত                     গারি বিহি নখে
ফারি হির পরবন্ধ ।
যাই সখী তব                       ধরই কর কর
কোরে নরহরি ধন্দ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নবীন বয়েস বেশ নিরুপম
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০।

॥ আশাবরী॥

নবীন বয়েস                     বেশ নিরুপম
রূপের নাহিক লেখা ।
কনক কমল                   জিনি তনুখানি
পিরিতি অমিয়া মাখা ॥
আহা মরি কিবা রাইর শোভা ।
অঞ্জনে রঞ্জিত                      খঞ্জন নয়ন
চাহনি ভুবন-লোভা ॥
দশন মুকুতা                   পাঁতি অরুণিত
অধরে মধুর হাসি ।
ঝলমল মুখ                      নিরখি গগনে
লাজে পলাইল শশী ॥
ভুরুযুগ চারু                 ভঙ্গিমা কিবা সে
পিঠে বিলোলিত বেণী ।
নরহরি ভণে                    মদনে দংশিত
বিধি এ গঢ়ল ফণী ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাগর গরগর তরল-নয়ান
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬৭।

.      ॥ ধানশী ॥

নাগর গরগর তরল-নয়ান ।
নিরখই কর গহি গোরী-বয়ান ॥
চুম্বন করইতে করু কত ছন্দ ।
কমলে কমলে জনু লাগল দ্বন্দ্ব ॥
কুচযুগ পরশিতে থরহরি কাঁপি ।
হাসি রমণীমণি অঞ্চলে ঝাপি ॥
দৃঢ় পরিরম্ভণে দুহুঁ ভেল এক ।
দামিনীঘন জনু ভেল পরতেক ॥
তিতল ঘরমে পুলকযুত দেহ ।
মদন চতুর দরশাওল লেহ ॥
কুসুমিত কেলি-তলপে ইহ রঙ্গ ।
হেরব কিয়ে নরহরি সখী-সঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাগর ধরিতে নারে হিয়া
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৭।

    ॥ কামোদ॥

নাগর ধরিতে নারে হিয়া ।
দূতীরে নিরাশ বচন কৈয়া ॥
সুবল কত না প্রবোধে তায় ।
বিনু বিনোদিনী কিছু না ভায় ॥
সে দূতী নিরাশ-বচন শুনি ।
উপনীত যথা রমণীমণি ॥
ঝরে দুটি আঁখি অন্তরে বেথা ।
কাতরে তা সহ কহয়ে কথা ॥
পিরীতি করিয়ে সমান সনে ।
কেনে মন দিলে এমন জনে ॥
উপেখিলে বাণী শুনিয়া রাই ।
কহে নরহরি-পানেতে চাই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাগর হরষ হিয়ায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৯।

॥ কামোদ॥

নাগর হরষ হিয়ায় ।
রাই মিলনে চলি যাই ॥
কুঞ্জভবনে রহু যাই ।
রাইক মুরুতি ধিয়াই ॥
দূতী কহল ধনীপাশ ।
উপজল পরম উলাস ॥
তৈখণে বিরচি শিঙ্গার ।
অলখিত করু অভিসার ॥
শুনি সহচরী উপদেশ ।
কুঞ্জে কয়ল পরবেশ ॥
দরশনে যো কিছু ভেল ।
নরহরি কহই না গেল ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাচে গৌর নিত্যানন্দ রায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৯।

কিঞ্চ
॥ গান্ধার॥

নাচে গৌর নিত্যানন্দ রায় ।
অদ্বৈত শ্রীগদাধর                        শ্রীনিবাস বক্রেশ্বর
মুরারি রামাই নাচি যায় ॥
হরিদাস হরি বলি                      ফিরে দুই বাহু তুলি
দাস গদাধরের কি রঙ্গ ।
হরিদাস দ্বিজবর                             ধনঞ্জয় ষষ্ঠীধর
বায় মহামধুর মৃদঙ্গ ॥
রামানন্দ দামোদর                         জগদীশ কাশীশ্বর
গৌরীদাস মুকুন্দ উদার ।
সঞ্জয় জগদানন্দ                         মাধব বাসু গোবিন্দ
গায় গীত অমিয়া পাথার ॥
ইথে কি ধৈরজ বান্ধে                  পশু পক্ষী আদি কান্দে
গলয়ে পাষাণ-সম হিয়া
নরহরি প্রাণনাথ                         করি শুভ দৃষ্টিপাত
জগত মাতার প্রেম দিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাতি কিশোর বয়স তোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৫।

॥ দেশী তোড়ী॥

নাতি কিশোরবয়স তোর
দেখি জুড়ায় নয়ন মোর
তুয়া মধুর মধুর হাসে
মধু সুধা-গরব নাশে
সদা রচহ নবীন বেশ
সে যে না রাখে ধৈরজ লেশ
এবে চাহিতে তোমার পানে
নারি কহিতে যে হয় মনে
তিল আধ না বাঁধহ থেহ
তেজো নিশ্বাস বিষম এহ
তাহে করহ দারুণ খেদ
খেণে খেণে কত নিরবেদ
দুটি নয়ানে ঘটিল ধারা
মুখ হইল কাজর-পারা
তনু কোমল শুকায়া গেল
মন কেমন হরিয়া নিল
কহি মিনতি করিয়া তোরে
লাজ তেজিয়া বোলহ মোরে
ইথে নরহরি রহু সাথী
আনি মিলাব গোপনে রাখি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাতি! তুমি নদীয়ার বিধু
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১২।

অথোদ্বেগে-
॥ বরাড়ী ॥

নাতি !  তুমি নদীয়ার বিধু ।
তোমারে দেখিতে চিতে                  কত সাধ করে হে
নবীন নবীন কুলবধূ ॥ ধ্রু ॥
তুমি তা সভারে ভালে                 ভুলাইতে জানো হে
ফিরো নানা নাগরালি বেশে ।
এই কথোদিন হইতে                  দেখি আন ভাঁতি হে
নয়ানের জলে বুক ভাসে ॥
সঘনে কাঁপয়ে মন                            মলিন বরণ হে
ঘামে তনু তেজহ নিশ্বাস ।
অবনত মাথে চিতে                        চিন্তিত সদাই হে
মুখে নাই সে মধুর হাস ॥
ঘটিল কঠিন দশা                          এ নব বয়সে হে
কার সনে বাঢ়াইলা প্রীত ।
কহিলে মরম তারে                       আনিয়া মিলাই হে
নরহরি জানে মোর রীত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাতি! দুখ দেখা নাই যায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৭।

অথ মোহে
॥ হিন্দোল॥

নাতি ! দুখ দেখা নাই যায় ।
মজিলা পিরীতি রসে                     বিষম হইল হে
হেন তনু ধুলায় লোটায় ॥ ধ্রু ॥
গোকুল-নাগর পারা                   চরিত তোমার হে
তুমি সেই হেন মনে বাসি ।
তাহার পিরীতি যার                 সনে তা শুনিনু হে
নাম তার রাধিকা রূপসী ॥
অতি রসিকিনি সেই                    হেমতনু তার হে
তাহারে ভাবিতে হইলা গোরা ।
তেঁহো তুয়া শ্যামল-                    বরণ ঘুচাইল হে
এই অনুভব কৈলু মোরা ॥
নদীয়া নগরে বোলো                  সে কোন রমণী হে
যে তোমার মোহ ঘটাইল ।
নরহরি তারে মিলা-                    ইব এই লাগি হে
কত না যুগতি সিরজিল ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর