কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
পহুঁ মোর গৌরচন্দ্র গুণভূপ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৫।

॥ পুনঃ মায়ুর॥

পহুঁ মোর গৌরচন্দ্র গুণভূপ ।
নিরজনে নিরব                             ধিয়ান ধরয়ে কভু
না পেখনু কৈছে ভাব অপরূপ ॥ ধ্রু ॥
শ্যামরু মধুর                                   নাম অনুসঙ্গত
বচন তাক প্রথম বরণ থোর ।
দূর সঞে এক                                  শ্রবণে শুনইতে
উনমাদকি কৈছে বুঝব নহুঁ ওর ॥
হেমদমন তনু                                   কম্পই ঘন ঘন
খঞ্জন নয়নে  অগোরই বারি ।
চাহত পঙ্খ                                  বিলোকি জলদ পুন
গমন তুরিত  ভুজযুগল পসারি ॥
মৃদু মৃদু হসত                                 বদন সুকুচায়ত
কো জানই  কি জপই  অনিবার ।
ধরইতে ধৃতি                         কত যতন করই নরহরি
কি ভণব নব চরিত অপার ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পিরীতে মজিলা বিনোদিনী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪৪।

.    ॥ ধানশী ॥

পিরীতে মজিলা বিনোদিনী ।
সখীসব করে কাণাকাণি ॥
মনের উলাসে পাশে গিয়া ।
কহে কত যতন করিয়া ॥
নবীন বয়েসে একি রঙ্গ ।
সদাই পুলকময় অঙ্গ ॥
তিলেক রহিতে নারো ঘরে ।
চাহি মেঘপানে আঁখি ঝরে ॥
নিজমনে মরম কহিতে ।
একি কাজ লাজ বাস চিতে ॥
শুনি ধনী মৃদু মৃদু ভাষে ।
কহে কিছু নরহরি-পাশে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখত বিধুমুখী মাধব দেহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪০৪।

.        ॥ গুজ্জরী ॥

পেখত বিধুমুখী মাধব দেহ ।
ভাজত লাজ যতনে ধরু থেহ ॥
হিয় মাহা উপজল উলস অশেষ ।
বিসরল সখিক যত উপদেশ ॥
মাধব মুদিত মদনমদে মাতি ।
করগহি ধনীক ধয়ল নিজ ছাতি ॥
উচ কুচ কঞ্চুকী ফুগই নিশঙ্ক ।
পায়লু রতন কহই হাম রঙ্ক ॥
পিয়ই সু আধ অধররস থোর ।
সরসিজে ভঙর হোয়ল অছু ভোর ॥
সখী নিরখত এ দুলহ রসরঙ্গ ।
নরহরি কহ কি রহব সখী-সঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখনু নিরজনে গৌরকিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৬।

অথোদ্বেগে যথা—
॥ বেলাবলী॥

পেখনু নিরজনে গৌরকিশোর ।
নীলজলদ মৃগ-                            মদ দলিতাঞ্জন
হেরইতে কঞ্জনয়নে বহে লোর ॥
চিন্তিত হৃদয়                           সুহৃদগণে গোপই
সঘনে নিশাস কি প্রলয়-সমীর ।
জিনি জ্বর জনিত                  কি বিষম কম্প ক্ষণে
চপলাচপল অচল সম থির ॥
চুয়ত ঘরম                          ছরম বিনু অনুখণ
মেরু শিখর কি বরিষে জলধার ।
মনমথ কোটি                        দমন দ্যুতি দমকই
সো অব মলিন চিনই নাহি পার ॥
দূরে রহু দহন-                        দাহ অতি উতপত
শিরিষ কুসুম জিতি কোমল অঙ্গ ।
বিগলিত বেশ                       ধরণীতলে বিলুঠই
নরহরি বুঝব কি কৈছন রঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু গৌর অথির অনিবার
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫১।

.     ॥ পুনঃ সুহই ॥

পেখলু গৌর অথির অনিবার ।
টলমল নযনযুগলে জলধার ॥
নিরজনে নিবসই দোসর-হীন ।
আপন মনহি মানি অতি দীন ॥
ঘন ঘন ভণই বিফল মঝু রোষ ।
দৈব কি করব ইহ করমক দোষ ॥
খণে ভণে বুঝলু এ সকল বিরূপ ।
লোচন বিসরহ শ্যামর রূপ ॥
শ্রবণ না শুনহ তাক গুণগাম ।
হে রসনা, না জপহ তছু নাম ॥
ভণইতে ঐছে নিরব পুনবেরি ।
কাতর নরহরি পহুঁ মুখ হেরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু গৌর উলস হিয় আজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬২।

অথ বেশাভিসার সংক্ষিপ্ত সম্ভোগে--
॥ ভুপালি॥

পেখলু গৌর উলস হিয় আজ ।
কৌতুক বচন                              উচারি মধুরতর
যতনে করই নিজ সাজ ॥  ধ্রু ॥
রচই ললাটে                             তিলক নব কুঙ্কুম
মৃগমদ চন্দনবিন্দু ।
কনক গগনমধি                            তড়িত মেহ সহ
শোহে জনু শরদের ইন্দু ॥
বাঁধই কেশ                              কুসুম পরিমণ্ডিত
কত মনমথ মুরুছায় ।
পহিরই বসন                              ভূষণ মন-রঞ্জন
ভুবনে কি সমতুল তায় ॥
তাম্বুল বদনে                          সোঁপি তহি পদ দুই
চলইতে পুলকিত অঙ্গ ।
অপরূপ ভাবে                       বিবশ মতি গতি নব
নরহরি কি বুঝব রঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু গৌর কমলদল-নয়না
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০০।

অথ শ্রবণে
.       ॥ ধানশী ॥

পেখলু গৌর কমলদল-নয়না ।
ঝলকত শারদ-সুধাকরবয়না ॥
কিয়ে নব প্রেম উথলে হিয়ে পরই ।
নিরুপম দেহ পুলককুল ভরই ॥
পলছন কাহু নিয়রে নাহি রহয়ে ।
কি মধুর মধুর শুনলু ইহ কহয়ে ॥
পুছইতে ‘রা’  বিনু  ‘ধা’  না নিসরই ।
নরহরি পহুঁক নয়নযুগ ঝরই ।

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু গৌর তড়িত জিতি দেহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০২।

.      ॥ পুনঃ ধানশী॥

পেখলু গৌর তড়িত জিতি দেহ ।
খণে খণে বৈঠি উঠহ নাহি থেহ ॥
তেজই ঘন ঘন তীখিণ নিশাস ।
নিরস বদনবিধু বিরহিত হাস ॥
রাধানামে কতহি মন লাগি ।
জপইতে দিবস রজনী রহু জাগি ॥
কোউ ন নিয়রে কহই মৃদু বাণী ।
সুবল উপায় রচহ হিয় জানি ॥
ভণইতে ঐছে চাহি চহুঁ ওর ।
ঝর ঝর ঝরই সুলোচনে লোর ॥
অরু কি কহব মোহে লাগল ধন্দ ।
নরহরি কহ উহ গোকুলচন্দ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু গৌর মরম নাহি জানি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫০।

অথ জড়িমায়াং
॥ গুর্জ্জরী॥

পেখলু গৌর মরম নাহি জানি ।
গর গর মদন-                         গরব ভয়হর তনু
অনুখণ ভণত ভরমময় বাণী ॥ ধ্রু ॥
মন রহু অনত ন                        বনত গতাগতি
নিকসত দৃতিসম সঘনে নিশাস ।
সতত রচই হুঙ্কার                 অথির অতি সুমধুর
অধরে রহিত মৃদু হাস ॥
সুললিত লোচন-                          যুগল মুদি রহু
নিমিখ না নিরখই কাহুক ওর ।
নিজজন নিকটে                     আলাপত কত কত
সো ন শ্রবণপুটে পৈঠত থোর ॥
করি কত ভাতি                    যতনে কছু পুছইতে
শুনই না শুনই উতর নাহি তায় ।
তিলে তিলে বিষম                    সশঙ্কিত হেরইতে
নরহরি হৃদয় দহনে দহি যায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেঁখলু পরম মুদিত সুকুমারী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯২।

.       ॥ ভুপালী ॥

পেঁখলু পরম মুদিত সুকুমারী ।
ঝলমল অঙ্গকিরণ রুচিকারী ॥
নিরজনে বৈঠি মুকুর লেই হাত ।
মুখ অবলোকনে অবনত মাথ ॥
সখী কছু পুছই যতনে হসি থোরি ।
শুনইতে লাজে রহই মুখ মোড়ি ॥
নয়নকোণে করু রস-পরকাশ ।
কি কহব নরহরি প্রেমবিলাস ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর