কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
পহুঁ মোর গৌরচন্দ্র গুণভূপ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৫। ॥ পুনঃ মায়ুর॥ পহুঁ মোর গৌরচন্দ্র গুণভূপ । নিরজনে নিরব ধিয়ান ধরয়ে কভু না পেখনু কৈছে ভাব অপরূপ ॥ ধ্রু ॥ শ্যামরু মধুর নাম অনুসঙ্গত বচন তাক প্রথম বরণ থোর । দূর সঞে এক শ্রবণে শুনইতে উনমাদকি কৈছে বুঝব নহুঁ ওর ॥ হেমদমন তনু কম্পই ঘন ঘন খঞ্জন নয়নে অগোরই বারি । চাহত পঙ্খ বিলোকি জলদ পুন গমন তুরিত ভুজযুগল পসারি ॥ মৃদু মৃদু হসত বদন সুকুচায়ত কো জানই কি জপই অনিবার । ধরইতে ধৃতি কত যতন করই নরহরি কি ভণব নব চরিত অপার ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
পেখনু নিরজনে গৌরকিশোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৬। অথোদ্বেগে যথা— ॥ বেলাবলী॥ পেখনু নিরজনে গৌরকিশোর । নীলজলদ মৃগ- মদ দলিতাঞ্জন হেরইতে কঞ্জনয়নে বহে লোর ॥ চিন্তিত হৃদয় সুহৃদগণে গোপই সঘনে নিশাস কি প্রলয়-সমীর । জিনি জ্বর জনিত কি বিষম কম্প ক্ষণে চপলাচপল অচল সম থির ॥ চুয়ত ঘরম ছরম বিনু অনুখণ মেরু শিখর কি বরিষে জলধার । মনমথ কোটি দমন দ্যুতি দমকই সো অব মলিন চিনই নাহি পার ॥ দূরে রহু দহন- দাহ অতি উতপত শিরিষ কুসুম জিতি কোমল অঙ্গ । বিগলিত বেশ ধরণীতলে বিলুঠই নরহরি বুঝব কি কৈছন রঙ্গ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
পেখলু গৌর উলস হিয় আজ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬২। অথ বেশাভিসার সংক্ষিপ্ত সম্ভোগে-- ॥ ভুপালি॥ পেখলু গৌর উলস হিয় আজ । কৌতুক বচন উচারি মধুরতর যতনে করই নিজ সাজ ॥ ধ্রু ॥ রচই ললাটে তিলক নব কুঙ্কুম মৃগমদ চন্দনবিন্দু । কনক গগনমধি তড়িত মেহ সহ শোহে জনু শরদের ইন্দু ॥ বাঁধই কেশ কুসুম পরিমণ্ডিত কত মনমথ মুরুছায় । পহিরই বসন ভূষণ মন-রঞ্জন ভুবনে কি সমতুল তায় ॥ তাম্বুল বদনে সোঁপি তহি পদ দুই চলইতে পুলকিত অঙ্গ । অপরূপ ভাবে বিবশ মতি গতি নব নরহরি কি বুঝব রঙ্গ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
পেখলু গৌর মরম নাহি জানি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫০। অথ জড়িমায়াং ॥ গুর্জ্জরী॥ পেখলু গৌর মরম নাহি জানি । গর গর মদন- গরব ভয়হর তনু অনুখণ ভণত ভরমময় বাণী ॥ ধ্রু ॥ মন রহু অনত ন বনত গতাগতি নিকসত দৃতিসম সঘনে নিশাস । সতত রচই হুঙ্কার অথির অতি সুমধুর অধরে রহিত মৃদু হাস ॥ সুললিত লোচন- যুগল মুদি রহু নিমিখ না নিরখই কাহুক ওর । নিজজন নিকটে আলাপত কত কত সো ন শ্রবণপুটে পৈঠত থোর ॥ করি কত ভাতি যতনে কছু পুছইতে শুনই না শুনই উতর নাহি তায় । তিলে তিলে বিষম সশঙ্কিত হেরইতে নরহরি হৃদয় দহনে দহি যায় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |