কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
পেখলু পহুঁ কি ভাবে ভেল ভোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৬।

অথ মৃত্যুদশায়াং
॥ সিন্ধুড়া॥

পেখলু পহুঁ কি ভাবে ভেল ভোর ।
কবহি না ঐছে                           দশা অব সোসর
চাহ রহিত মতি গতি নহু ওর ॥ ধ্রু ॥
নিজকর রোপিত                         রুচির কুসুমময়
মালতী মল্লী বল্লিকুল হেরি ।
অরুণিম নয়ন-                         লোরে পরিপূরিত
কহি কত তাহে পরশি পুনবেরি ॥
প্রিয়জন-পাণি                            পকরি পরমাদরে
ভণি বহু ভাতি বজর সম বাত ।
মোতিম হার                        সোঁপি অতি তুরিতহি
শ্যাম নাম ডপে জরজর গাত ॥
নিকট হি নীপ                         বিপিনে অলি ঝঙ্করু
মন্দপবন পরবেশল তাঁহি ।
নরহরি রোষই                            কতহি সমুঝায়ত
শুনই ন মুরছি পড়ল তিহি ঠাঁই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু পহুঁ কিয়ে ভাতি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৫।

॥ পুনঃ তোড়ী॥

পেখলু পহুঁ কিয়ে ভাতি ।
নিশসই নিরত কবহি উর জাতি ॥
উতপত কাঞ্চন দেহ ।
পাণ্ডুর বরণ ঘটত গত-থেহ ॥
কহে অতি গদগদ ভাষ ।
সুবল সাংঘাত বিফল ভেল আশ ॥
তবহি মৌন গহি নেল ।
উপজত শীত বিরস ভই গেল ॥
মোহ ইছই বহু বেরি ।
ঝরই নয়ন নিজ পরিজন হেরি ॥
নরহরি কহই ন ওর ।
সমুঝলু গৌর গোপীচিত চোর ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু বর গৌর সুঘর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৮।

॥ পুনঃ কামোদ॥

পেখলু বর                      গৌর সুঘর
সুন্দর সুখধাম ।
উলসিত প্রতি                   অঙ্গ পুলক
ঝলকত অবিরাম ॥
প্রকটত নব                     নব সব সু-
ঘরাই অধিক আজি ।
করু কত কত                 বেশ ললিত
কেশ কুসুমে সাজি ॥
পহিরত নব                      বসন সরস
ভূষণ নহু অন্ত ।
দরপণ করে                   নিরখত ছবি
হসত লসত দন্ত ॥
ভরমে ভণত                     কানু কপটী
ঝটিত কি ইত আব ।
শুনি প্রমোদিত                 নরহরি বলি-
হারি বেকত ভাব ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু বিরলে গৌর দ্বিজরাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫২।

অথ ব্যাধৌ—
॥ অমরপঞ্চম॥

পেখলু বিরলে গৌর দ্বিজরাজ ।
নীরজ নয়নে                        নীর ঝরু ঝর ঝর
না বুঝল ঐছে কাহে ভেল আজ ॥ ধ্রু ॥
দামিনী কুঙ্কুম                          কনক কঞ্জ জিনি
মঞ্জু মূরতি অতি পাণ্ডুর ভেল ।
তপনতাপ-দব                           দাহ দমন ঘন
হৃদয়ক দাহে দগধ ভই গেল ॥
শুনইতে নিজজন                         বচন চাহ পুন
ভণইতে কন্ঠে বেকত নহু ভাষ ।
লাগই দশনে                        দশন শীতে কম্পই
অবিরত খরতর বহই নিশাস ॥
বিলুঠই ধরণী                         ধূরি -পরিমণ্ডিত
কেশ খসল না সম্ভারল তায় ।
তিলে তিলে অবশ                 এ বিষম দশা ইথে
নরহরি কাতর না হেরি উপায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখলু হাম অতি অপরূপ আজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৭।

পুনস্তদ্যথা [ সখী সখীং প্রত্যাহ ]
.          ॥ ধানশী ॥

পেখলু হাম অতি অপরূপ আজ ।
ভুলল কুলবতী কুলভয়-লাজ ॥
কি কহব সো নিজ সহচরী মেলি ।
কৌতুকে কুসুমচয়নে চলি গেলি ॥
হাসি হরষে রহু চহুদিশে চাই ।
তহি দিঠি পথগত হোয় না মাধাই ॥
তব ধরি অন্তরে ধরই ন থেহ ।
নরহরি ধন্ধ ঘটল কিয়ে লেহ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রভু মোর শ্রীঅদ্বৈত উদার
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৭।

অথ শ্রীমদ্বদ্বৈতচন্দ্রস্য ---
    ॥ সুহই ॥

প্রভু মোর শ্রীঅদ্বৈত উদার ।
কলিযুগ-গরবহারী-অবতার ॥
চম্পকদাম-দমন তনুকাঁতি ।
অবিরল বিপুল পুলককুল ভাঁতি ॥
গৌরপ্রেম ভরে পরম বিভোর ।
অনুখণ কমলনয়নে বহে লোর ॥
নিরুপম সংকীর্ত্তণ-সুখে মাতি ।
নিজগণ সঙ্গে বিহরে দিনরাতি ॥
পামর দুরগত দুখিতে নেহারি ।
করই কোরে ভুজযুগল পসারি ॥
জনে জনে ভকতি রতন করু দান ।
বঞ্চিত রহু নরহরি অগেয়ান ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রিয় সহচরী ধরি ধনী করে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৫।

॥ দেশপাল ॥

প্রিয় সহচরী                       ধরি ধনী করে
কহয়ে মধুর ভাষে ।
ওহ দেখ কালা                  রূপে করি  আলা
আইসে তোমার পাশে ॥
রসের আবেশে                     আসি নিরখিব
তুয়া এ বদনশশী ।
ঝাপিবে ঘুঘটে                      পালটিবে মুখ
দেখায়া অলপ হাসি ॥
পরশিতে কুচ                      করে কর ঠেলি
সামাবে আমার কোলে ।
করিব কাকুতি                  তাহে তোমা দিব
না যাবে আমার বোলে ॥
অবনত মাথে                  থাকি আখি কোণে
নিরখি রাখিবে মান ।
নরহরি কহে                       যদি নেবারিতে
পারয়ে মদন-বাণ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বকুলকুঞ্জেতে রহে রাই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৯৯।

.     ॥ শ্রীরাগ॥

বকুলকুঞ্জেতে রহে রাই ।
অলখিত কালিয়া নাগর পানে চাই ॥
দূতী অতি চতুরা তুরিতে ।
কহে গিয়া শ্যাম-পাশে আ’লু তোমা নিতে ॥
তোমার গুণের সীমা নাই ।
কিবা না করিতে পার, শুনি সব ঠাই ॥
দেব দিঠি হইল রাধায় ।
বুঝিনু তাহার তুমি জীবন-উপায় ॥
রাধানাম শুনিতে শ্রবণে ।
পুলকিততনু কানু উলসিত মনে ॥
কহয়ে দূতীর করে ধরি ।
পিয়াইলা কি নব অমিয়া শ্রুতি ভরি ॥
এত কহি নারে থির হৈতে ।
চলিলা বকুলকুঞ্জে দূতীর সহিতে ॥
সখী কহে রাইয়েরে যতনে ।
আইল কালিয়া দেব পূজো যেবা মনে ॥
ধনী লাজে বদন ছাপায় ।
কালিয়া পরশি রসসায়রে ভাসায় ॥
কিবা রঙ্গে প্রথম মিলন ।
নরহরি দেখি কিয়ে জুড়াব নয়ন ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বকুলকুঞ্জে বর বরজকিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৮১।

.      ॥ ধানশী॥

বকুলকুঞ্জে বর বরজকিশোর ।
লোচন চপল হেরই চহুঁ ওর ॥
ঝামরু বদন বিগত মৃদু হাস ।
তেজত অনুখণ তপত নিশ্বাস ॥
ঘন ঘন ভণই সো সুকুমারী ।
সফল করব কিয়ে নয়ন হামারি ॥
হাসিতে জনুয়ে রতন অনুপাম ।
হাহা দৈব হোয়ল মোহে বাম ॥
ঐছন ভণইতে ভগবতী গেল ।
তাহে নিরখিয়া উল্লসিত ভেল ॥
পুছই কুশল কুশল দরশায় ।
তহি মধু-মধুর বচন কহু তায় ॥
সো অনুরাগিণী নিরুপমরীত ।
তা সঞে ঘটয়ে ভাগ সঞে প্রীত ॥
তাহে পরিহরি নরহরি-পহুঁ কান ।
অব উতপত না সহই ফুলবাণ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বকুলকুঞ্জে হাম থেহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫৪।

দূতী তল্লালসাদশাং প্রাহ –
॥ সুহই॥

বকুলকুঞ্জে হাম থেহ ।                 তাহা সঞে আয়ল কহইতে এহ ॥
শুন শুন রঙ্গিণী গোরী ।
তুহুঁ যব কয়লি সিনান ।                তোহে হেরি মাধব হরল গেয়ান ॥
দলিত কেশর গহি হাত ।              তুয় তনু কাঁতি ভরমে ভরু গাত ॥
অনুখণ তোহারি ধিয়ান ।               তুয় বিনু বাণী ভণই নাহি আন ॥
নরহরি নিরিখল তায় ।                   তুহুঁ তছু সরবস্ব জীবন উপায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর