কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
বেশ বিরচি বিশেষ সখি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১০। তত্র বন্দিবকত্রাদ্ যথা ॥ তোড়ী॥ বেশ বিরচি বিশেষ সখি ! মঝু ভেল হিয়কি হুলাস । তুরিত নিরজনে যাই বৈঠলু রহি না দোসর পাশ ॥ হেরি তহি নব বল্লরীচয় চপল অন্তর মোর । তোড়ি কুসুম সু- হার গূথন লাগি কৌতুক জোর ॥ সোই সময় সু দুর রহু বর বন্দিগণ মন মাতি । পরসপর উহ শ্যামসুন্দর চরিত ভণ কত ভাঁতি ॥ তাক তনক এ শ্রবণ পরশত হরল সকল গেয়ান । হোয়ল অতি বিপ- রীত অন্তর মরম নরহরি জান ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
ভাবে বিভোর গৌর গুণমণিয়া ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২। অথোন্মাদে ॥ দেশপাল ॥ ভাবে বিভোর গৌর গুণমণিয়া । অরুণ কমল দল- দলন বিলোচন শাঙন ঘনকি সঘন বরষণিয়া ॥ ধ্রু ॥ ডগমগ দেহ দলিত নব কুঙ্কুম তড়িতপুঞ্জ জিনি বরণ চিকণিয়া । কুসুম সুবেশ বসন নাহি সম্বরু বিগলিত কুন্তল লুঠই ধরণিয়া ॥ নিন্দি শরদবিধু বদনে নিরন্তর হরি হরি ভণত ভূরি গরজনিয়া । চূয়ত ঘরম কম্প কিয়ে অদভুত গতি মত্ত কুঞ্জর গরব-হরণিয়া ॥ নিখিল ভুবন জন- রঞ্জন ভুজযুগে ঝাঁপি পতিতে করুণা রসখনিয়া । বিতরই প্রেম রতন কত আদরে নরহরি কহ কলিযুগ ধনি ধনিয়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
ভুবনমোহন গৌর নটবর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬। অথ স্বাপ্নসংক্ষিপ্ত সম্ভোগে – ॥ ধানশী ॥ ভুবনমোহন গৌর নটবর বিহরে সুরধনী-তীর । পূরব সোঙরত সঘনে দিঠি ভরি ঢরকে আনন্দ নীর ॥ হসত লহু লহু ললিত তরল সু- দশনগণ জনু মোতি । পুলক-বলিত সু- বলিত তনু জিনি কনক চম্পক জ্যোতি ॥ নিরখি পরিকর পরম প্রমোদিত নিছই নিজ নিজ দেহ । মরম সমুঝি সুছন্দে গায়ে কি অমিয় বরষত মেহ ॥ তৃষিত তিরপিত পতিত পামর ধাই চলু চহুঁ ওর । কুমতি নরহরি শ্রুতি না পৈঠল ঐছে পহুঁ গুণ থোর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |