কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
বিনোদিনী কত সুখে ভাসে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০৬।

.    ॥ কামোদ ॥

বিনোদিনী কত সুখে ভাসে ।
আসিতে কালিয়াচাঁদ পাশে ॥
পরশিতে কত সাধ হয় ।
পরশে উপজে লাজ ভয় ॥
রাই-তনু-পরশের আশে ।
কালিয়া চঞ্চল রসে ভাসে ॥
সাধ করি যে মালা গাঁথিল ।
রাই গলে ছলে পরাইল ॥
কহি কত কথা মৃদু হাসি ।
চুম্বয়ে সুচারু মুখশশী ॥
কুচের কাঁচুলি খসাইতে ।
কত সাধ উপজয়ে চিতে ॥
করয়ে নিবিড় আলিঙ্গন ।
পুলকে পূরয়ে তনুমন ॥
তনু তনু ভিন নাহি হয় ।
কুসুমশেজেতে বিলসয় ॥
ছরমে ঘরম দুহুঁ গায় ।
সখী সুখে নিবারয়ে বায় ॥
এ নব কৌতুক নিরখিয়া ।
নরহরি জুড়াব কি হিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বিনোদিনী সে স্বপন কহে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬২।

.    ॥ ধানশী॥

বিনোদিনী সে স্বপন কহে ।
তিল আধ চিতে থির না রহে ॥
সহচরী কত প্রবোধিয়া ।
কালিয়া নিকটে কহয়ে গিয়া ॥
স্বপনে কি কৈলে বিষম কাজ ।
নিরমল কুলে পাড়িলে বাজ ॥
কি আর বলিব যে দশা তার ।
পরাণ রাখিতে হৈল ভার ॥
শুনি কানু অতি আতুর হৈয়া ।
নিকুঞ্জ-ভবনে চলিল ধায়া ॥
বিনোদিনী হেরি কালিয়া পানে ।
উপজল লাজ, উলাস মনে ॥
রসিকশেখর নাগররায় ।
অনিমিখ আখ্যে ও মুখ চায় ॥
কত না আদরে করয়ে কোরে ।
বিলসে বিপুল রসের ভরে ॥
নরহরি আশা করয়ে চিতে ।
দেখিব কি সুখ সখীর সাথে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বিরলে পুছয়ে বারে বারে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪৮।

.     ॥ ধানশী  ॥

বিরলে পুছয়ে বারে বারে ।
রাই কিছু কহিতে না পারে ॥
কালা নাম আনিতে বয়নে ।
কত ধারা বহে দুনয়নে ॥
বুঝিয়া চতুর সহচরী ।
কানু পাশে চলে তরাতরি ॥
নিরুপম রাইয়ের পিরীতি ।
নরহরি কহে কানুপ্রতি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বেশ বিরচি বিশেষ সখি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১০।

তত্র বন্দিবকত্রাদ্ যথা
॥ তোড়ী॥

বেশ বিরচি                     বিশেষ সখি ! মঝু
ভেল হিয়কি হুলাস ।
তুরিত নিরজনে                         যাই বৈঠলু
রহি না দোসর পাশ ॥
হেরি তহি নব                              বল্লরীচয়
চপল অন্তর মোর ।
তোড়ি কুসুম সু-                          হার গূথন
লাগি কৌতুক জোর ॥
সোই সময় সু                          দুর রহু বর
বন্দিগণ মন মাতি ।
পরসপর উহ                             শ্যামসুন্দর
চরিত ভণ কত ভাঁতি ॥
তাক তনক এ                         শ্রবণ পরশত
হরল সকল গেয়ান ।
হোয়ল অতি বিপ-                      রীত অন্তর
মরম নরহরি জান ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাবে অবশ রসময় নব নাহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৩।

অথ মোহে –
.     ॥ তোড়ী ॥

ভাবে অবশ রসময় নব নাহ ।
ছলছল দিঠি বিলুঠই মহীমাহ ॥
হোত নিচল কনকাচল দেহ ।
হেরইতে পরিকর ধরই না থেহ ॥
রাধা নাম উচ্চারি বহু বেরি ।
শুনত চৌকি পহুঁ চহুদিশ হেরি ॥
গরগর হিয় গহি নরহরি-পাণি ।
বিতরত প্রেম না নিজপর জানি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাবে বিভোর গৌর গুণমণিয়া
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২।

অথোন্মাদে
॥ দেশপাল ॥

ভাবে বিভোর গৌর গুণমণিয়া ।
অরুণ কমল দল-                        দলন বিলোচন
শাঙন ঘনকি সঘন বরষণিয়া  ॥ ধ্রু ॥
ডগমগ দেহ                            দলিত নব কুঙ্কুম
তড়িতপুঞ্জ জিনি বরণ চিকণিয়া ।
কুসুম সুবেশ                           বসন নাহি সম্বরু
বিগলিত কুন্তল লুঠই ধরণিয়া ॥
নিন্দি শরদবিধু                          বদনে নিরন্তর
হরি হরি ভণত ভূরি গরজনিয়া ।
চূয়ত ঘরম                        কম্প কিয়ে অদভুত
গতি মত্ত কুঞ্জর গরব-হরণিয়া ॥
নিখিল ভুবন জন-                        রঞ্জন ভুজযুগে
ঝাঁপি পতিতে করুণা রসখনিয়া ।
বিতরই প্রেম                        রতন কত আদরে
নরহরি কহ কলিযুগ ধনি ধনিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাবে ভোরা গোরা রহয়ে বিরলে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪২।

.    ॥ কিঞ্চ ধানশ্রী॥

ভাবে ভোরা গোরা রহয়ে বিরলে ।
ভাসে সদা দুটি নয়ানের জলে ॥
খেণে ভণে যদি মুদিয়ে নয়ান ।
হিয়া মাঝে দেখি সে চাঁদ বয়ান ॥
খেণে কহে যদি মেলি দুটি আঁখি ।
শ্যাম তনু বিনা আন নাহি দেখি ॥
একি হৈল বলি ব্যাকুলিত চিত ।
কি বুঝিব নরহরি এ চরিত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাবের আবেশে নিরজনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬৩।

অথ সংক্ষিপ্ত সম্ভোগ-রসোদ্ গারে
.       ॥ শ্রীরাগ ॥

ভাবের আবেশে নিরজনে ।
কহে গোরা মধুর বচনে ॥
কে জানে এমন হবে সই ।
পুছিলে রজনী কথা কই ॥
সে পিয়া পিরীতে মজাইল ।
এত কহি লাজ উপজিল ॥
আধ হাসি চাহে চারি ভিত ।
নরহরি না বুঝে রীত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাবের আবেশে বিনোদিনী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬৬।

.      ॥ ধানশী ॥

ভাবের আবেশে বিনোদিনী ।
হাসি মিশাইয়া কহে সুমধুর বাণী ॥
সই তোরে বলিতে কি লাজ ।
ভেটিলু কালিয়া বিধু নিধুবনমাঝ ॥
ভয়ে না যাইয়ে তার পাশে ।
সে করে কাকুতি কত পরশের আশে ॥
কি মোহিনী কৈলে চাহনিতে ।
কখন করিল কোলে নারিলু জানিতে ॥
ঘন ঘন মুখে মুখ দিয়া ।
পরাণ পাইলু বলি উমড়য়ে হিয়া ॥
সে নব পিরীতি সোঙরিতে ।
নরহরি কি কব, কত না উঠে চিতে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভুবনমোহন গৌর নটবর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬।

অথ স্বাপ্নসংক্ষিপ্ত সম্ভোগে –
॥ ধানশী ॥

ভুবনমোহন                         গৌর নটবর
বিহরে সুরধনী-তীর ।
পূরব সোঙরত                 সঘনে দিঠি ভরি
ঢরকে আনন্দ নীর ॥
হসত লহু লহু                   ললিত তরল সু-
দশনগণ জনু মোতি ।
পুলক-বলিত সু-                বলিত তনু জিনি
কনক চম্পক জ্যোতি ॥
নিরখি পরিকর                  পরম প্রমোদিত
নিছই নিজ নিজ দেহ ।
মরম সমুঝি                    সুছন্দে গায়ে কি
অমিয় বরষত মেহ ॥
তৃষিত তিরপিত                   পতিত পামর
ধাই চলু চহুঁ ওর ।
কুমতি নরহরি                   শ্রুতি না পৈঠল
ঐছে পহুঁ গুণ থোর ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর