কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
আজু গৌর গরগর দেহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬।

অথ সংক্ষিপ্ত সম্ভোগরসোদগারে
॥ শ্রীরাগ॥

আজু গৌর গরগর দেহ ।
কিয়ে ভাবে ধরই না থেহ ॥
কছু কহই কহই ন পারি ।
ঘন ঢরকি রহু দিঠি-বারি ॥
তহি পারিষদ চহুঁ পাশ ।
হেরি হোত পরম উলাস ॥
হিয় উমড়ি বিবিধ তরঙ্গ ।
কো বুঝব উহ নব রঙ্গ ॥
মরি মরি কি কীর্ত্তন নাট ।
জনু প্রকট প্রেমক হাট ॥
নরহরি কি পাওব অন্ত ।
সুখে ভাসি চলল দিগন্ত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু গৌর গুনধাম
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৪।

অত্রান্তেহনঙ্গলেখায়াং---
    ॥ গান্ধার ॥

আজু গৌর গুণধাম ।
ভাবে বিবশ অবিরাম ॥
নয়নযুগলে ঝরু নীর ।
কাঁপই সকল শরীর ॥
তেজই সঘনে নিশাস ।
অবিরত বিষম হতাশ ॥
ধৈরয ধরই না পারি ।
অনুখণ মনে কি বিচারি ॥
কো সমুঝব নহুঁ অন্ত ।
লেখই লিখন তুরন্ত ॥
কহি কত রস রসবাত ।
সোঁপই নরহরি-হাত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু তুয়া পানে চায়া গো
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬৪।

সখী নায়িকাং প্রত্যাহ---
  ॥ আশাবরী ॥

আজু তুয়া পানে চায়া গো ।
কেবা বা ধরিবে হিয়া গো ॥
শুখায়াছে মুখখানি গো ।
তাহে গদ গদ বাণী গো ॥
মলিন হৈয়াছে তনু গো ।
হেমাঞ্জনমাখা জনু গো ॥
ধৈরয ধরিতে নার গো ।
সদা আনছান কর গো ॥
এ সখি !  এমন কেনে গো ।
কহ না কি আছে মনে গো ॥
ইথে ভাবে নরহরি গো ।
না কহিলে প্রাণে মরি গো ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু দেখি অতি উলাস তোরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৯।

অথ সংক্ষিপ্তসম্ভোগে—
   ॥ ধানশী॥

আজু দেখি অতি উলাস তোরে
বোল বোল নাতি !  সে কথা মোরে ॥
বুঝি তুয়া সাধ সাধিলে বিধি ।
মিলাইয়া দিলে দুলহ নিধি ॥
নদীয়ার মাঝে সে ধনী ধনী ।
পাইল এ হেন পরশমণি ॥
নরহরি জানে মানেতে যাহা ।
এতদিনে হইল সফল তাহা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু নব কদম্ব-কাননে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৩।

॥ পুনঃ সুহই ॥

আজু নব কদম্ব-কাননে ।
বহরয়ে পারিষদ-গণে ॥
মুকুন্দ মাধব মহামতি ।
গায় পহুঁ পুরুষ পিরীতি ॥
শুনি বিয়াকুল গোরা রায় ।
রাধা রাধা রাধা বলি ধায় ॥
চাহি প্রিয় গৌরীদাস-পানে ।
কত ধারা বহে দু’নয়ানে ॥
কহে গদগদ আধ ভাষ ।
রাই বিনু জীবনে কি আশ ॥
সে নাম শুনাবে শ্রুতিদেশে ।
করিবে উচিত ক্রিয়া শেষে ॥
এত কহি ধরণী লোটায় ।
দেখি কেনা কান্দে উভরায় ॥
না দরবে নরহরি-হিয়া ।
কে গড়িল কি পাষাণ দিয়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু নব গোরী সহ শ্যাম উলসে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১৬।

॥ মারু গান্ধার॥

আজু নব গোরী সহ শ্যাম উলসে ।
মঞ্জুতর কুঞ্জতল তলপে বিলসে ॥
দুহুঁক তনু কাঁতি অতিললিত লসই ।
সজল জলদাভ থির তড়িতে হসই ॥
শিথিল দুহুঁ বেশ সে অশেষ সুষমা ।
দুহুঁ দুহুঁক লখই দিঠি ভঙ্গি অসমা ॥
ভণত দুহুঁ বচন জনু অমিয় বরষে ।
নরহরি কি শ্রবণ ভরি পিয়ব হরষে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু না জানি কি ভাবে ভোরা গোরা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৯।

॥ পুনঃ ধানশী ॥

আজু না জানি                কি ভাবে ভোরা গোরা
গরগর বর বিরলে বসি ।
নখে লিখে ক্ষিতি                        মতি গতি নব
মলিন সুচারু বদনশশী ॥
আন সনে বাণী--                         বিরহিত কারু
পানে না বারেক ফিরিয়া চাহে ।
নিরুপম নব                            বাউলের পারা
অনুখণ মনে মনে কি কহে ॥
বিগলিত চারু                           কুন্তল লোটয়ে
ঘন ঘটা যেন মণ্ডিত ক্ষিতি ।
পরিধান বাস                            ভূষণ খসে কি
সম্বরিব কিছু নাহিক স্মৃতি ॥
ভোজন পানে                          বিরতি অতিশয়
ঝামরু সুচারু কনকদেহা ।
দুনয়নে বহে                           বারিধারা হেরি
নরহরি চিতে না বাঁধে থেহা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু পেঁখলু নয়ান ভরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯০।

॥ পুনঃ আশাবরী॥

আজু পেঁখলু নয়ান ভরি ।
ঝলমল করে                            সেরূপ-লাবণি
নিছনি লইয়া মরি ॥
ধনী সুখের সায়রে ভাসে ।
তাম্বুলের রাগে                          অধর উজোর
মধুর মধুর হাসে ॥
ওগো সে বেশে ভুবন ভুলে ।
মল্লিকা মালতী                    থরে থরে শোহে
সুচারু চাঁচর চুলে ॥
কিবা ভঙ্গি তা কহিব কত ।
মনে করি নর-                      হরি পহুঁ গোরা
রসের আবেশে এত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু পেখলু পরম উছাহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬২।

অথাপ্তদূতীগত্যুক্ত্যাদৌ---
   ॥ ধানশী ॥

আজু পেখলু পরম উছাহ ।
দূরে গেও সকল বিরহ-দবদাহ ॥ ধ্রু ॥
কিয়ে নবভাব বুঝই নাহি পার ।
নিরজনে বৈঠি কি করবই বিচার ॥
মৃদু মৃদু হাসি কহই মৃদু বাণী ।
এ দূতী !  তুহুঁ অতি চতুর সেয়ানী ॥
রাখলি জীবন এ যতনে অনেক ।
যোই কহলি সো করলি পরতেক ॥
চল চল ললিত কুঞ্জগৃহ-মাহ ।
রাখি আয়লি যাহা বিদগধ নাহ ॥
ঐছে ভণই পুন বিরহিত বাত ।
নরহরি শুনত ধন্দ ভই যাত ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আজু বিপিনে পহুঁ পেখি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩০১ ।

অথোদ্বেগে
॥ সুহই ॥

আজু বিপিনে পহুঁ পেখি ।
অবনত মাথ নখহি ক্ষিতি লেখি ॥
ঝরই নয়ন অনিবার ।
মেরুশিখরে জনু সুরধনী ধার ॥
নিশসই কছু না আলাপি ।
মলিন কনক তনু ঘরম বিয়াপি ॥
পলছন মন নহু পাশ ।
বিরহিত চান্দ বদনে মৃদু হাস ॥
সুধি না রহই দিনরাতি ।
তিলে তিলে কৈছে উমড়ি রহু ছাতি ॥
নরহরি ইহ অনুমান ।
সো ধনী লাগি যৈছে উহ কান ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর