কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
আজু না জানি কি ভাবে ভোরা গোরা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৯। ॥ পুনঃ ধানশী ॥ আজু না জানি কি ভাবে ভোরা গোরা গরগর বর বিরলে বসি । নখে লিখে ক্ষিতি মতি গতি নব মলিন সুচারু বদনশশী ॥ আন সনে বাণী-- বিরহিত কারু পানে না বারেক ফিরিয়া চাহে । নিরুপম নব বাউলের পারা অনুখণ মনে মনে কি কহে ॥ বিগলিত চারু কুন্তল লোটয়ে ঘন ঘটা যেন মণ্ডিত ক্ষিতি । পরিধান বাস ভূষণ খসে কি সম্বরিব কিছু নাহিক স্মৃতি ॥ ভোজন পানে বিরতি অতিশয় ঝামরু সুচারু কনকদেহা । দুনয়নে বহে বারিধারা হেরি নরহরি চিতে না বাঁধে থেহা ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু পেঁখলু নয়ান ভরি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯০। ॥ পুনঃ আশাবরী॥ আজু পেঁখলু নয়ান ভরি । ঝলমল করে সেরূপ-লাবণি নিছনি লইয়া মরি ॥ ধনী সুখের সায়রে ভাসে । তাম্বুলের রাগে অধর উজোর মধুর মধুর হাসে ॥ ওগো সে বেশে ভুবন ভুলে । মল্লিকা মালতী থরে থরে শোহে সুচারু চাঁচর চুলে ॥ কিবা ভঙ্গি তা কহিব কত । মনে করি নর- হরি পহুঁ গোরা রসের আবেশে এত ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |