কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
মাধব! অব কছু কহই না যায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৯।

.     ॥ পুনঃ ধানশী ॥

মাধব! অব কছু কহই না যায় ।
তোহে বিসরব ধনী করই উপায় ॥
সহচরী সহ আন বচন আলাপি ।
তোহারি নাম শুনইতে শ্রুতি ঝাঁপি ॥
নিজগৃহ কাজ বিষয়ে রহু চাহ ।
গুরুজন-সেবনে রচই উছাহ ॥
ভরমহি নীপ বিপিন নাহি হেরি ।
ঘরসে বাহার না চলু একুবেরি ॥
পেখি আয়ল হাম ঐছন রীত ।
তিলে তিলে কি হোয়ই নহু পরতীত ॥
নরহরি বচনে করহ বিশোয়াস ।
তুরিতে চলহু তুহুঁ তাকর পাশ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব! অব কি কহব তুয়া পাশ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২২।

তদ্ যথা --
.       ॥ ভূপালী ॥

মাধব ! অব কি কহব তুয়া পাশ ।
সো বিরহিণী ধনী হোওল নিরাশ ॥
জানি এ নিকরুণ চরিত তোহার ।
তেজব দেহ করল নিরধার ॥
তুরিত কন্ঠসঞে হার উতারি ।
সোঁপল সখীক করহি কর ধারি ॥
নিজকর রোপিত মল্লী নব বেলী ।
কহি কত তাহে আলিঙ্গন দেলি ॥
চললি একেলি নীপবনকুঞ্জ ।
যহি মৃদু পবন চলই অলিপুঞ্জ ॥
মরুছব সময়ে ভণই তুয়া নাম ।
নরহরি রোই রহল তিহি ঠাম ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব! কহই না যায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২২।

॥ পুনঃ ধানশী॥

মাধব ! কহই না যায় ।
বিরহ বিষম ভেল তায় ॥
দগধই সকল শরীর ।
খিতিতলে পড়ি রহু থির ॥
তোহারি নাম যব নেল ।
তব কছু চেতন ভেল ॥
ঐছন পুন পুন হোয় ।
সহচরী চহুদিশে রোয় ॥
চলহ রমণীমণি পাশ ।
অবহু পূরহ অভিলাষ ॥
নরহরি কহল বিশেষ ।
দশমী দশা পরবেশ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব কহই না হোয়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা৪১৫।

ততঃ সখীবাক্যং—
.    ॥ শ্রীগান্ধার ॥

মাধব ! কহই না হোয় ।
কাহুক দিঠিপথ-গত নহু সোই ॥
তোহে সদয় বিধি ভেল ।
তা সঞে স্বপনে কয়ল তুহুঁ মেল ॥
বুঝলি তোহারি বহু ভাগ ।
তো সঞে তাক ঘটব অনুরাগ ॥
ধৈরজে সব সিধি হোয় ।
নরহরি নিচয় মিলায়ব তোয় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব কহ মোরে মরম বিথারি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫১।

পুনস্তদ্ যথা সখী শ্রীকৃষ্ণং প্রত্যাহ---
.           ॥ ধানশী ॥

মাধব কহ মোরে মরম বিথারি ।
পেখলি কহু কিয়ে রূপবতী নারী ॥
লোচন চপল পুলকে ভরু গাত ।
ভণইতে ভণহ ভরমময় বাত ॥
কেশর কনক নিরখি নহ থির ।
করহ গতাগতি যামুনতীর ॥
ঐছে না করহ শুনত ইহ বাণী ।
উলসে কহই গহি নরহরি পাণি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব কহু কত ভাতি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৮৭।

.    ॥ ধানশী ॥

মাধব কহু কত ভাতি ।
শুনি ভগবতী অতিশয় সুখে মাতি ॥
সহচরী সহ সুকুমারী ।
কৌতুকে কত কো কহই না পারি ॥
শোহত সরস নিকুঞ্জ ।
গুঞ্জত মধুর মধুর অলিপুঞ্জ ॥
পিকুকুল পঞ্চম ভাষ ।
নরহরি হেরব কব এ বিলাস ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব! তুরিতে সাধহ মনসাধা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২২।

.       ॥ ধানশী ॥

মাধব !  তুরিতে সাধহ মনসাধা ।
তুয় বিনু না জীবই গুণবতী রাধা ॥
তিলে তিলে তাক কৈছে গতি হোয়ই ।
সহচরী হাত মাথে ধরি রোয়ই ॥
শুনইতে কানু ধিরজ নাহি ধরয়ে ।
গহি সখী-পাণি তবহি অভিসরয়ে ॥
হেরইতে কুঞ্জভবন বিধুবয়না ।
নরহরি-পহুঁ উলসে ভরু নয়না ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব দৃঢ় পরিরম্ভণ বেরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৯।

.        ॥ ধানশী ॥

মাধব দৃঢ় পরিরম্ভণ বেরি ।
মুদই নয়ন বয়ন ধনী ফেরি ॥
লঘু লঘু কুচে কর ধরই কাঁপি ।
চুম্বনে বদনকমল করে ঝাঁপি ॥
উপজত নব নব মদন-তরঙ্গ ।
লাজক রাজ সহজে ভেল ভঙ্গ ॥
শুতল শেজে অলস দুহুঁ গাত ।
হেরব কব নরহরি সখীসাথ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব দেই আশোয়াস
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪৩।

.     ॥ আশাবরী ॥

মাধব দেই আশোয়াস ।
চলল চতুর সখী সুন্দরীপাশ ॥
সুন্দরী সখীক নেহারি ।
পুছই কুশল ইহ কহই সম্ভারি ॥
ধনি হে ! পুছব কছু তোয় ।
উচিত বিচার কহবি তছু মোয় ॥
কাহু স্বপনে কৌ দেখি ।
সো যদি তা’ বিনু জীবন উপেখি ॥
ছোড়ব জীউ শুনি এহ ।
করব কি উচিত উতর ইথে দেহ ॥
ধনী কহে তেজহ বিয়াজ ।
যৈছে জীয়ব উহ করব সো কাজ ॥
ঐছে কহল যব গোরী ।
তব সখী মধুর হাসি কহু থোরি ॥
এ বিধুমুখি !  তোহে আজ ।
পেখল কোউ স্বপনে ব্রজমাঝ ॥
ধনী কহে কো কহ নাম ।
সখী কহে সো সুপুরুষ ঘনশ্যাম ॥
শুনইতে ঐছন বাত ।
টলমল নয়ন পুলকে ভরু গাত ॥
ধনী কহে কহ পুনবার ।
বরষলি কি নব অমিয় রসসার ॥
নরহরি কহে চল রাই ।
রাখহ জীবন তুরিতে তহি যাই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব! ধনী উনমাদিনী ভেলি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২১।

.                                ॥ পুনঃ বালা ধানশী ॥

মাধব! ধনী উনমাদিনী ভেলি।                যব ধরি স্বপনে দরশ তুহুঁ দেলি॥
তোহারি নামগুণ সঘনে আলাপি।        চহুদিশ চাহি চৌকি ঘন কাঁপি॥
বিষম নিশাস তেজই খণে ধন্দ।                খণে মহি গিরই ঝরই দিঠি মন্দ॥
খণে উহ নীপবিপিনে চলি যায়।                সহচরী যতনে রোকি রহু তায়॥
খলখল হাসি বয়নে দেই বাস।                মৌন গহই খণে মানই তরাস॥
নরহরি পেখি আয়ল পরমাদ।                তিলে তিলে বাঢ়ই বিরহ বিষাদ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই
পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

॥ বালা ধানশী॥

মাধব! ধনী উনমাদিনী ভেলি।
যব ধরি স্বপনে দরশ তুহুঁ দেলি॥
তোহারি নামগুণ সঘনে আলাপি।
চহুদিশ চাহি চৌকি ঘন কাঁপি॥
বিষম নিশাস তেজই খণে ধন্দ।
খণে মহি গিরই ঝরই দিঠি মন্দ॥
খণে উহ নীপবিপিনে চলি যায়।
সহচরী যতনে রোখি রহু তায়॥
খলখল হাসি বয়নে দেই বাস।
মৌন গহই খণে মানই তরাস॥
নরহরি পেখি আয়ল পরমাদ।
তিলে তিলে বাঢ়ই বিরহ বিষাদ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩৩২, ৩৭৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

মাধব ধনী উনমাদিনী ভেলি।
যব ধরি স্বপনে দরশ তুহুঁ দেলি॥
তোহারি নামগুণ সঘনে আলাপি।
চহুদিশ চাহি চৌকি ঘন কাঁপি॥
বিষম নিশাস তেজই খণে ধন্দ।
খণে মহি গিরই ঝরই দিঠি মন্দ॥
খণে উহ নীপবিপিনে চলি যায়।
সহচরী যতনে রোখি রহু তায়॥
খলখল হাসি বয়নে দেই বাস।
মৌন গহই খণে মানই তরাস॥
নরহরি পেখি আয়ল পরমাদ।
তিলে তিলে বাঢ়ই বিরহ বিষাদ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর