কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
রাই কি কাজ করিলা পথে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৯। ॥ ধানশী॥ রাই কি কাজ করিলা পথে । শ্যামাপানে চায়া মুচুকি হাসিয়া আইলা সখীর সাথে ॥ ওগো খানিক দাঁড়াতে হয় । আঁখি ভরি তোমা দেখিতে না পালু ইহা কি পরাণে সয় ॥ তুমি হইয়া এমন দানী । হেন সুপুরুষে কেন নাহি দিলে এ তুয়া পরশমণি ॥ শুনি লাজে নতমুখী রাই । নরহরি কহে একি অপযশ এখনি মিলহ যাই ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
রাই পড়িয়া পিরীতি-ফান্দে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৬৫। ॥ ধানশী॥ রাই পড়িয়া পিরীতি-ফান্দে । সহচরী সাথে চলে কুঞ্জপথে চিতে না ধৈরজ বান্ধে ॥ ধনী নিরখি নাগররায় । না পারে চলিতে নারে লুকাইতে পুলক ভরয়ে গায় ॥ কিবা প্রথম-মিলন সুখ । নাগর হরষে পরশিতে তনু লাজে লুকায়ে মুখ ॥ কালা অথির মদন-ভরে । দুবাহু পসারি ধরি হিয়া মাঝে বৈসয়ে পালঙ্ক পরে ॥ হাসি অধরে অধর দিয়া । জীবন সফল করি মানে মনে বারেক সে রস পিয়া ॥ কত কহয়ে কৌতুকভাষ । নরহরি সখী- সঙ্গ কি এ রঙ্গ হেরি পূরাওব আশ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
রাই যমুনা-সিনানে গিয়া ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৬১। দূতী শ্রীরাধিকায়াঃ সন্নিধৌ শ্রীকৃষ্ণস্য লালসাং প্রাহ – ॥ নটনারায়ণ ॥ রাই যমুনা-সিনানে গিয়া । সে কালাচান্দে কি ফান্দে ফান্দাইলা অঙ্গের সৌরভ দিয়া ॥ আউলাইয়া কেশ খসাইয়া বসন মাজিলা সোণার গা । সে শোভা দেখিতে যে হইল চিতে কহিতে না আইসে তা’ ॥ কত না ভঙ্গিতে সিনাইয়া, তিল- আধ না রহিলা তীরে । বসন নিঙাড়ি নিঙাড়িয়া প্রাণ লইয়া আইলা ঘরে ॥ নরহরি কহ কি নব লালসা শুনিতে তোমার নাম । নয়ানের জলে ভাসে দিবানিশি নিশ্বসি আকুল শ্যাম ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |