কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
রাইয়ের দশা দেখি চতুর প্রিয়সখী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩৬। ॥ ভূপালী॥ রাইয়ের দশা দেখি চতুর প্রিয়সখী কত না পরবোধি তায় । তরল তনুমন জানিয়া শুভখণ নাগর-পাশে চলি যায় ॥ এথা বরজ শশী তরুয়াতলে বসি রাইয়েরে করয়ে ধিয়ান । সঘনে নিশসই অন্তর উমড়ই নিঝরে ঝরই নয়ান ॥ হেনই কালে সখী আয়ল তাহে দেখি কহয়ে কি ভেল হামারি । যমুনাতীরে গেলু সে পথে নিরিখিলু রমণীমণি এক নারী ॥ তড়িত হেম জিতি কিবা মধুর কাঁতি পিরীতিরসে মাখা দে’ । পশিল হৃদয়েতে না পারি নেবারিতে না চিনি বোল উহ কে ॥ শুনিয়া সখী কহে কত না কব তুহে সে ধনী গুণবতী রাই । মজিল তুয়া সনে বুঝি না জীয়ে প্রাণে তুরিতে নিরিখহ যাই ॥ কালিয়া উলসিত বিপুল পুলকিত শুনিয়া পুছে পুন বেরি । ধরিতে নারে ধৃতি অতুল প্রেমগতি নিছনি নরহরি হেরি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
রাইয়ের মরম কথা শুনি সখী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৪। ॥ কামোদ ॥ রাইয়ের মরম কথা শুনি সখী চলিলা শ্যামের পাশে । সজল নয়নে চাহি কানু পানে কহে গদগদ ভাষে ॥ মুরলির ধ্বনি শুনি তুয়া নাম নারে নেবারিতে কাণ । পটে এ মুরতি হেরি কুলবতী ধরিতে নারয়ে প্রাণ ॥ কি কব লালসা অতি উদবেগে জাগিয়া হইল খীণ । দারুণ জড়িমা বেগে নিরবেদ বাঢ়য়ে রজনি দিন ॥ ঘটিল বিয়াধি উনমাদ মোহ কে পারে প্রবোধ দিতে । তুয়া বিনু তনু তেজিব নিচয় চল নরহরি সাথে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |