কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
রাই সদা রহ আনমনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০৩।

.      পুনস্তদ্ যথা—
[ কাচিৎ সখী নায়িকাং প্রত্যাহ ]
.        ॥ ধানশী ॥

রাই ! সদা রহ আনমনে ।
এমন হইলা তুমি কেনে ॥
আপন জনেরে করো লাজ ।
এ অতি বিষম তুয়া কাজ ॥
যদি পাই মরম শুনিতে ।
উপায় করিয়ে নানা মতে ॥
শুনি নরহরি-কর ধরি ।
বিনোদিনী কহে ধীরি ধীরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইয়ের চরিত বুঝিতে ভার
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৯।

.                        ॥ পুনঃ বালা ধানশী॥

রাইয়ের চরিত বুঝিতে ভার। এমন কখনু না দেখি আর॥
কানড় কুসুম করেতে লইয়া। অনিমিখ আঁখে রহয়ে চায়া॥
তিল আধ ধৃতি ধরিতে নারে। অনুখণ মনে মনে কি করে॥
কি হৈল অন্তরে কিছু না ভায়। নরহরি কত সুধাবে তায়॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।

॥ পুনঃ বালা ধানশী ॥

রাইয়ের চরিত বুঝিতে ভার।
এমন কখন না দেখি আর॥
কানড় কুসুম করেতে লইয়া।
অনিমিখ আঁখে রহয়ে চাইয়া॥
তিল আধ ধৃতি ধরিতে নারে।
অনুখণ মনে সানে কি করে॥
কি হৈল অন্তরে কিছু না ভায়।
নরহরি কত সুধাবে তায়॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩৩৭, ৩৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

রাইয়ের চরিত বুঝিতে ভার।
এমন কখন না দেখি আর॥
কানড় কুসুম করেতে লইয়া।
অনিমিখ আঁখে রহয়ে চাইয়া॥
তিল আধ ধৃতি ধরিতে নারে।
অনুখণ মনে সানে কি করে॥
কি হৈল অন্তরে কিছু না ভায়।
নরহরি কত সুধাবে তায়॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইয়ের দশমীদশা শুনি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩৮।

.  ॥ পুনঃ সিন্ধুড়া॥

রাইয়ের দশমীদশা শুনি ।
আকুল কালিয়া গুণমণি ॥
নয়ানের জলে ভাসি যায় ।
কহে কি করিলু হায় হায় ॥
হিয়া জ্বলে বিরহ-আনলে ।
মুরুছি পড়ে ভূমিতলে ॥
দূতী অতি আতুর হিয়ায় ।
না দেখয়ে কোন উপায় ॥
কালিয়া গলার মালা লৈয়া ।
বিনোদিনী পাশে চলে ধাইয়া ॥
দিল অচেতনী ধনী গলে ।
মালার পরশে আঁখি মেলে ॥
কহে কি আইল প্রাণপিয়া ।
দেখিব কি নয়ান ভরিয়া ॥
দূতী কহে গদগদ ভাষে ।
তুরিতে চহল কানুপাশে ॥
সে তোমার এ দশা শুনিতে ।
মুরুছি পড়িল অবনীতে ॥
তোমার পরশ যদি হয় ।
তবে সে জীবন তার রয় ॥
তুমি যে গাথিলে মালা লৈয়া ।
আগে আমি যাই সেথা ধায়া ॥
এত কহি যাইয়া তুরিতে ।
মালা দিল কালিয়া-গলেতে ॥
মালার পরশে উঠে জাগি ।
হইলা বিকল রাই লাগি ॥
কহে কি জুড়াবে মোর হিয়া ।
নরহরি কহে মিলো গিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইয়ের দশা দেখি চতুর প্রিয়সখী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩৬।

॥ ভূপালী॥

রাইয়ের দশা দেখি                     চতুর প্রিয়সখী
কত না পরবোধি তায় ।
তরল তনুমন                         জানিয়া শুভখণ
নাগর-পাশে চলি যায় ॥
এথা বরজ শশী                       তরুয়াতলে বসি
রাইয়েরে করয়ে ধিয়ান ।
সঘনে নিশসই                           অন্তর উমড়ই
নিঝরে ঝরই নয়ান ॥
হেনই কালে সখী                    আয়ল তাহে দেখি
কহয়ে কি ভেল হামারি ।
যমুনাতীরে গেলু                     সে পথে নিরিখিলু
রমণীমণি এক নারী ॥
তড়িত হেম জিতি                   কিবা মধুর কাঁতি
পিরীতিরসে মাখা দে’ ।
পশিল হৃদয়েতে                    না পারি নেবারিতে
না চিনি বোল উহ কে ॥
শুনিয়া সখী কহে                     কত না কব তুহে
সে ধনী গুণবতী রাই ।
মজিল তুয়া সনে                   বুঝি না জীয়ে প্রাণে
তুরিতে নিরিখহ যাই ॥
কালিয়া উলসিত                        বিপুল পুলকিত
শুনিয়া পুছে পুন বেরি ।
ধরিতে নারে ধৃতি                      অতুল প্রেমগতি
নিছনি নরহরি হেরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইয়ের মরম কথা শুনি সখী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৪।

॥ কামোদ ॥

রাইয়ের মরম                 কথা শুনি সখী
চলিলা শ্যামের পাশে ।
সজল নয়নে                চাহি কানু পানে
কহে গদগদ ভাষে ॥
মুরলির ধ্বনি                 শুনি তুয়া নাম
নারে নেবারিতে কাণ ।
পটে এ মুরতি                 হেরি কুলবতী
ধরিতে নারয়ে প্রাণ ॥
কি কব লালসা                অতি উদবেগে
জাগিয়া হইল খীণ ।
দারুণ জড়িমা                বেগে নিরবেদ
বাঢ়য়ে রজনি দিন ॥
ঘটিল বিয়াধি                  উনমাদ মোহ
কে পারে প্রবোধ দিতে ।
তুয়া বিনু তনু                 তেজিব নিচয়
চল নরহরি সাথে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইর দশমী দশা শুনি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২৮।

.   ॥ আশাবরী ॥

রাইর দশমী দশা শুনি ।
মুরুছয়ে কানু গুণমণি ॥
দূতী অতি তুরিতে যাইয়া ।
দেখে রাই পড়ে মুরুছিয়া ॥
কহয়ে কালিয়া কথা শুনি ।
চমকি উঠিলা বিনোদিনী ॥
অমুনি করিলা অভিসার ।
আগে দূতী চলে পুনবার ॥
রাই আইলা কানুরে কহিল ।
দুরে দুখ, আনন্দে ভাসিল ॥
দেখরে সকল সখী সাথে ।
আলো করি আইসে কুঞ্জপথে ॥
আগুসরি চলিলা মাধাই ।
দূরে থাকি দেখিলেন রাই ॥
শুভখণে দোহার মিলন ।
নরহরি করে নিরিখণ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই নিয়রে সখী গেল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪০৩।

.      ॥ ধানশী ॥

রাই নিয়রে সখী গেল ।
সো অতি আদর কেল ॥
পুছইতে কানুক-বাত ।
পুলকে ভরল সব গাত ॥
সখী কহে সো নব নাহ ।
তুয় গুণ গুণত উছাহ ॥
তুহুঁ দুহুঁ নিরুপম মেলি ।
তহু তছু সরবস্ব ভেলি ॥
সো তুয় দরশ পিয়াস ।
অবহি পুরহ অভিলাষ ॥
গুরুজন দিঠি ভয় বারি ।
অলখিত নেয়ব সম্বারি ॥
শুনি ধনী কহে মৃদুভাষ ।
কৈছে চলব পিয়-পাশ ॥
সহজহি হাম অগেয়ানী ।
কহইতে বচন না জানি ॥
কছু না বুঝিহ রসরীত ।
করহ বচনে পরতীত ॥
হাসি কহয়ে সখী তায় ।
দেয়ব সবহি শিখায় ॥
এত কহি বিরচই বেশ ।
চলইতে করু উপদেশ ॥
তুহুঁ তাহে নিরখবি থোরি ।
হাসি রহবি মুখ মোড়ি ॥
তোহে উহ দেয়ব দিঠ ।
ফেরবি তুহুঁ তহি পিঠ ॥
সো পরশব যব থোর ।
পৈঠবি তব মঝু কোর ॥
তোহে সোপব যব তায় ।
তব তুহুঁ রহবি লুকায় ॥
ভখব রসময় ভাষ ।
শুনি কছু হোয়বি উদাস ॥
ঐছে কতহি কহি দেল ।
কুঞ্জ-ভবনে চলি গেল ॥
শুভখণে ভেটল নাহ ।
নরহরি পরাণ উছাহ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই-রূপ অমিয়ার ধারা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯।

.                অথ শ্রীরাধিকায়াঃ
.                ॥ রাগ আশাবরী ॥

রাই-রূপ অমিয়ার ধারা । সুকোমল তনু নবনীতপারা ॥
ঝলমল করে মুখশশী । ঈষৎ হাসিতে সুধা ঢালে রাশি রাশি ॥
নাসা এবে সব ভাল সাজে । উপমা দিবার ঠাঁই নাই জগমাঝে ॥
অঞ্জনে রঞ্জিত দুটী আঁখি । সদাই চঞ্চল জিনি খঞ্জনিয়া পাখী ॥
চাচর চিকুরে বনি বেণী । পিঠেতে লোটায় কিয়ে কালভুজঙ্গিনী ॥
ভুজযুগ চারু করাঙ্গুলী । কনক মৃণালে কি বিলসে চাঁপা কলি ?
কিবা ভঙ্গি রসের হিলোলে । মণিময় মালা সুললিত গলে দোলে ॥
অসিত কাঁচুলি কুচে শোভে । ঝাঁপিল কি অলিকুল কমলের লোভে ॥
অতিশয় খীণ মাজাখানি । ভাঙ্গিয়া পড়িব তেঞি বেড়িল কিঙ্কিনী ॥
নরহরি নিছনি চরণে । জগত করয়ে আলো নখের কিরণে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই
পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

.   ॥ রাগ আশাবরী ॥

রাই-রূপ অমিয়ার ধারা।
সুকোমল তনু নবনীতপারা॥
ঝলমল করে মুখশশী।
ঈষৎ হাসিতে সুধা ঢালে রাশি রাশি॥
নাসায়ে বেসর ভাল সাজে।
উপমা দিবার ঠাঁই নাই জগমাঝে॥
অঞ্জনে রঞ্জিত দুটী আঁখি।
সদাই চঞ্চল জিনি খঞ্জনিয়া পাখী॥
চাঁচর চিকুরে বনি বেণী।
পিঠেতে লোটায় কিয়ে কালভুজঙ্গিনী॥
ভুজযুগ চারু করাঙ্গুলী।
কনক মৃণালে কি বিলসে চাঁপা কলি?
কিবা ভঙ্গি রসের হিলোলে।
মণিময় মালা সুললিত গলে দোলে॥
অসিত কাঁচুলি কুচে শোভে।
ঝাঁপিল কি অলিকুল কমলের লোভে॥
অতিশয় খীণ মাজাখানি।
ভাঙ্গিয়া পড়িবে তেঞি বেড়িল কিঙ্কিনী॥
নরহরি নিছনি চরণে।
জগত করয়ে আলো নখের কিরণে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-১৩৩৮, ৩৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

রাই-রূপ অমিয়ার ধারা।
সুকোমল তনু নবনীতপারা॥
ঝলমল করে মুখশশী।
ঈষৎ হাসিতে সুধা ঢালে রাশি রাশি॥
নাসায়ে বেসর ভাল সাজে।
উপমা দিবার ঠাঁই নাই জগমাঝে॥
অঞ্জনে রঞ্জিত দুটী আঁখি।
সদাই চঞ্চল জিনি খঞ্জনিয়া পাখী॥
চাঁচর চিকুরে বনি বেণী।
পিঠেতে লোটায় কিয়ে কালভুজঙ্গিনী॥
ভুজযুগ চারু করাঙ্গুলী।
কনক মৃণালে কি বিলসে চাঁপা কলি?
কিবা ভঙ্গি রসের হিলোলে।
মণিময় মালা সুললিত গলে দোলে॥
অসিত কাঁচুলি কুচে শোভে।
ঝাঁপিল কি অলিকুল কমলের লোভে॥
অতিশয় খীণ মাজাখানি।
ভাঙ্গিয়া পড়িবে তেঞি বেড়িল কিঙ্কিনী॥
নরহরি নিছনি চরণে।
জগত করয়ে আলো নখের কিরণে॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই-রূপগুণ ভণইতে কান
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৮৭।

.       ॥ পঠমঞ্জরী॥
রাই-রূপগুণ ভণইতে কান ।
গর গর অন্তর তরল পরাণ ॥
নিঝরে নয়ন ঝরু নিয়ত উদাস ।
তেজই উতপত দীরঘ নিশ্বাস ॥
বিলুঠই সুবল করে অবিরাম ।
ঘন ঘন ভণই কি হেরলু হাম ॥
তৈখণে দূতী আয়ল তহি এক ।
দেখিল অতুল প্রেম পরতেক ॥
হোয়ল বিকল শ্যামমুখ চাই ।
কত পরবোধি চলল যাহা রাই ॥
নরহরি সহ বহু বিচারি উপায় ।
ভেটল তুরিতে কহই পুন তায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইরূপ চরিত-কাহিনী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪৭।

.       ॥ গুজ্জরী॥

রাইরূপ চরিত-কাহিনী ।
ভাবয়ে হিয়ার মাঝে কানু গুণমণি ॥
হেনই সময়ে ও না পথে ।
আইসে রমণীমণি সখীগণ সাথে ॥
সোণারূপে কৈলে সব আলো ।
দূরে দেখি কহে কানু কি উদয় হইলো ॥
সখী কহে সেই এ রাধিকা ।
দেখিতে আইল নিজ কুসুমবাটিকা ॥
শুনি সে বারেক শোভা দেখি ।
কহিতে নারয়ে কিছু ঝরে দুটি আখি ॥
নরহরি পুন প্রবোধিয়া ।
চলে রাই নিকটে কহয়ে তায় গিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর