কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
রাই রূপেতে মজিয়া কানু ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৫। ॥ পঞ্চম॥ রাইরূপেতে মজিয়া কানু । সে শোভা কহিতে কত উঠে চিতে ধরিতে নারয়ে তনু ॥ কালাচাঁদে বিয়াকুল দেখি । গিয়া রাইপাশে গদগদ ভাষে কহয়ে চতুর সখী ॥ ধনি ! বুঝিনু গরিমা তোর । কুলবতী কুল যা লাগি ছাড়য়ে সে তুয়া ভাবিতে ভোর ॥ তারে তুরিতে মিলহ যাই । নরহরি কত প্রবোধয়ে তমু তিলেক সম্বিত নাই ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
রাজার ঝিয়ারী অতি সুকুমারী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩৫। ॥ সুহই॥ রাজার ঝিয়ারী অতি সুকুমারী ধরিতে নারয়ে থেহা । ভাবিতে ভাবিতে কিবা হৈল চিতে অবশ হইল দেহা ॥ কানু চাহিয়া তাহার পানে । নয়ানের কোণে কি বিষ-বিশিথ হানিলা মরম-খানে ॥ ধ্রু ॥ তপত কাঞ্চন জিনিয়া বরণ সে ভেল কাজরপারা । নিশাস-রহিত বাণী-বিরহিত নিচল পতিত ধরা ॥ নরহরি সহ দেখিলু কি কব যে দশা সখীর মাঝে । অবলা রাখিতে যদি থাকে চিতে তবে না বিলম্ব সাজে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শচীর কোঙর গোরাচাঁদ মোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৫। ॥ পুনঃ আশাবরী॥ শচীর কোঙর গোরাচাঁদ মোর না জানি এমন কেনে । ঘরে নাহি মন রহে অনুখণ নবীন কদম্ববনে ॥ সদাই ভাবিত এবা কি চরিত না ভায় ভোজন-পান । থরহরি কাঁপে কিবা মন্ত্র জপে বদনে নাহিক আন ॥ পুছিতে বচন না কহে এমন না মানে আঁখির ধারা । ধূলায় ধূসর চারু কলেবর কনক কমলপারা ॥ আঁখি মেঘপাশে কিবা অভিলাষে ধৈরজ ধরিতে নারে । নরহরি ভাবে কিসে থির হবে এ কথা সুধাব কারে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শচীর দুলাল গোরাচাঁদ আজু ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫১। ॥ পুনঃ পঠমঞ্জরী॥ শচীর দুলাল গোরাচাঁদে আজু দেখিতে পরাণ ঝুরে । হাস পরিহাস বিবিধ বিলাস সে সব রহল দূরে ॥ বাউলের পারা বিরলে রহয়ে সদাই ধূসর ধূলি । অতিসুমধুর সুধামাখা বাণী না কহে বদন তুলি ॥ সুচারু অরুণ আঁখিকোণে কারু পানে না ফিরিয়া চায় । আপনি আপনে ঘন ঘন ভণে বিহি কি করিলে হায় ॥ পুন বারে বারে কতেক প্রকারে প্রবোধ দেওয়ে মনে । পুন মৌন ধরি রহে নরহরি ভাবয়ে এমন কেনে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শচীর দুলাল মোর পরাণ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১০। অথ দর্শনে – [ কাচিৎ কুতুরিনী বৃদ্ধা শ্রীগৌরচন্দ্রং প্রত্যাহ ] ॥ দেবগান্ধার॥ শচীর দুলাল মোর পরাণ নিমাই হে নাতি হইয়া লাজ কর কেনে । বোল বোল মরম- কাহিনী নিরজনে হে শুনিতে এ সাধ বড় মনে ॥ তুয়া রূপ গুণের বালাই লৈয়া মরি হে কি সুধাতরঙ্গ বহি যায় । দেখিলু নদীয়ামাঝে যত কুলবধূ হে উহাই বিরলে বসি গায় ॥ তোমার আখির ঠারে কে ধরে ধৈরজ হে হাসিতে মদন মুরুছয় । বোল তুমি কারে দেখি এমন হইলা হে সে তোমা করিল পরাজয় ॥ সদাই অথির হিয়া কি আর লুকাও হে সে নাম শুনিতে যদি পাই । তবে নরহরি সহ মনের মানসে হে তারে তোমার আনিয়া মিলাই ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |