কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
শুন গো পরাণ সই! কি করে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১০। পুন্ স্তদ যথা— [ নায়িকা সখীং প্রত্যাহ ] ॥ আশাবরী॥ শুন গো পরাণ সই ! কি করে সরমে ভরম ঘুচিল মরম তোহারে কই ॥ ধ্রু ॥ নিরজনে বসি বেশ বিরচয়ে নয়ানে কাজর দিয়া । মনের হরিষে হেরি বারে বারে করেতে মুকুর লৈয়া । হেনই সময়ে শুক পাখী কহে কি শ্যামসুন্দর নাম । পশিল শ্রবণে মনে কি হইল ভুলিলু সকল কাম ॥ যার নামে হেন আমিয়া বরিষে না জানি কেমন সে । নরহরি কহে ভুবনমোহন পিরীতে গঠিত দে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শুন গো রমণীমণি রাই ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১২। ॥ পুনঃ সিন্ধুড়া ॥ শুন গো রমণীমণি রাই ! বিরলে বসিয়া কানু তুয়া নাম জপে গো মো পুন পুছিলুঁ তার ঠাই ॥ ধ্রু ॥ রাধা নাম কহি শুনি কিবা ইথে পাও হে বিরলে বোলহ মোর পাশে । শুনিয়া এ বাণীখানি খানিক থাকিয়া গো কহে অতি গদগদ ভাষে ॥ রাধা নামে যে ধন পাইয়ে নাই সীমা গো কি বলিব নামের মাধুরী । যে বারেক রাধা নাম বলিবারে চায় গো তাহার বালাই লৈয়া মরি ॥ রাধা নাম শুনিতে যেমন করে হিয়া গো তাহা না কহিতে আইসে মুখে । নরহরি জানে এই নামের প্রভাবে গো তাহারে মিলিবে মহাসুখে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শুন গো সজনি সে নবীনা ধনী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯২। সখী সখীং প্রতি – ॥ বিভাষ॥ শুন গো সজনি সে নবীনা ধনী কখন না চিনে আনে । সহচরী-সঙ্গে বিলসয়ে রঙ্গে ভালমন্দ নাহি জানে ॥ যেদিন হইতে চিত্র, স্বপনেতে সাক্ষাতে দেখিল গোরা । সেই দিন হৈতে নারে নিবারিতে নয়নে বহয়ে ধারা ॥ ঘরে নাহি মন সদা উচাটন তিলেক কিছু না ভায় । রহয়ে বিরলে কত কত ছলে সুরধনী-তীরে যায় ॥ হেম আভরণ পরে অনুখণ মরম বেকত তাহে । নরহরি পুন পুছিলে গোপন লাজে না কিছুই কহে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |