কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
শুন শুন এ নব চপল মাধাই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২০।

.     ॥ গান্ধার॥

শুন শুন এ নব চপল মাধাই ।
ধৈরজ ধরবি ধনীক মুখ চাই ॥
ঐছন বচন ভণবি দুই চারি ।
যৈছে হোয়ই বশ সো সুকুমারী ॥
সমুঝি করবি নব রস পরকাশ ।
সখীক মাঝে নহু জনু হাস ॥
দূতীক বচনে হরষ রসভূপ ।
নরহরি কর গহি গমন অনুপ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন এ মনমোহন কান
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৪।

তত্রাদৌ দর্শন-প্রকারমাছ
॥ গান্ধার ॥

শুন শুন এ মনোমোহন কান।
সো বিধুবদনী               চকিত তুয় মাধুরি                হেরইতে হরল গেয়ান॥
বিগলিত বেশ                বদন নাহি সম্বরু                পুলকবলিত প্রতি অঙ্গ।
সখীসহ আন                বচন নাহি অনুখণ                   কহই তুয়া পরসঙ্গ॥
ধরই ধিয়ান                       প্রাণ নিরমঞ্ছই                বিঘটল কুলভয় লাজ।
খণে কত বেরি                 করই ঘর বাহির              বিসরিত গুরুজন-কাজ॥
খঞ্জন নয়ন                    ঝরই দিন যামিনী                 উপজল নিরুপম লেহ।
নরহরি কতহি                 যতনে পরবোধই                 তবহি না বাঁধই থেহ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।

॥ গান্ধার ॥

শুন শুন এ মনোমোহন কান ।
সো বিধুবদনী                                 চকিত তুয় মাধুরি
হেরইতে হরল গেয়ান ॥
বিগলিত বেশ                                    বদন নাহি সম্বরু
পুলকবলিত প্রতি অঙ্গ ।
সখী সহ আন                                   বচন নাহি অনুখণ
কহই তুয়া পরসঙ্গ ॥
ধরই ধিয়ান                                         প্রাণ নিরমঞ্ছই
বিঘটল কুলভয় লাজ ।
খণে কত বেরি                                    করই ঘর বাহির
বিসরিত গুরুজন কাজ ॥
খঞ্জন নয়ন                                        ঝরই দিন যামিনী
উপজল নিরুপম নেহ ।
নরহরি কতহি                                   যতনে পরবোধই
তবহি না বাঁধই থেহ ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা-১৩৩৯, ৩৭৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

শুন শুন এ মনোমোহন কান।
সো বিধুবদনী চকিতে তুয় মাধুরি
হেরইতে হরল গেয়ান॥
বিগলিত বেশ বদন নাহি সম্বরু
পুলকবলিত প্রতি অঙ্গ।
সখী সহ আন বচন নাহি অনুখণ
কহই তুয়া পরসঙ্গ॥
ধরই ধিয়ান প্রাণ নিরমঞ্ছই
বিঘটল কুলভয় লাজ।
খণে কত বেরি করই ঘর বাহির
বিসরিত গুরুজন কাজ॥
খঞ্জন নয়ন ঝরই দিন যামিনী
উপজল নিরুপম নেহ।
নরহরি কতহি যতনে পরবোধই
তবহি না বাঁধই থেহ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন ওগো পরাণ সজনি! না
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫৫।

॥ বঙ্গালী॥

শুন শুন ওগো                     পরাণ সজনি !
না জানি কি হৈল চিতে ।
যমুনার জলে                   যাইতে কালিয়া-
চান্দেরে দেখিলু পথে ॥ ধ্রু ॥
মু অতি অবলা                  না বুঝিয়ে কিছু
আছিলু ননদী পাছে ।
নানা ছলে আসি                 ছায়া ছোয়াইয়া
দাঁড়ায় আমার কাছে ॥
অতি অপরূপ                    ভঙ্গি করি পুন
কদম্বতলাতে যায় ।
হাসি হাসি রসে                ভাষি আমা পানে
রহিয়া রহিয়া চায় ॥
নয়ানের কোণে                জানে কি মোহিনী
হানয়ে বিষম বাণে ।
নরহরি সাখী                   রাখিবে কে ধৃতি
পরাণ-সহিতে টানে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন ওগো পরাণ সজনি! বলিয়ে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০৭।

অথ স্বপ্নে যথা ---
॥ ললিত॥

শুন শুন ওগো           পরাণ সজনি!       বলিয়ে মরম বেথা।
রাখিবে গোপনে      না কহিবে আনে     এ অতি লাজের কথা॥
অলপ রজনী          কি জানি কি খেণে        শুতিলু অলস দে।
কিবা অপরূপ         স্বপনে দেখিলু         না জানি নাগর কে॥
কিশোর বয়েস          রসময় বপু          জলদ জিনিয়া রূপ।
চাঁদমুখে হাসি          খসয়ে অমিয়া          কি নব মদন ভূপ ॥
বরিষয়ে খর-          তর শর অতি         চঞ্চল লোচন-কোণে।
নরহরি রহু           নিছনি তাহাতে      যুবতি জীয়ে কি প্রাণে ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।

স্বপ্নদর্শন, শ্রীরাধার উক্তি
॥ ললিত॥

শুন শুন ওগো                                    পরাণ সজনি !
বলিয়ে মরম বেথা ।
রাখিবে গোপনে                                না কহিবে আনে
এ অতি লাজের কথা ॥
অলপ রজনী                                 কি জানি কি খেণে
শুতিলু অলস দে।
কিবা অপরূপ                                    স্বপনে দেখিলুঁ
না জানি নাগর কে॥
কিশোর বয়েস                                      রসময় বপু
জলদ জিনিয়া রূপ।
চাঁদমুখে হাসি                                    খসয়ে অমিয়া
কি নব মদন ভূপ॥
বরিষয়ে খর-                                    তর শর অতি
চঞ্চল লোচন-কোণে।
নরহরি রহু                                      নিছনি তাহাতে
যুবতি জীয়ে কি প্রাণে॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা-১৩৪০, ৩৭৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

শুন শুন ওগো পরাণ সজনি !
বলিয়ে মরম বেথা ।
রাখিবে গোপনে না কহিবে আনে
এ অতি লাজের কথা ॥
অলপ রজনী কি জানি কি খেণে
শুতিলু অলস দে।
কিবা অপরূপ স্বপনে দেখিলুঁ
না জানি নাগর কে॥
কিশোর বয়েস রসময় বপু
জলদ জিনিয়া রূপ।
চাঁদমুখে হাসি খসয়ে অমিয়া
কি নব মদন ভূপ॥
বরিষয়ে খরতর শর অতি
চঞ্চল লোচন-কোণে।
নরহরি রহু নিছনি তাহাতে
যুবতি জীয়ে কি প্রাণে॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন ওগো প্রাণসম
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৬।

অথ সখীবক্রাৎ শ্রবণে
॥ শ্রীরাগ॥

শুন শুন ওগো                    প্রাণসম তুমি
তোমারে মরম কই ।
অখল অবলা                  জানি হেন কাজ
করিলে আমার সই ॥
কিবা সে মধুর                  গোরা রূপ-গুণ
মাধুরী আমিয়া ধারা ।
বিরলে বসিয়া                  শুনাইলে মোরে
করিলে বাউরী পারা ॥
ঝর ঝর ঝর                       ঝরয়ে নয়ান
না জানি কি হ’ল চিতে ।
সদা আনছান                    করে তিল আধ
না পারি প্রবোধ দিতে ॥
এ ঘর করণ                    কিছু নাহি ভায়
উপায় না দেখি আর ।
নরহরি কহে                     কেন মন দিলে
এখন ছাড়াতে ভার ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন কান বিনতি কছু মোরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৫৫।

.     ॥ বালা ধানশী ॥

শুন শুন কান বিনতি কছু মোরি ।
সোঁপব তোহে রমণীমণি গোরী ॥
শিরিস কুসুম জিনি কোমল দেহ ।
পরশবেরি চিতে বাঁধবি থেহ ॥
তুহুঁ অতি তৃষিত মধুপ মতি ভোর ।
পিয়বি বদন কমল মধু থোর ॥
সুরত রীত ইহ স্বপনে না জানি ।
সমুঝি ভণবি এ রভসরস বাণী ॥
চন্দনসম শীতল ভই ভীত ।
সহচরী বচন লখি বালচরিত ॥
ভাজব লাজ সহজে রহি পাশ ।
অনুখণে বিনয়ে মিটায়বি ত্রাস ॥
সাধবি সব অরু কি কহব তোয় ।
বালা রমণী যতনে রস হোয় ॥
ভণি ইহ বাণী করহি কর আপি ।
পরশিতে তরসি রহুই ধনী কাঁপি ॥
ভুজগহি নিবিড় আলিঙ্গন কেল ।
কেলি-তলপে রস নিমগন ভেল ॥
সখীসুখে অলখিত লখই বিলাস ।
নরহরি তহি কি রহব সখীপাশ  ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন গুণবতি রঙ্গিণী রাই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২৩। এই পদটি ১৯৪৬ সালে
প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”,
৮২৭-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে।

দূতী শ্রীরাধিকাং প্রত্যাহ – [ তত্রাদৌ দর্শন-জনিতঃ ]
.                                     ॥ তোড়ী॥

শুন শুন গুণবতি রঙ্গিণি রাই।             তোহে হেরি হিয় বিকল মাধাই॥
তহুঁ কি কহলি দিঠি অঞ্চলে তায়।        তব ধরি আন স্বপনে নাহি ভায়॥
তুয় তনু অনুখণ করই ধিয়ান।              সো সুপুরুষবর হরল গেয়ান॥
কহইতে উনমত তুয় পরসঙ্গ।                কাঁপই ঘনঘন ঘন যিনি অঙ্গ॥
তেজই নিশাস না নিসরই বাত।             লোচন ছলছল জল বহি যাত॥
নরহরি নিছনি ঐছে অনুরাগি।                পেখহ যাই যৈছে তুয় লাগি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-১৩৪১, ৩৭৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে।

শুন শুন গুণবতি রঙ্গিণি রাই।
তোহে হেরি হিয় বিকল মাধাই॥
তুহুঁ কি কহলি দিঠি অঞ্চলে তায়।
তব ধরি আন স্বপনে নাহি ভায়॥
তুয়া তনু অনুখণ করই ধিয়ান।
সো সুপুরুষবর হরল গেয়ান॥
কহইতে উনমত তুয়া পরসঙ্গ।
কাঁপই ঘনঘন ঘন যিনি অঙ্গ॥
তেজই নিশাস না নিসরই বাত।
লোচন ছলছল জল বহি যাত॥
নরহরি নিছনি ঐছে অনুরাগি।
পেখহ যাই যৈছে তুয়া লাগি॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন পরাণের সই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯১।

.    ॥  ধানশী ॥
শুন শুন পরাণের সই ।
নিলজী হইয়া তোরে কই ॥
নিশির স্বপনে এক জনা ।
বরণ তাঁহার কাঁচা সোণা ॥
কিবা চাঁদমুখের মাধুরী ।
দেখি জীয়ে, সে কেমন নারী ॥
আঁখি-কোণে কি নব সন্ধান ।
হানে যেন মদনের বাণ ॥
হাসি হাসি আসি আমা পাশে ।
কহে কত পরশের আশে ॥
লাজভয়ে মো যাঙ মরিয়া ।
আলিঙ্গয়ে ভুজ পসারিয়া ॥
না জানিয়ে কি না রসে ঝাঁপে ।
ঘন ঘন মুখে মুখ কাঁপে ॥
বিথারয়ে পিরীতি-পসার ।
নরহরি নিছনি তাহার ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন প্রাণ বেথিত সই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬৪।

পুনস্তদ্ যথা— [ শ্রীরাধিকা-বাক্যং ]

শুন শুন প্রাণ বেথিত সই ।
পুছিলে মরম গোপনে কই ॥
মু একে অবলা বুলের বহু ।
ঘরের বাহির নাহিরে কভু ॥
সাধে গেলু ফুল তুলিতে যথা ।
কালা কলানিধি উদয় তথা ॥
হরিলে পরাণ আঁখির ঠারে ।
নরহরি জানে যে হইল মোরে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন বরজ কিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪০০।

.    সখীবাক্যং
.    ॥ ধানশী॥

শুন শুন বরজ কিশোর !
ইহ কৌতুক নাহি ওর ॥
যব ধরি পেখলুঁ গোরী ।
তব ধরি কি-হোয়ল মোরি ॥
তুয় সঞে করব মিলাপ ।
মঝু মনে অনুখণ জাপ ॥
নরহরি সহ ধনী-পাশ ।
যাই কহল মৃদুভাষ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর