কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
আজু মোর গোরা চাঁদের অন্তরে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৭। ॥ পুনঃ সুহই ॥ আজু মোর গোরা চাঁদের অন্তরে না জানি কি হল ব্যথা । দুনয়ানে বারি ঝরে নিরন্তর না কহে কোনই কথা ॥ শিরীষ কুসুম জিনি মৃদু তনু সে ধূলি ধুসর ভেল । তিলে তিলে এত অবশ এবে সে অলস কোথা বা গেল ॥ মরি মরি নব তপসীর পারা একাকী বিরলে বসি । না জানিয়ে মনে মনে কি জপিয়া জাগিয়া পোহায় নিশি ॥ সুচারু শরদ বিধু জিনি মুখ সঘনে শুকায়া যায় । নরহরি হিয়া বিদরে তা হেরি কি হবে উপায় হায় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু মোর গোরা চাঁদে নিরখিয়া ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৩। ॥ পুনঃ কামোদ ॥ আজু মোর গোরা চাঁদে নিরখিয়া হিয়া বিদরিয়া যায় । না জানিয়ে কোন্ বিধি নিদারুণ বিয়াধি ঘটাইল তায় ॥ আনলের সম দলে তনুখানি নয়নে তপত ধারা । কনক কেশর জিনি কিবা রূপ সে হ’ল পাণ্ডুর পারা ॥ আহা মরি মরি কি শীতে কাঁপনি সঘনে বিশ্বাস বহে । পড়ে ক্ষিতিতলে এধূলি ধূসর ইহা কি পরাণে সহে ॥ অনুখণ আন্- ছান করে নিজ জনে না চিনিতে পারে । নরহরি-নাথে ভাল যে করিবে জীবন সোঁপিব তারে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু রঙ্গিণী রমণিমণি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৮। ॥ পুনঃ বঙ্গাল ॥ আজু রঙ্গিণী রমণীমণি ধনী গেহ রহই না পারি । চপল হিয় পিয় গৌরসুন্দর গমন-পন্থ নেহারি ॥ বিরচি ছল বহু বিকল অলখিত কত নিবারব চিত । তেজি সঘন নিশাস নিরজনে রহই গুরুজন-ভীত ॥ কতহি বিনতি বিথারি সখীমুখে শুনই সো গুণগাম । হোত বিপুল উছাহ ছবি নব পুলকি তনু অনুপাম ॥ কনক কেতকী কুসুম কর গহি ধরই উর কত ছন্দ । পহিল লেহ দশা কি অপরূপ নিরখি নরহরি ধন্দ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু সে রমণীমণি শোভা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৩। অথ বেশাভিসারে ॥ ধানশী ॥ আজু সে রমণী- মণি শোভা মেন দেখিনু আপন আঁখে । না জানি কি কথ সখীমুখে শুনি ভাসয়ে মনের সুখে ॥ কোন সখী আসি বসি নিরজনে বেশ বিরচয়ে তার । নিরগম ছাঁদে বাঁধে কিবা চারু চাঁচর চিরুর ভার ॥ পরাইল কত ভাঁতি আভরণ সিন্দুর সাজাইয়া সিঁথে । কোন সখী এনা বেশ নিরখিতে মুকুর সোঁপিল হাতে ॥ শুভক্ষণে ধনী পথে অলখিতে চলয়ে চঞ্চল হিয়া । নরহরি ভণে মনে হেন গোরা- চাঁদেরে মিলিব গিয়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু সুখের নাহিক লেখা ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪৮। ॥ শ্রীরাগ ॥ আজু সুখের নাহিক লেখা । নিকুঞ্জভবনে রাইকানুসনে হইল প্রথম দেখা ॥ কানু সখীর ইঙ্গিত পায়া । হাসি শশিমুখী মুখের ঘুঘট ঘুচায় অঞ্চল লৈয়া ॥ মুখ নিরখি কহয়ে তায় । পাইলু জীবন জনমের মত বিকাইনু দু’খানি পায় । ধনী লাজে না কিছুই বোলে । হাসি শশিমুখী ফিরাইয়া গিয়া সামায় সখীর কোলে ॥ সখী করিয়া যতন অতি । কানু হাতে হাতে সোঁপি শিখাইল কত সে রসের রীতি ॥ দুহুঁ বিলসে অবশ অঙ্গ । নরহরি সখী সমীপে কি আঁখি জুড়াবে নিরখি রঙ্গ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু সুললিত কেলি কৌতুকে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪২০। ॥ গান্ধার ॥ আজু সুললিত কেলি কৌতুকে কানু উনমত ভেল । চন্দ্রমুখী-মুখ- মঞ্জু মাধুরী নয়ন ভরি ভরি নেল ॥ পিবই অধর- সুধা মধুর ধনী লাজে লহু লহু হাসি । চারু চপল বিলোচনাঞ্চলে কতহি রস পরকাশি ॥ কানু তব্ কুচ- কঞ্জ যতনে উঘারি অরপই পাণি । ঠেলি করে কর রঙ্গিণী ঘন ভণই নহি নহি বাণী ॥ নাহ কত অনু- রোধে উরে উর ধরই ধরত না থেহ । কহই বনত ন রঙ্গ নরহরি নিছনি দুহুঁ নবলেহ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |