কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
শুন শুন শ্রোতাগণ কহি বারবার
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬।

.       ॥ যথারাগ ॥

শুন শুন শ্রোতাগণ কহি বারবার ।
পূর্বরাগ রস এই অতি চমত্কার ॥
দর্শন-শ্রবন-লালসাদি আর যত ।
অতি সঙ্গোপনে আস্বাদহ অবিরত ॥
সামান্যতঃ প্রথমেতে গাব গৌরগীত ।
চিন্তামণি যৈছৈ তৈছে এ গীতের রীত ॥
অন্যত্র সঙ্গতি এথা সে ক্রমে কহিব ।
ভেদ ছাড়ি দর্শন শ্রবণ জানাইব ॥
লালসাদি যথাযোগ্য ইথে প্রকাশিব ।
নিত্যানন্দাদ্বৈতগীত সংক্ষেপে গাইব ॥
গ্রন্থের বাহুল্য ভয় উপজিল চিতে ।
এ হেতু নারিয়ে ইহা সে ক্রমে গাইতে ॥
প্রভুগণ সহ এই দিগদরশন ।
নরহরি কহে ইথে রহু মোর মন ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন সুন্দরী গোরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫৭।

দূতী শ্রীরাধিকায়াঃ সন্নিধৌ শ্রীকৃষ্ণস্য লালসা-দশাং প্রাহ—
.     ॥ সুহই ॥

শুন শুন সুন্দরি গোরি !
বহু অপযশ ভেল তোরি ॥
করি কৌ যমুনা–সিনান ।
করই রতন কত দান ॥
তুহুঁ সে সিনানে ভালে গেলি ।
সো সুপুরুষে বধ কেলি ॥
সো তুয়া পরশ যব পাব ।
তবহি জীয়ব দোষ যাব ॥
তাহে সোপবি নিজ দেহ ।
সুযশ ঘুষব সব কেহ ॥
কহল মু উচিত উপায় ।
করহুঁ যৈছে দিতে ভায় ॥
শুনি সখী বচন-বিলাস ।
হসই বদনে দেই বাস ॥
বহু সহচরীমুখ হেরি ।
নরহরি কহু পুনবেরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন হে রসিকরাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৫।

সখী শ্রীকৃষ্ণং প্রত্যাহ
॥ তিরোতিয়া ধানশী॥

শুন শুন হে রসিকরাজ,
একি করিলা বিষম কাজ ।
কুলবতী সতী মতি মাতাইলা
ভাঙ্গিলা ধৈরজ লাজ ॥
তারে চাহিয়া নয়ান কোণে,
হিয়ায় বিঁধিলা মদন বাণে ।
ঈষত হাসিতে কি বিষ ঢালিলা
অবলা না জীয়ে প্রাণে ॥
সে যে হইল বাউরী পারা,
আখ্যে সদাই বহিছে ধারা ।
উসসি উসসি তেজয়ে নিশ্বাস
সঘনে বচন হারা ॥
তরু তরুণ তমালে চায়,
তিলে তিলে সে মুরুছায় ।
নরহরি কহে না সহে বিলম্ব
তুরিতে মিলহ তায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনহ সুঘড়বর ববরজকিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৫।

ততশ্চ শ্রবণ-প্রকারং
॥ বেলাবলী॥

শুনহ সুঘড়বর বরজকিশোর।
সো নব রমণী        রমণীমণি সুন্দরী        তুয়া গুণনাম-শ্রবণে ভেল ভোর॥ ধ্রু॥
কনক নবনি জিনি    কোমল তনু ঘন         পুলক বলিত অতি অতুলিত কাঁপি।
ধৈরজ ধরইতে            করই যতন কত            ঝরই নয়নযুগ অঞ্চলে ঝাঁপি॥
সহচরী পাশ             হাসরত-বিরহিত         নিরজনে বসই বিসরি সব কাজ।
গুরুজন-বচন          বজরসম মানই         তিলে তিলে হোত শিথিল কুল লাজ॥
লাগই গেহ            বিপিন সম অবিরত         উমড়ই হিয় কি গঢ়ল বিহি প্রীত।
চাতক-জলদে                কোন গতি ভাখব        নরহরি ধন্দ নিরখি উহ রীত॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৬-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।

শ্রীরাধার আপ্তদূতী
॥ বেলাবলী ॥

শুনহ সুঘড়বর বরজকিশোর।
সো নব রমণী                                  রমণীমণি সুন্দরী
তুয়া গুণনাম শ্রবণে ভেল ভোর॥ ধ্রু॥
কনক লাবনি জিনি                               তনু ঘন-কোমল
পুলক বলিত অতি অতুলিত কাঁপি।
ধৈরজ ধরইতে                                  করই যতন কত
ঝরই নয়নযুগ অঞ্চলে ঝাঁপি॥
সহচরী পাশ                                     হাসরত বিরহিত
নিরজনে বসই বিসরি সব কাজ।
গুরুজন বচন                                      বজরসম মানই
তিলে তিলে হোত শিথিল কুললাজ॥
লাগই গেহ                                    বিপিন সম অবিরত
উমড়ই হিয় কি গঢ়ল বিহি প্রীত।
চাতক জলদে                                    কোন গতি ভাখব
নরহরি ধন্দ নিরখি উহ রীত॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা-১৩৪২, ৩৭৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

শুনহ সুঘড়বর বরজকিশোর।
সো নব রমণী রমণীমণি সুন্দরী
তুয়া গুণনাম শ্রবণে ভেল ভোর॥
কনক লাবনি জিনি তনু ঘন কোমল
পুলক বলিত অতি অতুলিত কাঁপি।
ধৈরজ ধরইতে করই যতন কত
ঝরই নয়নযুগ অঞ্চলে ঝাঁপি॥
সহচরী পাশ হাসরত বিরহিত
নিরজনে বসই বিসরি সব কাজ।
গুরুজন বচন বজরসম মানই
তিলে তিলে হোত শিথিল কুললাজ॥
লাগই গেহ বিপিন সম অবিরত
উমড়ই হিয় কি গঢ়ল বিহি প্রীত।
চাতক জলদে কোন গতি ভাখব
নরহরি ধন্দ নিরখি উহ রীত॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনহে নাগররাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪৩।

.   ॥ ধানশী॥

শুনহে নাগররাজ ।
বুঝিয়া করিবে কাজ ॥
ধরিবে ধৈরজ হেন ।
কেহো না হাসয়ে যেন ॥
কহিয়া কাকুতি কথা ।
ঘুচাবে মদন বেথা ॥
সে অতি অবলা নারী ।
বুঝাবে যতন করি ॥
দূতীর বচন শুনি ।
উলস রসিকমণি ॥
নরহরি করি সঙ্গে ।
রাইয়েরে মিলিল রঙ্গে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনিতে পূরব পরসঙ্গ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৮৮।

॥ পুনঃ সুহই॥

শুনিতে পূরব পরসঙ্গ ।
কিভাবে ভরল গোরা অঙ্গ ॥
গদাধর মুখ পানে চায় ।
নয়ানের জলে ভাসি যায় ॥
লহু লহু বচন-বিলাসে ।
মধুর মধুর মৃদু হাসে ॥
কাঁপয়ে বিজুরি নিরসিয়া ।
তিলে তিলে উমড়য়ে হিয়া ॥
বড় দয়া পতিত পামরে ।
ধরিয়া ধরিয়া করে কোরে ॥
মাতায় দুলহ প্রেমদানে ।
ঝুরে নরহরি পহুঁগুণে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনি ধনী কানুক রীত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫৮।

.   ॥ ধানশী ॥

শুনি ধনী কানুক রীত ।
মিলইতে উলসিত চিত ॥
ধনী কর গহি সখী নেল ।
কুঞ্জভবনে চলি গেল ॥
রাইক নিরখি মাধাই ।
হরষে চলল তহি রাই ॥
হেরইতে নাগররাজ ।
রাইক উপজল লাজ ॥
সোপল সখী পহুঁ-পাণি ।
কানু সফল জীউ মানি ॥
বিরচই বচন সুছন্দ ।
চুম্বই ধনী মুখচন্দ ॥
উচ কুচপর কর ধারি ।
ধনী নিজ করে কর বারি ॥
উপজল কৌতুক ভূরি ।
নরহরি হেরব কি দূরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনি ধনী-বচন দূতী চলু তাহী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৫৪।

.       ॥ সুহই॥

শুনি ধনী-বচন দূতী চলু তাহি ।
বিলসয়ে শ্যাম সুবল সঞে যাহি ॥
রাইক রীত কহল শুনি নাহ ।
বাহিরে বিরস হরষ হিয় মাহ ॥
করতলে শ্রবণ ঝাঁপি কহু থোর ।
পরতিরী-পরশ স্বপনে নহু মোর ॥
ঐছে বচন কহইতে নহু লাজ ।
কৈছে করব ইহ অনুচিত কাজ ॥
শুনইতে দূতী তৈছে তহি যাই ।
রোই কহল শুনি নিশ্বসই রাই ॥
কাতরে গদগদ নিগদে নেহারি ।
তেজব দেহ, দহন দেহ জ্বারি ॥
তৈখণে কোউ কর পরবোধ ।
আনব কান, বাঢ়ওব মোদ ॥
নরহরি কহ উহ দূতী উপেখি ।
বিলপে বিকল হাম আয়লু দেখি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনি ধনী বচন-বিলাস
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬৬।

.     ॥ যতিশ্রী॥

শুনি ধনী বচন-বিলাস ।
সখী মুখে হাসিয়া কহয়ে মৃদুভাষ ॥
পরাণ সোঁপিলা সই যারে ।
না বুঝিয়ে করহ কিসের ভয় তারে ॥
তুমি তার নয়ানের তারা ।
তোমা বিনে তিলেকে সকল হয় হারা ॥
তোমারে জপয়ে দিবারাতি ।
কি আর বলিব সে না পিরীতি মুরুতি ॥
পুন তুয়া পরশন লাগিয়া ।
না জানিয়ে কেমন হইছে তার হিয়া ॥
চল যাই যমুনা-সিনানে ।
নরহরি কহে কানু আছে সেইখানে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনি পহুঁ গমন করত ধনী-সদনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩৪।

॥ তিরোতিয়া ধানশী॥

শুনি পহুঁ গমন করত ধনী-সদনে ।
দূরে রহু ধৈরজ উনমত মদনে ॥
চলইতে কতহি মনোরথ পূরই ।
ভুলি সুপন্থ বিপথে পগ ধরই ॥
সুন্দরী কুঞ্জে রহই মহীশয়নে ।
নিশ্বসই বিষম বারি ঝরু নয়নে ॥
দিঠি-পথগত ভেল মাধব যবহি ।
বিসয়ল বিরহ উলসে ভরু তবহি ॥
অলখিত বসনে ঝাপি তনু বসই ।
কি মধুর লেহ লাজে সহু হসই ॥
রসময় বচন কানু কত কহয়ে ।
করইতে কোরে বিজুরা সম রহয়ে ॥
চুম্বত মুখ লখইতে ছবি ছলকে ।
ধরু কুচ কমলে পাণিতল ঝলকে ॥
বারই নীবি পরশত গীম হিলনে ।
নরহরি ভণ কি রঙ্গ নব মিলনে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর