কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
শুনহ সুঘড়বর ববরজকিশোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৫। ততশ্চ শ্রবণ-প্রকারং ॥ বেলাবলী॥ শুনহ সুঘড়বর বরজকিশোর। সো নব রমণী রমণীমণি সুন্দরী তুয়া গুণনাম-শ্রবণে ভেল ভোর॥ ধ্রু॥ কনক নবনি জিনি কোমল তনু ঘন পুলক বলিত অতি অতুলিত কাঁপি। ধৈরজ ধরইতে করই যতন কত ঝরই নয়নযুগ অঞ্চলে ঝাঁপি॥ সহচরী পাশ হাসরত-বিরহিত নিরজনে বসই বিসরি সব কাজ। গুরুজন-বচন বজরসম মানই তিলে তিলে হোত শিথিল কুল লাজ॥ লাগই গেহ বিপিন সম অবিরত উমড়ই হিয় কি গঢ়ল বিহি প্রীত। চাতক-জলদে কোন গতি ভাখব নরহরি ধন্দ নিরখি উহ রীত॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৬-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। শ্রীরাধার আপ্তদূতী ॥ বেলাবলী ॥ শুনহ সুঘড়বর বরজকিশোর। সো নব রমণী রমণীমণি সুন্দরী তুয়া গুণনাম শ্রবণে ভেল ভোর॥ ধ্রু॥ কনক লাবনি জিনি তনু ঘন-কোমল পুলক বলিত অতি অতুলিত কাঁপি। ধৈরজ ধরইতে করই যতন কত ঝরই নয়নযুগ অঞ্চলে ঝাঁপি॥ সহচরী পাশ হাসরত বিরহিত নিরজনে বসই বিসরি সব কাজ। গুরুজন বচন বজরসম মানই তিলে তিলে হোত শিথিল কুললাজ॥ লাগই গেহ বিপিন সম অবিরত উমড়ই হিয় কি গঢ়ল বিহি প্রীত। চাতক জলদে কোন গতি ভাখব নরহরি ধন্দ নিরখি উহ রীত॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-১৩৪২, ৩৭৫-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। শুনহ সুঘড়বর বরজকিশোর। সো নব রমণী রমণীমণি সুন্দরী তুয়া গুণনাম শ্রবণে ভেল ভোর॥ কনক লাবনি জিনি তনু ঘন কোমল পুলক বলিত অতি অতুলিত কাঁপি। ধৈরজ ধরইতে করই যতন কত ঝরই নয়নযুগ অঞ্চলে ঝাঁপি॥ সহচরী পাশ হাসরত বিরহিত নিরজনে বসই বিসরি সব কাজ। গুরুজন বচন বজরসম মানই তিলে তিলে হোত শিথিল কুললাজ॥ লাগই গেহ বিপিন সম অবিরত উমড়ই হিয় কি গঢ়ল বিহি প্রীত। চাতক জলদে কোন গতি ভাখব নরহরি ধন্দ নিরখি উহ রীত॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |