কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
শুনি সখী কানুক বাত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫৭।

.      ॥ ধানশী॥

শুনি সখী কানুক বাত ।
উলসে ভরল সব গাত ॥
লহু লহু কহু মুখ চাই ।
সো অতি দুলহ মাধাই ॥
যাত যমুনা হাস দেখি ।
কবহুঁ না কাহুক পেখি ॥
দৈব সদয় তোহে ভেল ।
ইথে তুয় পর দিঠি দেল ॥
করবহু যতনে উপায় ।
মিলব তুরিতে চিতে তায় ॥
এত কহি চলি ধনীপাশ ।
নরহরি ভণে মৃদুভাষ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুনি সখী সুমধুর কথা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫০।

.      ॥ সুহই॥

শুনি সখী সুমধুর কথা ।
ঘুচিল শ্রবণ মনের বেথা ॥
সখী কহে কি কহিব শ্যাম ।
সে রাজনন্দিনী রাধা নাম ॥
রাধানাম শুনি শ্যাম রায় ।
না জানে কি হইল হিয়ায় ॥
ধরিয়া সখীর দুই করে ।
কি কহয়ে কহিতে না পারে ॥
অমুনি রহয়ে তায় দেখি ।
নিঝয়ে ঝরয়ে দুটি আঁখি ॥
নরহরি যাই রাই প্রতি ।
কহয়ে কালিয়া-প্রেমরীতি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুভখণে পহিল মিলন দুহুঁ ভেলি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৮৩।

.        ॥ গান্ধার॥

শুভখণে পহিল মিলন দুহুঁ ভেলি ।
সুমধুর কুঞ্জভবনে বনকেলি ॥
মাধব সরস রভসে মৃদু ভাখি ।
ধনীমুখ নিরখি সফল করু আখি ॥
ঘন পরিরম্ভই উলস হিয়ায় ।
উপজত ছরমে ঘরম দুহুঁ গায় ॥
ঐছে সময়ে নরহরি অভিলাষ ।
বীজনে বীজব কি রহি সখী-পাশ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্যামর মুরুতি অমিয় সঞে মিঠ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩১।

.         ॥ ধানশী॥

শ্যামের মুরুতি অমিয় সঞে মিঠ ।
ভণইতে গোরী অঝরে ঝরু দিঠ ॥
তবহি চললি সহচরী হরিপাশ ।
গদগদ নিগদে মধুরতর ভাষ ॥
বুঝলু সুজনপণ কয়লি অকাজ ।
ভাঙলি কুলবতী কুলভয় লাজ ॥
হেমতড়িত জিতি ধনীতনু-কাঁতি ।
সো ভেল নলিন গুণত দিনরাতি ॥
নয়নক নীর কবহুঁ নহু থির ।
হেরত দশা হিয় ভই চউচির ॥
শুনইতে মাধব তেজই নিশাস ।
নরহরিসহ চলু সবদনী-পাশ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্যাম শুয়া পড়াইলা ভালে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১১।

॥ মল্লারী॥

শ্যাম শুয়া পড়াইলা ভালে ।
রাইয়েরে সে তুয়া                    নাম শুনাইল
বসিয়া তমাল ডালে ॥
তুয়া নামে না জানি কি আছে ।
ধৈরজ ধরম                        বিনাশিল বুঝি
জীবন না রাখে পাছে ॥
যদি সুজন হইতে চাও ।
মানি নিজ দোষ                   শুকেরে নিরসি
সে ধনী-নিকটে যাও ॥
গিয়া ধরিবে চরণখানি ।
অনিমিখ আখি                     সে মুখ নিরখি
কহিয়ে বিনয় বাণী ॥
তারে আনিতে হিয়ার মাঝে ।
জানিবে সদয়                      তখনি সে যদি
মুচুকি হাসিবে লাজে ॥
ইহা শুনি কি মনের সাধা ।
নরহরি সহ                         উলসে চলয়ে
যেখানে রঙ্গিণী রাধা ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্যাম-সমীপে দূতী গেল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৮।

.    ॥ বাঙ্গাল॥

শ্যাম-সমীপে দূতী গেল ।
হেরইতে উলসিত ভেল ॥
কহে হাম কয়লু অকাজ ।
দগধ হোয়লু হিয় মাঝ ॥
অব হাম নিছনি তোহার ।
কহ কহ কুশল উহার ॥
শুনইতে দূতী সিয়ানী ।
কহে কছু গদগদ বাণী ॥
তুহুঁ যে উপেথলি রাই ।
সোই কহলু হাম যাই ॥
তাহে বাজল জনু শেল ।
জীবইতে সংশয় ভেল ॥
সহচরী চহুদিশে রোয় ।
কহইতে আয়লু তোয় ॥
ঐছে বচনে নটরায় ।
নরহরি করে ধরি ধায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্যামের গমন-কথা শুনি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৯৬।

.      ॥ ধানশী॥

শ্যামের গমন-কথা শুনি ।
উলসে বিলসে বিনোদিনী ॥
পুলক ভরল সব গায় ।
হাসি সহচরী-পানে চায় ॥
সখীমুখে সুমধুর ভাষে ।
কহয়ে রমণীমণি-পাশে ॥
কালিয়া আইলে মৃদু হাসি ।
আঁচরে ঝাপিবে মুখশশী ॥
আখিকোণে বারেক চাহিবে ।
আখ্যে আখি দিতে নেবারিবে ॥
কত কথা ক’বে রসে মাতি ।
শুনি না শুনিবে ধরি ধৃতি ॥
পরশিতে নিরখিয়া মোরে ।
তরসি সামাবে মোর কোরে ॥
তোমারে সোঁপিব করে তার ।
না মানিবে বচন আমার ॥
রাইয়েরে এ সব শিখাইতে ।
কালিয়া আইলা আচম্বিতে ॥
রাইরূপ রসের সাগর ।
দেখি সুখে ডুবিলা নাগর ॥
আপনা নিছয়ে বারেবারে ।
চরণ পরশে দুটি করে ॥
মদন-কৌতুক ভেল যাহা ।
নরহরি দেখিব কি তাহা ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীঅদ্বৈত পহুঁ মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ
মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৩-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে।
পদটি কবির ভক্তিরত্নাকর গ্রন্থের ৯৭৭-পৃষ্ঠাতেও রয়েছে।

॥ বেলাবলী ॥

শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর ।
গৌর প্রেমভরে                                         গরগর অন্তর
অবিরত অরুণ নয়নে ঝরু লোর ॥ ধ্রু ॥
পুলকিত লোলিত                                      অঙ্গ ঝল ঝলকত
দিনকর-নিকর-নিন্দি বর জোতি ।
কুঞ্জরদমন                                             গমন মনোরঞ্জন
হসত সুলসত দশন জনু মোতি ॥
সিংহ-গরব-হর                                     গরজত ঘন ঘন
কম্পিত কলি দূরে দুরজন গেল ।
প্রবল প্রতাপে                                        তাপত্রয় কুন্ঠিত
জগজন পরম হরষ হিয় ভেল ॥
করুণাজলধি                                       উমড়ি চলু চহুঁদিশ
পামর পতিত ভকতি রসে ভাসি ।
নরহরি কুমতি                                     কি বুঝব রঙ্গ নব
গৌরচরিত গুণ ভুবনে প্রকাশি ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৩-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।

শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর।
গৌর প্রেমভরে গরগর অন্তর
অবিরত অরুণ নয়নে ঝরু লোর ॥ ধ্রু ॥
পুলকিত লোলিত অঙ্গ ঝল ঝলকত
দিনকর-নিকর-নিন্দি বর জোতি।
কুঞ্জরদমন গমন মনোরঞ্জন
হসত সুলসত দশন জনু মোতি॥
সিংহ গরব হর গরজত ঘন ঘন
কম্পিত কলি দূরে দুরজন গেল।
প্রবল প্রতাপে তাপত্রয় কুণ্ঠিত
জগজন পরম হরষ হিয় ভেল॥
করুণা জলধি উমড়ি চলু চহুঁদিশ
পামর পতিত ভকতি রসে ভাসি।
নরহরি কুমতি কি বুঝব রঙ্গ নব
গৌরচরিত গুণ ভুবনে প্রকাশি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা-১৩৪৩, ৩৭৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর।
গৌর প্রেমভরে গরগর অন্তর
অবিরত অরুণ নয়নে ঝরু লোর ॥ ধ্রু ॥
পুলকিত লোলিত অঙ্গ ঝল ঝলকত
দিনকর-নিকর-নিন্দি বর জোতি।
কুঞ্জরদমন গমন মনোরঞ্জন
হসত সুলসত দশন জনু মোতি॥
সিংহ গরব হর গরজত ঘন ঘন
কম্পিত কলি দূরে দুরজন গেল।
প্রবল প্রতাপে তাপত্রয় কুণ্ঠিত
জগজন পরম হরষ হিয় ভেল॥
করুণা জলধি উমড়ি চলু চহুঁদিশ
পামর পতিত ভকতি রসে ভাসি।
নরহরি কুমতি কি বুঝব রঙ্গ নব
গৌরচরিত গুণ ভুবনে প্রকাশি॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীশচীতনয় গৌর গুণধাম
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৯।

.          ॥ গান্ধার ॥

শ্রীশচীতনয় গৌর গুণধাম ।
ভববিধি-বন্দ্য ভুবনে অনুপাম ॥
আজু বিরলে বিলসয়ে বহু রঙ্গ ।
মনমথ কোটি মথন প্রতিঅঙ্গ ॥
সুললিত দুর্গম চরিত অপার ।
কো সমুঝব ইহ জগত-মাঝার ॥
পরিকর প্রাণ জীবন রসভূপ ।
নরহরি নিছনি নিরখি পহুঁ রূপ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীশচীতনয় গৌর দ্বিজরাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১।

পুনরেতৎ ক্রমেণাহ --- সাক্ষাৎ দর্শনে যথা
.       ॥ মালবশ্রী॥

শ্রীশচীতনয় গৌর দ্বিজরাজ ।
অনুখণ বিলসই মিরজন মাঝ ॥ ধ্রু ॥
ভাবে বিভোর অথির অনিবার ।
লোচনকমলে গলই জলধার ॥
গদ গদ হৃদয় ভণয়ে অতি থোর ।
পেখলু নিরুপম নওলকিশোর ॥
পৈঠল হিয়মধি নিধরক সোই ।
জীউ কি করই না অনুভব হোই ॥
কহে ভেটলু হাম হোওল অকাজ ।
অব না রহব কছু ধৈরজ লাজ ॥
ঐছে ভণই পুন না তেজই নিশাস ।
মরি মরি বুঝব কি নরহরি দাস ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর