কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
শ্যাম শুয়া পড়াইলা ভালে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১১। ॥ মল্লারী॥ শ্যাম শুয়া পড়াইলা ভালে । রাইয়েরে সে তুয়া নাম শুনাইল বসিয়া তমাল ডালে ॥ তুয়া নামে না জানি কি আছে । ধৈরজ ধরম বিনাশিল বুঝি জীবন না রাখে পাছে ॥ যদি সুজন হইতে চাও । মানি নিজ দোষ শুকেরে নিরসি সে ধনী-নিকটে যাও ॥ গিয়া ধরিবে চরণখানি । অনিমিখ আখি সে মুখ নিরখি কহিয়ে বিনয় বাণী ॥ তারে আনিতে হিয়ার মাঝে । জানিবে সদয় তখনি সে যদি মুচুকি হাসিবে লাজে ॥ ইহা শুনি কি মনের সাধা । নরহরি সহ উলসে চলয়ে যেখানে রঙ্গিণী রাধা ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শ্রীঅদ্বৈত পহুঁ মোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৩-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। পদটি কবির ভক্তিরত্নাকর গ্রন্থের ৯৭৭-পৃষ্ঠাতেও রয়েছে। ॥ বেলাবলী ॥ শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর । গৌর প্রেমভরে গরগর অন্তর অবিরত অরুণ নয়নে ঝরু লোর ॥ ধ্রু ॥ পুলকিত লোলিত অঙ্গ ঝল ঝলকত দিনকর-নিকর-নিন্দি বর জোতি । কুঞ্জরদমন গমন মনোরঞ্জন হসত সুলসত দশন জনু মোতি ॥ সিংহ-গরব-হর গরজত ঘন ঘন কম্পিত কলি দূরে দুরজন গেল । প্রবল প্রতাপে তাপত্রয় কুন্ঠিত জগজন পরম হরষ হিয় ভেল ॥ করুণাজলধি উমড়ি চলু চহুঁদিশ পামর পতিত ভকতি রসে ভাসি । নরহরি কুমতি কি বুঝব রঙ্গ নব গৌরচরিত গুণ ভুবনে প্রকাশি ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৩-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর। গৌর প্রেমভরে গরগর অন্তর অবিরত অরুণ নয়নে ঝরু লোর ॥ ধ্রু ॥ পুলকিত লোলিত অঙ্গ ঝল ঝলকত দিনকর-নিকর-নিন্দি বর জোতি। কুঞ্জরদমন গমন মনোরঞ্জন হসত সুলসত দশন জনু মোতি॥ সিংহ গরব হর গরজত ঘন ঘন কম্পিত কলি দূরে দুরজন গেল। প্রবল প্রতাপে তাপত্রয় কুণ্ঠিত জগজন পরম হরষ হিয় ভেল॥ করুণা জলধি উমড়ি চলু চহুঁদিশ পামর পতিত ভকতি রসে ভাসি। নরহরি কুমতি কি বুঝব রঙ্গ নব গৌরচরিত গুণ ভুবনে প্রকাশি॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-১৩৪৩, ৩৭৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। শ্রীঅদ্বৈতচন্দ্র পঁহু মোর। গৌর প্রেমভরে গরগর অন্তর অবিরত অরুণ নয়নে ঝরু লোর ॥ ধ্রু ॥ পুলকিত লোলিত অঙ্গ ঝল ঝলকত দিনকর-নিকর-নিন্দি বর জোতি। কুঞ্জরদমন গমন মনোরঞ্জন হসত সুলসত দশন জনু মোতি॥ সিংহ গরব হর গরজত ঘন ঘন কম্পিত কলি দূরে দুরজন গেল। প্রবল প্রতাপে তাপত্রয় কুণ্ঠিত জগজন পরম হরষ হিয় ভেল॥ করুণা জলধি উমড়ি চলু চহুঁদিশ পামর পতিত ভকতি রসে ভাসি। নরহরি কুমতি কি বুঝব রঙ্গ নব গৌরচরিত গুণ ভুবনে প্রকাশি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |