কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
শ্রীশচীতনয় গৌর পহুঁ মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৯।

পুনরেতৎ সংক্ষেপেণাহ--- তত্রাদৌ দর্শন-শ্রবণে যথা—
   ॥ শ্রীরাগ ॥

শ্রীশচীতনয় গৌর পহুঁ মোর ।
ভাবে বিবশ কত কহই ন ওর ॥ ধ্রু ॥
খণে ভণে পেখলু নটবর শ্যাম ।
নীপনিকট তিরিভঙ্গিম ঠাম ॥
ললিত চিত্রপটে বরজ-কিশোর ।
শীতল করল হরল দিঠি মোর ॥
স্বপনে সুকুঞ্জে রসিককুলচন্দ ।
দেয়ল দরশ পরম রসকন্দ ॥
খণে ভণে বন্দি-বদনে উহ বাণী ।
শুনইতে জীউ কি করই না জানি ॥
দূতী কহল কত তছু গুণরীত ।
ডারল অমিয়-সিন্ধুমধি মোয় ॥
শুনইতে নীক নবীন গুণ গান ।
হোয়ল অবশ তনু হরল গেয়ান ॥
বংশীসানে শ্রুতি অধিক বিভোর ।
তব্ সঞে নিরত নয়নে ঝরু লোর ॥
ভণইতে ঐছে নিরব হাসি মন্দ ।
নিরখি চরিত নরহরি রহু ধন্দ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীশচীতনয় প্রাণ পঁহ মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৮।

.      ॥ পুনঃ বিভাষ ॥

শ্রীশচীতনয় প্রাণ পঁহু মোর ।
রচই আনমনে বচন না থোর ॥
কি কহব অরু দোসর নাই পাশ ।
অনুখণ নিরজনে করই নিবাস ॥
চমকি চমকি চহুদিশ রহু হেরি ।
লোচন যুগল মুদই পুন বেরি ॥
মরি মরি কাহে ধৈরজ ভেল ভঙ্গ ।
নরহরি ভণ বুঝি প্রেমতরঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীশচীতনয় প্রেমতরে গর গর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪০।

॥ পুনঃ বেলাবলী॥

শ্রীশচীতনয়                          প্রেমভরে গর গর
নিয়ত মধুরতর তরল দৃগন্ত ।
চহুদিশ চাহি                         চাহ চিত অতিশয়
নীলকমল বনে চলই তুরন্ত ॥
শিবিকুল ললিত                       কন্ঠ কিরণাবলি,
লখইতে সুধি বুধি সকল বিসারি ।
সো পর ফরকি                       ফরকি ধরু ফেকণ
তাকর নিয়রে ফিরয়ে চুচুকারি ॥
বিপরীত বিকল                     কলিত কর কানড়
কুসুম সুষমপর সোঁপই দিঠ ।
কোকিল নিকর                   ফিরত তহি কুহরত
কুহু কুহু শবদ লাগি বহু মিঠ ॥
পহিরত নীল                         বসন ঘন ঘন, ঘন
ধরইতে গগনে পসারই পাণি ।
পুলকিত গাত                         বাত কত ভাখত
নরহরি ধন্দ মরম নাহি জানি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্রায় নমঃ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৮৬। এই পদটি "জয়
গৌরচন্দ্র নিত্যানন্দ প্রাণধন" শিরোনামেও পাঠকের সুবিধার জন্য তুলে দেওয়া হয়েছে।

অথ শ্রীকৃষ্ণচন্দ্রস্য পূর্ব্বরাগ—

শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্রায় নমঃ—

জয় কৃষ্ণচৈতন্যচন্দ্র প্রেমরসার্ণব !
নিত্যানন্দাদ্বৈত-দেবাভিন্ন ভক্তপ্রিয় প্রভো !!

জয় গৌরচন্দ্র নিত্যানন্দ প্রাণধন ।
জয়াদ্বৈতনাথ গদাধরের জীবন ॥
জয় ভক্তগণের সর্ব্বস্ব রসময় ।
ভক্তগোষ্ঠিসহ কৃপা কর কৃপালয় ॥
জয় গৌরপ্রেম-রসোন্মত্ত শ্রোতাগণ ।
পূর্ব্বরাগামৃতগীত কর আস্বাদন ॥
শ্রীরাধিকা পূর্ব্বরাগ গাইলু ক্রমেতে ।
গাইব কৃষ্ণের পূর্ব্বরাগ সংক্ষেপেতে ॥
পূর্ব্বে গৌরগীত গাইল ত্রিবিধ প্রকার ।
এবে গৌরগীত গাই সেই অনুসার ॥
ইহার পশ্চাতে গাবো কৃষ্ণ-পূর্ব্বরাগ ।
নরহরি আশাপূর্ণ করো মহাভাগ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় গৌরচন্দ্র নিত্যানন্দ প্রাণধন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৮৬। এই পদটি
"শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্রায় নমঃ" শিরোনামেও পাঠকের সুবিধার জন্য তুলে দেওয়া হয়েছে।

অথ শ্রীকৃষ্ণচন্দ্রস্য পূর্ব্বরাগ—

শ্রীশ্রীকৃষ্ণচৈতন্যচন্দ্রায় নমঃ—

জয় কৃষ্ণচৈতন্যচন্দ্র প্রেমরসার্ণব !
নিত্যানন্দাদ্বৈত-দেবাভিন্ন ভক্তপ্রিয় প্রভো !!

জয় গৌরচন্দ্র নিত্যানন্দ প্রাণধন ।
জয়াদ্বৈতনাথ গদাধরের জীবন ॥
জয় ভক্তগণের সর্ব্বস্ব রসময় ।
ভক্তগোষ্ঠিসহ কৃপা কর কৃপালয় ॥
জয় গৌরপ্রেম-রসোন্মত্ত শ্রোতাগণ ।
পূর্ব্বরাগামৃতগীত কর আস্বাদন ॥
শ্রীরাধিকা পূর্ব্বরাগ গাইলু ক্রমেতে ।
গাইব কৃষ্ণের পূর্ব্বরাগ সংক্ষেপেতে ॥
পূর্ব্বে গৌরগীত গাইল ত্রিবিধ প্রকার ।
এবে গৌরগীত গাই সেই অনুসার ॥
ইহার পশ্চাতে গাবো কৃষ্ণ-পূর্ব্বরাগ ।
নরহরি আশাপূর্ণ করো মহাভাগ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! আর বলিব কারে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১০।

.    ॥পুনঃ ধানশী ॥

সই!  আর বলিব কারে ।
বিধি শুকপাখী হৈয়া বধিলে আমারে ॥
যে হইতে শুনালে শ্যামনাম ।
সেই হৈতে ঘুচিল ঘরের সব কাম ॥
না জানিয়ে মন কোথা রয় ।
না ভায় ভোজন পান আঁখিধারা বয় ॥
শাশুড়ী ননদ পাড়ে গালি ।
কি লাগি সাধের বধূ হইল পাগলি ॥
এ পাড়া পরশি আইসে যায় ।
শুধাইলে কিছু না বলিতে পারি তায় ॥
যতন করিয়ে কত মতে ।
কি হইল আমারে, নাম নারি পাসরিতে ॥
যে দশা হইছে তিলে তিলে ।
ফুকারিতে নারি পাছে জানয়ে সকলে ॥
নিচয় জানিহ এই কথা ।
কুলবতী কলঙ্ক হইলে জীয়ে বৃথা ॥
করহ উপজে যাহা মনে ।
মু মেন করিলু সার জীবনে মরণে ॥
কহিতে কহিতে বিনোদিনী ।
আখি ঝরে ধরিতে নারয়ে তনু খানি ॥
সখী কহে থির কর হিয়া ।
করিব মনের মত উপায় রচিয়া ॥
রাই প্রবোধিয়া নরহরি ।
কহয়ে শ্যামের আগে গিয়া তরাতরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! একি উন্মাদ হৈল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৬।

॥ পুনঃ ভুপালি ॥

সই !   একি উন্মাদ হৈল ।
সে যে কুলবতী                        লাজ কুল ভয়
সকলি ভুলিয়া গেল ॥
গোরাচাঁদে কি করিলে তারে ।
তিলে তিলে মতি                   গতি কতি ভাতি
কেবা তা বুঝিতে পারে ॥
বিধু মুখে না বচন সরে ।
অরুণ কমল-                         দল দুটি আঁখি
জলে টলমল করে ॥
বোল ইথে কি প্রবোধ দিয়ে ।
নরহরি পঁহু                         তুরিতে নিলয়ে
তবে সে এ ধনী জীয়ে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই ও নব নাগর কে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬৬।

॥ পুনঃ আভীরী॥

সই ও নব নাগর কে ?
থকিত দামিনী                     গোরোচনা জিনি
কিবা সে রসের দে ।
মুখে শশিপারা                      হাসি সুধাধারা
অধরে অরুণ-ঘটা ॥
কুন্দকলি জিতি                      দশনের পাঁতি
অতুল গণ্ডের ছটা ॥
দীঘল নয়ান                          যেন কাম বাণ
বরিষে ভঙ্গিমা ছাদে ।
ভুরু দুটি যেন                           মনমথ ধনু
কে হেরি ধৈরজ বাঁধে ॥
নাসা সুগঠন                           মুনিমনোরম
কপালে তিলক লসে ।
শ্রবণে কুণ্ডল                          করে ঝলমল
ভুবন ভুলয়ে কেশে ॥
গলে নানা হার                     দোলে অনিবার
কি দিব উপমা উরে ।
আজানুলম্বিত                      ভুজ সুশোভিত
কনক মৃণাল দূরে ॥
খীণ কটি মাঝে                    চীন বাস সাজে
গমন কুঞ্জর ভাতি ।
কমল চরণে                          নরহরি মন-
মধুপ বৈয়াছে মাতি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই কত নেবারিব চিতে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০২।

.          ॥ কামোদ॥

সই কত নেবারিব চিতে ।
ভুলিলু কুলের লাজ নারি থির হৈতে ॥
সখী কহে--- ওহে বিনোদিনি !
না রহে তরুণী থির তার কথা শুনি ॥
সে মুরুতি সদাই ধিয়ায় ।
জাতি কুল জীবন নিছয়ে তার পায় ॥
দূতী শুনাইল তোহে সাধে ।
তার রূপ গুণের তুলনা নাই রাধে !!
সে হয় রসিক শিরোমণি ।
তোমায় তাহায় ভাল সাজে সুবদনি !!
তুমি হও রাজার কুমারী ।
সে রাজকুমার ব্রজবিপিনবিহারী ॥
শুনি ধনী উথলে উলসে ।
লাজে না কহয়ে কিছু মুচকিয়া হাসে ॥
সহচরী জানি মনকথা ।
তুরিতে চলিল সে কালিয়াচান্দ যথা ॥
সখীপানে চাহি শ্যামরায় ।
আগুসরি পুছিতে পুলকভরে গায় ॥
সখী কহে করহ গমন ।
মিলহ তুরিতে এবে অতি শুভক্ষণ ॥
এই কৈরো গিয়া রাই-পাশে ।
ধরিহ ধৈরজ যেন কেহো নাই হাসে ॥
শুনি কত মনোরথ মনে ।
নরহরি-সহ চলে নিকুঞ্জ ভবনে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! কি আর বলিব তোরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩৬।

॥ পুন বালা ধানশী॥

সই কি আর বলিব তোরে ।
সে যে বাউরী করিল মোরে ॥
ঘন অঞ্জন বরণ তার ।
আঁখ্যে লাগিল ছাড়াইতে ভার ॥
ওগো দেখিয়া অকাজ কৈলু ।
হেলে কুল লাজ হার’ইলু ॥
দিন রজনী কিছু না ভায় ।
মনে পড়য়ে সদাই তায় ॥
ঘরে রহিতে বিষম হৈলো ।
তাহা ভাবিতে পরাণ গেলো ॥
ইহা বলিতে বলিতে রাই ।
কান্দে নরহরি মুখ চাই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! কি আর বলিব মেন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৯।

অথ উদ্বেগ
॥ ধানশী॥

সই !  কি আর বলিব মেন ।
সে নব রমণী                    নারে থির হৈতে
না দেখি কখনো হেন ॥ ধ্রু ॥
অঞ্জনে রঞ্জিত                      খঞ্জনিয়া আঁখি
ঝরয়ে জলদ জিতি ।
করতলে রাখি                        মুখ অবনত
নখেতে লিখয়ে ক্ষিতি ॥
কাঁপে ঘন ঘন                         খসয়ে বসন
ঘরমে ভিজিয়া যায় ।
তিলে তিলে অতি                  মলিন সুচারু
অঙ্গ উতাপিত তায় ॥
না কহে বচন                         নিশসই ঘন
না জানি কি করু হিয়া ।
কহে নরহরি                     করিলে অকাজ
সে গোরা-পানেতে চায়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর