কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
শ্রীশচীতনয় প্রেমতরে গর গর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪০। ॥ পুনঃ বেলাবলী॥ শ্রীশচীতনয় প্রেমভরে গর গর নিয়ত মধুরতর তরল দৃগন্ত । চহুদিশ চাহি চাহ চিত অতিশয় নীলকমল বনে চলই তুরন্ত ॥ শিবিকুল ললিত কন্ঠ কিরণাবলি, লখইতে সুধি বুধি সকল বিসারি । সো পর ফরকি ফরকি ধরু ফেকণ তাকর নিয়রে ফিরয়ে চুচুকারি ॥ বিপরীত বিকল কলিত কর কানড় কুসুম সুষমপর সোঁপই দিঠ । কোকিল নিকর ফিরত তহি কুহরত কুহু কুহু শবদ লাগি বহু মিঠ ॥ পহিরত নীল বসন ঘন ঘন, ঘন ধরইতে গগনে পসারই পাণি । পুলকিত গাত বাত কত ভাখত নরহরি ধন্দ মরম নাহি জানি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সই! একি উন্মাদ হৈল ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৬। ॥ পুনঃ ভুপালি ॥ সই ! একি উন্মাদ হৈল । সে যে কুলবতী লাজ কুল ভয় সকলি ভুলিয়া গেল ॥ গোরাচাঁদে কি করিলে তারে । তিলে তিলে মতি গতি কতি ভাতি কেবা তা বুঝিতে পারে ॥ বিধু মুখে না বচন সরে । অরুণ কমল- দল দুটি আঁখি জলে টলমল করে ॥ বোল ইথে কি প্রবোধ দিয়ে । নরহরি পঁহু তুরিতে নিলয়ে তবে সে এ ধনী জীয়ে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সই ও নব নাগর কে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬৬। ॥ পুনঃ আভীরী॥ সই ও নব নাগর কে ? থকিত দামিনী গোরোচনা জিনি কিবা সে রসের দে । মুখে শশিপারা হাসি সুধাধারা অধরে অরুণ-ঘটা ॥ কুন্দকলি জিতি দশনের পাঁতি অতুল গণ্ডের ছটা ॥ দীঘল নয়ান যেন কাম বাণ বরিষে ভঙ্গিমা ছাদে । ভুরু দুটি যেন মনমথ ধনু কে হেরি ধৈরজ বাঁধে ॥ নাসা সুগঠন মুনিমনোরম কপালে তিলক লসে । শ্রবণে কুণ্ডল করে ঝলমল ভুবন ভুলয়ে কেশে ॥ গলে নানা হার দোলে অনিবার কি দিব উপমা উরে । আজানুলম্বিত ভুজ সুশোভিত কনক মৃণাল দূরে ॥ খীণ কটি মাঝে চীন বাস সাজে গমন কুঞ্জর ভাতি । কমল চরণে নরহরি মন- মধুপ বৈয়াছে মাতি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সই! কি আর বলিব মেন ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৯। অথ উদ্বেগ ॥ ধানশী॥ সই ! কি আর বলিব মেন । সে নব রমণী নারে থির হৈতে না দেখি কখনো হেন ॥ ধ্রু ॥ অঞ্জনে রঞ্জিত খঞ্জনিয়া আঁখি ঝরয়ে জলদ জিতি । করতলে রাখি মুখ অবনত নখেতে লিখয়ে ক্ষিতি ॥ কাঁপে ঘন ঘন খসয়ে বসন ঘরমে ভিজিয়া যায় । তিলে তিলে অতি মলিন সুচারু অঙ্গ উতাপিত তায় ॥ না কহে বচন নিশসই ঘন না জানি কি করু হিয়া । কহে নরহরি করিলে অকাজ সে গোরা-পানেতে চায়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |