কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
সই! কি কৈলে নদীয়াচাঁদে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৩।

॥ পুনঃ আশাবরী॥

সই!   কি কৈলে নদীয়াচাঁদে ।
এ নব অবলা                        কুল মজাইল
পড়িল বিষম ফাঁদে ॥
গুরুজনভয়                        ভুলিল ভ্রমেতে
কিছু না রহিল লাজ ।
স্বপনে বারেক                      নাহি হয় মনে
যে হেন ঘরের কাজ ॥
সখীসহ হাস                           বচনবিলাস
সকল ঘুচিল তার ।
সঘনে নিশাস                     খসে কেশপাশ
বসন সম্বরা ভার ॥
কনক নবনী                      জিনি তনুখানি
হইল জড়ের প্রায় ॥
নরহরি জানে                  চাহিতে তা পানে
বুক বিদরিয়া যায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! কিরূপ দেখিলু সেই পটে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৪।

.         ॥ পুনঃ সুহই॥

সই ! কিরূপ দেখিলু সেই পটে ।
ওই মদনমোহন মেন বটে ॥
জিনি কনক কেতকী রূপ ছটা ।
যেন বরিষয়ে অমিয়ার ঘটা ॥
অতি অকাজ করিলু তায় চা’রা ।
ওগো হিয়ামাঝে রহিল সামায়া ॥
সদা পরাণ কেমন কেমন করে ।
বুঝি রৈতে নারিব এই ঘরে ।
মনে জানিলু হইবে জানাজানি ॥
হব নদীয়ানগরে কলঙ্কিনী ॥
এবে তা’ বিনু কিছুই না ভায় ।
বোল নরহরি কি হবে উপায় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! তারে দেখিনু কি খেণে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩৬।

শ্রীরাধিকা সখীং প্রত্যাহ –
 ॥ করুণশ্রী ॥

সই !  তারে দেখিনু কি খেণে ।
পাসরিতে বোলো না পাসরা যায় মনে ॥
সামাইয়া রহিল হিয়ায় ।
ঘুচাইল জাতি-কুলকলঙ্কের দায় ॥
কি বলিব পরাণে না সহে ।
মদন-আনলে তনু অনুখণ দহে ॥
উপায়ে নহিল কাজসিধি ।
নিদয় হইল মোরে সে গুণের নিধি ॥
কি কাজ এ দেহ তাহা বিনে ।
তেজিব জীবন এই কদম্বকাননে ॥
করিহ উত্তরকালক্রিয়া ।
রাখিহ তমালে তনু যতন করিয়া ॥
লেহ এ ললিতা মণিহার ।
অনুখণ গলায় পরিহ আপনার ॥
রোপিলু মল্লিকা নিজ করে ।
গাঁথিয়ে ফুলের মালা পরাইহ তারে ॥
তোমরা কুশলে সভে রৈয়ো ।
এই বনে বারেক আসিতে তারে কৈয়ো ॥
নরহরি কৈরো এই কাম ।
সে সময়ে কানে শুনাইহ তার নাম ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! তারে বারেক হেরিতে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৩৫।

শ্রীরাধিকা সখীং প্রত্যাহ—
.         ॥ সুহই॥

সই ! তারে বারেক হেরিতে ।
সামাইল হিয়ায় নারিনু নেবারিতে ॥
সে তনু সজল মেঘপারা ।
অমিয়া বরিষে কিবা গরলের ধারা ॥
বিধি কৈলে কুলবতী নারী ।
মনে যে করিবে তাহা করিতে না পারি ॥
নিদয় মদন সদা দহে ।
কি আর বলিব প্রাণ রহে বা না রহে ॥
কহিতে কহিতে বিনোদিনী ।
ভাসয়ে আখির জলে লোটায় ধরণী ॥
নরহরি সে দশা দেখিতে ।
হিয়া বিয়াকুল কহে কানুরে তুরিতে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! তোমারে বলিতে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫২।

শ্রীমত্যাহ—
.       ॥ কামোদ ॥

সই !  তোমারে বলিতে কি ।
বড় বিপাকে ঠেকিয়াছি ॥
নিজমন্দিরে সঙ্গীনী সঙ্গে ।
ওগো বসিয়া আছিল রঙ্গে ॥
সেই পথে সে চিকণ কালা ।
রূপে করয়ে ভুবন আলা ॥
রঙ্গে হিলি দুলি চলি যায় ।
সেহো নানা আভরণ গায় ॥
তারে চাহিতে নয়ান কোণে ।
সব ভুলিলু এ হেন মনে ॥
নরহরি কহে কিবা আর ।
কুল রাখিতে হইবে ভার ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! তোরে কি বলিব আর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৭।

॥ ধানশী॥

সই ! তোরে কি বলিব আর ।
সে নবীনা ধনী                      নারে সম্বরিতে
কিবা সে লালসা তার ॥ ধ্রু ॥
দলিত কুঙ্কুম                     গোরোচনা আনি
রচয়ে রুচির গায় ।
চম্পক কুসুমে                       শেজ বিছায়ই
সঘনে শুতয়ে তায় ॥
গোরা দু’ আখর                     দূর সঞে শুনি
উছায়ে অন্তর ঘুরে ।
অলখিত পথ-                      পানে নিরিখয়ে
নয়ান-নিমিখ দূরে ॥
গুরুজন ত্রাসে                        নিশাস তেজই
বিহিরে কহই মন্দ ।
সদাই চঞ্চল                       চিত প্রবোধিতে
নারে নরহরি ধন্দ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই তোরে বলিতে কি লাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৯২।

.      ॥ সুহই ॥

সই তোরে বলিতে কি লাজ ।
বিশাখা করিলে এই কাজ ॥
কিবা রূপ পটে দেখাইলে ।
জাতি কুল সব মজাইলে ॥
হিয়ায় পশিল সে মাধুরী ।
তিল আধ পাসরিতে নারি ॥
তা’ বিনু জীবন নাই রহে ।
আঁখি ভরি দেখিব কি তাহে ॥
সখী কহে সে রাজকুমার ।
না মিলে বিরলে দেখা তার ॥
নরহরি কহে এই বেলে ।
দেখ গিয়া কদম্বের তলে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! ধনী না ধৈরজ বাঁধে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮১।

অথ তানবে
॥ পঞ্চম॥

সই ! ধনী না ধৈরজ বাঁধে ।
নবীন বয়েসে                     কুল মজাইল
নিরখি নদীয়াচাঁদে ॥ ধ্রু ॥
সে চারু চরিতে                চিত বিয়াকুল
সদাই জপয়ে তায় ।
ভ্রমে দিবারাতি                 অতি দুরবল
স্বপনে কিছু না ভায় ॥
অসিত চতুর-                   দশী শশিসম
খীণ সুকোমল তনু ।
লোচন জলজ                     জলে টলমল
সজল জলদ জনু ॥
আহা মরি মরি               তারে নিরখিতে
মুখে না নিসরে কথা ।
নরহরি-নাথ                      ইথে নিরদর
না জানে মরম-ব্যথা ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! বলিয়ে গুপত কথা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৬।

অথ শ্রবণে – তত্রাদৌ বন্দিবক্ ত্রাৎ শ্রবণে  ( নায়িকা প্রাহ )
॥ আশাবরী॥

সই ! বলিয়ে গুপত কথা ।
গুরুজন সাথে                        পথে দাঁড়াইতে
বিপাকে ঠেকিলু তথা  ॥ ধ্রু ॥
বন্দিগণ নানা                        রঙ্গে গোরাগুণ
কহয়ে পরসপরে ।
শুনি কাণে প্রাণে                    না মানে ধৈরজ
ফিরিয়া আইলু ঘরে ॥
বসিলু বিরলে                        জ্বলে হিয়া ঘন
নিশাস ছাড়িতে দায় ।
বিবি নিদারুণ                          কৈল কুলবধূ
কি আর বলিব তায় ॥
না ভায় ভোজন                     পান আন্ এবে
ঘরে না রহিতে পারি ।
নরহরি মন                          মরম জানিয়া
বোলো কি উপায় করি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! বিপাকে ঠেকাইলে দূতী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৬।

অথ দূতীবক্ ত্রাৎ শ্রবণে—
॥ ভুপালি॥

সই বিপাকে ঠেকাইলে দূতী ।
তোমাদের ঘরে                        করে গতাগতি
নহে সে চতুরা অতি ॥ ধ্রু ॥
আসিতে যাইতে                    বুঝি পথে গোরা-
চাঁদেরে দেখিল সে ।
সে রূপ-মাধুরী                         শুনাইল তাহে
ধৈরজ ধরিবে কে ॥
পশিল শ্রবণে                          মনে অনুমানি
সে নব অমিয়া ধারা ।
সাধে সাধে পিয়া                      হিয়া বিয়াকুল
হইলু বাউরী পারা ॥
নারি নিবারিতে                    কত উঠে চিতে
সহিতে নারিয়ে আর ।
নরহরি জানে                          মনের মরম
এ ঘরে রহিতে ভার ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর