কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
সই! ভাবিতে বিষম হৈল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৯৫।

.     ॥ পুনঃ তোড়ী॥

সই! ভাবিতে বিষম হৈল ।
এই স্বপন জানি কি কৈল ॥
কিবা দেখিনু রসের দে’ ।
তারে না চিনি নাগর কে ॥
মরি কিবা সে রূপের ছটা ।
জিনি নবীন মেঘের ঘটা ॥
মুখে মধুর মধুর হাস ।
কুল ধরম করয়ে নাশ ॥
সে যে তেরছ আঁখির ঠারে ।
কে বা ধৈরজ ধরিতে পারে ॥
কত সাধে কে গড়িল তায় ।
মুই বিকাইলু উহারি পায় ॥
নরহরি সে মরম জানে ।
আর না সহে অবলা-প্রাণে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! মরম কহিব কত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২৬।

শ্রীমত্যাহ – [ তত্রাদৌ শ্রবণং ]
॥ কামোদ॥

সই !  মরম কহিব কত ।
না জানিয়া                       নামে কেবা আছে
সে কৈলে সকলি হত ॥ ধ্রু ॥
বন্দিগণ নানা                      ভাঁতি তার কথা
কহয়ে পরসপরে ।
শুনিয়া পরাণ                        করে আনছান
রহিতে নারিয়ে ঘরে ॥
দুতী পশি পাশে                    সুমধুর ভাষে
কহিল তাহার কাজ ।
মনে হেন বাসি                     অমিয়া কলসী
ঢালিলে শ্রবণ-মাঝ ॥
প্রিয় সহচরী                        করিয়া যতন
সে নব চরিত কয় ।
কাণে প্রবেশিত                 কিবা হৈল চিতে
ছাড়াইলে কলঙ্ক ভয় ॥
গুণিগণ গান                      করে তার গুণ
আসিয়া সানাইল কাণে ।
সে হইতে তিলেক               থির নহে হিয়া
হানয়ে মদন-বাণে ॥
ভাবিতে ভাবিতে                  তনু জরজর
সে সব ভুলিতে ভার ।
নরহরি ভণে                    নয়ানে দেখিলে
কি জানি কি হবে আর ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সই! সে কালিয়া রসের নিধি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৪।

.     ॥ পুনঃ ধানশী॥

সই! সে কালিয়া রসের নিধি ।
কিরূপে গড়িল কেমন বিধি ॥
ভুবনমোহন রূপের ছটা ।
তাহে কি উপমা জলদ-ঘটা ॥
কিবা সে চাঁদের কেশের সাজে ।
কত না মদন মরয়ে লাজে ॥
সে চান্দবদনে মধুর হাসি ।
সদাই বরিষে অমিয়ারাশি ॥
সে দীঘল বেঁকা আখির ঠারে ।
অবলা কি প্রাণ ধরিতে পারে ॥
কখনু না দেখি এমন জনা ।
নিরমল কুলে দিলেক হানা ॥
মরম কহিতে মরিয়ে লাজে ।
সামায়া বৈয়াছে হিয়ার মাঝে ॥
তিলেক রহিতে নারিয়ে ঘরে ।
নরহরি জানে যে হৈল মোরে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সখি! কহ ইথে কি উপায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১৫।

.         ॥ সুহই॥

সখি! কহ ইথে কি উপায় ।
করিলে বাউরী কালা পশিয়া হিয়ায় ॥
না রহে পরাণ উহা বিনে ।
কহিতে কতক ধারা বহে দুনয়নে ॥
রাইয়ের এ হেন দশা দেখি ।
কত না যতনে প্রবোধয়ে প্রাণসখী ॥
নরহরি চলে শ্যাম-পাশে ।
নিরজনে পাইয়া কহয়ে মৃদুভাষে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সখি! কহিতে কি আর লাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৬২।

শ্রীকৃষ্ণবাক্যং
॥আশাবরী॥

সখি ! কহিতে কি আর লাজ ।
নবীন রঙ্গিণী                           রমণীর মণি
জাগিছে হিয়ার মাঝ ॥
আহা মরি পাসরা না যায় ।
না জানিয়ে যেন                কিরূপে কি দিয়া
কেবা নিরমিল তায় ॥
কিবা ভঙ্গিতে তাহার হাসি ।
হরে সরবস্ব                     নারি নেবারিতে
মরমে রহয়ে পশি ॥
নরহরি কি ঘুচিবে দুখ ।
লাখে লাখে আখি                 হৈলে হব সুখী
দেখিব সে চান্দমুখ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সখি! কি আর বলিব তোরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১২।

পুনঃ শ্রীমত্যাহ –
.          ॥ ধানশী॥

সখি !  কি আর বলিব তোরে ।
বিহি বিপাকে ঠেকাইলে মোরে ॥
মুই অলপ বয়স বালা ।
মোরে সহে কি এতেক জ্বালা ॥
ইহা আনে জানাইতে নারি ।
সদা অন্তরে গুমৈরা মরি ॥
বুঝি না রবে এ কুল লাজ ।
ইবে কলঙ্ক ভুবন মাঝ ॥
মনে হৈতে যে ছাড়াইতে পারে ।
এই পরাণ সোঁপিয়া তারে ॥
নরহরি কহে ইহা ভার ।
প্রাণ ছাড়িলে না ছাড়ে আর ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সখি! কি বলিব আর তোরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৯৯।

সখীং প্রতি শ্রীকৃষ্ণবাক্যং –
.        ॥ ধানশী॥

সখি ! কি আর বলিব তোরে ।
বাউল করিলে মেন মোরে ॥
রাধানাম যেদিন শুনালে ।
সেই দিন সব হরি নিলে ॥
রাধা নাম নারি পাসরিতে ।
সদাই জাগিয়া আছে চিতে ॥
নিচয় বলিয়ে তুয়া ঠামে ।
কত সুধা ঝরে রাধা নামে ॥
সে অতি দুলহ মনে লয় ।
তা’ বিনে পরাণ নাই রয় ॥
নরহরি যমুনার ধারে ।
সেদিন দেখাইলে বোল কারে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সখি! কি বলিব তোরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫৯।

॥ আশাবরী॥

সখি! কি আর বলিব তোরে ।
কনক বরণী                     ধনী নিরখিতে
না জানি কি হইল মোরে ॥ ধ্রু ॥
মনে বিচারিলু                  চিনিতে নারিলু
সে নব রমণী কে ?
সখীর সঙ্গেতে                  কত না রঙ্গেতে
যমুনা যাইতেছে ॥
চরণে নূপুর                      বাজে সুমধুর
কত না ভঙ্গিতে চলে ।
মনে হয় গিয়া                 সে সময়ে হিয়া
পাতিয়ে চরণতলে ॥
কিবা পহিরণ                      নীলিম বসন
তাহে কি অঙ্গের ছটা ।
মনে হয় হেন                      ঘনমাঝে যেন
থাকিত দামিনী-ঘটা ॥
মুখের মাধুরী                    করে চিত চুরি
চান্দের গরব হরে ।
হাসির হিলোলে                 কত সুধা ঢালে
কে তাহে পরাণ ধরে ॥
চকিত চৌদিকে                   চাহি উচ কুচ
কাঁচুলি ঘুচায় আধা ।
নরহরি রহু                    নিছনি সে শোভা
হেরি না পুরিল সাধা ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সখি! তা সনে করিব লেহা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৩।

॥ পুনঃ পঠমঞ্জরী॥

সখি !  তা সনে করিস লেহা।
জনমে জনমে       তার রাঙ্গা পায়      সোঁপিব আপন দেহা॥
তারে হিয়ার উপরে ধরি।
নিরুপম হাসি-       মাখা মুখখানি        দেখিব নয়ান ভরি॥
সদা পূরাব মনের আশ।
শ্রবণ ভরিয়া         শুনিব সে নব        অমিয়া মধুর ভাষ॥
এত কহি ধৈরজ-হারা।
নরহরি-পানে        হেরি নেবারিতে    নারয়ে আঁখির ধারা॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৯-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।

॥ পঠমঞ্জরী॥

সখি !  তা সনে করিস লেহা ।
জনমে জনমে                                  তার রাঙ্গা পায়
সোঁপিব আপন দেহা ॥
তারে হিয়ার উপরে ধরি ।
নিরুপম হাসি-                                   মাখা মুখখানি
দেখিব নয়ান ভরি ॥
সদা পূরাব মনের আশ ।
শ্রবণ ভরিয়া                                     শুনিব সে নব
অমিয়া মধুর ভাষ ॥
এত কহি ধৈরজ-হারা ।
নরহরি-পানে                                  হেরি নেবারিতে
নারয়ে আঁখির ধারা ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা-১৩৪৪, ৩৭৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

সখি তা সনে করিস লেহা।
জনমে জনমে তার রাঙ্গা পায়
সোঁপিব আপন দেহা॥
তারে হিয়ার উপরে ধরি।
নিরুপম হাসিমাখা মুখখানি
দেখিব নয়ান ভরি॥
সদা পূরাব মনের আশ।
শ্রবণ ভরিয়া শুনিব সে নব
অমিয়া মধুর ভাষ॥
এত কহি ধৈরজ-হারা।
নরহরি পানে হেরি নেবারিতে
নারয়ে আঁখির ধারা॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সখি ধনীরে প্রবোধ দিয়া
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫১।

.      ॥ ধানসী॥

সখী ধনীরে প্রবোধ দিয়া ।
কহে কালিয়া নিকটে গিয়া ॥
ওহে কি কৈলে আঁখির ঠারে ।
সে যে পরাণ ধরিতে নারে ॥
শুনি উলস রসিকরাজ ।
চলে নিকুঞ্জ ভবন-মাঝ ॥
হেরি ভুবনমোহিনী রাধা ।
কহে সকল হইল সাধা ॥
অতি অথির মদন ভরে ।
হাসি বৈসয়ে পালঙ্ক পরে ॥
ধনী মনে মনোরথ যাহা ।
নরহরি কি বুঝিব তাহা ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর