কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
সখি! শ্যামেরে প্রবোধ দিয়া ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৩। ॥ দেশপাল ॥ সখি! শ্যামেরে প্রবোধ দিয়া । মনের উলাসে রসবতী-পাশে তুরিতে কহয়ে গিয়া ॥ রাই ! কি কৈলা দারুণ কাজ । যমুনার জলে কি ছলে যাইয়া বধিলা রসিকরাজ ॥ তারে হানিয়া নয়ান-শরে । বিজুরীর পারা চমকি চলিয়া আইলা আপন ঘরে ॥ সে যে থোরি দরশন পাই । আহা মরি মরি করিয়া ঝুরয়ে কি আর বলিব রাই ॥ দেখ যে দশা ঘটিল তার । আনের কি কথা নিরখিতে দারু পাষাণ গলিয়া যায় ॥ ধনী শুনি বাঁধয়ে থেহা । সখীর সহিত অতি অলখিত চলয়ে নিকুঞ্জ গেহা ॥ কিবা ভঙ্গিতে গমনখানি । ঝুনু নুনু বাজে চরণে নূপুর কানু উনমত শুনি ॥ শোভা নিরখি নাগররায় । নরহরি সাথে কত মনোরথে রাইয়ের নিকটে যায় ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই “সখি শ্যামেরে দেখিয়া মেনে” পদটিকে আমরা একটি স্বতন্ত্র পদ হিসেবেও এখানে তুলে দিচ্ছি। ॥ দেশপাল॥ সখি শ্যামেরে দেখিয়া মেনে। মনের উল্লাসে দুবাহু বাড়ায়ে সখীরে ধরিলে কেনে॥ রাই কি কৈলা দারুণ কাজ। যমুনার জলে কি ছলে যাইয়া বধিলা রসিকরাজ॥ তারে হানিয়া নয়নশরে। বিজুরীর পারা চমকি চলিয়া আইলা আপন ঘরে॥ সে যে থোরি দরশন পাই। আহা মরি মরি করিয়া ঝুরয়ে কি আর বলিব রাই॥ দেখ যে দশা ঘটিল তায়। আনের কি কথা নিরখিতে দারু পাষাণ হলিয়া যায়॥ ধনী শুনি বাঁধয়ে থেহা। সখীর সহিত অতি অলখিতে চলয়ে নিকুঞ্জ গেহা॥ কিবা ভঙ্গিতে গমন খানি। ঝুনু নুনু বাজে চরণে নূপুর কানু উনমত শুনি॥ শোভা নিরখি নাগররায়। নরহরি সাথে কত মনোরথে রাইয়ের নিকট যায়॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সখি শ্যামেরে দেখিয়া মেনে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৯- পৃষ্ঠা। এই সংকলনে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ পলে উল্লিখিত রয়েছে। ॥ দেশপাল॥ সখি শ্যামেরে দেখিয়া মেনে। মনের উল্লাসে দুবাহু বাড়ায়ে সখীরে ধরিলে কেনে॥ রাই কি কৈলা দারুণ কাজ। যমুনার জলে কি ছলে যাইয়া বধিলা রসিকরাজ॥ তারে হানিয়া নয়নশরে। বিজুরীর পারা চমকি চলিয়া আইলা আপন ঘরে॥ সে যে থোরি দরশন পাই। আহা মরি মরি করিয়া ঝুরয়ে কি আর বলিব রাই॥ দেখ যে দশা ঘটিল তায়। আনের কি কথা নিরখিতে দারু পাষাণ হলিয়া যায়॥ ধনী শুনি বাঁধয়ে থেহা। সখীর সহিত অতি অলখিতে চলয়ে নিকুঞ্জ গেহা॥ কিবা ভঙ্গিতে গমন খানি। ঝুনু নুনু বাজে চরণে নূপুর কানু উনমত শুনি॥ শোভা নিরখি নাগররায়। নরহরি সাথে কত মনোরথে রাইয়ের নিকট যায়॥ এই পদটি ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, ৩৩৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই “সখি! শ্যামেরে প্রবোধ দিয়া” পদটিকে আমরা একটি স্বতন্ত্র পদ হিসেবেও এখানে তুলে দিচ্ছি। ॥ দেশপাল ॥ সখি! শ্যামেরে প্রবোধ দিয়া। মনের উলাসে রসবতী-পাশে তুরিতে কহয়ে গিয়া॥ রাই ! কি কৈলা দারুণ কাজ। যমুনার জলে কি ছলে যাইয়া বধিলা রসিকরাজ॥ তারে হানিয়া নয়ান-শরে। বিজুরীর পারা চমকি চলিয়া আইলা আপন ঘরে॥ সে যে থোরি দরশন পাই। আহা মরি মরি করিয়া ঝুরয়ে কি আর বলিব রাই॥ দেখ যে দশা ঘটিল তার। আনের কি কথা নিরখিতে দারু পাষাণ গলিয়া যায়॥ ধনী শুনি বাঁধয়ে থেহা। সখীর সহিত অতি অলখিত চলয়ে নিকুঞ্জ গেহা॥ কিবা ভঙ্গিতে গমনখানি। ঝুনু নুনু বাজে চরণে নূপুর কানু উনমত শুনি॥ শোভা নিরখি নাগররায়। নরহরি সাথে কত মনোরথে রাইয়ের নিকটে যায়॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-১৩৪৫, ৩৭৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। সখি শ্যামেরে দেখিয়া মেনে। মনের উল্লাসে দুবাহু বাড়ায়ে সখীরে ধরিলে কেনে॥ রাই কি কৈলা দারুণ কাজ। যমুনার জলে কি ছলে যাইয়া বধিলা রসিকরাজ॥ তারে হানিয়া নয়নশরে। বিজুরীর পারা চমকি চলিয়া আইলা আপন ঘরে॥ সে যে থোরি দরশন পাই। আহা মরি মরি করিয়া ঝুরয়ে কি আর বলিব রাই॥ দেখ যে দশা ঘটিল তায়। আনের কি কথা নিরখিতে দারু পাষাণ হলিয়া যায়॥ ধনী শুনি বাঁধয়ে থেহা। সখীর সহিত অতি অলখিতে চলয়ে নিকুঞ্জ গেহা॥ কিবা ভঙ্গিতে গমন খানি। ঝুনু নুনু বাজে চরণে নূপুর কানু উনমত শুনি॥ শোভা নিরখি নাগররায়। নরহরি সাথে কত মনোরথে রাইয়ের নিকট যায়॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সখি! সে নব রমণীমণি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৪। অথ সংক্ষিপ্ত সম্ভোগে— ॥গান্ধার॥ সখি ! সে নব রমণীমণি । সুখের পাথারে সাঁতারয়ে অঙ্গ ঝলকে দামিনী যিনি ॥ ধ্রু ॥ কিবা সে শিথিল বেশ সুশোভিত কি দিবে তুলনা তার । পিঠের উপরে লোটাইয়া পড়ে ললিত কুন্তলভার ॥ সে বিধুবদনে সুমধুর হাসি হাসিয়া কহয়ে কথা । শ্রবণ-চমকে সে অমিয়া পিয়া ঘুচয়ে হিয়ার ব্যথা ॥ কত ভঙ্গি করি বসে সখী মাঝে আজু এ এমন কেনে নরহরি কহে বুঝি বিলসিল সে গোরানাগর সনে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সখি! সে সোণার নাতি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৯। ॥ পুনঃ কামোদী॥ সখি! সে সোণার নাতি । নাগরালী –বেশে বিলসয়ে নব যৌবনমদেতে মাতি ॥ ধ্রু ॥ নানা ভঙ্গি করি ফিরয়ে নদিয়া- নগরে নাগর যত । দেখিয়ে অঙ্গের শোভা তা সভার গবব হইল কত ॥ নয়ান-সন্ধানে প্রাণে হানে হাসি হরয়ে তরুণী-হিয়া । না জানি কিরূপে কেবা নিরমিল কি নব পিরীত দিয়া ॥ এ হেন নিবায়ে কেবা মজাইল মরম বেকত মুখে । কহে নরহরি বিরলেতে ইহা সুধাহ মনের সুখে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সখী প্রবোধি কালিয়া চান্দে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৬৪। দূতী শ্রীরাধিকায়াঃ সন্নিধৌ শ্রীকৃষ্ণস্য লালসা-দশাং প্রাহ— ॥ গুজ্জরী॥ সখী প্রবোধি কালিয়া চান্দে । মনের উলাসে গিয়া রাই-পাশে কহয়ে মধুর ছান্দে ॥ ওহে কহিতে হইল এহ । যে জন যা বিনে না জীয়য়ে প্রাণে তা সনে কি কবে সেহ ॥ শুনি কহয়ে রমণী-মণি । তার মনোমত করিতে উচিত তবে সে জগতে ধনী ॥ কহ কা সনে এমন কার । আহা মরি মেন যার হৈল হেন নিছনি যাইয়ে তার ॥ সখী কহে চায়া রাই-পানে । শ্যামতনু যার সে রাজকুমার মজিল তোমার সনে ॥ তুয়া বিনে না জানয়ে আর । এ তুয়া মুরুতি ধ্যান দিবা রাতি কি কব লালসা তার ॥ এই ধৈরজ তেজিল তায় । হেন হয় চিতে তুয়া বিলম্বিতে পাছে বা পরাণ যায় ॥ বুঝি করহ উচিত কাজ । কহে নরহরি গিয়া তরাতরি ভেটহ রসিকরাজ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |