কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
সখীর বচনে কানু গুণমণি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৪। ॥ সুহই॥ সখীর বচনে কানু গুণমণি চলিল সখীর সাথে । রাই অনুরাগে গর গর হিয়া অবশ হইলা পথে ॥ দেখি সহচরী অতি তরাতরি রাইয়েরে কহিল গিয়া । শুনি বিনোদিনী চলিলা তখুনী আনন্দে বিভোর হইয়া ॥ এথা নবনীপ নিভৃত কাননে কানু অচেতনপ্রায় । রাই অঙ্গগন্ধ নাসা পরশিতে চমকি চৌদিকে চায় ॥ কোথা বিনোদিনী কহিতে এ বাণী দেখয়ে অলপ দূরে । মনের উলাসে চলে রাই পাশে ধরি নরহরি-করে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সখী রাই মুখপানে চায়া ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৯। ॥ দেশপাল॥ সখী রাই মুখপানে চায়া । মনের উলাসে সাজাইয়া কত কৌতুকে চলয়ে লৈয়া ॥ কিবা শোভা কি উপমা তায় । অঙ্গের সৌরভ পায়া চারি পাশে ভ্রমর মাতিয়া ধায় ॥ কিবা ভঙ্গিতে গমনখানি । কত শত মনো- মথ মরুছয়ে নুপূর-শবদ শুনি ॥ কুঞ্জে হইল দোঁহার দেখা । নরহরি ভণে প্রথম মিলনে সুখের নাহিক লেখা ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সজনি! না জানি কাহার রমণী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪৯। ॥ পুনঃ সুহই ॥ সজনি ! না জানি কাহার রমণী দেখিলু কালিন্দীকুলে । ঝলমল তনু অনুপম রূপ- ছটায়ে ভুবন ভুলে ॥ কত ভঙ্গি ছলে জলে প্রবেশিতে আউলায় কুন্তলভার । কিবা শোভা মেন যেন হেমগিরি শিখরে কালিন্দী ধায় ॥ সখীগণ সনে সিনান করয়ে কত না কৌতুকে ভাসি । সুচান্দ বদনে সুমধুর হাস বরিষে অমিয়া রাশি ॥ উরোজ বসন ঘন ঘুচায়রে কিবা সে সুন্দর শোহে । কনক কমল- কলিতে কি অলি উড়িয়া বৈসহে লোহে ॥ কিঙ্কিণীনূপুর- ধ্বনি মনোরম নাহিয়া উঠিতে তীরে ॥ বুঝি বিয়োগেতে আকুল কালিন্দী যাইতে নিষেধ করে ॥ তেরছ হইয়া কেশ নিগাড়িতে নিগাড়ে পরাণ মোর । সম্বরে বসন সে মাধুরী নর- হরি কি কহিতে ওর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সজনি! পেখলু বরজ-সুন্দর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৯০। পুনস্তদ্ যথা--- [ শ্রীরাধিকা সখীং প্রত্যাহ ] ॥ কামোদ॥ সজনি ! পেখলু বরজ সুন্দর তরণি-তনয়াক তীর । নবীন বয়েস বর বলিত ভূষণ বিলসে জলদ শরীর ॥ চারু চন্দন- তিলক ঝলকত মাথে মযূর-শিখণ্ড । শ্রবণ কুণ্ডল মঞ্জু মরকত মুকুর জনু যুগ গণ্ড ॥ কমল-দল দলি ললিত মোচন ভাঙ ভ্রমর উজোর । অলক-আবৃত বদনবিধু মৃদু হাস অমিয় হিলোর ॥ মধুরতর কর- বংশী নিরুপম বাহুভঙ্গি বিশাল । বক্ষ পরিসর সিংহ গীম, গলে কলিত মালতীমাল ॥ উদর দর রোমা বলী ফণধর মধুর কটিতট খীণ । পীত অংশুক সরস পহিরণ ভেল জনু তনুলীন ॥ উরু কদসীমদ- কদন পদতলে তরুণ, অরুণ প্রকাশ । অখিল ভুবন- বিনোদ কর গুণ নিছনি নরহরি দাস ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সজনি! ভণব কি ধনীক ধৈরজ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৩। ॥ পুনঃ হিন্দোল॥ সজনি! ভণব কি ধনীক ধৈরজ ধরম ধরই না গেল তরল মতি গতি অতুল তিলে তিলে অতি হি বিপরীত ভেল গৌরসুন্দর সুঘর রসময় পৈঠি হিয় অকুলাত ধ্যান ধরি রহু ভবনমধি পদ আধ চলই ন যাত কছু না ভায়ত ভোরি গুরুভয় লাজ ভাজি নিকেত কোই কত কত যতনে অবিরত পুছই উত্তর না দেত বহই সঘন নিশাস সহচরী- পাশ দরশ-অভাব হোত ভ্রম বহু ভাতি অরু নর- হরি কি ইথে সমুঝাব ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সজনি! স্বপনে দেখা দিল মোরে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০৮। ॥ পুনঃ বিভাষ॥ সজ-নি! স্বপনে দেখা দিল মোরে না জানি নাগরকে । দামিনী-দমন বসন বিলাসে জলদ জিনিয়া দে ॥ মদন-কদন বদন মাধুরী শরদ শশির ঘটা । হাসিতে খসয়ে সুধা রাশি রাশি কিবা সে দশন ছটা ॥ ময়ূর চন্দ্রিকা চারু শিরে শোহে মকর কুণ্ডল কাণে । ভুরু কামধনু রমণী-মরম ভেদয়ে নয়ান-বাণে ॥ রুচির চিবুক বুক পরিসর গলায়ে মোতিম হারা । মরকত গিরি শিখরে সে যেন বহে সুরধনী ধারা ॥ ভুজ ভুজঙ্গম জিনি যুগকর কমল ললিত অতি । ভাঙ্গিয়া পড়য়ে মাজাখানি খিণ নবীন কেশর জিতি ॥ রাম রম্ভা দূরে উরু নিরুপম মঞ্জুল যুগল জানু । কোন্ বিধি নির- মিল পদতল যেন প্রভাতের ভানু ॥ কুঞ্জর গমনে আইসে আমা পানে ভঙ্গিতে ভুবন ভুলে । সে তনু সৌরভে মধুকর গণ মাতিয়া চৌদিকে বুলে ॥ তার পানে চাহি চমকি জাগিলু আঁখে অগোরল বারি । নরহরি সাখী সেই হৈতে চিতে ধৈরজ ধরিতে নারি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |