কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
সহচরী কোউ ভণই কিয়ে ভেল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৭।

.      ॥ আশাবরী॥

সহচরী কোউ ভণই কিয়ে ভেল ।
বিষম-কুসুমশর সহ হরি নেল ॥
দখিন পবন পিকু অলিকুলরাব ॥
করই তরল চিত কত সমুঝাব ।
পেখই চহুঁদিশ তেজই নিশাস ।
ঐছে ভণত আয়ল ধনী-পাশ ॥
তৈখণে নরহরি নিয়রে নেহারি ।
মরম উঘারি কহয়ে সুকুমারী ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরী চতুর আনি ধনী যতনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৯৬।

.          ॥ গুজ্জরী॥
সহচরী চতুর আনি ধনী যতনে ।
দূরে দরশায়ে নাহি নীলরতনে ॥
মোহ নিরখি ধনী দিঠি জল খলই ।
হোত অবশ তনু চলত ন চলই ॥
করু কত খেদ ধন্দ ভই র য়ে ।
সখিক বচনে ধনী ধীরজ না গহয়ে ॥
তব সখী কোউ যুগতি অছু করই ।
ধরি ধনী-পাণি কানু উরে ধরই ॥
পায়ত পরশ চৌঁকি দিঠি ভিগয়ে ।
বিধুমুখী দরশ-অমিয়রসে ভিগয়ে ॥
নিরমঞ্ছই তনু যাতনা ধরণে ।
লহু লহু কহু মোহে রাখহ চরণে ॥
শুনি ধনি লাজে মধুর মৃদু হসই ।
শ্যাম ভঙর সরসিজ মধু দিশই ॥
কুসুমিত শেজে মদনমদে বিলসে ॥
সখী সহ নরহরি হেরব কি উলসে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরী পরম উল্লাসে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৬।

অথ সমক্ষিপ্তসম্ভোগরসোদ্ গারে
.     ॥ বিভাষ ॥

সহচরী পরম উলাসে ।
পুছে কত সুমধুর ভাষে ॥
কহ গোরাচাঁদের বিলাস ।
কেমনে পূরিল অভিলাষ ॥
শুনি ধনী আনন্দে সাঁতারে ।
লাজে কিছু কহিতে না পারে ॥
নরহরি না বুঝে এ রঙ্গ ।
অপরূপ প্রেমের তরঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরী-বচন শুনত রসভোরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০৭।

.        ॥ ধানশী॥

সহচরী-বচন শুনত রসভোরি ।
গৌরীপূজনছলে চললহি গোরী ॥
গিবিবরনিয়রে নিরিখে নবনাহ ।
সো দিঠি পথহি পৈঠি হিয় মাহ ॥
কম্পই তনুমন লখই না পার ।
মনমথ-দহনে দহই অনিবার ॥
নরহরি তবহি কানু পয়ে যাই ।
সুন্দরী-চরিত কহল সমুঝাই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সহচরী বচন শুনত সুকুমারি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩২।

.      ॥ ধানশী॥

সহচরী বচন শুনত সুকুমারী !
অবনতমাথ রহই দিঠি বারি ॥
সমুঝি চতুর সখী কহে পুন বারি ।
বিদরই হৃদয় বিরস মুখ হেরি ॥
কহইতে পরিজনে অনুচিত লাজ ।
জীবন দেই সমাধব কাজ ॥
পুন পুন ঐছন ভণইতে রাই ।
কহই মরম নরহরি-মুখ চাই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সাধে গেলু যমুনার জলে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৫।

.      ॥ গান্ধার ॥

সাধে গেলু যমুনার জলে ।
দেখিলু কি অপরূপ কদম্বের তলে ॥
ভুবনমোহন তনু তার ।
কেবা নিরমিল কিবা রসের পাথার ॥
চান্দমুখ কি মধুর হাসি ।
আখিকোণে বরিষে বিশিখ রাশি রাশি ॥
ওগো সই মোরে কি হইল ।
কালিয়া রূপের বনে মন হারাইল ॥
ঘরে আউলু হইয়া বাউরী ।
পাসরিতে চাই পাসরিতে নারি ॥
কুলের ধরম গেল দূরে ।
তার লাগি সদাই পরাণ মোর ঝুরে ॥
সখী কহে কি কাজ করিলা ।
ধরিতে দুলহ চাঁদ হাত বাড়াইলা ॥
বিহি যদি করয়ে ঘটনা ।
তবে সে সফল হয় মনের বাসনা ॥
মো সভার সুকৃতি থাকিলে ।
অচিরে দেখিব দুহু কেলি কুতূহলে ॥
এত কহি গিয়া কানুপাশে ।
নরহরি কয় কিছু সুমধুর ভাষে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সীতানাথ মোর অদ্বৈতচাঁদ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩২ । এই পদটি কবির  
“ভক্তিরত্নাকর” গ্রন্থের, দ্বাদশ তরঙ্গের, ৯৮৪-পৃষ্ঠায়-ও দেওয়া রয়েছে।

॥ সুহই ॥

সীতানাথ মোর অদ্বৈতচাঁদ ।
প্রেমময় মহামোহন ফাঁদ ॥
যার হুঙ্কারে প্রকট গোরা ।
নিত্যানন্দসহ আনন্দে ভোরা ॥
অনুপম গুণ করুণাসিন্ধু ।
পতিত অধম জনের বন্ধু ॥
ত্রিজগত মাঝে দ্বিতীয় ধাতা ।
সংকীর্ত্তন-ধন দুলহ দাতা ॥
ব্রজলীলারসে ভাসিবে যে ।
অচ্যুতজনকে ভজুক সে ॥
নরহরি পহুঁ যে নাহি ভজে ।
সেই অভাগিয়া ভুবন মাঝে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দর গৌরচন্দ্র পহুঁ মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৩।

অথোন্মাদে
॥ কানড় গৌড়॥

সুন্দর গৌরচন্দ্র পহুঁ মোর ।
নিরত অথির মতি                     গতি অতি নব নব
নিরুপম ভাব কি ভণই ন ওর ॥ ধ্রু ॥
কারণবিনু করু                        কর - অভিনয় খণে
খল খল হসই বসনে মুখ ঝাঁপি
চলত না চলত                              খলত পদপঙ্কজ
ঢরকি পড়ত ক্ষিতিতলে তনু কাঁপি
নিমিখ ন থোর                         থকিত যুগ লোচন—
কোণে লখই কছু বুঝই ন পারি
খণে পুন বিষম                             নিশাস নিখেপই
ফুকরি রোই খণে রহই সম্ভারি
খণে কহে কাম                             কদন ঘন শ্যামর
অলিখিত পৈঠি রহল হিয় মাহ
খণে নরহরি-কর                        পকরি কহই ছিয়ে
লেহ ন সমুঝে কপটী উহ নাহ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দর গৌর সুবর নটরাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫।

.   ॥ পুনঃ সুহই॥

সুন্দর গৌর সুবর নটরাজ ।
মনমথ ভূপ ভুবনজয়ী সাজ ॥
মঞ্জুগমন মদ-কুঞ্জর ভাঁতি ।
পহিরণ চারু বসন ঘন কাঁতি ॥
কুন্তল কুটিল অলক ছবিজাল ।
ফণি রসনা জিনি তিলক কপাল ॥
কুণ্ডল শ্রবণে গণ্ড অনুপাম ।
নাসা গরুড়চঞ্চু ভুরু বাম ॥
ডগমগ কঞ্জনয়ন গতি বঙ্ক ।
হাস অমিয় মৃদু বদন-ময়ঙ্ক ॥
সিংহগীম ভুজ কনক মৃণাল ।
পীন বক্ষ বিলসত বনমাল ॥
নাভি গভীর ক্ষীণ কটিদেশ ।
উলট কদলি উরু শোহে অশেষ ॥
চরণ ভঙ্গি রঙ্গিণী-চিতচোর ।
নরহরি নিছনি নিরখি ভেল ভোর ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার
জন্য আমরা এই "সুন্দর গৌর সুঘর নটরাজ" পদটিকে একটি স্বতন্ত্র পদ হিসেবেও এখানে
তুলে দিচ্ছি।

.   ॥ সুহই ॥

সুন্দর গৌর সুঘর নটরাজ ।
মনমথ-ভূপ ভুবনজয়ী সাজ ॥
মঞ্জুগমন মদ-কুঞ্জর ভাঁতি ।
পহিরণ চারু বসন ঘন কাঁতি ॥
কুন্তল কুটিল অলক ছবিজাল ।
ফণি রসনা জিনি তিলক কপাল ॥
কুণ্ডল শ্রবণে গণ্ড অনুপাম ।
নাসা গরুড়চঞ্চু ভুরু বাম ॥
ডগমগ কঞ্জনয়ন গতি বঙ্ক ।
হাস অমিয় মৃদু বদন-ময়ঙ্ক ॥
সিংহগীম ভুজ কনক মৃণাল ।
পীন বক্ষ বিলসত বনমাল ॥
নাভি গভীর ক্ষীণ কটিদেশ ।
উলট কদলি ঊরু শোহে অশেষ ॥
চরণ ভঙ্গি রঙ্গিণী চিতচোর ।
নরহরি নিছনি নিরখি ভেল ভোর ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দর গৌর সুঘর নটরাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২১-পৃষ্ঠা। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

.   ॥ সুহই ॥

সুন্দর গৌর সুঘর নটরাজ ।
মনমথ-ভূপ ভুবনজয়ী সাজ ॥
মঞ্জুগমন মদ-কুঞ্জর ভাঁতি ।
পহিরণ চারু বসন ঘন কাঁতি ॥
কুন্তল কুটিল অলক ছবিজাল ।
ফণি রসনা জিনি তিলক কপাল ॥
কুণ্ডল শ্রবণে গণ্ড অনুপাম ।
নাসা গরুড়চঞ্চু ভুরু বাম ॥
ডগমগ কঞ্জনয়ন গতি বঙ্ক ।
হাস অমিয় মৃদু বদন-ময়ঙ্ক ॥
সিংহগীম ভুজ কনক মৃণাল ।
পীন বক্ষ বিলসত বনমাল ॥
নাভি গভীর ক্ষীণ কটিদেশ ।
উলট কদলি ঊরু শোহে অশেষ ॥
চরণ ভঙ্গি রঙ্গিণী চিতচোর ।
নরহরি নিছনি নিরখি ভেল ভোর ॥

ই পদটি ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে
(১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, ৫-পৃষ্ঠায় এই রূপে
দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য আমরা এই "সুন্দর গৌর সুবর নটরাজ"
পদটিকে একটি স্বতন্ত্র পদ হিসেবেও এখানে তুলে দিচ্ছি।

.   ॥ পুনঃ সুহই॥

সুন্দর গৌর সুবর নটরাজ ।
মনমথ ভূপ ভুবনজয়ী সাজ ॥
মঞ্জুগমন মদ-কুঞ্জর ভাঁতি ।
পহিরণ চারু বসন ঘন কাঁতি ॥
কুন্তল কুটিল অলক ছবিজাল ।
ফণি রসনা জিনি তিলক কপাল ॥
কুণ্ডল শ্রবণে গণ্ড অনুপাম ।
নাসা গরুড়চঞ্চু ভুরু বাম ॥
ডগমগ কঞ্জনয়ন গতি বঙ্ক ।
হাস অমিয় মৃদু বদন-ময়ঙ্ক ॥
সিংহগীম ভুজ কনক মৃণাল ।
পীন বক্ষ বিলসত বনমাল ॥
নাভি গভীর ক্ষীণ কটিদেশ ।
উলট কদলি উরু শোহে অশেষ ॥
চরণ ভঙ্গি রঙ্গিণী-চিতচোর ।
নরহরি নিছনি নিরখি ভেল ভোর ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-১৩৪৬, ৩৭৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

সুন্দর গৌর সুঘর নটরাজ ।
মনমথ-ভূপ ভুবনজয়ী সাজ ॥
মঞ্জুগমন মদ-কুঞ্জর ভাঁতি ।
পহিরণ চারু বসন ঘন কাঁতি ॥
কুন্তল কুটিল অলক ছবিজাল ।
ফণি রসনা জিনি তিলক কপাল ॥
কুণ্ডল শ্রবণে গণ্ড অনুপাম ।
নাসা গরুড়চঞ্চু ভুরু বাম ॥
ডগমগ কঞ্জনয়ন গতি বঙ্ক ।
হাস অমিয় মৃদু বদন-ময়ঙ্ক ॥
সিংহগীম ভুজ কনক মৃণাল ।
পীন বক্ষ বিলসত বনমাল ॥
নাভি গভীর ক্ষীণ কটিদেশ ।
উলট কদলি ঊরু শোহে অশেষ ॥
চরণ ভঙ্গি রঙ্গিণী চিতচোর ।
নরহরি নিছনি নিরখি ভেল ভোর ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দর সুখময় গৌরকিশোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪৪।

.       গীতে যথা –
.      ॥ শ্রী রাগ॥

সুন্দর সুখময় গৌরকিশোর ॥
আজু কি অপরূপ ভাবে বিভোর ॥ ধ্রু ॥
খেণে খেণে চকিত নিরখে চহু পাশ ।
খেণে খেণে তেজই তীখিণ নিশাস ॥
খেণে ভণে কি মধুর কানু-গুণ ।
শুনইতে জীউ কি করই না জান ॥
বিষম মন্ত্র ইহ বুঝলু বিচারি ।
নাশব সব ঘর ধরম হামারি ॥
ঐছে ভণই পহুঁ কত শত বার ।
লোচনকমলে গলই জলধার ॥
হোত নীরব খণে খণে গতি মন্দ ।
নরহরি হেরি রহল তহি ধন্দ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর