কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
সুন্দর গৌরচন্দ্র পহুঁ মোর ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৩। অথোন্মাদে ॥ কানড় গৌড়॥ সুন্দর গৌরচন্দ্র পহুঁ মোর । নিরত অথির মতি গতি অতি নব নব নিরুপম ভাব কি ভণই ন ওর ॥ ধ্রু ॥ কারণবিনু করু কর - অভিনয় খণে খল খল হসই বসনে মুখ ঝাঁপি চলত না চলত খলত পদপঙ্কজ ঢরকি পড়ত ক্ষিতিতলে তনু কাঁপি নিমিখ ন থোর থকিত যুগ লোচন— কোণে লখই কছু বুঝই ন পারি খণে পুন বিষম নিশাস নিখেপই ফুকরি রোই খণে রহই সম্ভারি খণে কহে কাম কদন ঘন শ্যামর অলিখিত পৈঠি রহল হিয় মাহ খণে নরহরি-কর পকরি কহই ছিয়ে লেহ ন সমুঝে কপটী উহ নাহ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |