কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
সুন্দরী অতি অথির হেরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৫৯।

॥ ধানশী॥

সুন্দরী অতি                    অথির হেরি
সহচরী চহুঁ পাশ ।
ভাসত সুখে                       হাসি মধুর
ভাখত মৃদু ভাষ ॥
এ ধনি ! ধর                      ধৈরজ অব
ঐছে উচিত হোয় ।
বারহ দিঠি                 অঞ্চল বসনাঞ্চলে
মুখ গোয় ॥
ওড়নী উঢ়ি                       লেহ বিপুল
পুলকালয় গাত ।
অবনত শির                     সঞ্চর অরু
বিরমহ ইহ বাত ॥
পৈঠত ঝট                        কুঞ্জ ভবন
সাজল ঋতুরাজ ।
নরহরি কহ                     কানু চপল
ভেটব পথ-মাঝ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরি! কি কহব কহই না হোয়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০১।

এতৎ শ্রুত্বপি মৌনং লক্ষ্যতে, পুন স্তত্রাহ
॥ বেলাবলী॥

সুন্দরি! কি কহব কহই না হোয়।
জানলু কঠিন             কপটমতি অতিশয়        কো কহু সুখদ সরলমতি তোয়॥ ধ্রু॥
গোপসি মরম              না কহসি কাহু সঞে        নিজজন মরম না সমুঝসি থোরি।
তোহে কাতর হেরি       কাতর অতিশয়              সহই না পারি রহই দিঠি মোরি॥
তুয় মুখ মলিনে              মলিনমুখী সখী কছু        কহইতে বদনে না নিকসই বাণী।
তেজসি তুহু যব            চমকি শাস তব             ঘন ঘন নিশসি ধরই উরে পাণি॥
তুয় যুগ নয়ন                কমলে জল গলইতে           গলয়ে নয়ন জনু সুরধনী ধার।
দহই হৃদয় তুয়                লাগি দিবস নিশি          নরহরি সহ করু যুগতি অপার॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৫-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।


সখীর উক্তি
॥ বেলাবলী॥

সুন্দরি! কি কহব কহই না হোয়।
জানলুঁ কঠিন                                 কপটমতি অতিশয়
কো কহু সুখদ সরলমতি তোয়॥ ধ্রু॥
গোপসি মরম                                না কহসি কাহু সঞে
নিজজন মরম না সমুঝসি থোরি।
তোহে কাতর হেরি                              কাতর অতিশয়
সহই না পারি রহই দিঠি মোরি॥
তুয় মুখ মলিনে                                মলিনমুখী সখী কছু
কহইতে বদনে না নিকসই বাণী।
তেজসি তুহু যব                                  চমকি শাস তব
ঘন ঘন নিশসি ধরই উরে পাণি॥
তুয় যুগ নয়ন                                কমলে জল গলইতে
গলয়ে নয়ন জনু সুরধনী ধার।
দহই হৃদয় তুয়                                  লাগি দিবস নিশি
নরহরি সহ করু যুগতি অপার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা-১৩৪৭, ৩৭৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

সুন্দরি! কি কহব কহই না হোয়।
জানলুঁ কঠিন কপটমতি অতিশয়
কো কহু সুখদ সরলমতি তোয়॥
গোপসি মরম না কহসি কাহু সঞে
নিজজন মরম না সমুঝসি থোরি।
তোহে কাতর হেরি কাতর অতিশয়
সহই না পারি রহই দিঠি মোরি॥
তুয়া মুখ মলিনে মলিনমুখী সখী কছু
কহইতে বদনে না নিকসই বাণী।
তেজসি তুহু যব চমকি শাস তব
ঘন ঘন নিশসি ধরই উরে পাণি॥
তুয়া যুগ নয়ন কমলে জল গলইতে
গলয়ে নয়ন জনু সুরধনী ধার।
দহই হৃদয় তুয় লাগি দিবস নিশি
নরহরি সহ করু যুগতি অপার॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী! কহইতে গদগদভাব
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৫২।

.     ॥ বালা ধানশী ॥

সুন্দরী কহইতে গদগদভাষ ।
সহচরী চতুর দেয়ই আশোয়াস ॥
কানু মিলব শুনি উপজে উছাহ ।
কতহি মনোরথ করু মনমাহ ॥
দূতী চলল তহি তব্ হি তুরন্ত ।
খঞ্জননয়নী নিরখি রহু পন্থ ॥
দূতী দরশরসে উলসিত নাহ ।
পূছল কুশল কহব তিহি ঠাঁহ ॥
শুনি ধনীচরিত এ নওলকিশোর ।
মানল ভাগ ভরল দিঠিলোর ॥
গহি দূতী-পাণি অথির হিয়মাহ ।
লহু লহু কহই তুরিতে দরশাহ ॥
কহি ইহ বাণী রহল পথ হেরি ।
দূতী গেও রাইনিয়রে পুববেরি ॥
কহল সম্বাদ শিখায়ল রীত ।
নরহরিসহ ধনী চলল তুরিত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী কহি কত গদগদ বাণী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৭৮।

.         ॥ গান্ধার॥

সুন্দরী কহি কত গদগদ বাণী ।
নখে লিখু লিখন কুসুমরস আনি ॥
বাঁধয়ে হৃদয় মদন অনিবার ।
তাকর দুরুযশ হোয়ল বিথার ॥
মদন না দিশয়ে মরম না জান ।
দিশহ সকল দিশে তুহু কান ॥
ঐছন লিখন লেই চলু কোই ।
দেয়ল তুরিতে শ্যামমুখ যোই ॥
পড়ইতে পাতি ছাতি করু থির ।
সম্বরি রহু যুগনয়নক নীর ॥
অন্তরে উলস অবধি না পাই ।
নরহরি হেরি কছু কহয়ে মাধাই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী কানু কুঞ্জে চলি যাহি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২৪।

.      ॥ ধানশী॥

সুন্দরী কানু কুঞ্জে চলি যাহি ।
কানুক বিষম দশা ভেল তাঁহি ॥
কি কহব ইহ পরসঙ্গ ।
অভিনব নিরুপম প্রেমতরঙ্গ ॥ ধ্রু ॥
দূতী কহল যব ধনী তনু শেষ ।
তব না রহল পঁহু ধৈরজ-লেশ ॥
পহিলহি তুরিত ভেজি বনমাল ।
পাছে চলল গতি চঞ্চল ভাল ॥
উহ অনুরাগ গুণত মন মাহ ।
রোয়ত পন্থে মুরুছি পড়ু নাহ ॥
তৈখণে ধনী নূপুরবর থোর ।
শুনইতে চৌকি চাহি চহু ওর ॥
পেখল বিধুমুখী পৈঠত কুঞ্জ ।
ঝলকত তনু জনু দামিনী পুঞ্জ ॥
উলসে আগুসরি চলু ঘনশ্যাম ।
নরহরি বুঝব কি চরিত ললাম ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী কানু-বদন অবলোকি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪১।

.        ॥ ধানশী॥

সুন্দরী কানু-বদন অবলোকি ।
লোচন-বারি যতনে রহু রোকি ॥
অবিরল পুলকে বিয়াপল গাত ।
ধৈরজ ধরত ধরই নাহি যাত ॥
সখীকর গহই রহই নহু হাসি ।
মাধব তবহি লখই সুখে ভাসি ॥
সুন্দরী নিয়রে মদনভরে কাঁপি ।
সোঁপল সখী পহুঁ উরে উর ঝাঁপি ॥
চুম্বই বদন চিবুক গহি তাহ ।
ধনী ভয়লাজে বদন সকুচাহ ॥
পহিল বিলাস এ অপরূপ রীত ।
নরহরি হেরি কি জুড়াব চিত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী চলু সখী সাথ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪৩।

.      ॥ ধানশী॥

সুন্দরী চলু সখী সাথ ।
চলইতে পুছই প্রাণপিয় বাত ॥
ধনী খণে মনে ভয় মানি ।
কৈছে মিলব হাম অতি অসিয়ানী ॥
সখী সাহস উপজায় ।
যৈছে মিলব সব দেয়ল শিখায় ॥
তহি উপনীত সুকুমারী ।
কানু বিকল যহি রহই নেহারি ॥
লোচন-পথগত ভেল ।
মাধব জীবন নিছনি ছকি গেল ॥
চলল আগুসরি তাহি ।
ধনী রহু লাজে সখীক সহ যাহি ॥
সহচরী ইঙ্গিত কেল ।
রাইক সমীপ শ্যাম তব গেল ॥
ভণব কি উমত হিয়ায় ।
মানি সুকৃতি কর ধরু ধনীপায় ॥
ইহ মঝু সরসস্ব ভেল ।
শুনি ধনী হাসি বসন মুখে দেল ॥
ললিত ভঙ্গি উহ বেরি ।
মাধব মধুর হসই ঘন হেরি ॥
চুম্বই চান্দ বয়ান ।
উলসে ভরল হিয় হরল গেয়ান ॥
নরহরি লখব কি রঙ্গ ।
শুভখণে দুহুঁক মিলন দুহুঁ সঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী দূর করু লাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৭৮।

.     ॥ ধানশী ॥

সুন্দরি ! দূর করু লাজ ।
কহইতে না কর বিয়াজ ॥
মরি মরি কো দুখ দেল ।
দেহ অবশ ভই গেল ॥
নিন্দ রহল দিঠি লাগি ।
রজনি গোঙায়ল জাগি ॥
ঐছে নিদয়পন কেল ।
সাচি অধর রস নেল ॥
কমল-কলিক কুচে রেহ ।
হেরইতে জিউ নহু থেহ ॥
শুনি ধনি সহচরী-বাণী ।
কহে গহি নরহরি-পাণি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী ধরি পুন সহচরী-পাণি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪০।

.         ॥ ধানশী॥

সুন্দরী ধরি পুন সহচরী-পাণি ।
ভরই বারি দিঠি ভণইতে বাণী ॥
সমুঝি চতুর সখী চললহি ধাই ।
কানুক নিয়রে কহল সব যাই ॥
মাধব চৌকি কহই সখীপাশ ।
কাহে করই এ বিফল অভিলাষ ॥
না বুঝব সোই খোয়ব কুললাজ ।
হাম কহ কৈছে করব ইহ কাজ ॥
বরজমাঝ মঝু সুযশ বিথারি ।
করহি না স্বপনে পরশি পরনারী ॥
পরতিরী-গ্রহণ দহন-জিনি তাপ ।
কো অছু মুরুখ করব ইহ পাপ ॥
সহজে সখা কছু সহই না দোষ ।
ধরমবিহীনে করু বিপরীত রোষ ॥
নরহরি ভুলি না কহ ইহ বাত ।
পশিতে শ্রবণে ঝাঁপায়ই গাত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী নিজ কুঞ্জ মন্দির
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৯।

॥ পুনঃ দেশপাল॥

সুন্দরী নিজ                     কুঞ্জ মন্দির--
মাহ কাতর ভেলি ।
কন্ঠসঞে মণি                        হেমহার
উতারি সখীকরে দেলি ॥
ভণই পুন পুন                   গৌর নিরদয়
দরশ দেই ন মোয় ।
করলি বিবিধ                 উপায় ইথে ইহ
লাজকুল ভয় খোয় ॥
ধরহুঁ অব মঝু                  বাত, সহই ন
যাত জীবন এহ ।
দেহ দহন                    জাগাই তুরিতহি
ভসম করব এ দেহ ॥
শুনত ঐছন                      বাণী শ্রবণহি
পাণি দেই সখী কাঁপি ।
হেরি বিষম                   দশা এ নরহরি
লোরে লোচন ঝাঁপি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর