কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
সুন্দরী শুনি দূতী-বচন ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১৫। ॥ আম্রপঞ্চম॥ সুন্দরী শুনি দূতী-বচন চঞ্চল চিত রোকি । লহু লহু লহু হাসি হরখে সখীমুখ অবলোকি ॥ সঙ্গিণী তব রঙ্গে বিরচি রঙ্গিণী নব বেশ । নাহ পহিল মিলনোচিত কয়লহি উপদেশ ॥ গুরুজনদিঠি বারি বিরলে চলু লেই নব কুঞ্জ । অলখিত লখি শ্যামে সুমুখী, কহে কিয়ে ঘনপুঞ্জ ॥ অঞ্জন সম সঞ্চয় করু লোচন-দুর্খদূরি । ভণ নরহরি পরশত হিয় হোয়ব সুখ ভূরি ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সুন্দরী-হিয় হরষ বিপুল ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২৩। ॥ তোড়ি॥ সুন্দরী-হিয় হরষ বিপুল পুলক ভরল গায় । কানুক বন- মাল পরশে পরশল জনু তায় ॥ দূরে রহল ধৈরজ প্রিয় সহচরী মুখ হেরি । বিলসত কহ কৈছে নাহ পুছত কত বেরি ॥ দূতী ভণই ভণব কি ধনি ! উমড়ই মঝু ছাতি । শুনইতে তুয়া মরম তাক হোয়ল ইহ ভাঁতি ॥ ঐছে বচনে চঞ্চল চিত লোচনে জলধার । নরহরি কহ বেগি বিরলে বিরচহ অভিসার ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৯-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। ॥ তোড়ি ॥ সুন্দরী-হিয় হরষ বিপুল পুলক ভরল গায়। কানুক বনমাল পরশে পরশল জনু তায়॥ দূরে রহল ধৈরজ প্রিয় সহচরী মুখ হেরি। বিলসত কত কৈছে নাহ পুছত কত বেরি॥ দূতী ভণই ভণব কি ধনি উমড়ই মঝু ছাতি। শুনইতে তুয়া মরম তাক হোয়ল ইহ ভাঁতি॥ ঐছে বচনে চঞ্চল চিত লোচনে জলধার। নরহরি কহ তুরিতে বিরলে বিরচহ অভিসার॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-১৩৪৮, ৩৭৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। সুন্দরী হিয় হরষ বিপুল পুলক ভরল গায়। কানুক বনমাল পরশে পরশল জনু তায়॥ দূরে রহল ধৈরজ প্রিয় সহচরী মুখ হেরি। বিলসত কত কৈছে নাহ পুছত কত বেরি॥ দূতী ভণই ভণব কি ধনি উমড়ই মঝু ছাতি। শুনইতে তুয়া মরম তাক হোয়ল ইহ ভাঁতি॥ ঐছে বচনে চঞ্চল চিত লোচনে জলধার। নরহরি কহ তুরিতে বিরলে বিরচহ অভিসার॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
সে কুল কামিনী রমণীর মণি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮০। অথ জাগর্য্যে ॥ গান্ধার॥ সে কুল কামিনী রমণীর মণি মজিল গৌরাঙ্গ-রসে । চমকি চমকি উঠে বারে বারে চাহয়ে সকল দিশে ॥ সই ! কত রাখিব প্রবোধ দিয়া । সদাই পীড়িত প্রাণ আনছান দেখিতে বিদরে হিয়া ॥ ধ্রু ॥ নিরমল তনু মলিন সঘন শুখায় বদন-শশী । ধরয়ে ধিয়ান যোগিনীর পারা জাগিয়া পোহায় নিশি ॥ অরুণ বরণ আঁখি ছলছল কহিতে বচন আধ । নরহরি প্রাণ- পিয়া সে দুলহ বিহি কি পূরাবে সাধ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |