কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
সুন্দরী বচন ভঙ্গি রস ঝরই
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৭১।
                                            
॥ তিরোতিয়া ধানশী॥

সুন্দরী বচন ভঙ্গি রস ঝরই ।
পৈঠত শ্রবণে শ্রবণ মন হরই ॥
সখী সুখ বরষি পরস্পর নয়নে ।
বিরচল ছল লেই চলু ফুল-চয়নে ॥
মঞ্জু গমনী ধনী সখী সহ চলই ।
উপনীত কুসুম বিপিন ঘন কলই ॥
তহি রহু শ্যাম জলদ তনু ঝলকে ।
অলখিত লখত তেজল দিঠি পলকে ॥
পুলকি রহল হসি মঞ্জুল বরণী ।
থির বিজুরি জনু বিলসত ধরণী ॥
কানুক নয়ন পড়ত ধনি-বয়নে ।
পাওল নিধি কি প্রেম ঝরু নয়নে ॥
চলল আগুসরি কি মধুর ছলনা ।
হোত সমীপগত সচকিত ললনা ॥
ভুজ গহি কোরে করত অতি উলসে ।
চুম্বত বদন মদনমদে বিলসে ॥
খঞ্জননয়নী মৌন গহি রহই ।
মাধব তবহি হাসি কত কহই ॥
ইহ নব চরিত নিরখি সখী মগনা ।
নরহরি নিছনি এ নিরুপম লগনা ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী-মরমে লাগি রহু কান
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৮০।

.      ॥ ধানশী॥

সুন্দরী-মরমে লাগি রহু কান ।
অনুখণ অন্তরে করই ধিয়ান ॥
ঐছে সময়ে শুনইতে তছু বাত ।
চঞ্চল চিত অতি উলসিত গাত ॥
সখীকর গহি কহে লহু লহু বাণী ।
হাম অবলা রতি রসে অসিয়ানী ॥
গুরুজন-ভয় অতি সঙ্কট তায় ।
কৈছে মিলব উহ নাগররায় ॥
শুনি সখী কহই মদন গুরু হোয় ।
রস-পরিপাটী শিখায়ব তোয় ॥
সাজহ তুরিতে না সহয়ে বিয়াজ ।
গুরুজন শয়ন কেল গৃহমাঝ ॥
সখিক বচনে ধনী শুভখণ পাই ।
অলখি চলু ঘন চহুঁ দিশ চাই ॥
নরহরি পহিলে সম্বাদল কান ।
শুনি মৃত তনু জনু পায়ল পরাণ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী লাজে রহই মৃদু হাসি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫৪।

.      ॥ ভুপালী॥

সুন্দরী লাজে রহই মৃদু হাসি ।
হেরইতে কানু রভসরসে ভাসি ॥
পরশিতে কুচ কর রহই না থির ।
চুম্বন-বেরি অধরে ধরু চির ॥
সুমধুর বচন বিরচি নব নাহ ।
আনল কতহি যতনে হিয় মাহ ॥
দৃঢ় পরিরম্ভণে উপজল রঙ্গ ।
শ্রমজলে ভরল পুলকময় অঙ্গ ॥
মাধব ধনীক বদনবিধু হেরি ।
আঁচরে পবন করই বহু বেরি ॥
কুসুমিত শয়নসেজে দুহু সাজ ।
হেরব কি নরহরি হেরি  সখী-মাঝ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী শুনি দূতী-বচন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১৫।

॥ আম্রপঞ্চম॥

সুন্দরী শুনি                       দূতী-বচন
চঞ্চল চিত রোকি ।
লহু লহু লহু                     হাসি হরখে
সখীমুখ অবলোকি ॥
সঙ্গিণী তব                     রঙ্গে বিরচি
রঙ্গিণী নব বেশ ।
নাহ পহিল                    মিলনোচিত
কয়লহি উপদেশ ॥
গুরুজনদিঠি                  বারি বিরলে
চলু লেই নব কুঞ্জ ।
অলখিত লখি                  শ্যামে সুমুখী,
কহে কিয়ে ঘনপুঞ্জ ॥
অঞ্জন সম                       সঞ্চয় করু
লোচন-দুর্খদূরি ।
ভণ নরহরি                  পরশত হিয়
হোয়ব সুখ ভূরি ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী সমীপ শ্যাম হসি থোরি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২০৯।

.     ॥ কামোদ॥

সুন্দরী সমীপ শ্যাম হসি থোরি ।
লহু লহু বচন কহই করজোরি ॥
তুহু অতি দুলহ দরশ মোহে ভার ।
ধনী মঝু নাম কয়ল উপগার ॥
নেয়লি নাম কহল কৌ মোয় ।
ইথে উপদেশ করব কছু তোয় ॥
যাকর নাম তাহে যব লেবি ।
তব তুয় সুযশ ঘুষব কুলদেবী ॥
শুনি ধনী লাজ-সরসি অবগাহ ।
চুম্বই বদন তবহি নব নাহ ॥
লাজে কমলমুখী রহু মুখ মোড়ি ।
ইহ নব লুবধ চকোর ন ছোড়ি ॥
কঞ্চুকী খোলি করহি কুচ ঝাঁপি ।
ঘন পরিরম্ভণে থরহরি কাঁপি ॥
বিলসত কি মধুর মধুর সনেহ ।
ঝলকত তনু জনু দামিনী মেহ ॥
ঘামে তিতল ধনী তনু অবলোকি ।
আঁচরে বীজই অথির মন রোকি ॥
বিগলিত চিকুর সঙারই কান ।
নরহরি হেরি কি জুড়ায়ব প্রাণ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী-হিয় হরষ বিপুল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২৩।

॥ তোড়ি॥

সুন্দরী-হিয়                        হরষ বিপুল
পুলক ভরল গায় ।
কানুক বন-                        মাল পরশে
পরশল জনু তায় ॥
দূরে রহল                        ধৈরজ প্রিয়
সহচরী মুখ হেরি ।
বিলসত কহ                        কৈছে নাহ
পুছত কত বেরি ॥
দূতী ভণই                     ভণব কি ধনি !
উমড়ই মঝু ছাতি ।
শুনইতে তুয়া                        মরম তাক
হোয়ল ইহ ভাঁতি ॥
ঐছে বচনে                         চঞ্চল চিত
লোচনে জলধার ।
নরহরি কহ                         বেগি বিরলে
বিরচহ অভিসার ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৯-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।

॥ তোড়ি ॥

সুন্দরী-হিয় হরষ বিপুল পুলক ভরল গায়।
কানুক বনমাল পরশে পরশল জনু তায়॥
দূরে রহল ধৈরজ প্রিয় সহচরী মুখ হেরি।
বিলসত কত কৈছে নাহ পুছত কত বেরি॥
দূতী ভণই ভণব কি ধনি উমড়ই মঝু ছাতি।
শুনইতে তুয়া মরম তাক হোয়ল ইহ ভাঁতি॥
ঐছে বচনে চঞ্চল চিত লোচনে জলধার।
নরহরি কহ তুরিতে বিরলে বিরচহ অভিসার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা-১৩৪৮, ৩৭৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

সুন্দরী হিয় হরষ বিপুল পুলক ভরল গায়।
কানুক বনমাল পরশে পরশল জনু তায়॥
দূরে রহল ধৈরজ প্রিয় সহচরী মুখ হেরি।
বিলসত কত কৈছে নাহ পুছত কত বেরি॥
দূতী ভণই ভণব কি ধনি উমড়ই মঝু ছাতি।
শুনইতে তুয়া মরম তাক হোয়ল ইহ ভাঁতি॥
ঐছে বচনে চঞ্চল চিত লোচনে জলধার।
নরহরি কহ তুরিতে বিরলে বিরচহ অভিসার॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুন্দরী হেরইতে জলধর অঙ্গ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২২।

.    ॥ কামোদ॥

সুন্দরী হেরইতে জলধর-অঙ্গ ।
লাজে ভরল দিঠি পুলকিত অঙ্গ ॥
লহু লহু হাসি অধরে ধরু চীর ।
পোপই তনু ন তনক্ রহু থির ॥
মাধব রভসে ধয়ল ধনী কোর ।
চুম্বই বদন মদনমদে ভোর ॥
কর-কিশলয়ে কুচ কঞ্চু উঘারি ।
খঞ্জননয়নী করহি কর বারি ॥
তব্ পগপাণি পসারই নাহ ।
ভণই বচন অছু উপজে উছাহ ॥
পায়ল ছলে যব অনুমতি আধ ।
নরহরি পহুক পুরল তব সাধ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুরধনী তীরে গৌর দ্বিজরাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯০।

.          অথ জড়িম্বি
.            ॥ ধানশী ॥
সুরধনী তীরে গৌর দ্বিজরাজ ।
রাজত ভকত নখতগণ মাঝ ॥
করুণাকিরণে তাপতম হারি ।
জগভরি প্রেম অমিয় দেই ঢারি ॥
নিরুপম চরিত কহব কিয়ে সই ।
বরজ-বিলাস শুনত বহু রোই ॥
তিলে তিলে অঙ্গ অবশ ভই জাত ।
নরহরি না বুঝত মরমক বাত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সুরধনী-সমীপ নীপবন-নিয়রে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৩।

অথ মৃত্যুদশায়াং
.   ॥ সুহই ॥

সুরধনী-সমীপ নীপবন-নিয়রে ।
পূরব সোঙরি কি হোয়ল পহুঁ-হিয়রে ॥
পণ্ডিত গৌরীদাস-কর গহই ।
উসসি উসসি নিশ্বসত কত কহই ॥
দিঠি ঝরু নীর নীরদ জনু বরষে ।
ভৈল নিচল তনু মহীতল-পরশে ॥
নরহরি পহুঁ হেরি ধীরজ না হোয়ই ।
ভুভরি ফুকরি ফুকরি সব রোয়ই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সে কুল কামিনী রমণীর মণি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮০।

অথ জাগর্য্যে
॥ গান্ধার॥

সে কুল কামিনী                    রমণীর মণি
মজিল গৌরাঙ্গ-রসে ।
চমকি চমকি                   উঠে বারে বারে
চাহয়ে সকল দিশে ॥
সই ! কত রাখিব প্রবোধ দিয়া ।
সদাই পীড়িত                     প্রাণ আনছান
দেখিতে বিদরে হিয়া ॥ ধ্রু ॥
নিরমল তনু                        মলিন সঘন
শুখায় বদন-শশী ।
ধরয়ে ধিয়ান                   যোগিনীর পারা
জাগিয়া পোহায় নিশি ॥
অরুণ বরণ                      আঁখি ছলছল
কহিতে বচন আধ ।
নরহরি প্রাণ-                    পিয়া সে দুলহ
বিহি কি পূরাবে সাধ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর