কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
আহা মন মোর পরাণ জুড়াইল ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৮। ॥ পুনঃ ভুপালী ॥ আহা মেন মোর পরাণ জুড়াইল হেরিয়া গৌরাঙ্গ শশী । কত সুধাধারা খসিয়া পড়িছে ও মুখে মধুর হাসি ॥ কনক কেশর দূরে রহু রূপে ভুবন করিছে আলো । নয়ানচাহনি চারু তাহে মীন খঞ্জন-গরব গেলো ॥ নিজ করে কেশ- বেশ বিরচিত কি দিব উপমা তার । জিনি ঘন নীল বসন শোভয়ে কিবা সে গলার হার ॥ নরহরি সহ গতি নব নব ভঙ্গিতে কি কব তা । না জানি কি নিধি বিধি মিলাওল উসকে পুলকে গা ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আহা মরি মরি আজু গোরাচাঁদ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫০। ॥ পুনঃ সুভগা ॥ আহা মরি মরি আজু গোরাচাঁদে দেখিতে পরাণ কাঁদে । মুদিত নয়ান নিঝরে ঝরই খেণে না ধৈরয বাঁধে ॥ ছাড়য়ে বিষম নিশাস তাহাতে পরাণ উড়িয়া যায় । নিজ প্রিয়জন ভণে নানা ভাঁতি তাহা না শ্রবণে ভায় ॥ সঘনে হুঙ্কার রচয়ে কি লাগি এমন কভু না শুনি । কি কাজ করিতে কিবা করে পুন ভণয়ে ভরম বাণী ॥ পুছিতে উত্তর না করয়ে কিছু ইহাতে বিদরে হিয়া । না বুঝি কিরূপে নরহরি ইথে রাখিবে প্রবোধ দিয়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আহা মরি মরি আজু বিপরীত ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৭। ॥ পুনঃ ধানশী ॥ আহা মরি মরি আজু বিপরীত কি আর বলিব হায় । শচীর দুলাল প্রাণধন গোরা পরাণ ছাড়িতে চায় ॥ নদীয়ানগরে কারে সুধাইব এ বড় বিষম হ’ল । না জানিয়ে কোন্ দেবতা পূজিলে এ দশা হইবে ভাল ॥ মরু নিকরুণ বিহি কি করিলে তিলেক ধৈরয নাই । কদম্ব-কাননে প্রবেশয়ে গিয়া সে অতি বিরল ঠাঁই ॥ তথা পরিকর- করে ধরি কত কহয়ে আতুর হৈয়া । শুনি নরহরি হিয়া বিদরয়ে কাঁদয়ে ওমুখ চায়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আহা মরি মরি কি আর বলিব ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৬। ॥ পুনঃ আশাবরী॥ আহা মরি মরি কি আর বলিব গৌরাঙ্গ চাঁদের কথা । সে মুখ মলিন হেরি হিয়া মাঝে বাঢ়য়ে দারুণ বেথা ॥ কাঁচা সোণা জিনি অঙ্গের লাবণি কেবা না হেরিয়া ভুলে । সে ধূলি ধূসর যেন ধরাধর লোটায় ধরণীতলে ॥ সে বেশভূষণ দূরে গেল সব সে নব কুসুম হার । আউলায়া পড়িছে চামরের পারা চাঁচর চিকুর ভার ॥ হইল নিচল না চলে নিশাস মরম বুঝিব কে ? নরহরি কহে সে দশা ঘটিল গোকুল-নাগর এ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আহা মরি মরি কেন বা এমন ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৯। ॥ পুনঃ মালব॥ আহা মরি মরি কেন বা এমন হইল পরাণ গোরা । নিরজন বিনে রহিতে নারয়ে না জানি কি ভাবে ভোরা ॥ খেণে খেণে দীঘ নিশাস ছাড়িয়া গণ্ডে আরোপয়ে পাণি । খেণে খেণে নানা ভঙ্গী করি ভণে খেণে বিরহিত বাণী ॥ খেণে দুটি আঁখি মুদি রহে খেণে চকিত চৌদিকে চায় । খেণে পুলকিত তনু কাঁপে খেণে খেণে না সম্বিত পায় ॥ খেণে ধীরে ধীরে ধুনাত্তই শির খেণে সুহাসয়ে মন্দ । খেণে কাঁদে উঠে ছুটে আঁখিধারা হেরি নরহরি ধন্দ ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |