কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
আরে মোর ঠাকুর অদ্বৈত দয়াময়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯৭।

   ॥ পুন ধানশী॥

আরে মোর ঠাকুর অদ্বৈত দয়াময় ।
ভুবনমোহন রূপ গুণের আলয় ॥
কিভাবে ভাবিত কিছু বুঝিতে না পারি ।
গোরা গোরা বলি কান্দে দু’বাহু পসারি ॥
কত ধারা বহে দু’টী নয়ান-কমলে ।
কাঁপিয়া কাঁপিয়া খেণে পড়ে ভূমিতলে ॥
খেণে হাসে খেণে খেণে দিয়া কাঁখতালি ।
জিতিলু জিতিলু বলি ধায় দিগ দলি ॥
যারে দেখে তারে পুন ধরি দেয় কোর ।
পরশ পাইয়া তারা আনন্দে বিভোর ॥
প্রেমের বাদরে সব জগত ভাসায় ।
নরহরি দিবস রজনি যশ গায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মন মোর পরাণ জুড়াইল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৮।

॥ পুনঃ ভুপালী ॥

আহা মেন মোর                        পরাণ জুড়াইল
হেরিয়া গৌরাঙ্গ শশী ।
কত সুধাধারা                           খসিয়া পড়িছে
ও মুখে মধুর হাসি ॥
কনক কেশর                            দূরে রহু রূপে
ভুবন করিছে আলো ।
নয়ানচাহনি                            চারু তাহে মীন
খঞ্জন-গরব গেলো ॥
নিজ করে কেশ-                        বেশ বিরচিত
কি দিব উপমা তার ।
জিনি ঘন নীল                           বসন শোভয়ে
কিবা সে গলার হার ॥
নরহরি  সহ                               গতি নব নব
ভঙ্গিতে কি কব তা ।
না জানি কি নিধি                        বিধি মিলাওল
উসকে পুলকে গা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি এই নদীয়াপুরে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১৯।

অথ সংক্ষিপ্ত সম্ভোগ-রসোদ্ গারে –
॥ ধানশী॥

আহা মরি এই নদীয়াপুরে ।
এনা গুণ শুনি কে নাহি ঝুরে ॥
নিরখিতে রূপ না থাকে বেথা ।
তোমা হেন নাতি ! পাইব কোথা ॥
আজু দেখি তোরে কেমন ভাঁতি ।
ঢুলু ঢুলু আঁখি অলস অতি ॥
সে রমণীমণি রঙ্গিণী সঙ্গে ।
বুঝি জাগিয়াছ রজনী রঙ্গে ॥
সুধাধারা পারা বিলাস তোর ।
শুনাইয়া হিয়া জুড়াহ মোর ॥
রাখিব গোপনে কহিবে যাহা ।
নরহরি একা জানিবে তাহা ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি গোরা কাঁচা সোণা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৯২।

॥ পুনঃ ধানশী॥

আহা মরি গোরা কাঁচা সোণা ।
রূপেতে ভুবন করে জোনা ॥
সে দুটি নয়ানে ধারা বয় ।
তা’ দেখি ধৈরজ কে বা রয় ॥
ধূলায় ধূসর তনুখানি ।
কহে কিবা গদ গদ বাণী ॥
বড় দয়া দেখিনু পতিতে ।
হেন দাতা নাই প্রেম দিতে ॥
করুণায় জগত মজিল ।
পাপ তাপ সব দূরে গেল ॥
নরহরি অতি অভাগিয়া ।
না ভজিল হেন প্রভু পায়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি নদীয়া নাগরী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী        
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯২।

    ॥ অত্র প্রার্থনা॥

আহা মরি নদীয়া নাগরী গুণবতী ।
আনে কি জানিবে গোরাচাঁদে যে পিরীতি ॥
পরাণপুতুলি গোরা নয়ানের তারা ।
গোরা লাগি কুলের ধরম ছাড়ে যারা ॥
গোরা বিনে তিলেক কলপসম বাসে ।
সদাই বিভোর সেই গোরা-প্রেমরসে ॥
নরহরি জনমে জনমে এই আশ ।
নিশিদিশি গাই যেন এ রসবিলাস ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি ভুবনমোহন গোরা মোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫।

    ॥ যথারাগ ॥

শুন শুন শ্রাতাগণ কহি বারবার ।
পূর্বরাগ রস এই অতি চমত্কার ॥
দর্শন-শ্রবণ-লালসাদি আর যত ।
অতি সঙ্গোপনে আস্বাদহ অবিরত ॥
সামান্যতঃ প্রথমেতে গাব গৌরগীত ।
চিন্তামণি যৈছৈ তৈছে এ গীতের রীত ॥
অন্যত্র সঙ্গতি এথা সে ক্রমে কহিব ।
ভেদ ছাড়ি দর্শন শ্রবণ জানাইব ॥
লালসাদি যথাযোগ্য ইথে প্রকাশিব ।
নিত্যানন্দাদ্বৈতগীত সংক্ষেপে গাইব ॥
গ্রন্থের বাহুল্য ভয় উপজিল চিতে ।
এ হেতু নারিয়ে ইহা সে ক্রমে গাইতে ॥
প্রভুগণ সহ এই দিগদরশন ।
নরহরি কহে ইথে রহু মোর মন ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি মরি আজু গোরাচাঁদ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫০।

॥ পুনঃ সুভগা ॥

আহা মরি মরি                  আজু গোরাচাঁদে
দেখিতে পরাণ কাঁদে ।
মুদিত নয়ান                         নিঝরে ঝরই
খেণে না ধৈরয বাঁধে ॥
ছাড়য়ে বিষম                   নিশাস তাহাতে
পরাণ উড়িয়া যায় ।
নিজ প্রিয়জন                   ভণে নানা ভাঁতি
তাহা না শ্রবণে ভায় ॥
সঘনে হুঙ্কার                       রচয়ে কি লাগি
এমন কভু না শুনি ।
কি কাজ করিতে                   কিবা করে পুন
ভণয়ে ভরম বাণী ॥
পুছিতে উত্তর                      না করয়ে কিছু
ইহাতে বিদরে হিয়া ।
না বুঝি কিরূপে                      নরহরি ইথে
রাখিবে প্রবোধ দিয়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি মরি আজু বিপরীত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৭।

॥ পুনঃ ধানশী ॥

আহা মরি মরি                     আজু বিপরীত
কি আর বলিব হায় ।
শচীর দুলাল                         প্রাণধন গোরা
পরাণ ছাড়িতে চায় ॥
নদীয়ানগরে                         কারে সুধাইব
এ বড় বিষম হ’ল ।
না জানিয়ে কোন্                  দেবতা পূজিলে
এ দশা হইবে ভাল ॥
মরু নিকরুণ                      বিহি কি করিলে
তিলেক ধৈরয নাই ।
কদম্ব-কাননে                         প্রবেশয়ে গিয়া
সে অতি বিরল ঠাঁই ॥
তথা পরিকর-                       করে ধরি কত
কহয়ে আতুর হৈয়া ।
শুনি নরহরি                          হিয়া বিদরয়ে
কাঁদয়ে ওমুখ চায়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি মরি কি আর বলিব
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩০৬।

॥ পুনঃ আশাবরী॥

আহা মরি মরি                     কি আর বলিব
গৌরাঙ্গ চাঁদের কথা ।
সে মুখ মলিন                     হেরি হিয়া মাঝে
বাঢ়য়ে দারুণ বেথা ॥
কাঁচা সোণা জিনি                   অঙ্গের লাবণি
কেবা না হেরিয়া ভুলে ।
সে ধূলি ধূসর                         যেন ধরাধর
লোটায় ধরণীতলে ॥
সে বেশভূষণ                        দূরে গেল সব
সে নব কুসুম হার ।
আউলায়া পড়িছে                  চামরের পারা
চাঁচর চিকুর ভার ॥
হইল নিচল                         না চলে নিশাস
মরম বুঝিব কে ?
নরহরি কহে                        সে দশা ঘটিল
গোকুল-নাগর এ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
আহা মরি মরি কেন বা এমন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৯।

॥ পুনঃ মালব॥

আহা মরি মরি                     কেন বা এমন
হইল পরাণ গোরা ।
নিরজন বিনে                      রহিতে নারয়ে
না জানি কি ভাবে ভোরা ॥
খেণে খেণে দীঘ                   নিশাস ছাড়িয়া
গণ্ডে আরোপয়ে পাণি ।
খেণে খেণে নানা                  ভঙ্গী করি ভণে
খেণে বিরহিত বাণী ॥
খেণে দুটি আঁখি                   মুদি রহে খেণে
চকিত চৌদিকে চায় ।
খেণে পুলকিত                    তনু কাঁপে খেণে
খেণে না সম্বিত পায় ॥
খেণে ধীরে ধীরে                      ধুনাত্তই শির
খেণে সুহাসয়ে মন্দ ।
খেণে কাঁদে উঠে                 ছুটে আঁখিধারা
হেরি নরহরি ধন্দ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর